Seraj Travel And Tourism Al kharj

Seraj Travel And Tourism Al kharj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Seraj Travel And Tourism Al kharj, Tour Agency, Bandarban.

বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনতে পরবে প্রবাসিরা । এর মধ্যে রয়েছেসর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি ন...
20/06/2025

বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনতে পরবে প্রবাসিরা । এর মধ্যে রয়েছে

সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল
ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা, মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স, সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস,এক কার্টন সিগারেট,১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না
,মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ),১৫ বর্গমিটার আয়তনের কার্পেট।

সিরাজ ট্রাভেলস এন্ড ট্যুরজ আপনাকে স্বাগতম🎉 আমরা সৌদি আরবে বিশ্বস্তার সাথে সকল প্রকার জাওয়াযাত ও মক্তব আমেল সংক্রান্ত কাজ...
16/06/2025

সিরাজ ট্রাভেলস এন্ড ট্যুরজ আপনাকে স্বাগতম🎉 আমরা সৌদি আরবে বিশ্বস্তার সাথে সকল প্রকার জাওয়াযাত ও মক্তব আমেল সংক্রান্ত কাজ করে থাকি🤝

👇নিচে আমাদের কাজের তালিকা ও যোগাযোগ নাম্বার দেওয়া হলো-

🇸🇦সৌদি আরব🇸🇦 আপনি কি জাওয়াযাত সংক্রান্ত কাজ করতে চাচ্ছেন-
💸সুবিধা সমূহ-💯
🟢জরুরী মুহুর্তে ইকামা নাম্বার তোলা (১ থেকে ৩ দিন)
‌🟢ভিসা ওকেলা করা হয়।
🟢সৌদি আসা যাবে কিনা চেক করার প্রিন্ট।
🟢মামলা চেক প্রিন্ট।
🟢জাওয়াযাত প্রিন্ট।
🟢পাসপোর্ট মালুমাত করা হয়
🟢বলোদিয়া কার্ড
🟢আবশির, কিউয়া, নাফাত ফিংগার ছাড়া একটিভ করা হয়।
🟢জেয়ারা ভিসার এপ্লাই ও প্রসেসিং করা হয়।
🟢জেয়ারা ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়।
🟢মামলা, হুরুব, এক্সিট, মালগি ইত্যাদি ইকামার সমস্যা চেক করা হয়।
🟢মক্তব আমেল ১০০ রিয়াল করা হয়।
🟢জাওয়াযাত ও মক্তব আল-আল-আমেলের সকল কাজ করা হয়।
🟢আবশির মোবাইল নাম্বার বদলানো।
🟢নাফাত খোলা।
🟢ইকামায় সিম কার্ড চেক করা।
🟢আবশির থেকে দেশে যাওয়ার নিষেধাজ্ঞা চেক।
🟢মক্তব আল আমেলে যাওয়ার অনুমতি নেওয়া।
🟢এক্সিট ও ছুটির পেপার বের করা।
🟢ই- পাসপোর্ট আবেদন।
🔥 ড্রাইভিং লাইসেন্স-এর আবেদন করা হয় 🔥

🚧যোগাযোগ🚧
📞 +966 536642677 (সরাসরি কল)
📞📮 +966 0503484230, +966 575180016 (সরাসরি কল/Whatsapp)

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স – নতুন ব্যাগেজ নীতিমালা১. চেক-ইন ব্যাগেজ (মেইন লাগেজ):✅বিজনেস ক্লাস:▪️ সর্বোচ্চ ৫৫ কেজি (২টি ব...
30/05/2025

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স – নতুন ব্যাগেজ নীতিমালা
১. চেক-ইন ব্যাগেজ (মেইন লাগেজ):
✅বিজনেস ক্লাস:
▪️ সর্বোচ্চ ৫৫ কেজি (২টি ব্যাগে ভাগ করে নিতে হবে)
✅ইকোনমি ক্লাস:
▪️ সর্বোচ্চ ৪৫ কেজি (২টি ব্যাগে ভাগ করে)
▪️ অথবা ১টি ব্যাগে ২০ কেজি পর্যন্ত
২. হ্যান্ড ব্যাগেজ (হাতে নেওয়ার ব্যাগ):
✅বিজনেস ক্লাস:
▪️১টি ব্যাগ
▪️ সর্বোচ্চ ১০ কেজি
▪️ ব্যাগের মাপ: ২০ ইঞ্চি
✅ইকোনমি ক্লাস:
▪️ ১টি ব্যাগ
▪️ সর্বোচ্চ ৭ কেজি
▪️ ব্যাগের মাপ: ২০ ইঞ্চি
৩. কার্টুন:
▪️ সর্বোচ্চ মাপ: ২০" x ২০" ইঞ্চি
৪. বিশেষ নির্দেশনা:
কমপক্ষে ১টি ব্যাগ চেইনযুক্ত (জিপার) লাগেজ হতে হবে
৫. ভ্রমণ টিপস:
✅ ব্যাগের ওজন ও মাপ আগেই মিলিয়ে নিন
✅ নিয়ম না মানলে বিমানবন্দরে অতিরিক্ত চার্জ বা ঝামেলা হতে পারে

✈️ US-Bangla Airlines ব্যাগেজ নীতিমালা 🇧🇩🔵 বিজনেস ক্লাস📦 ৫০ কেজি (২টি ব্যাগ)🔵 ইকোনমি ক্লাস📦 ৪০ কেজি (২টি ব্যাগ)অথবা📦 ৩০ ...
30/05/2025

✈️ US-Bangla Airlines ব্যাগেজ নীতিমালা 🇧🇩

🔵 বিজনেস ক্লাস
📦 ৫০ কেজি (২টি ব্যাগ)

🔵 ইকোনমি ক্লাস
📦 ৪০ কেজি (২টি ব্যাগ)
অথবা
📦 ৩০ কেজি (১টি ব্যাগ)
📦 ২০ কেজি (১টি ব্যাগ)
(টিকিট অনুযায়ী ভিন্ন হতে পারে)

🟤 কার্টন/বক্স
📏 সর্বোচ্চ মাপ: ২০ ইঞ্চি × ২০ ইঞ্চি

🎒 হ্যান্ড ব্যাগ (কেবিন ব্যাগ)
✅ ওজন: ৭ কেজি
📏 মাপ: ২০ ইঞ্চি (বিজনেস ও ইকোনমি – দুই ক্লাসেই সমান)

⚠️ অতিরিক্ত ওজন বা অতিরিক্ত ব্যাগের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য।

🛫 যাত্রার আগে নিজের টিকিট অনুযায়ী ব্যাগেজ চেক করে নিন!



আপনার যাত্রা হোক নিরাপদ ও আরামদায়ক! 🌍
📲 আরও তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সবাইকে ঈদের শুভেচ্ছা ... ঈদ মোবারক! আল্লাহ সবার জীবনে শান্তি, সুখ এবং সফলতা আনুক
29/03/2025

সবাইকে ঈদের শুভেচ্ছা ... ঈদ মোবারক! আল্লাহ সবার জীবনে শান্তি, সুখ এবং সফলতা আনুক

অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণপ্রিয় সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যাত্রার নির্ধারিত সময়ের পাঁচ...
24/03/2025

অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ

প্রিয়
সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যাত্রার নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা (০৫ ঘণ্টা) আগে বিমানবন্দরে উপস্থিত হন, যাতে কোনো ধরনের অসুবিধা এড়ানো যায়।

গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা গেছে যে, রমজান মাসে আমাদের কিছু সম্মানিত যাত্রী সাহরি গ্রহণের কারণে শেষ মুহূর্তে বিমানবন্দরে পৌঁছানোর চেষ্টা করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ থেকে নির্ধারিত ফ্লাইট ছাড়ার সময় ০৭০০ LT।
চেক-ইন কাউন্টার ০৬০০ LT-এ বন্ধ হয়ে যাবে।
এর পর বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো যাত্রীকে চেক-ইনের জন্য গ্রহণ করবে না।

অতএব, দয়া করে আমাদের সম্মানিত যাত্রীদের অবহিত করুন যে, তারা যেন ০২০০ LT বা তার আগেই চেক-ইন সম্পন্ন করার জন্য বিমানবন্দরে উপস্থিত হন, যাতে শেষ মুহূর্তে কোনো ধরনের জটিলতা এড়ানো যায়।

যদি কোনো ফ্লাইট বিলম্বিত বা পুনঃনির্ধারিত হয়, তাহলে সংশোধিত যাত্রার সময়ের ০৫ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করুন।

উমরাহ যাত্রীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের উমরাহ ভিসা আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করে ...
24/03/2025

উমরাহ যাত্রীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের উমরাহ ভিসা আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
অনুগ্রহ করে নিম্নে দেয়া সময়সীমা গুলোর প্রতি লক্ষ্য রেখে আপনার ভিসা নিশ্চিত করুন।

১) ভিসা আবেদনের সর্বশেষ তারিখ: ২৯ মার্চ ২০২৫
২) সৌদি আরব প্রবেশের সর্বশেষ তারিখ: ১৩ এপ্রিল ২০২৫
৩) সৌদি আরব থেকে প্রস্থানের সর্বশেষ তারিখ: ২৭ এপ্রিল ২০২৫
৪) উমরাহ ভিসা পুনরায় চালু হবেঃ হজের পর জুন ২০২৫ এর শেষ সপ্তাহে ইনশাআল্লাহ।

উল্লেখ্য; গতবছর রমজান মাসের পর পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি কর্তৃপক্ষ ভিসা বন্ধ করে দেওয়ার কারণে অনেক যাত্রীই উমরায় যেতে পারেননি।
তাই চলতি বছর আপনার যাত্রীদের উল্লেখিত সময়সীমা গুলোর বিষয়ে অবগত করত ভিসা সম্পাদনের জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।

নোটিশ
22/03/2025

নোটিশ

রিয়াদ আলখারিজে বসাবসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী১৮-১৯ এপ্রিল ২০২৫-এ দূতাবাস থ...
17/03/2025

রিয়াদ আলখারিজে বসাবসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী১৮-১৯ এপ্রিল ২০২৫-এ দূতাবাস থেকে কন্স্যুলার টীম আলখারিজে অবস্থান করে কন্স্যুলার সেবা প্রদান করবে:

𝗙𝗹𝘆 𝗥𝗶𝘆𝗮𝗱𝗵 𝘄𝗶𝘁𝗵 𝗼𝘂𝗿 𝗻𝗲𝘄 𝗿𝗼𝘂𝘁𝗲 & witness the perfect blend of history and modernity from the skies. Soar above the dazzli...
05/03/2025

𝗙𝗹𝘆 𝗥𝗶𝘆𝗮𝗱𝗵 𝘄𝗶𝘁𝗵 𝗼𝘂𝗿 𝗻𝗲𝘄 𝗿𝗼𝘂𝘁𝗲 & witness the perfect blend of history and modernity from the skies. Soar above the dazzling skyline, where iconic landmark like the Kingdom Centre shine bright. Whether you're exploring cultural heritage or embracing innovation, we'll take you on an unforgettable journey.
Experience the spirit of Riyadh like never before.

𝗙𝗹𝗶𝗴𝗵𝘁 𝗦𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲
𝗗𝗵𝗮𝗸𝗮 – 𝗥𝗶𝘆𝗮𝗱𝗵
BS381
01:35PM(Dep) - 05:10PM(Arr)
MO, TU, WE, FR, & SU

𝗥𝗶𝘆𝗮𝗱𝗵 – 𝗗𝗵𝗮𝗸𝗮
BS382
07:15PM(Dep) - 04:00AM +1(Arr)
MO, TU, WE, FR, & SU

𝗘𝗳𝗳𝗲𝗰𝘁𝗶𝘃𝗲 𝗳𝗿𝗼𝗺 𝟮𝟭𝘀𝘁 𝗔𝗽𝗿𝗶𝗹 𝘁𝗼 𝟮𝟰𝘁𝗵 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿, 𝟮𝟬𝟮𝟱

২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলাসালাম মাহমুদ : আগামী ২১ এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রি...
05/03/2025

২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা
সালাম মাহমুদ : আগামী ২১ এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে ৫ দিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালিত হবে। আজ মার্চ ০৫, ২০২৫, বুধবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল বিক্রয় মাধ্যমে ঢাকা-রিয়াদ রুটের টিকেট বিক্রয় শুরু হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার দুপুর ১টা ৩৫মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে। পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরদিন ভোর ৪টায় অবতরণ করবে।

ঢাকা থেকে রিয়াদের নূন্যতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৪,০৬৫ টাকা এবং রিটার্ণ ভাড়া ৮১,৯৯৮ টাকা। এছাড়া রিয়াদ থেকে ঢাকায় ওয়ানওয়ে নূন্যতম ভাড়া ৮৪৬ সৌদি রিয়েল এবং রিটার্ণ ভাড়া ১,৪৫৮ সৌদি রিয়েল।

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশাকে পূর্ণতা দিতেই ইউএস-বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। এছাড়া রেমিট্যান্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে স্বল্পতম সময়ে গমণ করতে পারে সে ব্যাপারে যত্নশীল থাকবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে দুইটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ঢাকা-রিয়াদ রুটের টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইট www.usbair.com

বিজ্ঞপ্তি!
02/03/2025

বিজ্ঞপ্তি!

Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when Seraj Travel And Tourism Al kharj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Seraj Travel And Tourism Al kharj:

Share

Category