28/05/2024
মেলা 📣 মেলা 📣 মেলা 📣
Roof lounge রেস্টুরেন্টে আকর্ষনীয় ডিসকাউন্ট এ ঈদ মেলা 2024
প্রিয় নারায়ণগঞ্জবাসী আসসালামু আলাইকুম। আগামী ৩১ শে মে,পহেলা জুন এবং দোসরা জুন তিন দিনব্যাপী ঈদ মেলা 2024
আমাদের মেলায় থাকছে কেক, কসমেটিকস, জুয়েলারি, ড্রেস, ত্রি পিস, শাড়ী, বাচ্চাদের কাপর, হেলথকেয়ার, শিক্ষা উপকরণ, ট্রাভেল এজেন্সি, হোটেল বুকিং, মেহেদী, হোমমেড খাবার, হোম ডেকোরেশন সহ হরেক রকমের স্টল। প্রতিটি স্টলে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট।
এছাড়াও রয়েছে লিফট সুবিধা
শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল হল রুম।
সুইমিং পুল, বাচ্চাদের প্লে জোন
সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এ রনি সিটিতে roof lounge রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই প্রথম এতো বড় আয়োজন হচ্ছে।
মেলার স্থান roof lounge restaurant এন্ড পার্টি সেন্টার। হোল্ডিং #8/6, ব্লক #বি, রহমান টাওয়ার,রনি সিটি, সিদ্দিরগঞ্জ
৩১মে শুক্রবার মেলার উদ্বোধন উপলক্ষে থাকছে লাইভ শো ব্যান্ড সহ মেলা শেষে থাকছে রেফেল ড্র এর মাধ্যমে পুরুস্কার জিতার সুযোগ।