23/04/2024
“বিদেশে যাওয়ার সময় সর্বোচ্চ কত ডলার সাথে নিয়ে যাওয়া যায় "??
এ বিষয়ে বৈদেশিক মুদ্রা নীতিমালা শিথিল করে ২০২০ সালে বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলার জারি করা হয়েছে।
প্রায় তিন বৎসর পূর্বে বিদেশে যাওয়া-আসার ক্ষেত্রে নগদে বৈদেশিক মুদ্রা সাথে নেয়ার সীমা সীমা ৫ হাজার ডলার ছিলো।
বর্তমামে তা দ্বিগুন করেছে বাংলাদেশ ব্যাংক।
২০২০ সালের ফেব্রুয়ারি থেকে কোনো প্রকার ঘোষণা ছাড়াই জনপ্রতি ১০ হাজার ডলার বা সমমূল্যের অন্য বিদেশি মুদ্রা সাথে রাখা যায় ।
অর্থাৎ এক পরিবারের ৪ জন হলে ৪০ হাজার ডলার ঘোষণা ছাড়াই নিতে পারবেন।
চাইলে ব্রিটিশ পাউন্ড, ভারতীয় রুপি, রিয়াল, দিনার বা রিঙ্গিতও নেওয়ার সুযোগ আছে। তবে তার একটা সীমা আছে। সীমার বাইরে নগদে বৈদেশিক মুদ্রা বিদেশে নিয়ে যাওয়া বেআইনি।
ফিরে আসার সময় আপনি যে কোনো অঙ্কের বৈদেশিক মুদ্রা বা ডলার সঙ্গে করে নগদে বা কার্ডে করে আনতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার ডলার নগদে আনতে কোনো ঘোষণা দেওয়ার দরকার নেই। তবে ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা নগদে আনলে এফএমজি ফরমে বন্দরেই ঘোষণা দিতে হয়। এরপর চাইলে সঙ্গে আনা নগদ ডলারের সর্বোচ্চ ১০ হাজার ডলার নিজের জিম্মায় রাখতে পারবেন। বেশি হলে সর্বোচ্চ এক মাসের মধ্যে অনুমোদিত ব্যাংক বা মানি চেঞ্জার প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে হবে। তবে চাইলে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) অ্যাকাউন্ট খুলে অতিরিক্ত ডলার ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখার সুযোগ আছে। নিজের জিম্মায় ১০ হাজারের বেশি ডলার নগদে সংরক্ষণ করা বেআইনি।
এতে ধরা পড়লে জেল, জরিমানা হতে পারে ।