ভ্রমণ বেলা
'প্রকৃতির রূপ আলিঙ্গন'
আমাদের চারিদিকে ছড়িয়ে আছে অনেক সুন্দর ও বৈচিত্র্যময় প্রকৃতির রূপ, সেই প্রকৃতির রূপ আলিঙ্গনে আপনাদের সাহায্য করবো এটাই আমাদের লক্ষ্য।
✓আমাদের সেবা সমূহঃ
• গ্রুপ, ফ্যামিলি, কর্পোরেট ও স্টাডি ট্যুর।
• হোটেল ও রিসোর্ট বুকিং।
• বাস, শিপ ও ফ্লাইট টিকিট।
• কার রেন্টাল।
• ট্রাভেল এক্সেসরিজ।
✓আমদের একটা ফেইসবুক ট্রাভেল গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/bhr
omonbela/?ref=share
আপনারা এই গ্রুপ এ যোগ দিতে পারেন।
এই গ্রুপ এ আপনারা সবাই প্রকৃতির রূপ আলিঙ্গন এর কিছু স্মৃতি ও ছবি পোস্ট করবেন। আপনার পোস্ট দেখে অন্যরা সেই বৈচিত্র্যময় প্রকৃতির রূপ খুঁজে পাবে।
✓গ্রুপ ও পেইজ এর কিছু নিয়মাবলীঃ
১। গ্রুপে বাণিজ্যিক, রাজনৈতিক বা অন্য কোন বিষয় সম্পর্কিত পােষ্ট করা যাবেনা। শুধু মাত্র ভ্রমণ নিয়ে পোস্ট করতে পারবেন।
২। আমাদের গ্রুপ ব্যাতিত অন্য কোন গ্রুপ কিংবা কোম্পানীর পেজ, ইভেন্ট, অফার বা বাণিজ্যিক কোন কার্যক্রম গ্রুপে শেয়ার করা যাবে না।
৩। ধর্ম, বর্ণ, জাতী, কোন মানুষ কিংবা অন্য কোন প্রতিষ্ঠানকে আঘাত করে বা কটূক্তি করে কথা বলা যাবে না
৪। ছবি আপলােড করার সাথে সেই ছবি কোথা থেকে তােলা হয়েছে, কিভাবে সেখানে যেতে হয় তা'র একটা সংক্ষিপ্ত বর্ণনা দিবেন।
৫। ভ্রমণ সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য গ্রুপে পােষ্ট করুন, কিংবা তথ্য শেয়ার করুন গ্রুপে যেনাে অন্যরাও জানতে পারে।
৬। নিজেদের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে নিয়মিত পােষ্ট করতে পারবেন। ভ্রমণে গিয়ে কি ভাল লেগেছিলাে, কি বিপদে পড়েছিলেন কিংবা কোন কোন কাজগুলাে বিপদজনক হতে পারে, এই সম্পর্কিত ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লিখতে পারেন গ্রুপে। এতে অন্যরা ভ্রমণে উৎসাহী হয়, সেই সাথে আগে থেকে সাবধান থাকতে পারে।
৭। আপনার মতামত সরাসরি আমাদেরকে জানাতে পারেন ইনবক্স, মোবাইল অথবা ইমেইল এর মাধয়মে।
✓যোগাযোগ
মোবাইলঃ
+8801892693646
+8801894763000
+8801894763001
+8801894763002
ইমেইলঃ [email protected]
সব শেষে একটাই কথা,
আপনার ভ্রমণ শুভ হোক'।
ধন্যবাদ সবাইকে,
"ভ্রমণ বেলা"র পক্ষ থেকে ।