07/07/2025
বিদেশে মাস্টার্স বা পিএইচডি করার স্বপ্ন দেখছেন? শুধু ভালো রেজাল্ট থাকলেই চলবে না সঠিক পরিকল্পনা, তথ্যভিত্তিক প্রস্তুতি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগেভাগে গুছিয়ে রাখলেই আপনি পৌঁছাতে পারবেন আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে, তাও হয়তো ফুল স্কলারশিপসহ!
বড় বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার হাজার আবেদন আসে প্রতি বছর। স্কলারশিপ কিংবা ফান্ডিং পাওয়ার প্রতিযোগিতাটাও খুব কঠিন। কিন্তু যারা আগে থেকেই নিজের প্রোফাইল গুছিয়ে নেয়, সঠিক তথ্য জানে এবং দিকনির্দেশনা অনুযায়ী এগোয় তাদের জন্যই মূলত ফান্ডিংয়ের দরজাটা খুলে যায় সহজে। এই পোস্টে ঠিক সে রকম কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করবো, যেগুলো আগে থেকে গুছিয়ে রাখলে মাস্টার্স বা পিএইচডিতে ফান্ডিং পাওয়া হবে অনেক সহজ ও সম্ভব।
✅ ১. বিষয়, দেশ ও বিশ্ববিদ্যালয় বাছাই করুন
প্রথমেই ভেবে নিন কোন বিষয়ের প্রতি আপনার দীর্ঘমেয়াদী আগ্রহ আছে। যেটা নিয়ে আপনি সময় দিতে পারবেন, পড়তে বা গবেষণা করতে ভালোবাসেন, সেটাই আপনার পছন্দ হওয়া উচিত। বিষয় বাছাইয়ের পর ঠিক করতে হবে আপনি কোন দেশে পড়তে চান। সেজন্য দেখুন সেই দেশের পড়াশোনার মান কেমন, পোস্ট-স্টাডি ভিসা সুবিধা আছে কিনা, স্কলারশিপ কতটা সহজে পাওয়া যায়। এরপর বিভিন্ন র্যাঙ্কিং, স্টুডেন্ট রিভিউ ও প্রোগ্রামের মান দেখে বিশ্ববিদ্যালয় বেছে নিন। কমপক্ষে ১০-১৫টি বিশ্ববিদ্যালয়ের তালিকা করুন, যেগুলোতে আপনি আবেদন করতে পারেন এবং যেগুলো আপনার প্রোফাইলের সাথে মেলে।
✅ ২. প্রফেসর ও রিসার্চ যাচাই করুন
যে বিষয়ে আপনি আবেদন করবেন, সেই বিষয়ে কোন প্রফেসররা গবেষণা করছেন সেটা খুঁজে বের করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি লিস্ট ঘেটে প্রফেসরের নাম বের করুন। এরপর Google Scholar, ResearchGate কিংবা তাদের ব্যক্তিগত ওয়েবসাইটে গিয়ে দেখুন তারা কী ধরনের গবেষণা করেন, কোন পেপার বা প্রজেক্টে কাজ করেছেন। যদি আপনি মনে করেন যে তাদের গবেষণার সঙ্গে আপনার আগ্রহ মেলে, তাহলে আপনি সেই প্রফেসরের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। এখানে শুধু নিজের পরিচয় দিয়ে, নিজের আগ্রহের কথা ও পেছনের কাজের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে একটি ইমেইল পাঠানো উচিত।
✅ ৩. ভর্তি যোগ্যতা যাচাই করুন
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে “Admission Requirements” অংশে প্রবেশ করুন এবং ভালোভাবে পড়ে দেখুন কোন যোগ্যতা লাগবে। আপনার বর্তমান CGPA, কোর্স ব্যাকগ্রাউন্ড, পূর্বের ডিগ্রির ধরন এসব গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে TOEFL/IELTS অথবা GRE/GMAT স্কোর দরকার হয়—সেটাও খেয়াল করতে হবে। কোন টেস্টে ন্যূনতম কত স্কোর লাগবে, কবে আগে স্কোর জমা দিতে হবে এসব জেনে সেই অনুযায়ী পরিকল্পনা করে প্রস্তুতি শুরু করুন।
✅ ৪. টেস্টের জন্য প্রস্তুতি ও রেজিস্ট্রেশন
IELTS কিংবা TOEFL-এর জন্য আপনাকে Listening, Reading, Writing ও Speaking এই চারটি অংশ ভালোভাবে অনুশীলন করতে হবে। যেকোনো একটি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করার আগে তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার দেশে কোথায় পরীক্ষা হয়, কত টাকা লাগে, কবে কবে পরীক্ষা আছে সেসব দেখে বুকিং দিয়ে দিন। যদি GRE বা GMAT প্রয়োজন হয়, তাহলে Math, Verbal ও Writing এর উপর আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। এর জন্য আপনি Magoosh, GregMat, ETS-এর নিজস্ব রিসোর্স বা Kaplan-এর বই ব্যবহার করতে পারেন।
✅ ৫. স্টেটমেন্ট অফ পারপাস (SOP) লিখুন
SOP হলো আপনার গল্প। আপনি কোন বিষয় নিয়ে আগ্রহী, কেন এই প্রোগ্রামে আবেদন করছেন, আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা, গবেষণা, থিসিস বা প্রজেক্ট সব বিস্তারিতভাবে তুলে ধরবেন। এখানে আপনি যেই প্রোগ্রামে ও বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন সেটার প্রতি আগ্রহ দেখানো জরুরি। SOP এমনভাবে লিখতে হবে যেন বোঝা যায় আপনি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম সম্পর্কে ভালোভাবে জেনেছেন এবং নিজের ক্যারিয়ারের সঙ্গে সেটা কীভাবে মিলছে। SOP অবশ্যই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে লিখতে হবে, যেন কপি-পেস্ট মনে না হয়।
✅ ৬. সুপারিশপত্র (LOR) সংগ্রহ করুন
সুপারিশপত্র চাওয়ার জন্য এমন শিক্ষক বা সুপারভাইজরকে বেছে নিন যিনি আপনার একাডেমিক কিংবা প্রজেক্টে কাজ দেখে ভালোভাবে চিনেন। তাদেরকে আপনার CV, SOP, এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন যেন তারা আপনাকে যথাযথভাবে রেফার করতে পারেন। অনেক সময় শিক্ষকদের ব্যস্ততার কারণে তারা সময়মতো রেফারেন্স দিতে ভুলে যান, তাই সময়মতো রিমাইন্ডার দেওয়া এবং তাদের প্রতি সম্মান বজায় রাখা খুব দরকার।
✅ ৭. একাডেমিক ডকুমেন্টস গুছিয়ে ফেলুন
আপনার ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, IELTS/GRE স্কোর রিপোর্ট সবকিছু স্ক্যান করে রাখুন। এর সঙ্গে আপনার পাসপোর্ট, রিসার্চ প্রজেক্ট রিপোর্ট, পাবলিকেশন বা থিসিসের অ্যাবস্ট্র্যাক্ট থাকলে সেগুলোও গুছিয়ে রাখতে হবে। এইসব ফাইল Google Drive বা OneDrive এ নির্দিষ্ট ফোল্ডারে সাজিয়ে রাখুন যেন আবেদনের সময় দ্রুত খুঁজে পাওয়া যায়।
✅ ৮. স্কলারশিপ ও ফান্ডিং খুঁজুন
বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে দুই জায়গা থেকেই স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে। অনেক বিশ্ববিদ্যালয়ে নিজস্ব স্কলারশিপ, Assistantship, বা Fellowship থাকে যা ওয়েবসাইটেই দেওয়া থাকে। এছাড়াও Fulbright, Chevening, DAAD, MEXT, Erasmus Mundus-এর মতো আন্তর্জাতিক স্কলারশিপ আছে যেগুলোর ডেডলাইন ও নিয়ম আলাদা। যেসব প্রফেসরের সঙ্গে আপনি রিসার্চ করতে আগ্রহী, তারা যদি ফান্ডেড প্রজেক্টে কাজ করেন তাহলে RA বা GA পজিশনের জন্য আগেই কথা বলে রাখা যায়।
✅ ৯. প্রফেসর ও শিক্ষার্থীদের সঙ্গে কানেকশন তৈরি করুন
আপনি যেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান সেখানে পড়ুয়া বা পুরনো শিক্ষার্থীদের LinkedIn, ResearchGate বা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই নেটওয়ার্কের মাধ্যমে খুঁজে বের করুন। তাদের অভিজ্ঞতা জানতে চাইলে অনেকেই সাহায্য করতে রাজি থাকেন। কারো কাছে SOP রিভিউ বা আবেদন বিষয়ক টিপস চেয়ে নেওয়াও যায়। একইভাবে প্রফেসরদের সাথে ছোট্ট একটি ইনফরমাল ইমেইলের মাধ্যমে নিজেকে পরিচয় করিয়ে দিতে পারেন।
✅ ১০. পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত প্রস্তুতি
আপনার পাসপোর্টের মেয়াদ আবেদন ও ভিসা ইস্যুর সময় পর্যন্ত Valid আছে কি না, তা নিশ্চিত হোন। যদি না থাকে, আগে পাসপোর্ট নবায়নের কাজ শুরু করুন। এরপর ভিসার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে যেমন I-20 (যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে), ফান্ডিং প্রুফ, ব্যাংক স্টেটমেন্ট, স্পনসরশিপ লেটার, মেডিকেল সার্টিফিকেট ইত্যাদি তা আগেই গুছিয়ে রাখুন। অনেক ক্ষেত্রে পলিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা মেডিকেল রিপোর্টও লাগে। এছাড়া DS-160 ফর্ম পূরণ করা, SEVIS ফি প্রদান করা এবং ভিসা ইন্টারভিউয়ের জন্য সময়মতো অ্যাপয়েন্টমেন্ট নেওয়াও আবশ্যক। অনেক দেশেই এই প্রক্রিয়া সময়সাপেক্ষ, তাই অ্যাডমিশন লেটার পাওয়ার আগেই প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ শুরু করে দিন।
✅ ১১. ইংরেজি দক্ষতা ও ইন্টারভিউ প্রস্তুতি
প্রতিদিন ইংরেজিতে কথা বলা, লেখা, এবং পড়ার অভ্যাস গড়ে তুলুন বিশেষ করে একাডেমিক টোনে। আপনি যে বিষয়ে আবেদন করছেন তার ওপর ভিত্তি করে নিজের ব্যাকগ্রাউন্ড ও অভিজ্ঞতা বলার অনুশীলন করুন। ভিসা ইন্টারভিউ বা স্কলারশিপ ইন্টারভিউয়ের জন্য মক সেশন দিন যাতে আত্মবিশ্বাস বাড়ে। Grammar চর্চা করতে পারেন Grammarly বা Cambridge Grammar in Use বই দিয়ে। Vocabulary বাড়ানোর জন্য Word Power Made Easy বা Anki App ব্যবহার করতে পারেন।
নিয়মিত স্কলারশিপ সার্কুলার পেতে ফলো করুন World Scholarship News
©️Citation and Copyright
Shahriar Abrar Himel
Oberlin College '28, USA 🎓
Accepted to 25 prestigious universities