Flamingo Tours & Travel Ltd

Flamingo Tours & Travel Ltd Flamingo is a team of experienced and dedicated peoples, ensuring one stop travel service's 24x7.

21/07/2025
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন ।
14/03/2025

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন ।

🇬🇧 লন্ডনের ভিসা ক্যাটাগরি: কোন ভিসার জন্য কী দরকার?লন্ডনে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, প্রতিটি ভিসার জন্য নির্দ...
26/02/2025

🇬🇧 লন্ডনের ভিসা ক্যাটাগরি: কোন ভিসার জন্য কী দরকার?

লন্ডনে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, প্রতিটি ভিসার জন্য নির্দিষ্ট শর্ত ও যোগ্যতা রয়েছে। নিচে গুরুত্বপূর্ণ ভিসাগুলোর বিস্তারিত তথ্য দেওয়া হলো—

🔹 ১. স্টুডেন্ট ভিসা (Student Visa)

✅ যাদের জন্য: যারা লন্ডনে উচ্চশিক্ষা বা কোর্স করতে চান।
✅ যা যা প্রয়োজন:

অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার (CAS - Confirmation of Acceptance for Studies)।

IELTS (UKVI) বা সমমানের ইংরেজি দক্ষতার প্রমাণ।

পর্যাপ্ত অর্থের ব্যাংক স্টেটমেন্ট (London-এর জন্য £১২,০০৬/বছর)।

স্বাস্থ্য বীমা (IHS - Immigration Health Surcharge)।
🔗 ওয়েবসাইট: www.gov.uk/student-visa

🔹 ২. ওয়ার্ক পারমিট (Skilled Worker Visa)

✅ যাদের জন্য: যারা UK-তে চাকরি করতে চান।
✅ যা যা প্রয়োজন:

UK-এর অনুমোদিত কোম্পানি থেকে চাকরির অফার (স্পন্সরশিপ)।

ন্যূনতম বেতন £২৬,২০০/বছর বা £১০.৭৫/ঘণ্টা।

ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ (IELTS প্রয়োজন হতে পারে)।

স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
🔗 ওয়েবসাইট: www.gov.uk/skilled-worker-visa

🔹 ৩. স্পাউস ও ফ্যামিলি ভিসা (Spouse & Family Visa)

✅ যাদের জন্য: যাদের স্বামী/স্ত্রী বা পরিবারের সদস্য ব্রিটিশ নাগরিক বা স্থায়ী বাসিন্দা।
✅ যা যা প্রয়োজন:

বৈধ বিবাহ বা পার্টনারশিপের প্রমাণ।

ব্রিটিশ নাগরিক বা PR-ধারীর আয় ন্যূনতম £১৮,৬০০/বছর।

ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার সার্টিফিকেট।

স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ক্লিয়ারেন্স।
🔗 ওয়েবসাইট: www.gov.uk/uk-family-visa

🔹 ৪. বিজনেস ও ইনভেস্টর ভিসা (Business & Investor Visa)

✅ যাদের জন্য: যারা UK-তে ব্যবসা বা বিনিয়োগ করতে চান।
✅ যা যা প্রয়োজন:

Innovator Visa: নতুন ব্যবসার জন্য কমপক্ষে £৫০,০০০ বিনিয়োগ করতে হবে।

Start-Up Visa: নতুন ব্যবসার আইডিয়া থাকলে বিনিয়োগ ছাড়াই আবেদন করা যায়।

Entrepreneur Visa: আগের ব্যবসায়ী ভিসা (Tier 1) বন্ধ হয়ে গেছে, তবে Innovator Visa দিয়ে ব্যবসা করা সম্ভব।
🔗 ওয়েবসাইট: www.gov.uk/innovator-founder-visa

🔹 ৫. ট্যুরিস্ট ও ভিজিটর ভিসা (Visitor Visa)

✅ যাদের জন্য: যারা লন্ডনে স্বল্প সময়ের জন্য ভ্রমণ, চিকিৎসা বা আত্মীয়দের দেখতে চান।
✅ যা যা প্রয়োজন:

বাংলাদেশে ফিরে আসার যথেষ্ট প্রমাণ (চাকরি, ব্যবসা, সম্পত্তি)।

ভ্রমণের খরচ বহনের জন্য পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স।

UK-তে থাকার ব্যবস্থা সংক্রান্ত প্রমাণ।
🔗 ওয়েবসাইট: www.gov.uk/standard-visitor-visa

🔹 ৬. স্থায়ী বসবাস (Indefinite Leave to Remain - ILR) ও নাগরিকত্ব (British Citizenship)

✅ যাদের জন্য: যারা UK-তে দীর্ঘদিন ধরে বসবাস করছেন ও স্থায়ীভাবে থাকতে চান।
✅ যা যা প্রয়োজন:

৫ বছর UK-তে বৈধভাবে বসবাস করতে হবে।

Life in the UK Test ও ইংরেজি দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ILR পাওয়ার ১ বছর পর ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।
🔗 ওয়েবসাইট: www.gov.uk/becoming-a-british-citizen

📌 গুরুত্বপূর্ণ ওয়েবসাইট

🔗 UK ভিসার সমস্ত তথ্য: www.gov.uk/browse/visas-immigration
🔗 UK Sponsorship কোম্পানির তালিকা: www.gov.uk/government/publications/register-of-licensed-sponsors-workers
🔗 UK Work Visa জন্য চাকরির লিংক:

www.findajob.dwp.gov.uk

www.indeed.co.uk

www.totaljobs.com

At Totaljobs you're free to find the right job. Search 140000 jobs in the UK. Why not find the right job, right now? It’s waiting for you.

Celebrating 9th year , Thank you for your continuing support. could never have made it without you. 🙏🤗🎉
26/01/2025

Celebrating 9th year , Thank you for your continuing support. could never have made it without you. 🙏🤗🎉

26/01/2025

Back soon ……

মনু মিয়া জমিদার বাড়িনরসিংদী জেলা থেকে ১৫ কিলোমিটার দূরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কেন্দ্রস্থলে ব্যাক্তিগত মালিকা...
24/01/2025

মনু মিয়া জমিদার বাড়ি
নরসিংদী জেলা থেকে ১৫ কিলোমিটার দূরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কেন্দ্রস্থলে ব্যাক্তিগত মালিকানাধীন ঘোড়াশাল জমিদার বাড়ি (Ghorashal Zamidar Bari) অবস্থিত। স্থানীদের কাছে এই বাড়িটি মনু মিয়া জমিদার বাড়ি (Monu Mia Zamidar Bari) হিসেবে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে জমিদার সাজদা মিয়া এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। তবে আহমাদুল কবির মনু মিয়ার পিতা আবু ইউসুফ লুৎফুল কবির মনু মিয়া জমিদার বংশের মধ্যে সবচেয়ে সফল ও জননন্দিত হওয়ার তাঁর নামে বাড়িটির নামকরণ করা হয়।

প্রায় ১০ একর জায়গা নিয়ে নান্দনিক সৌন্দর্যে ঘেরা পাশাপাশি তিনটি কারুকার্যমণ্ডিত বাড়ির সমন্বয়ে মনু মিয়া জমিদার বাড়ি গঠিত। চারিদিকে অসংখ্য ফুল ও ফলের গাছ দিয়ে ঘেরা এই বাড়ির ভিতরে রয়েছে দুইটি প্রধান ভবন, কাছারিঘর, নায়েব সাহেবদের ঘর, গোমস্তাদের ঘর, দীঘি, লজ, কারুকার্যময় মসজিদ, মাঠ, শান বাঁধানো দুইটি পুকুর প্রভৃতি। গাছগাছালিতে ঘেরা মনোরম পরিবেশে সময় কাটাতে ও দৃষ্টিনন্দন বাড়ির সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন। তবে জমিদার বাড়িতে প্রবেশ ও ছবি তোলার ক্ষেত্রে বাড়ির মালিক পক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে মনু মিয়ার জমিদার বাড়িতে যেতে চাইলে প্রথমে নরসিংদী জেলার পাঁচদোনা নামক স্থানে আসতে হবে। পাঁচদোনা থেকে সিএনজি বা অটোতে চড়ে ঘোড়াশাল হয়ে মনু মিয়ার জমিদার বাড়ি যেতে পারবেন।

কোথায় থাকবেন
নরসিংদীতে ইব্রাহীম কটেজ, সার্কিট হাউজ, এলজিইডির রেস্ট হাউজ ও জেলা পরিষদের ডাক বাংলো সহ বেশকিছু আবাসন ব্যবস্থা আছে।

কোথায় খাবেন
নরসিংদীতে ফাল্গুনি হোটেল, বাবুর্চি আলমগির হোটেল, বন্ধু হোটেল ও খোকন হোটেল সহ বেশকিছু জনপ্রিয় হোটেল রয়েছে। নরসিংদীর ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রসগোল্লা, লালমোহন, খিরমোহন ও শাহী জিলাপি উল্লেখযোগ্য।

14/10/2024

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য আমাদের আর কোন দেশ ভিসা দিবে কিনা সন্দেহ😔

🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা! আসলে কোন ভিসাই সহজ না।
১: ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস। বর্তমানে তো টোটালি বন্ধ আছে টুরিস্ট ভিসা।অন্যান্য ভিসা পেতেও অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে।
২: মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।

৩: আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না।

৪: ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান। এর ই ভিসা পোর্টাল আজকে ৬ দিন যাবত ডাউন। কোন খারাপ খবর আসতে যাচ্ছে।

৫: ২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।
৬: ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।

৭ মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে।
৮: নেপাল গিয়েও কিছু মানুষ আকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে! ( আমি ১০০% সিউর না)
৯: অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।

১০: ইউকে ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।
১১: সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।
১২: পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।

১৩: ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।
১৪: লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।

১৫:বাংগালিদের জন্য সব খোলা আছে আফ্রিকার ভিসা। কিন্তু আমার মনে হয় অইখানে গিয়েও আমরা কিছু না কিছু অকাজ করবই। যেমন মরক্কোর সাথে স্পেনের বর্ডার আছে।এইটা বাংগালিরা জানলেই দেখবেন সবাই মরক্কো লাভার হয়ে যাব আমরা।

আমাদের দেশে অনেকেই মোজাম্বিক নামক দেশের নাম জানে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আফ্রিকার এই দেশের প্রায় ৩০,০০০ বাংলাদেশি আছে।

সর্বশেষে একটা সুখের খবর শুনাই, যেই শ্রীলংকাকে বাংগালীরা দেউলিয়া হয়ে গেছে বলে উপহাস করতো, সেই শ্রীলংকাও বাংলাদেশীদের জন্যে অনএরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে।
(Collected)

Address

Patenga

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801777701636

Alerts

Be the first to know and let us send you an email when Flamingo Tours & Travel Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flamingo Tours & Travel Ltd:

Share

48% Discount US -BANGLA

48th Victory Celebration