King Tourism & Event Management

King Tourism & Event Management A Professional Tour Operator, Travel Agent & Event Planer .

We used to operate only in Saint Martin, But we are starting to serve people through from both end(Dhaka, Cox's bazar, Saint Martin),We are united, bonded and starting slowly, But enormous Strength to serve you,
Please help us to grow....
✅ Saint Martin : 01679797971
✅ Chittagong : 01873732525
✅ Cox's Bazar : 01843434252
We are available 24 hours through direct WhatsApp video call also.

With Saint-martin Eco Resort & King Tourism – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
03/05/2025

With Saint-martin Eco Resort & King Tourism – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

13/04/2025
 #কক্সবাজার_ভ্রমণ_গাইডপর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শআপনি যদি কখনো কক্সবাজার না গিয়ে থাকেন, বা অনেকদিন পর আবার ঘুরতে...
12/04/2025

#কক্সবাজার_ভ্রমণ_গাইড
পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

আপনি যদি কখনো কক্সবাজার না গিয়ে থাকেন, বা অনেকদিন পর আবার ঘুরতে আসছেন—তাহলে এই পোস্টটি আপনার জন্য।

কক্সবাজারে স্মরণীয় ও নিরাপদ ভ্রমণের জন্য জেনে নিন কিছু জরুরি তথ্য ও টিপস:

---

#যাতায়াত_সংক্রান্ত

✅ ভাড়া নির্ধারণ করে যানবাহনে উঠুন: বাস বা ট্রেন থেকে নেমে অটো বা রিকশায় ওঠার আগে গন্তব্য ঠিক করে ভাড়া ঠিক করুন। অপরিচিত চালকের কথায় নির্ভর করবেন না—অনেক সময় তারা নির্দিষ্ট হোটেলে নিয়ে গিয়ে আপনার কাছ থেকে বাড়তি টাকা আদায় করতে পারে।

---

#হোটেল_নির্বাচনে_সতর্কতা

✅ আগাম বুকিং করুন:
মৌসুমে গেলে হোটেল খুঁজে পাওয়া কষ্টকর হতে পারে। তাই আগে থেকেই রুম বুকিং দিয়ে রাখুন।

✅ স্বাধীনভাবে নির্বাচন করুন: অটোচালকের পরামর্শে নয়, নিজের রিসার্চ করে ও আমাদের সহযোগিতায় হোটেল বুকিং করুন।
✅ পরিচয়পত্র সঙ্গে রাখুন: হোটেলে চেক-ইন এর সময় এনআইডি/জন্মনিবন্ধন আবশ্যক। কপি জমা দিতে হয়।

---

#বিচে_ভ্রমণের_সতর্কতা

✅ মূল্যবান জিনিস হোটেলে রাখুন।
✅ ম্যাসেজ বয়দের এড়িয়ে চলুন: সন্দেহজনক মনে হলে ট্যুরিস্ট পুলিশকে জানান।
✅ লাইফগার্ডের কাছে থাকুন: পানিতে নামার সময় লাইফগার্ডের এলাকার মধ্যেই থাকুন।
✅ জোয়ার-ভাটা খেয়াল রাখুন: ভাটার সময় ও লাল পতাকা থাকলে পানিতে না নামাই ভালো।

---

#কেনাকাটা_ও_খাবার

✅ ভ্রাম্যমাণ হকারদের থেকে দূরে থাকুন।
✅ ফটোগ্রাফার নির্বাচন: ছবি তোলার আগে দরদাম করুন ও পরিচয় যাচাই করুন।
✅ খাবারের মূল্য তালিকা দেখুন: অর্ডার দেওয়ার আগে দাম জেনে নিন।
✅ স্ট্রিট ফুড সাবধানে খান।

---

#অতিরিক্ত_সতর্কতা

✅ সন্ধ্যার পর ঝুঁকিপূর্ণ জায়গা এড়িয়ে চলুন।
✅ বিচবাইক/ওয়াটার বাইকের রেট যাচাই করুন।
✅ হয়রানি হলে ট্যুরিস্ট পুলিশকে জানান।

---

#জরুরি_যোগাযোগ
যেকোনো আইনগত সমস্যা বা হয়রানির ক্ষেত্রে যোগাযোগ করুন:

ডিউটি অফিসার: ০১৩২০১৫৯০৮৭
এএসপি: ০১৩২০১৫৯২০৯

---

King Tourism & Event Management এর পক্ষ থেকে সবাইকে জানাই নিরাপদ, আনন্দদায়ক ও স্মরণীয় ভ্রমণের শুভেচ্ছা!
আপনার কক্সবাজার ভ্রমণকে আরও Closing করতে আমাদের পেইজটি ফলো করুন।

আমাদের সেবা সমূহ:
👉বিমান টিকেট
👉বাস/ট্রেন টিকেট
👉হোটেল বুকিং
👉প্যাকেজ ট্যুর
👉গাইড সার্ভিস

আপনার যেকোন সেবা পেতে যোগাযোগ করুন 01679-797971 01873732525 01843434252 নাম্বারে।

With Md Daulat Azim Bhuiyean – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
22/03/2025

With Md Daulat Azim Bhuiyean – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

মাত্র ১৪ দিন বাকী। বাংলাদেশের  এক অনিন্দ নৈসর্গিক সৌন্দর্যের  নাম হলো সেন্টমার্টিন। সেন্ট মার্টিনের স্বচ্ছ নীল পানিতে হা...
16/01/2025

মাত্র ১৪ দিন বাকী।

বাংলাদেশের এক অনিন্দ নৈসর্গিক সৌন্দর্যের নাম হলো সেন্টমার্টিন। সেন্ট মার্টিনের স্বচ্ছ নীল পানিতে হারিয়ে যেতে কে না চায় ! ঢেউগুলো যখন আপনার শরীর ছুঁয়ে যাবে, তখন শুধু শরীর নয় মনও ছুঁয়ে যাবে অন্য এক আবেশে। আর থাকবো যখন নিজেদের মত করে কোন এক বীচের কাছে রিসোর্টে যেখানে রাতে হবে বার বি কিউ আর সারা রাত শোনা যাবে সমুদ্রের গর্জন! এবার আমরা স্পেশাল ট্রিপে যাচ্ছি সেই নৈসর্গিক সৌন্দর্যের সেন্টমার্টিন দ্বীপে পথিমধ্যে কক্সবাজারেও একটু ঢু মারবো, ইনশাআল্লাহ!! ( সময় থাকা সাপেক্ষে।)
এবার আমাদের থেকে পাবেন সেন্টমার্টিন ভ্রমণের ওয়ান স্টপ ট্রাভেল সলিউশন। ফ্যামিলি ট্যুর, গ্রুপ ট্যুর কিংবা হানিমুন যেকোনো প্যাকেজ নিয়ে আমরা আছি আপনার পাশে।সেন্টমার্টিন ভ্রমণের সকল সমাধান পাবেন একটি মাত্র ফোন কলেই!!

🌀 আমাদের সেবা সমূহ:
❑ শিপ টিকেট।
❑ বাস টিকেট।
❑ রেগুলার/স্ট্যান্ডার্ড/প্রিমিয়াম রিসোর্ট বুকিং।
❑ ট্যুর প্যাকেজ।
❑ হানিমুন প্যাকেজ এবং ক্যান্ডেল লাইট ডিনার।
❑ কর্পোরেট ট্যুর।
❑ কাস্টমাইজ প্যাকেজ ইত্যাদি।

🔸সপ্তাহের যে-কোনো দিন মাত্র ২ জন হলেই আমাদের থেকে প্যাকেজ নিয়ে আপনি সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন নিশ্চিন্তে।

✈ঢাকা-কক্সবাজার-সেন্টমার্টিন-ঢাকা

✈ট্যুরের তারিখঃ
যাত্রা শুরুঃ আপনাদের পছন্দের তারিখে রাত ০৭.৩০ মিনিট।
যাত্রা শেষঃ ৪ রাত ৩ দিন পর ভোর ৬ টা।
(চট্টগ্রাম ও কক্সবাজার থেকেও যেতে পারবেন)

✈ভ্রমন ফি (ঢাকা থেকে):
জনপ্রতি ৭৯৯৯/-
চট্টগ্রাম- ৬৫৯৯/-
কক্সবাজার ৫৪৯৯/-
নন এসি বাসে।
অগ্রীম প্রদানঃ ৩০০০/-
কাপল ফি দুইজনের জন্য ২০০০/- টাকা যোগ হবে।

🌺 সেন্টমার্টিন ইকোনমি প্যাকেজ :
• পার পার্সন ৭,৯৯৯ টাকা (১:৪ শেয়ারিং)
• পার পার্সন ৮,৩৯৯ টাকা (১:৩ শেয়ারিং)
• পার পার্সন ৮,৫৯৯ টাকা (১:২ শেয়ারিং)
যা যা থাকবে-
• ঢাকা-কক্সবাজার-ঢাকা নন এসি বাস
• কক্সবাজার-ইনানি-কক্সবাজার সাটল সার্ভিস
• কক্সবাজার -সেন্টমার্টিন- কক্সবাজার শীপ
• ২ রাতের হোটেলে একোমোডেশন
• ৮ বেলা খাবার (১ বেলা BBQ সহ)
স্ট্যান্ডার্ড প্যাকেজ:
• পার পার্সন ৯,৫৯৯ টাকা (১:৪ শেয়ারিং)
• পার পার্সন ৯,৯৯৯ টাকা (১:৩ শেয়ারিং)
• পার পার্সন ১০,৫৯৯ টাকা (১:২ শেয়ারিং)
যা যা থাকবে-
• ঢাকা-কক্সবাজার-ঢাকা এসি ইকোনমি বাস
• কক্সবাজার-ইনানি-কক্সবাজার সাটল সার্ভিস
• কক্সবাজার -সেন্টমার্টিন- কক্সবাজার শীপ
• ২ রাতের হোটেলে একোমোডেশন
• ৮ বেলা খাবার (১ বেলা BBQ সহ)
প্রিমিয়াম প্যাকেজ:
• পার পার্সন ১১,৬৯৯ টাকা (১:৪ শেয়ারিং)
• পার পার্সন ১২,২৯৯ টাকা (১:৩ শেয়ারিং)
• পার পার্সন ১২,৭৯৯ টাকা (১:২ শেয়ারিং)
যা যা থাকবে-
• ঢাকা-কক্সবাজার-ঢাকা এসি বাস
• কক্সবাজার-ইনানি-কক্সবাজার সাটল সার্ভিস
• কক্সবাজার -সেন্টমার্টিন- কক্সবাজার এসি শীপ
• ২ রাতের হোটেলে একোমোডেশন
• ৮ বেলা খাবার (১ বেলা BBQ সহ)

★★★রিসোর্ট পরিচিতি★★★
★ইকোনমি:
সেন্টমাটিন ইকো রিসোট, বেঙ্গল অফ সী, ময়নামতি, নীল দরিয়া, দ্বীপ কুঠির, ড্রীম নাইট,পান্না বীচ ভিউ, কিংশুক, লাভ প্যালেস,
★স্ট্যান্ডার্ড:
রত্নদ্বীপ, অবকাশ, দ্বীপান্তর স্টুডিও ডিলাক্স, গোধুলী ইকো রিসোর্ট, সাম্পান স্টুডিও ডিলাক্স, জ্যোতস্নালয়, মেরিন বীচ ইকো ক্যাম্প, পাখি বাবা, চাদের বাড়ি( ইকোনমি রুম), সমমান
★প্রিমিয়াম:
নোঙর,চাদেরবাড়ি,দ্বীপান্তর,জ্যোতস্নালয়, বীচ ভ্যালী, চন্দ্রালয়, গোধূলি, সূর্যস্নান, স্যান্ড ক্যাসেল, সিনবাদ এক্সপেরিয়েন্স, সাম্পান, মেরিন বীচ ইকো ক্যাম্প, ফ্যামিলি টাইম বীচ রিসোর্ট, বেলা ভিস্তা
★★★ শীপ পরিচিতি★★★
এম ভি বারো আউলিয়া
★★★ বাস পরিচিতি★★★
• শ্যামলী এন আর
• শ্যামলী পরিবহন
• ইম্পেরিয়াল এক্সপ্রেস
• সেন্টমার্টিন পরিবহন
• সেন্টমার্টিন হ্যারিটেজ
• রিলাক্স কিং

✈ভ্রমনের মেয়াদঃ ৪ রাত ৩ দিন

✈যাতায়াতঃ ননএসি বাস/এসি বাস , এসি শীপ কর্নফুলি/বারো আউলিয়া

বুকিং প্রসিডিওরঃ
01679797971 বিকাশ মার্চেন্ট নাম্বার (৩০৬০ টাকা)
01873732525 বিকাশ / নগদ পার্সোনাল
জনপ্রতি ৪০৮০ টাকা বিকাশ/নগদে পাঠিয়ে নাম্বারে whota's app এ এসএমএস পাঠালে, ফিরতি এস এম এস এ বুকিং কনফার্ম হয়ে যাবে।
এসএমএসে লিখতে হবে আপনার নাম ও বিকাশ নাম্বারের লাস্ট ৫ ডিজিট, এসএমএসটি অবশ্যই আপনার পারসোনাল নাম্বার থেকে পাঠাতে হবে।

চাইলে আমাদের অফিসে এসে বুকিং করতে পারেন ঠিকানা হলো: হাদী প্লাজা, মাঝার রোড, মিরপুর ঢাকা-
মোবাইল - 01843434252

🌺ট্যুর প্ল্যান:-
👉১ম রাতঃ রাত ৭.৩০ টায় ফকিরাপুল থেকে বাসে চেপে কক্সবাজারের উদ্যেশ্যে রওনা হব।
👉১য় দিন:- ভোরে কক্সবাজার পৌঁছে ফজর নামাজ পড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে কিছুক্ষন ঘুরে সকালের নাস্তা করে জেটির উদ্যেশ্যে রওনা দিব। জেটি পৌছে জাহাজে উঠেই নিজ নিজ সিটে বসে পরবো। সমুদ্রের নীলজলের সৌন্দর্য উপভোগ করতে করতে সেন্টমার্টিন পৌছে যাবো। সেন্টমার্টিন পৌঁছেই আমরা হোটেলে ব্যাগ রেখে চলে যাবো সমুদ্রে। সেখানে দুপুর ২টা পর্যন্ত থেকে ২.৩০এর মধ্যে সবাই হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। এরপর বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাড়ে বসে সূর্যাস্ত দেখবো।
👉২য় রাতঃ সন্ধ্যায় যার যার মত জাহাজ ঘাট অথবা পূর্ব বীচে অথবা পশ্চিমে ঘুরে বেড়াবে। রাতে নির্দিষ্ট রেস্টুরেন্টে ডিনার শেষ করব। খাবার শেষে আবার চাইলে আমরা বীচে আসতে পারবো।
👉২য় দিন:- সকাল ৮.৩০ এ আমরা সবাই নাস্তা সেরে নিজেদের মত ছেঁড়াদ্বীপ ঘুরে আসবো। ছেঁড়াদ্বীপ ঘুরে দুপুরের মধ্যে হোটেলে ফিরবো। তারপর সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করব।
👉৩য় রাতঃ ১০টায় আমরা আবার সবাই একত্র হয়ে বার বি কিউ করব।আর এর মাঝেই চলতে থাকবে আড্ডাবাজি।
👉৩য় দিন:- সকালের নাস্তা করে সবাই নিজ নিজ মত সমুদ্রে গোসল শেষে রুমে এসে নোনা ত্যাগ করে রুম চেক আউটের প্রস্তুতি নিবে। ১১টায় রুম চেক আউট করেফেলতে হবে। ২টার আগেই আমরা লাঞ্চ করে নিবো কারণ আমরা ৩ টার জাহাজে করে আবার ইনানী ফিরবো।
👉৪র্থ রাতঃ এরপর কক্সবাজার থেকে ঢাকার বাসে উঠে ট্যুরের ইতি টানব।

✈ ভ্রমন স্পটঃ
১) কক্সবাজার সমুদ্র সৈকত- কলাতলী, সুগন্ধা
৩) সেন্টমার্টিন
৪) ছেড়াদ্বীপ

⭐যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ
০১. ঢাকা থেকে যাত্রা শুরু করে ফিরে আসার সম্পূর্ণ বাস ভাড়া।
০২.সেন্টমার্টিন দ্বীপে আসা-যাওয়ার জাহাজ ভাড়া।
০৩. ট্রিপ চলাকালীন সকল মূল খাবার ও ২ রাতে একটি চিকেন বার্বিকিউ এবং একটি ফিশ বার্বিকিউ।
০৪. বীচের কাছাকাছি রিসোর্ট এ রুম ( এক রুমে চার জন)

🌺খাবার মেন্যু:-
শুরুতেই আমাদের প্রয়োজন একটি স্বাস্থ্যকর নাস্তা। প্রতিদিন সকালের নাস্তায় থাকবে খিচুরী,ডিম ভূনা অথবা পরটা,সবজি, ডিমভাজি।
দুপুরে থাকবে ভর্তা (শুটকি, মাছ, ডাল,) এবং ডাল ও সমুদ্রের তাজা কোন মাছ ।সেন্ট মার্টিন গিয়ে রাতে সেখানকার বার বি কিউ না খেলে ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যাবে তাই রাতের খাবারের তালিকায় থাকবে আবার সুস্বাদু কোন মাছের বার বি কিউ এবং সাথে পরটা।

🔐যা থাকছে নাঃ-
*কোন ব্যক্তিগত খরচ
*কোন ঔষধ
*প্যাকেজের বাইরে কোন খাবার খেলে যেমন (ঠান্ডা মিনারেল ওয়াটার, ডাব)
*কোনপ্রকার অটো ভাড়া।

🌺চাইল্ড পলিসিঃ
৩ বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রী,
৩ থেকে ৫ বছর পর্যন্ত বাচ্চাদের ৫০% করে খরচ( বহন করতে হবে, সেই ক্ষেত্রে অবিভাবকদের সাথে আসন শেয়ার করবে। (আলোচনা সাপেক্ষে)

🌺কাপল পলিসিঃ
কাপল/২ জনের রুমের জন্য অতিরিক্ত হোটেল ভাড়া যোগ হবার কারণে কাপল প্যাকেজে ২০০০ টাকা যোগ হবে।

🌺যা সাথে নেওয়া উচিতঃ
- গ্রামীন সিমে নেটওয়ার্ক ওভারঅল ভালো, বাকিগুলাও খারাপ না ।
- মশা থেকে বাঁচার জন্য অডোমস নিলে নিতে পারেন খুব বেশী প্রয়োজন না।
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ
- ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি যদি নেন আরকি।

🍀ট্যুর সম্পর্কিত কিছু কথা:-
*ট্যুরটিতে আপনি এবং আপনার ফ্যামিলি অথবা বন্ধু-বান্ধব সবধরনের মানুষদের নিয়ে আমাদের সাথে যোগ দিতে পারবেন।

🌺শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।

----------------------------------------------------------
আপনার ভ্রমন আরও সুন্দর, আনন্দময় এবং নিরাপদ করতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

📋 অগ্রিম টিকেট/ট্রিপ বুকিং বা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন -
📲 01679797971

কিংবা নিচের লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ করুন -
wa.me/+880187373252
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
01873732525
01679797971
01843434252

Address

Sunniya Madrasa Road, Bibirhat, Chittagong
Chittagong
4211

Alerts

Be the first to know and let us send you an email when King Tourism & Event Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to King Tourism & Event Management:

Share

Category