27/07/2025
নতুন পাসপোর্ট নিয়ে কোথায় ভ্রমণে যাওয়া সবচেয়ে সহজ?
অনেকে মনে করেন, বাংলাদেশি পাসপোর্টে প্রায় ৪০টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। কিন্তু বাস্তব অভিজ্ঞতা ভিন্ন হতে পারে।
বিশেষ করে যখন দেখা যায় —
🔸 অনেক দেশের সাথে সরাসরি বিমান যোগাযোগ নেই
🔸 ইমিগ্রেশনে নানা জটিলতা
🔸 টিকিটের খরচ অনেক বেশি পড়ে
এমনকি কখনো কখনো বাংলাদেশ থেকেই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাওয়া কঠিন হয়ে যায়।
তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই! নিচে এমন ৫টি দেশের নাম দেওয়া হলো, যেখানে—
✅ সরাসরি ফ্লাইট রয়েছে
✅ নতুন পাসপোর্টে সহজেই ভিসা পাওয়া যায়
✅ ভ্রমণ খরচও তুলনামূলকভাবে সাশ্রয়ী
🇲🇾 মালয়েশিয়া
মালয়েশিয়ায় ভ্রমণের জন্য ই-ভিসা নিতে হয়, যা ট্র্যাভেল হোষ্ট এয়ারওয়েজ মাধ্যমে সহজেই করানো যায়। ইউএস-বাংলা ও বাংলাদেশ বিমান সরাসরি ফ্লাইট পরিচালনা করে। রিটার্ন টিকিটের দাম পড়ে আনুমানিক ৩৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা।
🇱🇰 শ্রীলংকা
শ্রীলংকায় যেতে হলে আগে থেকেই ETA (Electronic Travel Authorization) নিতে হয়। ট্র্যাভেল বী'র মাধ্যমে ETA সহজেই সংগ্রহ করা যায়। সরাসরি ফ্লাইট রয়েছে এবং রিটার্ন টিকিটের খরচ হয় ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে।
🇲🇻 মালদ্বীপ
মালদ্বীপ ভিসা অন-অ্যারাইভাল সুবিধা দেয়, অর্থাৎ ভিসা আগেই নিতে হয় না। ইউএস-বাংলা সরাসরি ফ্লাইট পরিচালনা করে, রিটার্ন টিকিটের খরচ পড়ে আনুমানিক ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা। চাইলে ট্রানজিট ফ্লাইটেও যাওয়া যায়।
বিশেষ টিপস: শ্রীলংকা ও মালদ্বীপ একসাথে প্ল্যান করলে, এক ট্রিপেই দুই দেশ ঘোরা সম্ভব সাশ্রয়ী খরচে।
🇳🇵 নেপাল
নেপালে যাওয়ার জন্য পূর্বে ভিসা নেওয়ার প্রয়োজন নেই। এয়ারপোর্টে একটি ফর্ম পূরণ করে জমা দিলেই স্টিকার ভিসা পাওয়া যায়। প্রথমবার গেলে কোনো ফি লাগে না, তবে দ্বিতীয়বার থেকে ২৫ ডলার ভিসা ফি দিতে হয়। রিটার্ন টিকিটের খরচ আনুমানিক ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা।
🇹🇭 থাইল্যান্ড
থাইল্যান্ডে ভ্রমণের জন্য ভিসা পূর্বেই করতে হয়, যা আমাদের মাধ্যমে ৩০-৪৫ কার্যদিবসের মধ্যে সম্ভব। রিটার্ন টিকিট পাওয়া যায় প্রায় ৩৩,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে।
আপনার নতুন পাসপোর্টকে কাজে লাগিয়ে এখনই ঘুরে আসুন আপনার স্বপ্নের দেশগুলো থেকে — সহজে, নিশ্চিন্তে এবং সাশ্রয়ী বাজেটে! 🌍✈️
ভ্রমণ সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
👉 Air Ticket এবং ট্যুরিস্ট ভিসা করতে আমাদের সহায়তা নিতে পারেন।
📲যোগাযোগঃ
+880 1998-474426
অফিস- লেভেল ১৪- চায়না টাউন, পল্টন, ঢাকা
ব্রাহ্মনবাড়িয়া : ভাই ভাই সুপার মার্কেট, কালিকচ্ছ, সরাইল, ব্রাহ্মনবাড়িয়া।