EDU N TECH Advisors

EDU N TECH Advisors Education Consultant,
Visa and Immigration Consultant, Information Technology Consultant. Main page :www.facebook.com/eduntechadvisors

Dear Partner,This is your last chance to help students secure their spot at one of the UK’s most career-focused institut...
28/07/2025

Dear Partner,

This is your last chance to help students secure their spot at one of the UK’s most career-focused institutions – the University of Wolverhampton!

🎓 Why promote now?

⚡ 24–48 hour offer turnaround

✈️ Simplified CAS process

🎓 Scholarships up to £2,000 for PG (Non-MRes)

📄 MOI accepted for PG (Non-MRes)

📍 Excellent location – near Birmingham

🤝 Full-time & part-time career support

📌 Courses still open for Sep 2025 – UG & PG (Non-MRes only)
💥 Limited seats. CAS deadlines approaching fast.

✅ Let’s not miss out on this final opportunity.
🚀 Push all eligible applications through Edvoy today and give your students the advantage they deserve!

For support or queries, reach out anytime. Let’s close this intake strong!

26/07/2025

If you want to study in Italy with great scholarship and job opportunities, contact

EdunTech Advisors now!🥰😍

🎓 চীনের স্টুডেন্ট ভিসার জন্য Bank Statement ও Bank Solvency Certificate—একটি পূর্ণাঙ্গ গাইডঅনেকেই জানেন না বা বুঝে না, চ...
24/07/2025

🎓 চীনের স্টুডেন্ট ভিসার জন্য Bank Statement ও Bank Solvency Certificate—একটি পূর্ণাঙ্গ গাইড

অনেকেই জানেন না বা বুঝে না, চীনে পড়াশোনা করতে গেলে ভিসার জন্য "Financial Proof" কতটা গুরুত্বপূর্ণ। চীনের ভিসা অফিসাররা চাইবেন আপনি আর্থিকভাবে কতটা প্রস্তুত তা দেখতে। তাই নিচে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত ব্যাখ্যা করা হলো:

✅ ১. Bank Statement:

📌 কি এটা?
Bank Statement হলো ৬ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজেকশন হিস্টোরি, যা প্রমাণ করে আপনি বা আপনার স্পনসর আর্থিকভাবে স্থিতিশীল।

📌 কেন প্রয়োজন?
চীনে পড়াশোনার সময় আপনার টিউশন ফি, হোস্টেল খরচ, দৈনন্দিন ব্যয় মেটাতে যেন আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকে—তা দেখাতে হয়।

🔰সর্বশেষ ৬ মাসের হিস্টোরি

🔰অ্যাকাউন্ট হোল্ডারের নাম ও ঠিকানা

🔰অ্যাকাউন্ট নম্বর

🔰প্রতিমাসে লেনদেন (ডিপোজিট ও উইথড্রল)

🔰ব্যালেন্স যেন হঠাৎ করে না ঢোকে; পর্যায়ক্রমে টাকা থাকা ভালো

🔰ব্যাংকের লেটারহেডে প্রিন্ট করা

🔰ব্যাংক অফিসারের স্বাক্ষর ও অফিসিয়াল স্ট্যাম্প

✅ ২. Bank Solvency Certificate:

📌 কি এটা?
Solvency Certificate হলো ব্যাংক থেকে দেওয়া একটি অফিসিয়াল সার্টিফিকেট, যা বলে যে আপনি বা আপনার স্পনসর “financially solvent”—অর্থাৎ চীনে পড়াশোনার খরচ বহন করতে সক্ষম।

📌 এতে যা থাকে:

🔰ব্যাংকের নাম, ব্রাঞ্চ

🔰অ্যাকাউন্ট হোল্ডারের নাম

🔰বর্তমান ব্যালেন্স বা মোট জমার পরিমাণ

🔰"He/She is financially capable to support higher education abroad" এরকম বাক্য

🔰ব্যাংক ম্যানেজারের স্বাক্ষর ও সিল

🔰অবশ্যই ব্যাংকের অফিসিয়াল লেটার হেডে হতে হবে

📌 কার থেকে নেওয়া যাবে?
যে ব্যাংকে আপনার বা স্পনসরের অ্যাকাউন্ট আছে, সেখান থেকেই নিতে হবে।

✅ ৩. কে হতে পারেন স্পনসর?

🎯 নিম্নলিখিত কেউ হতে পারে:

🔰বাবা / মা

🔰ভাই / বোন

🔰আত্মীয় (আঙ্কেল, আন্টি ইত্যাদি)

🔰আপনি নিজে, যদি ইনকাম থাকে

📌 স্পনসরের ডকুমেন্টস লাগবে:

🔰NID/Passport কপি

🔰Sponsorship Letter (Affidavit বা Self-written declaration)

🔰Relationship proof (যেমন জন্ম সনদ)

✅ ৪. কিছু গুরুত্বপূর্ণ টিপস:

🔹 হঠাৎ করে বড় অঙ্কের টাকা অ্যাকাউন্টে ঢোকাবেন না—দূতাবাস সন্দেহ করতে পারে
🔹 ফ্রেশ অ্যাকাউন্ট না খুলে পুরোনো বা চলমান অ্যাকাউন্ট ব্যবহার করুন
🔹 স্পনসরের ইনকাম প্রমাণ থাকলে ভালো (Salary Certificate, Business Trade License ইত্যাদি)
🔹 Bank solvency ও statement—দুটোই ইংরেজিতে নেওয়া বাধ্যতামূলক
🔹 ভিসা আবেদন করার ১ মাসের মধ্যে ইস্যু করা ডকুমেন্ট দিন

যদি বাবা-মা ছাড়া অন্য কেউ (যেমন: মামা, খালু, চাচা, ফুপা, বড় ভাই, বা আত্মীয়) আপনার স্পনসর হতে চায়, তাহলে ভিসা ফাইলের সাথে কিছু অতিরিক্ত ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যুক্ত করতে হবে—যা বাবা-মার ক্ষেত্রে বাধ্যতামূলক না।

🧾 ✅ স্পনসর যদি বাবা-মা নয়, তাহলে লাগবে নিচের ডকুমেন্টস:

1️⃣ Sponsorship Declaration Letter (Handwritten বা Notarized)

স্পনসরকে লিখতে হবে:

> “I, [Sponsor's Name], hereby declare that I will fully sponsor [Your Name] for his/her studies in China, including tuition fees, living expenses, and travel.”

📌 এটাতে:

🔰স্পনসরের নাম, ঠিকানা, সই

🔰আপনার নাম উল্লেখ

🔰তারিখসহ দেওয়া লাগবে

🔰সম্ভব হলে নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করা ভালো

2️⃣ Relationship Proof (যেহেতু first blood না)

✅ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—দূতাবাস বুঝতে চায় যে তোমার সাথে তার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ বা বাস্তবিক।

🔹 যা দেওয়া যায়:

🔰Family tree লিখে declaration (নিজে তৈরি করে)

🔰যদি জাতীয় পরিচয়পত্রে (NID) আপনার বাবার নাম আর আপনার চাচার বাবার নাম মিলে যায়, সেটাও যুক্ত করা যায়

🔰পরিবার প্রধান (বাবা বা মা) এর declaration —
যেমন:

> “I, father of the applicant, confirm that my elder brother [Chacha/Mama's Name] will sponsor my son/daughter.”

📌 অতিরিক্তভাবে Birth Certificate, Family Certificate বা Union থেকে দেওয়া affidavit দেওয়া যেতে পারে।

3️⃣ Sponsor-এর NID/Passport কপি

অবশ্যই ইংরেজিতে বা অনুবাদসহ।

4️⃣ Sponsor-এর Bank Statement ও Solvency Certificate

যেটা সাধারণত প্রয়োজন হয়

5️⃣ Optional but Strong Support:

🔸 স্পনসরের ইনকাম সোর্স (Salary Certificate বা Trade License)
🔸 নিজ হাতে লেখা Sponsor Letter + Your Letter of Acceptance একসাথে

🔴 কিছু বিষয় জেনে রাখা দরকার, যেমনঃ

First blood না হলে দূতাবাস একটু বেশি ডিটেইল চায়, কারণ অর্থনৈতিক সম্পর্কটা তারা যাচাই করে দেখতে চায়।

চাইলে আপনি আপনার বাবা/মায়ের লিখিত সম্মতিও যুক্ত করতে পারেন (Just 1 page signed statement)(যদিও দরকার হয় না)

✍️ সংক্ষেপে দরকার হবে:

✅ Sponsorship Letter
✅ Relationship Explanation
✅ Sponsor's NID/Passport
✅ Bank Statement + Solvency
✅ Optional: বাবা/মায়ের Written Permission

🔖

23/07/2025
17/07/2025

Last call!
Last call!
& last call

🟢🟢 3 Year Fully Funded Diploma Program for September 2025 Intake

🔸 Diploma Program

❗️Intake: September 2025
😶‍🌫️ Age Limit: 18-25
📃 Language Instruction: English + Chinese
🕘 Duration: 3 Years for Diploma
📯 Location: Jiangsu Province
———————————————
📝 10th Pass Students can APPLY

♻️ Scholarship Details:
📚Tuition Fees: Free
🏢 Hostel Fees: Free
———————————————
📝Subjects
1- Culinary Arts & Nutrition
2- Hotel Management & Digital Operation
3- Arts & Crafts Design
4- Marketing
5- Computer Network Technology
6- Financial Service & Management
———————————————
📃 Required Documents:
1- Passport information page
2- Police certificate
3- Physical examination Certificate
4- Highest Education certificate and transcript
5- Passport size white background photo
6- Bank Statement
7- CV
8- English Proficiency
9- Introduction Video

⚠️Note: All documents Should be proper scanned by scanner Mobile Pictures not accepted..

🛂Admission Notice with in 4-7 days, and jw202 also in 2-3 Week

🚫Nationality Restrictions: No

⛔️Deadline: 25th July 2025

চায়না স্কলারশিপ লাগলে জানাবেন।
15/07/2025

চায়না স্কলারশিপ লাগলে জানাবেন।

10/07/2025

🇨🇳🎓 3 Years Diploma Scholarship in China – Fully Funded + ৮,৫০০ টাকা মাসিক বৃত্তি! 🌟

📅 Intake: September 2025

🎓 Available Majors:
1️⃣ Animal Husbandry and Veterinary
2️⃣ Food Inspection & Testing Technology
3️⃣ Landscape Architecture
4️⃣ Aquaculture Technology
5️⃣ Electronic Commerce
6️⃣ Computer Application Technology
7️⃣ Application Technology of Modern Agricultural Equipment

🎁 Scholarship Benefits:
✅ Tuition Fee: 100% Free
✅ Accommodation: 100% Free
✅ Monthly Stipend: 500 RMB (প্রায় ৮,৫০০ টাকা)

📚 চীনে পড়াশোনা করুন সম্পূর্ণ বৃত্তি নিয়ে!

👉কোনো টিউশন ফি নেই🥰

👉থাকা-খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি🤗

👉প্রতিমাসে নিশ্চিত বৃত্তি🙀

🌏 আবেদন করতে আজই যোগাযোগ করুন EduNTech-Advisors এর সাথে!

➡️ Dhaka Office:
☎️ +880 1824552255, 01601979153
✉️ [email protected]

⛳ Office Address: Apt 2, House: 16, Road no: 2/3, Block: L, Banani Chairman Bari, Banani, Dhaka-1213

🔖

📛 চায়না স্টুডেন্ট ভিসা রিজেক্ট হওয়ার কিছু সাধারণ কারণ এবং তা এড়িয়ে চলার কার্যকর টিপসঃ🎯 ভিসা রিজেক্ট হওয়ার আশঙ্কা কমাতে চ...
08/07/2025

📛 চায়না স্টুডেন্ট ভিসা রিজেক্ট হওয়ার কিছু সাধারণ কারণ এবং তা এড়িয়ে চলার কার্যকর টিপসঃ

🎯 ভিসা রিজেক্ট হওয়ার আশঙ্কা কমাতে চাইলে আবেদন করার আগে নিচের বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন—

1️⃣ মূল ডকুমেন্ট যাচাই করুন
ভিসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো Admission Letter এবং JW202 ফর্ম। আবেদন জমা দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন, আপনি যে ডকুমেন্ট দিচ্ছেন তা অরিজিনাল ও ভ্যালিড কিনা।

2️⃣ ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সির সঠিক প্রস্তুতি
ভিসা রিজেকশনের বড় কারণগুলোর একটি হলো অপ্রতুল ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট।

ছয় মাসের রেগুলার ট্রানজেকশনসহ ব্যাংক স্টেটমেন্ট দিন।

মিনিমাম ৩,২০,০০০ টাকা বা তার বেশি ব্যালেন্স থাকতে হবে।

সলভেন্সি সার্টিফিকেট অবশ্যই যোগ করুন।

3️⃣ স্পন্সর নির্বাচন ও সম্পর্কের প্রমাণ
বাবা/মা এর একাউন্ট থেকে স্টেটমেন্ট দেখাতে পারলে সবচেয়ে ভালো। সম্ভব না হলে ফার্স্ট ব্লাড (ভাই/বোন/চাচা) এর অ্যাকাউন্ট দেখান এবং—
✅ স্পন্সরশিপ এফিডেভিট
✅ রিলেশনশিপ সার্টিফিকেট
সাথে সংযুক্ত করুন।

4️⃣ নাম ও NID এর বানান মিলিয়ে নিন
বাবা/মার NID ও আপনার সার্টিফিকেটে যদি নাম বা বানানে ভিন্নতা থাকে, সেক্ষেত্রে নাম সংশোধন বা এফিডেভিট করে জমা দিন।

5️⃣ অ্যাকাউন্ট ব্যালেন্স বজায় রাখুন
ভিসা হাতে না পাওয়া পর্যন্ত ব্যাংকে থাকা টাকা জরুরি প্রয়োজন ছাড়া উঠাবেন না।
কমপক্ষে ৩.২০ লক্ষ টাকা যেন একাউন্টে থাকে, তা নিশ্চিত করুন।

6️⃣ JW202 মেয়াদ শেষ? সমস্যা নয়!
JW ফর্মের মেয়াদ শেষ হয়ে গেলে ইউনিভার্সিটি থেকে NOC (No Objection Certificate) সংগ্রহ করে তা ভিসা আবেদনের সাথে সংযুক্ত করুন।

7️⃣ পুরাতন পাসপোর্ট জমা দিন
যদি আপনার একাধিক পাসপোর্ট থাকে, আবেদন জমার দিন পুরাতন পাসপোর্টটিও অবশ্যই সঙ্গে জমা দিন।

8️⃣ ইন্টারভিউ প্রস্তুতি নিন
স্মার্ট ও আত্মবিশ্বাসী থাকুন। নিচের বিষয়গুলো গুছিয়ে বলতে পারবেন এমন প্রস্তুতি নিন:
🔸 Scholarship situation
🔸 Source of income
🔸 কে আপনার খরচ চালাবেন চায়নাতে

ইন্টারভিউতে সাধারণ কিছু প্রশ্ন থাকে, তাই প্র্যাকটিস করে যান।

9️⃣ প্রেজেন্টেশন ম্যাটারস!
ইন্টারভিউ দিতে গেলে ফরমাল পোশাক পরুন এবং ভদ্র, স্মার্ট এবং আত্মবিশ্বাসী আচরণ করুন — যেন আপনাকে একজন যোগ্য শিক্ষার্থী মনে হয়।

🔟 ভিসা ফর্ম ফিলাপ ও ডকুমেন্ট সাবমিশন

ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করুন

ডকুমেন্ট স্ক্যান ও আপলোড পরিষ্কারভাবে করুন

সাবমিট করার আগে একাধিকবার চেক করুন

🌟 সাফল্য আপনার হাতে!
সঠিকভাবে আবেদন করুন, নিজের উপর বিশ্বাস রাখুন — ইনশাআল্লাহ চায়নায় উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।
শুভকামনা রইল! ❣️

✈️ বিদেশে পড়তে গিয়ে কোটিপতি! এটা গল্প নয়, বাস্তবতা। জানুন কীভাবে আপনার সহপাঠীরা পড়ালেখা করেই মাসে লাখ টাকা তুলছে।🇧🇩 ...
07/07/2025

✈️ বিদেশে পড়তে গিয়ে কোটিপতি! এটা গল্প নয়, বাস্তবতা। জানুন কীভাবে আপনার সহপাঠীরা পড়ালেখা করেই মাসে লাখ টাকা তুলছে।

🇧🇩 বাংলাদেশে মাস শেষে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন?
🌍 আপনার সহপাঠীরা তখন বিদেশে স্কলারশিপ নিয়ে মাসে ৩-৫ লাখ টাকা আয় করছে!
👉 এটা গল্প নয়, বাস্তবতা।

💡 আপনি জানেন? বাংলাদেশে যে টাকা কামাতে ৫-৭ বছর লাগে,
📌 বিদেশে স্কলারশিপ পেলে সেটাই সম্ভব মাত্র ১ বছরে!

---

🔥 কেন আজকের শিক্ষার্থীরা বিদেশমুখী? ✅ শুধু ভালো শিক্ষা নয়
✅ আর্থিক স্বাধীনতার বিশাল সুযোগ!

👨‍🎓 বাংলাদেশি গ্র্যাজুয়েট বনাম বিদেশে স্কলারশিপধারী ছাত্রের আয়:
📌 বাংলাদেশে (চাকরি):
💸 মাসিক ২০-৫০ হাজার টাকা
🏠 ব্যয়: বাসা, খাবার, যাতায়াতেই শেষ!

📌 বিদেশে (স্কলারশিপ):
💸 মাসিক স্টাইপেন্ড ১.৫-৫ লাখ টাকা
💼 সামার ইন্টার্নশিপ: ৩-১০ লাখ টাকা
🔬 গবেষণা ফান্ড: বছরে ১০-৩০ লাখ টাকা

---

🎯 স্কলারশিপ মানেই টাকার উৎস:
💰 স্টাইপেন্ড (RA/TA, Erasmus+, DAAD, Vanier)
💰 ইন্টার্নশিপ (গুগল, ফেসবুক, অ্যামাজন)
💰 গবেষণা ফান্ড + পেটেন্ট বোনাস

---

🌈 ৫ বছরে আয়ের তুলনা (প্রায়):
🇧🇩 বাংলাদেশে: ২১-৩৩ লাখ টাকা
🌍 বিদেশে: ১-৩ কোটি টাকা + ইন্টার্নশিপ + রিসার্চ ফান্ড

---

🚀 এটা শুধু টাকার কথা নয়! ✅ টিউশন ফি ১০০% ফ্রি
✅ ফ্রি হাউজিং, হেলথ ইন্স্যুরেন্স
✅ বিশ্বমানের ডিগ্রি + আন্তর্জাতিক ক্যারিয়ার

👨‍👩‍👧 আপনার পরিবারের স্বপ্নও পূরণ হবে! 👉 বাবা-মা কে নিয়ে ঘুরতে পারবেন ইউরোপ/আমেরিকা!

---

✨ আজই শুরু করুন! 💥 আজকের ১ বছরের প্রস্তুতি = কোটি টাকার আয়ের পথ
💥 আজকের পরিশ্রম = আগামী ৫ বছরের সাফল্য

---

🎁 বোনাস:
👉 ২১টি স্কলারশিপের মাসিক টাকার পরিমাণ + লিঙ্ক!
📌 Erasmus Mundus: ১.৮ লাখ টাকা
👉 https://www.eacea.ec.europa.eu/scholarships_en
📌 Fulbright (USA): ২.৯-৩.৫ লাখ টাকা
👉 https://foreign.fulbrightonline.org/
📌 Chevening (UK): ১.৫-১.৯ লাখ টাকা
👉 https://www.chevening.org/
📌 DAAD (Germany): ১-১.৪ লাখ টাকা
👉 https://www.daad.de/en/
📌 MEXT (Japan): ১.২-১.৩ লাখ টাকা
👉 https://www.studyinjapan.go.jp/en/
(আরও ১৬টি স্কলারশিপের লিংক 👇 কমেন্টে দিন/ইনবক্স নিন!)

---

🌟 একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে! ⏳ সময় নষ্ট করবেন না, স্বপ্নের দিকে আজই যাত্রা শুরু করুন!

💬 যদি এই পোস্ট ভালো লাগে, শেয়ার করুন যাতে অন্যরাও স্বপ্ন দেখতে শিখে!

Scholarships offered in actions managed by EACEA.

বিদেশে মাস্টার্স বা পিএইচডি করার স্বপ্ন দেখছেন? শুধু ভালো রেজাল্ট থাকলেই চলবে না সঠিক পরিকল্পনা, তথ্যভিত্তিক প্রস্তুতি এ...
07/07/2025

বিদেশে মাস্টার্স বা পিএইচডি করার স্বপ্ন দেখছেন? শুধু ভালো রেজাল্ট থাকলেই চলবে না সঠিক পরিকল্পনা, তথ্যভিত্তিক প্রস্তুতি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগেভাগে গুছিয়ে রাখলেই আপনি পৌঁছাতে পারবেন আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে, তাও হয়তো ফুল স্কলারশিপসহ!

বড় বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার হাজার আবেদন আসে প্রতি বছর। স্কলারশিপ কিংবা ফান্ডিং পাওয়ার প্রতিযোগিতাটাও খুব কঠিন। কিন্তু যারা আগে থেকেই নিজের প্রোফাইল গুছিয়ে নেয়, সঠিক তথ্য জানে এবং দিকনির্দেশনা অনুযায়ী এগোয় তাদের জন্যই মূলত ফান্ডিংয়ের দরজাটা খুলে যায় সহজে। এই পোস্টে ঠিক সে রকম কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করবো, যেগুলো আগে থেকে গুছিয়ে রাখলে মাস্টার্স বা পিএইচডিতে ফান্ডিং পাওয়া হবে অনেক সহজ ও সম্ভব।

✅ ১. বিষয়, দেশ ও বিশ্ববিদ্যালয় বাছাই করুন
প্রথমেই ভেবে নিন কোন বিষয়ের প্রতি আপনার দীর্ঘমেয়াদী আগ্রহ আছে। যেটা নিয়ে আপনি সময় দিতে পারবেন, পড়তে বা গবেষণা করতে ভালোবাসেন, সেটাই আপনার পছন্দ হওয়া উচিত। বিষয় বাছাইয়ের পর ঠিক করতে হবে আপনি কোন দেশে পড়তে চান। সেজন্য দেখুন সেই দেশের পড়াশোনার মান কেমন, পোস্ট-স্টাডি ভিসা সুবিধা আছে কিনা, স্কলারশিপ কতটা সহজে পাওয়া যায়। এরপর বিভিন্ন র‍্যাঙ্কিং, স্টুডেন্ট রিভিউ ও প্রোগ্রামের মান দেখে বিশ্ববিদ্যালয় বেছে নিন। কমপক্ষে ১০-১৫টি বিশ্ববিদ্যালয়ের তালিকা করুন, যেগুলোতে আপনি আবেদন করতে পারেন এবং যেগুলো আপনার প্রোফাইলের সাথে মেলে।

✅ ২. প্রফেসর ও রিসার্চ যাচাই করুন
যে বিষয়ে আপনি আবেদন করবেন, সেই বিষয়ে কোন প্রফেসররা গবেষণা করছেন সেটা খুঁজে বের করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি লিস্ট ঘেটে প্রফেসরের নাম বের করুন। এরপর Google Scholar, ResearchGate কিংবা তাদের ব্যক্তিগত ওয়েবসাইটে গিয়ে দেখুন তারা কী ধরনের গবেষণা করেন, কোন পেপার বা প্রজেক্টে কাজ করেছেন। যদি আপনি মনে করেন যে তাদের গবেষণার সঙ্গে আপনার আগ্রহ মেলে, তাহলে আপনি সেই প্রফেসরের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। এখানে শুধু নিজের পরিচয় দিয়ে, নিজের আগ্রহের কথা ও পেছনের কাজের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে একটি ইমেইল পাঠানো উচিত।

✅ ৩. ভর্তি যোগ্যতা যাচাই করুন
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে “Admission Requirements” অংশে প্রবেশ করুন এবং ভালোভাবে পড়ে দেখুন কোন যোগ্যতা লাগবে। আপনার বর্তমান CGPA, কোর্স ব্যাকগ্রাউন্ড, পূর্বের ডিগ্রির ধরন এসব গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে TOEFL/IELTS অথবা GRE/GMAT স্কোর দরকার হয়—সেটাও খেয়াল করতে হবে। কোন টেস্টে ন্যূনতম কত স্কোর লাগবে, কবে আগে স্কোর জমা দিতে হবে এসব জেনে সেই অনুযায়ী পরিকল্পনা করে প্রস্তুতি শুরু করুন।

✅ ৪. টেস্টের জন্য প্রস্তুতি ও রেজিস্ট্রেশন
IELTS কিংবা TOEFL-এর জন্য আপনাকে Listening, Reading, Writing ও Speaking এই চারটি অংশ ভালোভাবে অনুশীলন করতে হবে। যেকোনো একটি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করার আগে তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার দেশে কোথায় পরীক্ষা হয়, কত টাকা লাগে, কবে কবে পরীক্ষা আছে সেসব দেখে বুকিং দিয়ে দিন। যদি GRE বা GMAT প্রয়োজন হয়, তাহলে Math, Verbal ও Writing এর উপর আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। এর জন্য আপনি Magoosh, GregMat, ETS-এর নিজস্ব রিসোর্স বা Kaplan-এর বই ব্যবহার করতে পারেন।

✅ ৫. স্টেটমেন্ট অফ পারপাস (SOP) লিখুন
SOP হলো আপনার গল্প। আপনি কোন বিষয় নিয়ে আগ্রহী, কেন এই প্রোগ্রামে আবেদন করছেন, আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা, গবেষণা, থিসিস বা প্রজেক্ট সব বিস্তারিতভাবে তুলে ধরবেন। এখানে আপনি যেই প্রোগ্রামে ও বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন সেটার প্রতি আগ্রহ দেখানো জরুরি। SOP এমনভাবে লিখতে হবে যেন বোঝা যায় আপনি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম সম্পর্কে ভালোভাবে জেনেছেন এবং নিজের ক্যারিয়ারের সঙ্গে সেটা কীভাবে মিলছে। SOP অবশ্যই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে লিখতে হবে, যেন কপি-পেস্ট মনে না হয়।

✅ ৬. সুপারিশপত্র (LOR) সংগ্রহ করুন
সুপারিশপত্র চাওয়ার জন্য এমন শিক্ষক বা সুপারভাইজরকে বেছে নিন যিনি আপনার একাডেমিক কিংবা প্রজেক্টে কাজ দেখে ভালোভাবে চিনেন। তাদেরকে আপনার CV, SOP, এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন যেন তারা আপনাকে যথাযথভাবে রেফার করতে পারেন। অনেক সময় শিক্ষকদের ব্যস্ততার কারণে তারা সময়মতো রেফারেন্স দিতে ভুলে যান, তাই সময়মতো রিমাইন্ডার দেওয়া এবং তাদের প্রতি সম্মান বজায় রাখা খুব দরকার।

✅ ৭. একাডেমিক ডকুমেন্টস গুছিয়ে ফেলুন
আপনার ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, IELTS/GRE স্কোর রিপোর্ট সবকিছু স্ক্যান করে রাখুন। এর সঙ্গে আপনার পাসপোর্ট, রিসার্চ প্রজেক্ট রিপোর্ট, পাবলিকেশন বা থিসিসের অ্যাবস্ট্র্যাক্ট থাকলে সেগুলোও গুছিয়ে রাখতে হবে। এইসব ফাইল Google Drive বা OneDrive এ নির্দিষ্ট ফোল্ডারে সাজিয়ে রাখুন যেন আবেদনের সময় দ্রুত খুঁজে পাওয়া যায়।

✅ ৮. স্কলারশিপ ও ফান্ডিং খুঁজুন
বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে দুই জায়গা থেকেই স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে। অনেক বিশ্ববিদ্যালয়ে নিজস্ব স্কলারশিপ, Assistantship, বা Fellowship থাকে যা ওয়েবসাইটেই দেওয়া থাকে। এছাড়াও Fulbright, Chevening, DAAD, MEXT, Erasmus Mundus-এর মতো আন্তর্জাতিক স্কলারশিপ আছে যেগুলোর ডেডলাইন ও নিয়ম আলাদা। যেসব প্রফেসরের সঙ্গে আপনি রিসার্চ করতে আগ্রহী, তারা যদি ফান্ডেড প্রজেক্টে কাজ করেন তাহলে RA বা GA পজিশনের জন্য আগেই কথা বলে রাখা যায়।

✅ ৯. প্রফেসর ও শিক্ষার্থীদের সঙ্গে কানেকশন তৈরি করুন
আপনি যেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান সেখানে পড়ুয়া বা পুরনো শিক্ষার্থীদের LinkedIn, ResearchGate বা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই নেটওয়ার্কের মাধ্যমে খুঁজে বের করুন। তাদের অভিজ্ঞতা জানতে চাইলে অনেকেই সাহায্য করতে রাজি থাকেন। কারো কাছে SOP রিভিউ বা আবেদন বিষয়ক টিপস চেয়ে নেওয়াও যায়। একইভাবে প্রফেসরদের সাথে ছোট্ট একটি ইনফরমাল ইমেইলের মাধ্যমে নিজেকে পরিচয় করিয়ে দিতে পারেন।

✅ ১০. পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত প্রস্তুতি
আপনার পাসপোর্টের মেয়াদ আবেদন ও ভিসা ইস্যুর সময় পর্যন্ত Valid আছে কি না, তা নিশ্চিত হোন। যদি না থাকে, আগে পাসপোর্ট নবায়নের কাজ শুরু করুন। এরপর ভিসার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে যেমন I-20 (যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে), ফান্ডিং প্রুফ, ব্যাংক স্টেটমেন্ট, স্পনসরশিপ লেটার, মেডিকেল সার্টিফিকেট ইত্যাদি তা আগেই গুছিয়ে রাখুন। অনেক ক্ষেত্রে পলিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা মেডিকেল রিপোর্টও লাগে। এছাড়া DS-160 ফর্ম পূরণ করা, SEVIS ফি প্রদান করা এবং ভিসা ইন্টারভিউয়ের জন্য সময়মতো অ্যাপয়েন্টমেন্ট নেওয়াও আবশ্যক। অনেক দেশেই এই প্রক্রিয়া সময়সাপেক্ষ, তাই অ্যাডমিশন লেটার পাওয়ার আগেই প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ শুরু করে দিন।

✅ ১১. ইংরেজি দক্ষতা ও ইন্টারভিউ প্রস্তুতি
প্রতিদিন ইংরেজিতে কথা বলা, লেখা, এবং পড়ার অভ্যাস গড়ে তুলুন বিশেষ করে একাডেমিক টোনে। আপনি যে বিষয়ে আবেদন করছেন তার ওপর ভিত্তি করে নিজের ব্যাকগ্রাউন্ড ও অভিজ্ঞতা বলার অনুশীলন করুন। ভিসা ইন্টারভিউ বা স্কলারশিপ ইন্টারভিউয়ের জন্য মক সেশন দিন যাতে আত্মবিশ্বাস বাড়ে। Grammar চর্চা করতে পারেন Grammarly বা Cambridge Grammar in Use বই দিয়ে। Vocabulary বাড়ানোর জন্য Word Power Made Easy বা Anki App ব্যবহার করতে পারেন।

নিয়মিত স্কলারশিপ সার্কুলার পেতে ফলো করুন World Scholarship News

©️Citation and Copyright
Shahriar Abrar Himel
Oberlin College '28, USA 🎓
Accepted to 25 prestigious universities

Address

Banani Model Town

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when EDU N TECH Advisors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share