Anik's Travel Diary

Anik's Travel Diary Traveling is my passion...�

পৃথিবীর দীর্ঘতম ফ্লাইট 🌎
29/04/2024

পৃথিবীর দীর্ঘতম ফ্লাইট 🌎

কাজাখস্তান - কিরগিস্থান - উজবেকিস্তান - তাজিকিস্তান - তুর্কিমিনিস্থান - আফগানিস্তান - ইরান।এই হচ্ছে সেন্ট্রাল এশিয়া গঠিত...
29/04/2024

কাজাখস্তান - কিরগিস্থান - উজবেকিস্তান - তাজিকিস্তান - তুর্কিমিনিস্থান - আফগানিস্তান - ইরান।

এই হচ্ছে সেন্ট্রাল এশিয়া গঠিত সাতটা দেশ।
এসব দেশে জীবিকা নির্বাহের জন্য যে খুব ভালো অপরচুনিটি আছে ব্যাপারটা এমন না।
সেম মিডিলিষ্ট এর মতই।আবার কিছু ক্ষেত্রে মিডিলিষ্ট এর চেয়েও খারাপ।

তাই, এসব দেশে টুরিস্ট ভিসায় ভ্রমণে গিয়ে কেউ ভিন্ন চিন্তা করবেন নাহ।

“বিদেশে যাওয়ার সময় সর্বোচ্চ কত ডলার সাথে নিয়ে যাওয়া যায় "?? এ বিষয়ে বৈদেশিক মুদ্রা নীতিমালা শিথিল করে ২০২০ সালে বাংলাদেশ...
23/04/2024

“বিদেশে যাওয়ার সময় সর্বোচ্চ কত ডলার সাথে নিয়ে যাওয়া যায় "??

এ বিষয়ে বৈদেশিক মুদ্রা নীতিমালা শিথিল করে ২০২০ সালে বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলার জারি করা হয়েছে।

প্রায় তিন বৎসর পূর্বে বিদেশে যাওয়া-আসার ক্ষেত্রে নগদে বৈদেশিক মুদ্রা সাথে নেয়ার সীমা সীমা ৫ হাজার ডলার ছিলো।

বর্তমামে তা দ্বিগুন করেছে বাংলাদেশ ব্যাংক।

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে কোনো প্রকার ঘোষণা ছাড়াই জনপ্রতি ১০ হাজার ডলার বা সমমূল্যের অন্য বিদেশি মুদ্রা সাথে রাখা যায় ।
অর্থাৎ এক পরিবারের ৪ জন হলে ৪০ হাজার ডলার ঘোষণা ছাড়াই নিতে পারবেন।

চাইলে ব্রিটিশ পাউন্ড, ভারতীয় রুপি, রিয়াল, দিনার বা রিঙ্গিতও নেওয়ার সুযোগ আছে। তবে তার একটা সীমা আছে। সীমার বাইরে নগদে বৈদেশিক মুদ্রা বিদেশে নিয়ে যাওয়া বেআইনি।

ফিরে আসার সময় আপনি যে কোনো অঙ্কের বৈদেশিক মুদ্রা বা ডলার সঙ্গে করে নগদে বা কার্ডে করে আনতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার ডলার নগদে আনতে কোনো ঘোষণা দেওয়ার দরকার নেই। তবে ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা নগদে আনলে এফএমজি ফরমে বন্দরেই ঘোষণা দিতে হয়। এরপর চাইলে সঙ্গে আনা নগদ ডলারের সর্বোচ্চ ১০ হাজার ডলার নিজের জিম্মায় রাখতে পারবেন। বেশি হলে সর্বোচ্চ এক মাসের মধ্যে অনুমোদিত ব্যাংক বা মানি চেঞ্জার প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে হবে। তবে চাইলে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) অ্যাকাউন্ট খুলে অতিরিক্ত ডলার ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখার সুযোগ আছে। নিজের জিম্মায় ১০ হাজারের বেশি ডলার নগদে সংরক্ষণ করা বেআইনি।

এতে ধরা পড়লে জেল, জরিমানা হতে পারে ।

ঈদ মানে খুশিঈদ মানে আনন্দ। দেশে ও প্রবাসে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারাক 🌙ঈদ সবার জীবনে ...
11/04/2024

ঈদ মানে খুশি
ঈদ মানে আনন্দ।

দেশে ও প্রবাসে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারাক 🌙

ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি আর অনাবিল আনন্দ।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সকলের জীবন।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে।

প্রিয়জনের কাছেই আনন্দে কাটুক সকলের ঈদ।
আগামীর দিন হোক সুন্দর ও আনন্দময় 🥰

ঈদ মোবারক।

- These precious days are coming. Ramadan 2024 ❤️🌙
26/02/2024

- These precious days are coming.

Ramadan 2024 ❤️🌙

১৯৮০'র দশকে চট্টগ্রামের নেভাল সময়কালঃ- ১৯৮০'র দশকস্থানঃ- নেভাল,চট্টগ্রাম।
24/02/2024

১৯৮০'র দশকে চট্টগ্রামের নেভাল

সময়কালঃ- ১৯৮০'র দশক
স্থানঃ- নেভাল,চট্টগ্রাম।

02/01/2024

বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে কাতারে অনুষ্ঠিতব্য
'দোহা এক্সপো-২০২৩' তে প্রিয় বাংলাদেশ...🇧🇩

Expo2023Doha 💚

কোন জয়ই চুড়ান্ত জয় নয়। কোন পরাজয়ই চুড়ান্ত পরাজয় নয়। সৎ উদ্দেশ্য ও বুদ্ধিদীপ্ত অদম্য প্রচেষ্টাই হোক পাথেয়। শুভ ২০২৪!আগা...
31/12/2023

কোন জয়ই চুড়ান্ত জয় নয়।
কোন পরাজয়ই চুড়ান্ত পরাজয় নয়।
সৎ উদ্দেশ্য ও বুদ্ধিদীপ্ত অদম্য প্রচেষ্টাই হোক পাথেয়।

শুভ ২০২৪!
আগামী নতুন বছর সবার ভাল কাটুক।
মহান আল্লাহ সবার মঙ্গল করুক,আমিন।

Goodbye 🇧🇩See you  🇶🇦Fi-Amanillah...🤲.
19/12/2023

Goodbye 🇧🇩
See you 🇶🇦

Fi-Amanillah...🤲.

বাংলাদেশ বিজয়ের গৌরবময় ৫২ বছর!সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 💚
16/12/2023

বাংলাদেশ বিজয়ের
গৌরবময় ৫২ বছর!

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 💚

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Anik's Travel Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anik's Travel Diary:

Share