29/01/2025
✍️___________পামেসান বিডি
দুরন্ত ধামাকা | ট্যুর প্যাকেজ
🎖️ভ্রমণ স্লোগানঃ সৃষ্টির মাঝে স্রষ্টাকে খুঁজি
পামেসানের পাখনায়!
[ এটা আমাদের নিয়মিত ট্যুর প্যাকেজ। প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে আমরা যাত্রা করি বাংলার দার্জিলিং বান্দরবানের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ট্যুর ২০ ফেব্রুয়ারী রাতে ]
❑ ভ্রমণ কালঃ
তিন রাত দুই দিন।
মোট সদস্য সংখ্যা হতে হবে সর্বনিম্ন ১২ জন।
🎖️ভ্রমণ খরচঃ
৬,৪৯০/= টাকা (জনপ্রতি)
❑ সম্ভব্য হোটেল
° পর্যটন মোটেল।
° হোটেল নাইট হ্যাভেন।
° হোটেল হিল প্যালেস।
° হোটেল রিভার ভিউ।
° হোটেল হিল ভিউ।
° হোটেল আরণ্য।
❑ ভ্রমণের স্থান সমুহঃ
🎖️(প্রথম দিন)
° মেঘলা পার্ক
° নীলাচল
🎖️(দ্বিতীয় দিন)
° মিলনছড়ি
° শৈল প্রপাত
° চিম্বুক পাহাড়
° সিতা পাহাড়
° ডবল হ্যান্ড ভিউ
° নীলগিরী
[ বিশেষ আকর্ষনঃ পড়ন্ত বিকালে সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণ ]
❑ ভ্রমণ পরিকল্পনাঃ
বুকিং এর পর আপনি আপনার নিজ ব্যবস্থাপনায়
আমাদের নির্ধারিত বাস কাউন্টারে সময়
অনুযায়ি উপস্থিত থাকবেন। কাউন্টারে পৌঁছানো
মাত্রই পামেসান বাংলাদেশ আপনাকে রিসিভ
করবে। ফেরার সময় আমদের গাইড সংগে থাকবেন
ঢাকা পৌঁছানো অব্দি।
❑ গাড়ীঃ
ঢাকা টু বান্দরবান নন এসি চেয়ার কোচ।
🎖️(প্রথম দিন)
সকালে বান্দরবান নেমে হোটেলে চেক ইন। ফ্রেশ
হয়ে কিছুটা সময় বিশ্রাম নিয়ে ব্রেকফাস্ট সেরে নিতে
হবে। তার পরই আমরা চলে যাবো মেঘলা পার্কে।
যেখানে রয়েছে দুটি ঝুলন্ত ব্রীজ, কেবল কার,
প্যাডেল বোট, মিনি চিড়িয়াখানা সহ ছোট ছোট নানা
ধরনের উপস্থাপনা। যা পাহাড় ও ঝিলের জলের
সংমিশ্রণে সৃষ্টি করেছে অপরূপ এক বিনোদনের
স্বপ্নরাজ্য। রয়েছে পাহাড়িদের ফলের দোকান।
ঘুরাঘুরি শেষে আমরা ক্লান্ত চরণে ফিরবো হোটেলে।
গোসল করে মধ্যাহ্ন ভোজের পর আরেকটু বিশ্রাম
নিয়ে প্রস্তুত হয়ে যাবো মেঘের রাজ্য নীলাচলে যাবার
জন্য।
নীলের আঁচলে সারাটা বিকেল হবে মাখামাখি।
সন্ধ্যায় নীলাম্বরীর লবিতে সূর্যের রক্তাক্ত বিদায়ে
ইভিনিং স্ন্যাকস আর গরম কফির আড্ডা। চাঁদের
সাক্ষাৎ হোক বা না হোক বসবে কবিতা পাঠের
আসর।
নীলাচলের নিস্তব্ধ অভিসারে নীলাম্বরী রেষ্টুরেন্ট এর
নৈশভোজের মেহমান হবো আমরা। ভোজ শেষে
আমরা ফিরে আসবো হোটেলে। একটু আগে ভাগেই
ঢলে পড়বো নিরাপদ নিদ্রার কোলে।
🎖️(দ্বিতীয় দিন)
খুব সকালে ঘুম থেকে উঠেই হোটেল থেকে চেক
আউট হয়ে বেড়িয়ে পড়বো নীলগিরির পথে। ছুটবো
মেঘের দেশে, হারিয়ে যাবো মেঘ অরণ্যে। আমরা
চিম্বুক আর্মি ক্যাম্পের ক্যান্টিনে গরম গরম খিচুড়ি
খাবো ডিম আর মাংস দিয়ে, সাথে থাকবে কফি।
আবার ছুটবো। সীতা পাহাড়ে গিয়ে শুণ্যে দাঁড়িয়ে
দেখবো গোলাকার পৃথিবী। কয়েকটা ছবি
তুলে সরাসরি গিয়ে ঢুকে পড়বো নীলগিরি। লুফে
নিবো পাহাড় অরণ্যের সবটুকু নীলের বিনোদন আর
আর ক্যামেরাবন্দী করে নিবো সেই সোনালী
মুহুর্তগুলোকে। তারপর ফেরার পালা। পাহাড়ি সরু
রাস্তার আঁকাবাকা পথে কোমড় দুলিয়ে নাচতে
নাচতে ছন্দ তুলে চলবে আমাদের চাঁদের গাড়ি।
ফেরার সময় প্রথমে থামবো ডবলহ্যান্ড ভিউ। যেন
মহাশুণ্যে দু'হাত পেতে বসে আছে এক আকাশ
পরী। পতপত করা বাতাসের শব্দে মন ভেসে যাবে
মেঘের ভেলায়। বিমুগ্ধ চিত্তে কিছুক্ষণ তাকিয়ে
থাকবো আরাকান রাজ্যের মুক্ত আকাশ পানে।
তারপর চিম্বুক পাহাড়, যেখানে রয়েছে নব চত্ত্বর।
গোলাকার পৃথিবী যেন দিগন্তের হাতসানীতে কাছে
ডাকছে। এরপর আসবো শৈলপ্রপাত কাঁচা আনারস
কাসুন্দীতে মেখে হাতে ধরিয়ে দেবে পাহাড় পরীরা,
লুফে নিবো সে মজা! ঠোট চাটতে চাটতে পৌঁছে
যাবো মিলনছড়ি। মিলনছড়িতে থামবো, তুলে নেবো
পাহাড়ের পা ধুয়ে আঁকাবাকা পথে ছুটে চলা সাঙ্গু
নদীর কিছু গোপন গতিপথের ছবি।
বান্দরবান শহরে এসে মধ্যাহ্ন ভোজ করবো আমরা।
প্রস্তুত থাকবে আমাদের সাঙ্গু নদীতে নৌ ভ্রমনের
নৌকাটি। পড়ন্ত বিকালের আবীর মাখা কলকল
ছন্দের মাঝেই এক শিরশির অনুভূতি, খানিকটা
বিশ্রাম। আমরা যাবো বড়ইতলি পল্লী অব্দি। শহরে
ফিরে একটু ঘুরাঘুরি, নৈশভোজ হবে হোটেল
নীলদিগন্তে।
টিকিটের সময়ের সাথে একবার মিলিয়ে
নেবো ঘড়ির সময়। উঠে পড়বো গাড়িতে...
ক্লান্তিহীন এই যাত্রায় বেঁজে উঠবে বিদায়ের করুণ
সানাই। ততক্ষণে আগত অতিথি হয়ে যাবেন
আমাদের পরমবন্ধু ! হৃদয়ে রয়ে যাবে একসাথে
কাটানো সময়টুকুর কিছু মধুমাখা স্মৃতির পরশ।
_____________________________________________
❑ খাবার (প্রথম দিন)
° সকালেঃ পরোটা, ডিম, ডাল/শব্জী, চা।
° দুপুরেঃ ভাত, মাছ/মাংস, শব্জী, ডাল, সালাদ।
° ইভিনিং টাচ্ চিকেন ফ্রাই/চিকেন চওমিন ও
হট কফি।
° রাতেঃ বার বি কিউ, পরাটা, ফ্রাইড রাইচ,
সালাদ, সফট্ ড্রিংকস্ অথবা ব্যাম্বু চিকেন পরাটা।
❑ খাবার (দ্বিতীয় দিন)
° সকালেঃ খিচুড়ির সাথে ডিম ও মাংস, কফি।
° দুপুরেঃ ভাত, মুরগীর মাংস, ডাল।
° রাতেঃ ভাত, বাঁশ করোলী/ মুরগী, ডাল।
🎖️যা যা থাকছেঃ
° প্রতিদিন ৩ বেলা খাবার ও ইভিনিং স্নাকস।
° ভ্রমণ জীপ (চাঁদের গাড়ী)
° আবাসিক হোটেল
° পর্যটন কেন্দ্র সমূহের এন্ট্রি ফি ও টোল।
° ক্যাবল কারের টিকিট।
° বন্ধু সুলভ সুদক্ষ ভ্রমণ সঙ্গী ও লোকাল
ট্যুর গাইড।
🎖️যা থাকছে নাঃ
° ব্যক্তিগত খাবার ও কেনা-কাটা।
❑ কনফার্ম করার আগে বিবেচ্য বিষয়ঃ
কাপল রুম নেয়া যাবে। কাপল রুমের জন্য ১০০০/=
টাকা প্রতি কাপলে অতিরিক্ত যুক্ত হবে। যে কেউ
ইচ্ছা করলে কাপল রুম নিতে পারবেন। তবে
বিষয়টা বুকিং এর সময় কনফার্ম করতে হবে।
❑ উল্লেখ্যঃ
কোন হিডেন চার্জ নেই।
❑ চাইল্ড পলিসিঃ
এ ভ্রমণটা শিশুদের জন্য উপযোগী। সেক্ষেত্রে চার্জ
কিছুটা কম হবে।
❑ বান্দরবান অফিসঃ
মেঘলা চা বাগান মার্কেট
মেঘলা পুলিশ ক্যাম্প
বান্দরবান।
❑ ফোনঃ
019 9191 3333
017 4070 4470
বিঃ দ্রঃ
প্রতিকূল পরিস্তিতি সামলাতে ট্যুরের যে কোন সিদ্ধান্ত, পথচক্র, খাবার মেনু বা অন্য কোন বিষয় পরিবর্তন করা লাগতে পারে। সেক্ষেত্রে পামেসান বাংলাদেশ অতিথিদের সাথে আলোচনা করেই তা করবে।