পামেসান বাংলাদেশ

পামেসান বাংলাদেশ Tourism Company We make Tour plan & Tour Budget.

পামেসান বাংলাদশ
25/04/2025

পামেসান বাংলাদশ

শুকরিয়া সুপ্রিয় Shamim Alhelal ভাই ও সেলিম ভাই। সুখে থাকুন সারাবেলা ❣️
17/02/2025

শুকরিয়া সুপ্রিয় Shamim Alhelal ভাই ও সেলিম ভাই। সুখে থাকুন সারাবেলা ❣️

🔹 #মেঘ_মিতালি_ট্যুরঃবাদলা দিনে মেঘের সনেমনটা উড়ুউড়ু, জলদি করে তৈরি হ গোআবার হবে শুরু!সুপ্রিয় বন্ধুগন, সুদীর্ঘ দিন পর পাম...
17/02/2025

🔹 #মেঘ_মিতালি_ট্যুরঃ

বাদলা দিনে মেঘের সনে
মনটা উড়ুউড়ু,
জলদি করে তৈরি হ গো
আবার হবে শুরু!

সুপ্রিয় বন্ধুগন,
সুদীর্ঘ দিন পর পামেসান বাংলাদেশ আবার শুরু করতে যাচ্ছে মেঘ মিতালি ট্যুর।

বাদলা দিনে আবার সবাইকে নিয়ে হারিয়ে যাবো মেঘের রাজ্যে। কখনো দুর্গম পাহাড় চূড়ায় আবার কখনোবা নৌবিহারে।

সেরে নিন আপনার প্রস্তুতি, ততক্ষণে আমরা প্রকাশ করবো আপনাদের জন্য আকর্ষনীয় কিছু ট্যুর প্যাকেজ।

হট লাইনঃ 01762-551626
হোয়াটসঅ্যাপঃ 01991-913333

আলহামদুলিল্লাহ। আমাদের ২০ তারিখের ট্যুরের সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ছোট্ট পরিসরে একটি পারিবারিক ট্যুরের মতই হবে এ...
17/02/2025

আলহামদুলিল্লাহ।
আমাদের ২০ তারিখের ট্যুরের সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ছোট্ট পরিসরে একটি পারিবারিক ট্যুরের মতই হবে এটা। আশা করি পামেসান বাংলাদশ এর একটি স্মরণীয় ট্যুর হবে এটা।

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
11/02/2025

Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

✍️___________পামেসান বিডি     দুরন্ত ধামাকা | ট্যুর প্যাকেজ🎖️ভ্রমণ স্লোগানঃ সৃষ্টির মাঝে স্রষ্টাকে খুঁজি                ...
29/01/2025

✍️___________পামেসান বিডি
দুরন্ত ধামাকা | ট্যুর প্যাকেজ

🎖️ভ্রমণ স্লোগানঃ সৃষ্টির মাঝে স্রষ্টাকে খুঁজি
পামেসানের পাখনায়!

[ এটা আমাদের নিয়মিত ট্যুর প্যাকেজ। প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে আমরা যাত্রা করি বাংলার দার্জিলিং বান্দরবানের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ট্যুর ২০ ফেব্রুয়ারী রাতে ]

❑ ভ্রমণ কালঃ
তিন রাত দুই দিন।
মোট সদস্য সংখ্যা হতে হবে সর্বনিম্ন ১২ জন।

🎖️ভ্রমণ খরচঃ
৬,৪৯০/= টাকা (জনপ্রতি)

❑ সম্ভব্য হোটেল
° পর্যটন মোটেল।
° হোটেল নাইট হ্যাভেন।
° হোটেল হিল প্যালেস।
° হোটেল রিভার ভিউ।
° হোটেল হিল ভিউ।
° হোটেল আরণ্য।

❑ ভ্রমণের স্থান সমুহঃ
🎖️(প্রথম দিন)
° মেঘলা পার্ক
° নীলাচল

🎖️(দ্বিতীয় দিন)
° মিলনছড়ি
° শৈল প্রপাত
° চিম্বুক পাহাড়
° সিতা পাহাড়
° ডবল হ্যান্ড ভিউ
° নীলগিরী
[ বিশেষ আকর্ষনঃ পড়ন্ত বিকালে সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণ ]

❑ ভ্রমণ পরিকল্পনাঃ
বুকিং এর পর আপনি আপনার নিজ ব্যবস্থাপনায়
আমাদের নির্ধারিত বাস কাউন্টারে সময়
অনুযায়ি উপস্থিত থাকবেন। কাউন্টারে পৌঁছানো
মাত্রই পামেসান বাংলাদেশ আপনাকে রিসিভ
করবে। ফেরার সময় আমদের গাইড সংগে থাকবেন
ঢাকা পৌঁছানো অব্দি।

❑ গাড়ীঃ
ঢাকা টু বান্দরবান নন এসি চেয়ার কোচ।

🎖️(প্রথম দিন)
সকালে বান্দরবান নেমে হোটেলে চেক ইন। ফ্রেশ
হয়ে কিছুটা সময় বিশ্রাম নিয়ে ব্রেকফাস্ট সেরে নিতে
হবে। তার পরই আমরা চলে যাবো মেঘলা পার্কে।
যেখানে রয়েছে দুটি ঝুলন্ত ব্রীজ, কেবল কার,
প্যাডেল বোট, মিনি চিড়িয়াখানা সহ ছোট ছোট নানা
ধরনের উপস্থাপনা। যা পাহাড় ও ঝিলের জলের
সংমিশ্রণে সৃষ্টি করেছে অপরূপ এক বিনোদনের
স্বপ্নরাজ্য। রয়েছে পাহাড়িদের ফলের দোকান।
ঘুরাঘুরি শেষে আমরা ক্লান্ত চরণে ফিরবো হোটেলে।
গোসল করে মধ্যাহ্ন ভোজের পর আরেকটু বিশ্রাম
নিয়ে প্রস্তুত হয়ে যাবো মেঘের রাজ্য নীলাচলে যাবার
জন্য।

নীলের আঁচলে সারাটা বিকেল হবে মাখামাখি।
সন্ধ্যায় নীলাম্বরীর লবিতে সূর্যের রক্তাক্ত বিদায়ে
ইভিনিং স্ন্যাকস আর গরম কফির আড্ডা। চাঁদের
সাক্ষাৎ হোক বা না হোক বসবে কবিতা পাঠের
আসর।

নীলাচলের নিস্তব্ধ অভিসারে নীলাম্বরী রেষ্টুরেন্ট এর
নৈশভোজের মেহমান হবো আমরা। ভোজ শেষে
আমরা ফিরে আসবো হোটেলে। একটু আগে ভাগেই
ঢলে পড়বো নিরাপদ নিদ্রার কোলে।

🎖️(দ্বিতীয় দিন)
খুব সকালে ঘুম থেকে উঠেই হোটেল থেকে চেক
আউট হয়ে বেড়িয়ে পড়বো নীলগিরির পথে। ছুটবো
মেঘের দেশে, হারিয়ে যাবো মেঘ অরণ্যে। আমরা
চিম্বুক আর্মি ক্যাম্পের ক্যান্টিনে গরম গরম খিচুড়ি
খাবো ডিম আর মাংস দিয়ে, সাথে থাকবে কফি।

আবার ছুটবো। সীতা পাহাড়ে গিয়ে শুণ্যে দাঁড়িয়ে
দেখবো গোলাকার পৃথিবী। কয়েকটা ছবি
তুলে সরাসরি গিয়ে ঢুকে পড়বো নীলগিরি। লুফে
নিবো পাহাড় অরণ্যের সবটুকু নীলের বিনোদন আর
আর ক্যামেরাবন্দী করে নিবো সেই সোনালী
মুহুর্তগুলোকে। তারপর ফেরার পালা। পাহাড়ি সরু
রাস্তার আঁকাবাকা পথে কোমড় দুলিয়ে নাচতে
নাচতে ছন্দ তুলে চলবে আমাদের চাঁদের গাড়ি।

ফেরার সময় প্রথমে থামবো ডবলহ্যান্ড ভিউ। যেন
মহাশুণ্যে দু'হাত পেতে বসে আছে এক আকাশ
পরী। পতপত করা বাতাসের শব্দে মন ভেসে যাবে
মেঘের ভেলায়। বিমুগ্ধ চিত্তে কিছুক্ষণ তাকিয়ে
থাকবো আরাকান রাজ্যের মুক্ত আকাশ পানে।
তারপর চিম্বুক পাহাড়, যেখানে রয়েছে নব চত্ত্বর।
গোলাকার পৃথিবী যেন দিগন্তের হাতসানীতে কাছে
ডাকছে। এরপর আসবো শৈলপ্রপাত কাঁচা আনারস
কাসুন্দীতে মেখে হাতে ধরিয়ে দেবে পাহাড় পরীরা,
লুফে নিবো সে মজা! ঠোট চাটতে চাটতে পৌঁছে
যাবো মিলনছড়ি। মিলনছড়িতে থামবো, তুলে নেবো
পাহাড়ের পা ধুয়ে আঁকাবাকা পথে ছুটে চলা সাঙ্গু
নদীর কিছু গোপন গতিপথের ছবি।

বান্দরবান শহরে এসে মধ্যাহ্ন ভোজ করবো আমরা।
প্রস্তুত থাকবে আমাদের সাঙ্গু নদীতে নৌ ভ্রমনের
নৌকাটি। পড়ন্ত বিকালের আবীর মাখা কলকল
ছন্দের মাঝেই এক শিরশির অনুভূতি, খানিকটা
বিশ্রাম। আমরা যাবো বড়ইতলি পল্লী অব্দি। শহরে
ফিরে একটু ঘুরাঘুরি, নৈশভোজ হবে হোটেল
নীলদিগন্তে।

টিকিটের সময়ের সাথে একবার মিলিয়ে
নেবো ঘড়ির সময়। উঠে পড়বো গাড়িতে...

ক্লান্তিহীন এই যাত্রায় বেঁজে উঠবে বিদায়ের করুণ
সানাই। ততক্ষণে আগত অতিথি হয়ে যাবেন
আমাদের পরমবন্ধু ! হৃদয়ে রয়ে যাবে একসাথে
কাটানো সময়টুকুর কিছু মধুমাখা স্মৃতির পরশ।
_____________________________________________

❑ খাবার (প্রথম দিন)
° সকালেঃ পরোটা, ডিম, ডাল/শব্জী, চা।
° দুপুরেঃ ভাত, মাছ/মাংস, শব্জী, ডাল, সালাদ।
° ইভিনিং টাচ্ চিকেন ফ্রাই/চিকেন চওমিন ও
হট কফি।
° রাতেঃ বার বি কিউ, পরাটা, ফ্রাইড রাইচ,
সালাদ, সফট্ ড্রিংকস্ অথবা ব্যাম্বু চিকেন পরাটা।

❑ খাবার (দ্বিতীয় দিন)
° সকালেঃ খিচুড়ির সাথে ডিম ও মাংস, কফি।
° দুপুরেঃ ভাত, মুরগীর মাংস, ডাল।
° রাতেঃ ভাত, বাঁশ করোলী/ মুরগী, ডাল।

🎖️যা যা থাকছেঃ
° প্রতিদিন ৩ বেলা খাবার ও ইভিনিং স্নাকস।
° ভ্রমণ জীপ (চাঁদের গাড়ী)
° আবাসিক হোটেল
° পর্যটন কেন্দ্র সমূহের এন্ট্রি ফি ও টোল।
° ক্যাবল কারের টিকিট।
° বন্ধু সুলভ সুদক্ষ ভ্রমণ সঙ্গী ও লোকাল
ট্যুর গাইড।

🎖️যা থাকছে নাঃ
° ব্যক্তিগত খাবার ও কেনা-কাটা।

❑ কনফার্ম করার আগে বিবেচ্য বিষয়ঃ
কাপল রুম নেয়া যাবে। কাপল রুমের জন্য ১০০০/=
টাকা প্রতি কাপলে অতিরিক্ত যুক্ত হবে। যে কেউ
ইচ্ছা করলে কাপল রুম নিতে পারবেন। তবে
বিষয়টা বুকিং এর সময় কনফার্ম করতে হবে।

❑ উল্লেখ্যঃ
কোন হিডেন চার্জ নেই।

❑ চাইল্ড পলিসিঃ
এ ভ্রমণটা শিশুদের জন্য উপযোগী। সেক্ষেত্রে চার্জ
কিছুটা কম হবে।

❑ বান্দরবান অফিসঃ
মেঘলা চা বাগান মার্কেট
মেঘলা পুলিশ ক্যাম্প
বান্দরবান।

❑ ফোনঃ
019 9191 3333
017 4070 4470

বিঃ দ্রঃ
প্রতিকূল পরিস্তিতি সামলাতে ট্যুরের যে কোন সিদ্ধান্ত, পথচক্র, খাবার মেনু বা অন্য কোন বিষয় পরিবর্তন করা লাগতে পারে। সেক্ষেত্রে পামেসান বাংলাদেশ অতিথিদের সাথে আলোচনা করেই তা করবে।

অপেক্ষা!
06/10/2024

অপেক্ষা!

দেখতে দেখতেই চলে যাচ্ছে মাহে রমাদান। কয়েকটি দিন পরেই আসছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদের অবকাশে আসছেন তো পাহাড় ভ্রমণে? হয়তো ন...
28/03/2024

দেখতে দেখতেই চলে যাচ্ছে মাহে রমাদান। কয়েকটি দিন পরেই আসছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদের অবকাশে আসছেন তো পাহাড় ভ্রমণে? হয়তো নিশ্চয়ই আসবেন।

পামেসান বাংলাদেশ আপনাদের জন্য বান্দরবান এর সবচেয়ে সুন্দর হোটেল, মোটেল ও রিসোর্টে অগ্রীম রুম বুকিং নিচ্ছে। আর দেরি না করে আপনিও বুক করে ফেলুন আপনার প্রোয়োজন মাফিক পছন্দের রুম।
Hotline : 01886 551626
W. App : 01991 913333.

খুম দেখতে ইচ্ছা করছে?? সময় আর টাকার অভাবে যেতে পারছেন না? দেবতাখুম হতে পারে আপনাদের জন্য একটি পারফেক্ট চয়েজ!!!খুবই অল্...
15/03/2024

খুম দেখতে ইচ্ছা করছে??
সময় আর টাকার অভাবে যেতে পারছেন না?

দেবতাখুম হতে পারে আপনাদের জন্য একটি পারফেক্ট চয়েজ!!!

খুবই অল্প খরচে দেবতাখুম দেখে আসুন পামেসান বাংলাদেশ এর সাথে!!

বিস্তারিত জানতে এখনই কল করুন বা আমাদের পেইজে মেসেজ করুন.....

+8801991913333
+8801511704470

যাবেন নাকি মেঘের রাজ্যে মেঘ ধরতে..🌸লামা, বান্দরবান....
07/03/2024

যাবেন নাকি মেঘের রাজ্যে মেঘ ধরতে..🌸

লামা, বান্দরবান....

06/03/2024

শহরের ব্যাস্ততাকে ফেলে একদিনের জন্য চলে আসুন বাংলার দার্জিলিং বান্দারবানে। উপভোগ করুন বৃষ্টিস্নাত একটি সন্ধ্যা নিজের প্রিয়জন কিংবা বন্ধুদের সাথে......

আমাদের সার্ভিস ও ট্যুর প্যাকেজ সম্পর্কে জানতে আজই যোগাযোগ করুন!

পামেসান বাংলাদশ
Hot Line : 01886-551626
Watsapp : 01991-913333

রাজা পাথর এলাকা,তিন্দু, থানচি।
19/03/2022

রাজা পাথর এলাকা,
তিন্দু, থানচি।

Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when পামেসান বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পামেসান বাংলাদেশ:

Share