The Planet Trip

The Planet Trip প্রকৃতির অপরুপ সৌন্দর্য দেখাতে আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী The Planet Trip.

আসসালামু আলাইকুম প্রিয় প্লানেট ট্রিপ বাসী, আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন বিভিন্ন ঝামেলার...
03/05/2025

আসসালামু আলাইকুম প্রিয় প্লানেট ট্রিপ বাসী, আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন বিভিন্ন ঝামেলার কারনে ট্যুর বন্ধ ছিলো। আগামী সপ্তাহ থেকে আবারো শুরু করবো ইনশা′আল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য।❤️🥀

আসসালামু আলাইকুম। The Planet Trip - দ্যা প্লানেট ট্রিপ গ্রুপের জন্য কিছু মডারেটর / ট্যুর অপারেটর প্রয়োজন। আমাদের সাথে নি...
24/02/2025

আসসালামু আলাইকুম। The Planet Trip - দ্যা প্লানেট ট্রিপ গ্রুপের জন্য কিছু মডারেটর / ট্যুর অপারেটর প্রয়োজন। আমাদের সাথে নিয়মিত কাজ করতে পারবে এমন কিছু মডারেটর নিয়োগ দেওয়া হবে।

মডারেটর হওয়ার শর্তাবলী নিম্নরুপঃ
১- গ্রুপ মডারেটর হিসাবে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
২- গ্রুপ এ রেগুলার পোস্ট / আপডেট করতে হবে।
৩- ট্যুর অপারেট করতে হবে।
৪- এডমিন দের নির্দেশনা মেনে চলতে হবে।
৫- গ্রুপের ছবিতে লাইক কমেন্ট করতে হবে এবং নিজের আইডিতে শেয়ার করতে হবে।

মডারেটর হলে সুবিধাসমূহ নিম্নরুপঃ
১- ট্যুর অপারেটর হিসেবে ফ্রি ট্যুর।
২- স্বদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ।
৩- পরিবার/আত্মীয় স্বজন কেউ ট্যুরে যেতে চাইলে স্পেশাল ডিসকাউন্ট।
৪- অপারেট করা ট্যুর শেষে সম্মাননা প্রদান।

বিঃদ্রঃ- মানুষের সাথে ভালো ব্যবহার ও কাজ করার ইচ্ছা থাকলে আপনাকে ট্রেনিং এর মাধ্যমে উপযুক্ত করে তোলা হবে। উপরে সবগুলো শর্ত মেনে যারা মডারেটর হতে চান তারা সরাসরি যোগাযোগ করুন।

☎️01632 461 829 (Whatsapp Available)

 #লাস্ট_কল_ফর_রাঙ্গামাটি_ডে_ট্রিপ📢📢আর মাত্র ৪জন এড হতে পারবেন আমাদের সাথে। তাই আর দেরি না করে এখনি বুকিং করুন।💚সবাই পরিব...
16/01/2025

#লাস্ট_কল_ফর_রাঙ্গামাটি_ডে_ট্রিপ📢📢
আর মাত্র ৪জন এড হতে পারবেন আমাদের সাথে। তাই আর দেরি না করে এখনি বুকিং করুন।💚
সবাই পরিবার-পরিজন নিয়ে আমাদের সাথে এড হতে পারবেন।

বুকিং করতে অথবা যে-কোনো প্রয়োজনে সরাসরি কল করুন ||
☎️01632461829 (সৈকত)

💥আর মাত্র ৬টি আসন খালি রয়েছে মাত্র ৯৯৯/- টাকায় রাঙ্গামাটি ভ্রমণ।💥⏱️ভ্রমণ বিস্তারিতঃ 🚎 যাত্রা শুরুঃ ১৭ই জানুয়ারী, সকাল ৬:...
15/01/2025

💥আর মাত্র ৬টি আসন খালি রয়েছে মাত্র ৯৯৯/- টাকায় রাঙ্গামাটি ভ্রমণ।💥

⏱️ভ্রমণ বিস্তারিতঃ
🚎 যাত্রা শুরুঃ ১৭ই জানুয়ারী, সকাল ৬:৩০ চট্টগ্রামের অক্সিজেন মোড় / ২নং গেট থেকে ।
🚎যাত্রা শেষঃ ১৭ই জানুয়ারী, সন্ধ্যা ৬:৩০ রাঙ্গামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা।

💺আসন সংখ্যাঃ ৪০টি সর্বোচ্চ।

💰ইভেন্ট ফিঃ
চট্টগ্রাম থেকে - ৯৯৯/- টাকা জনপ্রতি।

★★ ভ্রমণের স্থানসমূহঃ
✴️ আরন্যক রিসোর্ট।
✴️ আদিবাসী গ্রাম।
✴️ বৌদ্ধ মন্দির।
✴️ বিখ্যাত ঝুলন্ত ব্রিজ।
✴️ পলওয়েল পার্ক।
✴️ লাভ পয়েন্ট।
✴️ রাঙ্গামাটি লেক।

🎁 প্যাকেজে যা থাকছেঃ
✅ চট্টগ্রাম→ রাঙ্গামাটি→ চট্টগ্রাম বাস টিকেট (নন এসি, উন্নতমানের চেয়ার কোচ)
✅ লোকাল ট্রান্সপোর্ট।
✅ সারাদিনের জন্য রিজার্ভ বোট।
✅ সকালের নাস্তা।
✅ দুপুরের লাঞ্চ।
✅ সকল প্রকার এন্ট্রি ফি।
✅ অভিজ্ঞ গাইড।
✅প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।

★★ প্যাকেজে যা যা থাকছে নাঃ
❌ সকল প্রকার ব্যক্তিগত খরচ।
❌ প্যাকেজে উল্লেখ্য নেই এমন কোনো খরচ।

🕐সম্ভাব্য ভ্রমণ বর্ণনাঃ
🕰 ১৭ই জানুয়ারী, চট্টগ্রাম থেকে সকাল ৬:৩০ এ সকলে অক্সিজেন মোড় / ২ং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে মিলিত হয়ে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। রাঙ্গামাটি পৌঁছে সকালের নাস্তা শেষে বেড়িয়ে পড়বো নৌ বিহার নিয়ে, চলে যাবো শুভলং ঝর্ণা এর দিকে, একে একে ঘুরে দেখবো আদিবাসী গ্রাম বৌদ্ধ মন্দিরসহ আরও নানান কিছু। দুপুরে কোনো দ্বীপ রেস্তোরাঁয় লাঞ্চ সেরে রওয়ানা হবো ঝুলন্ত ব্রীজ, লাভ পয়েন্ট দেখতে। শেষ বিকেলটা পলওয়েল পার্কে কাটিয়ে সন্ধ্যা কাটাবো। এরপর রাঙ্গামাটির রিজার্ভ বাজারে যে যার মতো খাওয়া দাওয়া করে চট্টগ্রাম এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। রাত ৮:৩০ এর মধ্যে সবাই চট্টগ্রাম থাকবো ইনশা′আল্লাহ।

🍲খাবার মেনুঃ
🌅সকালের নাস্তা: পরোটা, ডিম ভাজি/ ডাল/ সবজী, চা।অথবা ভুনাখিচুড়ি+ডিম।
🏜দুপুরের খাবার: ভাত, বেম্বো চিকেন, কাঁচকি মাছের ভর্তা , মিক্স সবজি, ডাল।

📌বুকিং ডেডলাইনঃ (আসন খালি থাকা সাপেক্ষে)

💸বুকিং পদ্ধতিঃ
বুকিং মানি - ৫০০/- টাকা পেমেন্ট করে আসন নিশ্চিত করতে হবে।
(মনে রাখবেন, বিকাশ বা নগদে বুকিং করলে খরচ সহ দিতে হবে।)

🔴বিঃদ্রঃ আগে বুকিং করলে আগে সিট পাবেন। বুকিং ভিত্তিতেই আমরা বাসের সিট প্রদান করে থাকবো।

🔶(বিকাশ/নগদ নাম্বার)
01632461829 (Bkash Personal)
01632461829 (Nagad Personal)

🏦অফিস ঠিকানাঃ
হাবিব এন্টারপ্রাইজ, ওয়াপদা গেট, অক্সিজেন, চট্টগ্রাম।

✅ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুনঃ
☎️01632-461829 (WhatsApp Available)

আলহামদুলিল্লাহ, উপজেলা কৃষি অফিস চৌদ্দগ্রাম, কুমিল্লার ৫৮জন কর্মকর্তা নিয়ে কক্সবাজার ও মহেশখালী ৩রাত ২দিনের কর্পোরেট ট্য...
15/01/2025

আলহামদুলিল্লাহ, উপজেলা কৃষি অফিস চৌদ্দগ্রাম, কুমিল্লার ৫৮জন কর্মকর্তা নিয়ে কক্সবাজার ও মহেশখালী ৩রাত ২দিনের কর্পোরেট ট্যুর সম্পন্ন করলাম। সবাই খুব মিশুক প্রকৃতির হওয়ার আমরা খুব সুন্দরভাবে ট্যুরটি উপভোগ করতে পেরেছি। সবাইকে মনের গহীন থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় #রাসেল_ভাইকে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকার জন্য। সবার প্রতি কৃতজ্ঞ রইলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য।❤️🌺

আর মাত্র ৬জন এড হতে পারবেন আমাদের সাথে। যারা যারা মৌখিক কনফার্মেশন দিয়েছেন তারা সবাই বুকিং নিশ্চিত করুন। ❤️🌺বিস্তারিতঃ স...
15/01/2025

আর মাত্র ৬জন এড হতে পারবেন আমাদের সাথে। যারা যারা মৌখিক কনফার্মেশন দিয়েছেন তারা সবাই বুকিং নিশ্চিত করুন। ❤️🌺

বিস্তারিতঃ সাপ্তাহিক ছুটিতে চলুন ঘুরে আসি লাল মাটির দেশ রাঙ্গামাটি

যে-কোনো প্রয়োজনে সরাসরি কল করুন ||
☎️01632461829 (সৈকত)

আর মাত্র ৮টি আসন খালি রয়েছে যারা যারা মৌখিক কনফার্মেশন দিয়েছেন তারা সবাই বুকিং নিশ্চিত করুন। মাত্র ৯৯৯/- টাকায় রাঙ্গামাট...
13/01/2025

আর মাত্র ৮টি আসন খালি রয়েছে যারা যারা মৌখিক কনফার্মেশন দিয়েছেন তারা সবাই বুকিং নিশ্চিত করুন। মাত্র ৯৯৯/- টাকায় রাঙ্গামাটি ভ্রমণ।

⏱️ভ্রমণ বিস্তারিতঃ
🚎 যাত্রা শুরুঃ ১৭ই জানুয়ারী, সকাল ৬:৩০ চট্টগ্রামের অক্সিজেন মোড় / ২নং গেট থেকে ।
🚎যাত্রা শেষঃ ১৭ই জানুয়ারী, সন্ধ্যা ৬:৩০ রাঙ্গামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা।

💺আসন সংখ্যাঃ ৪০টি সর্বোচ্চ।

💰ইভেন্ট ফিঃ
চট্টগ্রাম থেকে - ৯৯৯/- টাকা জনপ্রতি।

★★ ভ্রমণের স্থানসমূহঃ
✴️ আরন্যক রিসোর্ট।
✴️ আদিবাসী গ্রাম।
✴️ বৌদ্ধ মন্দির।
✴️ বিখ্যাত ঝুলন্ত ব্রিজ।
✴️ পলওয়েল পার্ক।
✴️ লাভ পয়েন্ট।
✴️ রাঙ্গামাটি লেক।

🎁 প্যাকেজে যা থাকছেঃ
✅ চট্টগ্রাম→ রাঙ্গামাটি→ চট্টগ্রাম বাস টিকেট (নন এসি, উন্নতমানের চেয়ার কোচ)
✅ লোকাল ট্রান্সপোর্ট।
✅ সারাদিনের জন্য রিজার্ভ বোট।
✅ সকালের নাস্তা।
✅ দুপুরের লাঞ্চ।
✅ সকল প্রকার এন্ট্রি ফি।
✅ অভিজ্ঞ গাইড।
✅প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।

★★ প্যাকেজে যা যা থাকছে নাঃ
❌ সকল প্রকার ব্যক্তিগত খরচ।
❌ প্যাকেজে উল্লেখ্য নেই এমন কোনো খরচ।

🕐সম্ভাব্য ভ্রমণ বর্ণনাঃ
🕰 ১৭ই জানুয়ারী, চট্টগ্রাম থেকে সকাল ৬:৩০ এ সকলে অক্সিজেন মোড় / ২ং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে মিলিত হয়ে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। রাঙ্গামাটি পৌঁছে সকালের নাস্তা শেষে বেড়িয়ে পড়বো নৌ বিহার নিয়ে, চলে যাবো শুভলং ঝর্ণা এর দিকে, একে একে ঘুরে দেখবো আদিবাসী গ্রাম বৌদ্ধ মন্দিরসহ আরও নানান কিছু। দুপুরে কোনো দ্বীপ রেস্তোরাঁয় লাঞ্চ সেরে রওয়ানা হবো ঝুলন্ত ব্রীজ, লাভ পয়েন্ট দেখতে। শেষ বিকেলটা পলওয়েল পার্কে কাটিয়ে সন্ধ্যা কাটাবো। এরপর রাঙ্গামাটির রিজার্ভ বাজারে যে যার মতো খাওয়া দাওয়া করে চট্টগ্রাম এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। রাত ৮:৩০ এর মধ্যে সবাই চট্টগ্রাম থাকবো ইনশা′আল্লাহ।

🍲খাবার মেনুঃ
🌅সকালের নাস্তা: পরোটা, ডিম ভাজি/ ডাল/ সবজী, চা।অথবা ভুনাখিচুড়ি+ডিম।
🏜দুপুরের খাবার: ভাত, বেম্বো চিকেন, কাঁচকি মাছের ভর্তা , মিক্স সবজি, ডাল।

📌বুকিং ডেডলাইনঃ (আসন খালি থাকা সাপেক্ষে)

💸বুকিং পদ্ধতিঃ
বুকিং মানি - ৫০০/- টাকা পেমেন্ট করে আসন নিশ্চিত করতে হবে।
(মনে রাখবেন, বিকাশ বা নগদে বুকিং করলে খরচ সহ দিতে হবে।)

🔴বিঃদ্রঃ আগে বুকিং করলে আগে সিট পাবেন। বুকিং ভিত্তিতেই আমরা বাসের সিট প্রদান করে থাকবো।

🔶(বিকাশ/নগদ নাম্বার)
01632461829 (Bkash Personal)
01632461829 (Nagad Personal)

🏦অফিস ঠিকানাঃ
হাবিব এন্টারপ্রাইজ, ওয়াপদা গেট, অক্সিজেন, চট্টগ্রাম।

✅ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুনঃ
☎️01632-461829 (WhatsApp Available)

আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ট্যুরের সকল কার্যক্রম সম্পন্ন। একটু পরেই আমরা কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।আমাদে...
09/01/2025

আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ট্যুরের সকল কার্যক্রম সম্পন্ন। একটু পরেই আমরা কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।

আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার - কর্পোরেট ট্যুর, গ্রুপ ট্যুর, স্টাডি ট্যুর, অফিসিয়াল ট্যুর, কাস্টমাইজ ট্যুর।

যে-কোনো প্রয়োজনে সরাসরি কল করুন
☎️01632461829 (সৈকত)

🌼মাত্র ২৩৯৯টাকার স্পেশাল অফারে পদ্মাসেতু হয়ে সুন্দরবন সাথে বাগেরহাটে ডে লং ট্যুরে দ্যা প্লানেট ট্রিপ🌼🏜ভ্রমণ বিস্তারিতঃ🚎য...
03/01/2025

🌼মাত্র ২৩৯৯টাকার স্পেশাল অফারে পদ্মাসেতু হয়ে সুন্দরবন সাথে বাগেরহাটে ডে লং ট্যুরে দ্যা প্লানেট ট্রিপ🌼

🏜ভ্রমণ বিস্তারিতঃ
🚎যাত্রা শুরুঃ ০৯ই জানুয়ারী, রাত ৮:০০ চট্টগ্রাম জিইসি মোড় থেকে।
🚎যাত্রা শেষঃ ১১ই জানুয়ারী, ভোর ৬:০০ চট্টগ্রাম থাকবো ইনশা′আল্লাহ।

💺আসন সংখ্যাঃ ২০টি সর্বোচ্চ।

💰💰প্যাকেজ মূল্যঃ
চট্টগ্রাম থেকেঃ
জনপ্রতি- ২৩৯৯/- টাকা।

🔈 অন্যান্য জেলা থেকে কেউ যোগ দিতে চাইলে আগাম যোগাযোগ করুন।

বুকিং ডেডলাইনঃ আসন খালি থাকা পর্যন্ত। আসন পূর্ণ হয়ে গেলেই বুকিং ক্লোজ করা হবে।

❑ ভ্রমণের স্থান সমুহঃ
✴️ পদ্মাসেতু
✴️ মংলা
✴️ করমজল
✴️ হরিণ পয়েন্ট।
✴️ কুমির প্রজন্ম কেন্দ্র
✴️ পশুর নদী
✴️ বাগেরহাট ষাট গম্ভুজ মসজিদ
✴️ খান জাহান আলী মাজার

🎁 প্যাকেজে যা থাকছেঃ
✅চট্টগ্রাম→ মংলা → চট্টগ্রাম নন এসি চেয়ার কোচ।
✅ বোট/নৌকা খরচ।
✅ সকালের নাস্তা।
✅ দুপুরের খাবার।
✅ লোকাল ট্রান্সপোর্ট।
✅ সকল প্রকার এন্ট্রি ফি।
✅ দক্ষ গাইড।
✅প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।

★★ প্যাকেজে যা যা থাকছে নাঃ
❌ সকল প্রকার ব্যক্তিগত খরচ।
❌ হাইওয়ে বিরতি কোনো খাবার।
❌ ফেরারদিন রাতের খাবার।

🕐সম্ভাব্য ভ্রমণ বর্ণনাঃ
🕰০৯ই জানুয়ারী, রাত ৮:০০টায় জিইসি কনভেনশন সেন্টারের সামনে থেকে বাসে করে মংলার উদ্দেশ্য যাত্রা শুরু করবো।

🕰১০ই জানুয়ারী, সকালে ভোরে মংলা পৌঁছে সকালের নাস্তা করে রিজার্ভ বোট নিয়ে করমজল এর উদ্দেশ্য রওনা দিব করমজল ঘুরে এসে হরিণ পয়েন্ট ঘুরে দেখবো। তারপর বাসে করে বাগেরহাটে খানজাহান আলী (রহ:) মাজার এর উদ্দেশ্য রওনা দিবো মাজারে পৌছে মাজারের পুকুরে গোছল করে মাজার জিয়ারত। দুপুরের খাবারের পর ষাট গম্বুজ মসজিদ ঘুরে নিজেদের মতো কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যায় আবার চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হবো।

🕰️১১ই জানুয়ারী, ভোরে চট্টগ্রাম থাকবো ইনশা′আল্লাহ।

💸বুকিং পদ্ধতিঃ
বুকিং মানি - ১৫০০/- টাকা পেমেন্ট করে আসন নিশ্চিত করতে হবে।
(মনে রাখবেন, বিকাশ বা নগদে বুকিং করলে খরচসহ দিতে হবে।)

🔴বিঃদ্রঃ আগে বুকিং করলে আগে সিট পাবেন। বুকিং ভিত্তিতেই আমরা বাসের সিট প্রদান করে থাকবো।

🔶(বিকাশ/নগদ নাম্বার)
01632461829 (Bkash Personal)
01632461829 (Nagad Personal)

🏦অফিস ঠিকানাঃ
হাবিব এন্টারপ্রাইজ, ওয়াপদা গেট, অক্সিজেন, চট্টগ্রাম। i

✅ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুনঃ
☎️01632-461829 (WhatsApp Available)

আলহামদুলিল্লাহ, উপজেলা কৃষি অফিস চৌদ্দগ্রাম, কুমিল্লার ৫৪জন কৃষি অফিসার এর ০৯-১১ই জানুয়ারী ৩রাত ২দিনের কক্সবাজার কর্পোরে...
30/12/2024

আলহামদুলিল্লাহ, উপজেলা কৃষি অফিস চৌদ্দগ্রাম, কুমিল্লার ৫৪জন কৃষি অফিসার এর ০৯-১১ই জানুয়ারী ৩রাত ২দিনের কক্সবাজার কর্পোরেট ট্যুর কনফার্ম করলাম।❤️🌺
অসংখ্য ধন্যবাদ প্রিয় #রাসেল_হাসান ভাইকে আমাকে মনে রাখার জন্য, ইনশা′আল্লাহ খুব সুন্দর একটি ট্যুর হবে।💚☘️

আলহামদুলিল্লাহ্, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে রাঙামাটি ট্যুর সম্পন্ন করে সবাই নিজ নিজ গন্তব্যে পোঁছেছে। এত সুন্দর একটা ট্যুর স...
27/12/2024

আলহামদুলিল্লাহ্, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে রাঙামাটি ট্যুর সম্পন্ন করে সবাই নিজ নিজ গন্তব্যে পোঁছেছে। এত সুন্দর একটা ট্যুর সম্পন্ন করতে সাহায্য করার জন্য আমাদের এই ট্যুরে অংশগ্রহণকারী সকল ভ্রমণ পিপাসু মানুষকে ধন্যবাদ।❤️🌱
ইনশা′আল্লাহ আবারো দেখা হবে নতুন কোনো ইভেন্টে, নতুন কোনো গন্তব্যে।💚☘️

Address

Habib Enterprise, Wapda Gate, Oxygen
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when The Planet Trip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Planet Trip:

Share

Category