Barisal Travel Express

Barisal Travel Express কম খরচে ট্যূরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান
(1)

ডিসকাউন্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অক্টোবর থেকে ভাড়া কিছু টা বেড়ে যাবে। কুয়াকাটা কম টাকায় সেরা হোটেল,  ডিসকাউন্টের উপর ডিস...
03/08/2025

ডিসকাউন্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অক্টোবর থেকে ভাড়া কিছু টা বেড়ে যাবে। কুয়াকাটা কম টাকায় সেরা হোটেল, ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট। পুরো আগস্ট মাস জুড়ে আকর্ষণীয় ডিসকাউন্ট। আমাদের ডিসকাউন্ট সব সময় অন্যান্য হোটেলের থেকে সেরা। সব সময়ই আমরা গেস্টদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকি।। হোটেলের নাম সি স্টার। ২-৩ রাত থাকলে শুক্রবার শনিবার বাদে ভাড়া রুম প্রতি ২০০-১০০ কমানো যাবে।
কাপল নন এসি রুম ১৪০০
নন এসি ডাবল রুম ১৭০০।
কাপল এসি ১৬০০
ডাবল এসি ১৮০০।
হোটেল থেকে সমুদ্র যেতে দেড় মিনিট, জিরো পয়েন্টে যেতে ১ মিনিট।

হোটেলের সার্ভিস সমূহঃ রেস্টুরেন্ট সুবিধা, পার্কিং সুবিধা, ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা, ফ্রি ওয়াইফাই, রুমে স্মার্ট টিভি, সাবান শ্যাম্পু পানি সহ সকল ধরনের বৈধ সুযোগ সুবিধা পাবেন। এমনকি ভ্রমণের জন্য ফ্রী গাইডলাইন পাবেন।
নিয়মিত ডিসকাউন্ট পেতে Kuakata tour line Kuakata বা কুয়াকাটা সমুদ্র সৈকত বা কুয়াকাটা হোটেল বুকিং বা Barisal Travel Express বা Travel with Khan Suruj পেইজ ফলো দিয়ে রাখুন। বা বিস্তারিত জানতে রুমের ছবি দিয়ে আইডিতে Suruj Khan যোগাযোগ করুন।

যোগাযোগঃ 01715-157368 WhatsApp

আলহামদুলিল্লাহ, গতকালের পেয়ারা বাগানের  ট্যূর অনেক ভালো হয়েছে।।  নেক্সট ট্যূর ৮ তারিখে। আমরা আমাদের ট্যূরে নতুন কিছু আ্য...
02/08/2025

আলহামদুলিল্লাহ, গতকালের পেয়ারা বাগানের ট্যূর অনেক ভালো হয়েছে।। নেক্সট ট্যূর ৮ তারিখে। আমরা আমাদের ট্যূরে নতুন কিছু আ্যড করতে যাচ্ছি, যেমন ১৪ জনের টিম হবে, সরাসরি বরিশাল থেকে পেয়ারা বাগান পর্যন্ত লেগুনা রিজার্ভ নিয়ে যাবো এবং সেখান থেকে নৌকা ভাড়া করে ঘুরবো।। বারবার গাড়ি পরিবর্তন করতে হবে না।। ১৪ জনের বেশি নেওয়া হবে না কারণ বেশি লোক হলে ঘোরাঘুরি করা যায় না এবং নৌকা বা ট্রলারে সুন্দর ভাবে বসা যায় না।। মানে আমাদের প্যাকেজ টা প্রিমিয়াম হবে।।

মাত্র ৪৯৯ টাকায়, সাথে থাকছে যাওয়া আসা ভাড়া, এন্টি ফ্রি, দুপুরের খাবার (বিরিয়ানি)। সকল খরচ এর ভিতরে। কম খরচে আমরাই সেরা। সিঙ্গেল ছেলে মেয়ে উভয় আমাদের সঙ্গে যেতে পারবেন। মেয়েদের জন্য স্পেশাল ফিমেল গাইড থাকবেন। ভ্রমণের আনন্দ ফুর্তিতে মেতে উঠুন আমাদের সঙ্গে সুতরাং আর দেরি কেন? বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01715157368 WhatsApp

ভাগ্যের কি নির্মম পরিহাস! গত ২৩ জুলাই ১৫ জন জেলে গভীর সমুদ্র জীবিকা আহরণের জন্য মাছ সংগ্রহ করতে যায়। ২৬জুলাই গভীর সমুদ্র...
01/08/2025

ভাগ্যের কি নির্মম পরিহাস! গত ২৩ জুলাই ১৫ জন জেলে গভীর সমুদ্র জীবিকা আহরণের জন্য মাছ সংগ্রহ করতে যায়। ২৬জুলাই গভীর সমুদ্র ট্রলারটা ডুবে যায়, সেই থেকে গভীর সমুদ্র জেলেরা ভাসতে থাকে এবং ২৯ জুলাই ৯জন জেলকে অন্য একটা মাছের ট্রলার সমুদ্র ভাসতে দেখে তুলে তীরে নিয়ে আসে এবং ৬ জন নিখোঁজ থাকে। ৬ জনের ভিতরে একজন আজকে মৃ***ত্যু অবস্থায় কুয়াকাটা সমুদ্রের তীরে ভেসে আসে।। হিসাব অনুযায়ী কুয়াকাটা লা**শ আসার কথা না, সমুদ্রের স্রোতে বা ঢেউয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা অথচ সেই লা**শ কুয়াকাটা সমুদ্র তীরে ভাসতে ভাসতে আসছে। মৃ***ত্যু হয়েও, স্বজনদের শেষ দেখা দিতে আসছে। আহ জেলেদের জীবন!

বরিশাল বাসী রেডি তো?! আগমীকাল বিকাল ৪ টায় বুকিং লাস্ট ডেট।  আমরা যাচ্ছি আগস্টের ১ তারিখ শুক্রবার বরিশালের বিখ্যাত পেয়ারা...
30/07/2025

বরিশাল বাসী রেডি তো?! আগমীকাল বিকাল ৪ টায় বুকিং লাস্ট ডেট। আমরা যাচ্ছি আগস্টের ১ তারিখ শুক্রবার বরিশালের বিখ্যাত পেয়ারা বাগানে

মাত্র ৩৯৯ টাকায়, সাথে থাকছে যাওয়া আসা ভাড়া, এন্টি ফ্রি, দুপুরের খাবার (বিরিয়ানি)। সকল খরচ এর ভিতরে। কম খরচে আমরাই সেরা। ১ তারিখ সকাল ৭:৪০ নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে রওনা করবো। সিঙ্গেল ছেলে মেয়ে উভয় আমাদের সঙ্গে যেতে পারবেন। মেয়েদের জন্য স্পেশাল ফিমেল গাইড থাকবেন। ভ্রমণের আনন্দ ফুর্তিতে মেতে উঠুন আমাদের সঙ্গে সুতরাং আর দেরি কেন? বুকিং মানি ২০০ টাকা। পরবর্তী টুর ৮ তারিখে, বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01715157368 WhatsApp

কুয়াকাটা কম টাকায় সেরা হোটেল,  ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট। পুরো জুলাই মাস জুড়ে আকর্ষণীয় ডিসকাউন্ট। আমাদের ডিসকাউন্ট সব সম...
29/07/2025

কুয়াকাটা কম টাকায় সেরা হোটেল, ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট। পুরো জুলাই মাস জুড়ে আকর্ষণীয় ডিসকাউন্ট। আমাদের ডিসকাউন্ট সব সময় অন্যান্য হোটেলের থেকে সেরা। সব সময়ই আমরা গেস্টদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকি।। হোটেলের নাম সি স্টার। ২-৩ রাত থাকলে শুক্রবার শনিবার বাদে ভাড়া রুম প্রতি ২০০-১০০ কমানো যাবে।
কাপল নন এসি রুম ১৪০০
নন এসি ডাবল রুম ১৭০০।
কাপল এসি ১৬০০
ডাবল এসি ১৮০০।
হোটেল থেকে সমুদ্র যেতে দেড় মিনিট, জিরো পয়েন্টে যেতে ১ মিনিট।

হোটেলের সার্ভিস সমূহঃ রেস্টুরেন্ট সুবিধা, পার্কিং সুবিধা, ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা, ফ্রি ওয়াইফাই, রুমে স্মার্ট টিভি, সাবান শ্যাম্পু পানি সহ সকল ধরনের বৈধ সুযোগ সুবিধা পাবেন। এমনকি ভ্রমণের জন্য ফ্রী গাইডলাইন পাবেন।
নিয়মিত ডিসকাউন্ট পেতে Kuakata tour line Kuakata বা কুয়াকাটা সমুদ্র সৈকত বা কুয়াকাটা হোটেল বুকিং বা Barisal Travel Express বা Travel with Khan Suruj পেইজ ফলো দিয়ে রাখুন। বা বিস্তারিত জানতে রুমের ছবি দিয়ে আইডিতে Suruj Khan যোগাযোগ করুন।

যোগাযোগঃ 01715-157368 WhatsApp

কুয়াকাটার অপরুপ দৃশ্য।
29/07/2025

কুয়াকাটার অপরুপ দৃশ্য।

বরিশাল বাসী রেডি তো?!  আমরা যাচ্ছি আগস্টের ১ তারিখ শুক্রবার বরিশালের বিখ্যাত পেয়ারা বাগানে মাত্র ৩৯৯ টাকায়, সাথে থাকছে য...
29/07/2025

বরিশাল বাসী রেডি তো?! আমরা যাচ্ছি আগস্টের ১ তারিখ শুক্রবার বরিশালের বিখ্যাত পেয়ারা বাগানে

মাত্র ৩৯৯ টাকায়, সাথে থাকছে যাওয়া আসা ভাড়া, এন্টি ফ্রি, দুপুরের খাবার (বিরিয়ানি)। সকল খরচ এর ভিতরে। কম খরচে আমরাই সেরা। ১ তারিখ সকাল ৯ টায় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে রওনা করবো। সিঙ্গেল ছেলে মেয়ে উভয় আমাদের সঙ্গে যেতে পারবেন। মেয়েদের জন্য স্পেশাল ফিমেল গাইড থাকবেন। ভ্রমণের আনন্দ ফুর্তিতে মেতে উঠুন আমাদের সঙ্গে সুতরাং আর দেরি কেন? বুকিং মানি ২০০ টাকা। পরবর্তী টুর ৮ তারিখে, বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01715157368 WhatsApp

কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সুন্দর এবং নিরাপদ দর্শনীয় স্থান।।এখন পর্যন্ত কে কতবার কুয়াকাটা ভ্রমণ করছেন?!
28/07/2025

কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সুন্দর এবং নিরাপদ দর্শনীয় স্থান।।এখন পর্যন্ত কে কতবার কুয়াকাটা ভ্রমণ করছেন?!

বরিশাল বিভাগে বাসা কিন্তু এখন পর্যন্ত কুয়াকাটা আসেননি। তাদেরকে দেখতে চাই।
27/07/2025

বরিশাল বিভাগে বাসা কিন্তু এখন পর্যন্ত কুয়াকাটা আসেননি। তাদেরকে দেখতে চাই।

27/07/2025

কুয়াকাটা সমুদ্র অবস্থা খারাপ

আমারে ভালোবাসলে আমার পড়া কিছু পইড়ড়া কমাইয়া দেন, আমার পড়া পইড়া কমিয়ে দিয়ে প্রমান করুন, সত্যি আমাকে ভালোবাসেন, প্রেম করতে ...
26/07/2025

আমারে ভালোবাসলে আমার পড়া কিছু পইড়ড়া কমাইয়া দেন, আমার পড়া পইড়া কমিয়ে দিয়ে প্রমান করুন, সত্যি আমাকে ভালোবাসেন, প্রেম করতে চান, বিয়ে করতে চান।

এরকম আবহাওয়ায় সমুদ্র উপভোগ করার মজাই আলাদা তবে হ্যা সমুদ্রের গভীরে যাবেন না। বিশ্বাস করুন, সমুদ্র তীরে বসে যখন বড় বড় ঢেউ...
26/07/2025

এরকম আবহাওয়ায় সমুদ্র উপভোগ করার মজাই আলাদা তবে হ্যা সমুদ্রের গভীরে যাবেন না। বিশ্বাস করুন, সমুদ্র তীরে বসে যখন বড় বড় ঢেউ দেখবেন। তখন মনে হবে, আপনি পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা আছেন। সমুদ্র বড় বড় ঢেউ না দেখলে আপনি সমুদ্র ফিল পাবেন না। সমুদ্র ঢেউ উপভোগ করতে হলে দ্রুত সমুদ্র চলে যান। সে হোক কুয়াকাটা বা কক্সবাজার।

Address

Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barisal Travel Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share