12/07/2021
বৃটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ের হেডকোয়ার্টার চট্টগ্রামের সিআরবি হওয়াতে এই শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রেলের অনেক জায়গা৷ ফয়স লেকসহ পুরো পাহাড়তলী, আমবাগান, জিলাপী পাহাড়, শাহজাহান ফিল্ড, কুত্তা বাংলো, হাতি বাংলো সবই রেলের। এর বাইরেও হালিশহর ও পোর্টেও রেলের প্রচুর জায়গা৷ তারপরেও ধ্বংস হতে চলা চট্টগ্রাম শহরের অতীতের সবচে সুন্দর অংশ হয়ে টিকে আছে সিআরবি-টাইগার পাস এরিয়া। ১৫-২০ বছর আগ পর্যন্তও এই এলাকা ছিলো ছিনতাইকারীদের অভয়ারণ্য। গত ১২-১৫ বছর যাবত এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থতি ভালো হয়েছে৷ নাগরিকরা তাই এখানে সকাল সন্ধ্যায় সমাবেত হয়, এর বাইরেও বসে বৈশাখী মেলা, সারা বছরই হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রেলের আর সহ্য হলোনা এটা। অতীতে রেলের সম্পদ ফয়স লেক অল্প টাকার বিনিময়ে দীর্ঘমেয়াদী লিজ দেয়ায় ফয়স লেক চলে গেছে সাধারণ নাগরিকদের ধরাছোঁয়ার বাইরে। (আগে ফয়স লেকের এন্ট্রি টিকেট ছিলো ৩টাকা, এখন কনকর্ডের হাতে দেয়ার পর ৩০০ টাকা। আর রেল কনকর্ড থেকে পাচ্ছে বছরে মাত্র ১৬ লাখ টাকা যেখানে প্রতিবছর ৩৩৬ একর জমির ভূমিকর হিসেবে রেলকে দিতে হয় প্রায় দুই কোটি টাকা) অবিশ্বাস্য হলেও সত্যি এখন নগরীর হৃদপিন্ড, নগর ঐতিহ্য সিআরবিকেও অল্প কিছু টাকার বিনিময়ে তুলে দেয়া হচ্ছে ইউনাইটেড গ্রুপের হাতে এক্সপেনসিভ প্রাইভেট হাসপাতাল ও মেডিকেল কলেজ বানাতে। ঢাকার ইউনাইটেড হাসপাতাল থাকে চট্টগ্রামের গরু খাওয়া বড়লোক হৃদরোগীতে ভর্তি, বড়লোকের এই হাসপাতাল থেকে গরীবরা কোন উপকার পাবেনা। কারণ ৯৯% মানুষই এফোর্ড করতে পারবেনা ইউনাইটেডের খরচ৷ তারপরও হাসপাতাল যদি করতেই চাও তবে সিআরবি কেন? চট্টগ্রান শহরে কি রেলের জায়গার অভাব পড়েছে?
শুধু শত শত শতবর্ষী গাছের কারণে নয়, ঐতিহ্যগত কারণেই সিআরবি এলাকাকে রাখতে হবে অবিকৃত। রেলের জায়গার কোন অভাব নাই যে সিআরবি ধ্বংস করে এই জায়গাতেই বেসরকারী অর্থলোভী ইউনাইটেড গ্রুপকে হাসপাতাল করতে দিতে হবে৷ এই কাজে চট্টগ্রামের যে নেতা দালালী করবে সে চিহ্নিত হয়ে থাকবে মীরজাফর হিসেবে এবং নিক্ষিপ্ত হবে ইতিহাসের আস্তাকুঁড়ে৷ চট্টগ্রাম বসবাসরত আমার সকল বন্ধুদের প্রতি অনুরোধ রইলো এ ব্যাপারে আপনাদের প্রতিবাদ জারি রাখুন। ফিজিকালি না পারলে সোশাল মিডিয়ায় একটা হাউকাউ লাগিয়ে দিন। দূরের ব্রাজিল আর্জেন্টিনার জন্য পারলে নিজের শহর বাঁচাতে পারবেন না? নিশ্চিত করুন কোনভাবেই যাতে এখানে কোন রকম স্থাপনা গড়ে উঠতে না পারে। চট্টগ্রাম শহরের স্বার্থেই সিআরবিকে রাখতে হবে অবিকৃত!
#কার্টেসী- অপু নজরুল ভাই