নিখোঁজ কাব্য

নিখোঁজ কাব্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নিখোঁজ কাব্য, কোম্পানীগঞ্জ নোয়াখালী, Chittagong.

12/08/2025

শশ্রূষারত সেবিকা,

আমার অসুস্থ দেহের তীরে
হেটে চলে একদল সাদা সেবিকা।
যেন অন্ধকার বাগানে পোকা খাওয়া বৃন্তে।
গাছের অসুখে ফুটে ওঠে আলোর পাপড়ি।

হাওয়ার নকশীতে ডানা মেলে দিয়ে আলবাট্রস,
অশান্ত সাগরের দেহে যেভাবে আনে প্রশান্তির ইচ্ছা।
তুমি না চাইলেও তোমার মনস্তাপের কেবিনে
আমার জ্বরাগ্রস্থ মাথা রেখে; সেভাবে খুজবো অচেনা শশ্রূষা।

পৃথিবীর বয়সের সমান পৃথিবীর অসুখ,
জন্মের দিকে তাকিয়ে জীবন তাই হয়েছে বিমুখ।

02/08/2025

এক জন কবির কোন বন্ধন থাকে না সে হাঁটেন একা !
গৃহত্যাগী জোছনা তাকে ডাকে সে হাঁটে একা !
ব্যাকুল দুপরের ছায়ারা তাকে ডাকে সে হাঁটে একা !
হেঁটে হেঁটে জিতে নেন সত্যের দহন।

27/07/2025

ভালোবাসা কি সত্যিই অপরাধ?
কাউকে ভালোবাসা — এক নিষিদ্ধ স্পর্শ,
আর তার শাস্তি — দুঃখ নামক বিলাস।
তবুও কেন? কেন বারবার মন
এই অপরাধে লিপ্ত হয় নির্জন?

দুঃখ, শুধু একটি অধ্যায় নয়,
বরং একটি উপন্যাস — যার নেই কোনো শেষ,
প্রতি পাতায় আঁকা কিছু স্মৃতি, কিছু রক্তক্ষরণ,
তবুও মানুষ পড়ে চলে, বারবার — অচেনা পরিণতির পেছনে।

~শাওন ইমতিয়াজ

06/07/2025
05/06/2025

আমাকে ভুলে গিয়ে তুমি যদি সুখ পাও তাহলে ভুলে থাকো।
আমি পৃথিবীতে এমন সুদর্শন পুরুষ না ,যে আমাকে মনে রাখতে হবে।
আমার ভিতর তেমন কিছু এ নেই ,
আমাকে ভালোবাসার মতো হয়তো কিছু এ নেই।
আমি আপনাকে ভালোবাসি তার মানি এ না আপনাকে পেতে হবে।
না পাওয়ার মাঝে ও ভালোবাসা থাকে।
হয়তো তা উপলব্ধি করা যায়না তবে ভালোবাসা কোন কমতি থাকে না।
আমি অতি ক্ষুদ্র মানব।
আমাকে হারালে তেমন কোন ক্ষতি হবে না।

04/06/2025

প্রবল উন্মাদনায় লিখছি দুই ছত্র�তোমাকে দেখার ইচ্ছা জাগছে যত্রতত্র।
নিকোটিনের ধোঁয়ায় পুড়ে যাচ্ছে ঠোঁট�তোমাকে দেখার জন্য দু’চোখ উৎসুক।
একি প্রেম নাকি তোমার ফাঁদ�আনন্দের মাঝেও কাঁদছে পূর্ণ চাঁদ।
এত যে প্রবল টান, শুধুই কি দেহ?�তোমার আমার রসায়ন, জানবে কি কেহ?
কত দিবস কত রজনী হয়েছে গত�প্রেম তো ঠিকই আছে পূর্বেকার মত।
ম্লান হয়নি কোথাও একটু হয়নি ফিঁকে�কি দেখো আর চোখে, চেয়ে আমার দিকে।
আমি তো সেই আগের মত যেমন আছে চাঁদ�এত দিনের পরিণয় পারবে কি দিতে বাদ?
জানি আমি, তোমিও, অটুট চির বন্ধন�তবে কেন দূরে, থামাও হৃদের ক্রন্দন।
-রিপন চন্দ্র বর্মন

26/05/2025

এমন না যে তোমাকে না পেলে আমি মারা যাবো।
তবে তোমাকে পেয়ে গেলে আমার জীবনের সবচেয়ে
সুন্দরতম মহূর্ত কাটবে।
তোমাকে পেয়ে গেলে হয়তো আমার কোনো দুঃখ দুঃখই থাকবে না।
তোমাকে পেয়ে গেলে হয়তো সাদা-কালো জীবনটি ও রঙিন হবে।
তোমাকে পেয়ে গেলে হয়তো আমার অসম্পূর্ণ জীবন সম্পূর্ণ হবে।

21/05/2025

ভালোবাসা কী?
তোমাদের কাছে আমার এক আকুল প্রশ্ন ভালোবাসা কী?
তোমরা কী বলতে পারো ভালোবাসা কী?
তবে শুন ; তোমাদের কাছে ভালোবাসা কেবল একে আপর কে স্পর্শ করা !
তোমাদের কাছে ভালোবাসা কেবল সময় কাটানো ! আর কিছু এ না।
তবে আমার কাছে ভালোবাসা তোমাদের ভালোবাসা থেকে ভিন্ন !
আমার কাছে ভালোবাসা মানে তার মায়াবী অশ্রু গুলোর দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সুখ ভুলে যাওয়া !
আমার কাছে ভালোবাসা মানে তার কণ্ঠ স্বর শুনে
এক জনম পার করে দাওয়া !
আমার কাছে ভালোবাসা মানে পুন জন্ম হবে না জেনেও
তার জন্য অপেক্ষা করা;;;

21/05/2025

তুমি যদি আমার কাছে তোমার জন্য ভালোবাসা খুঁজতে যাও
তাহলে খুঁজতে খুঁজতে তোমার অর্ধেক জীবন শেষ হয়ে যাবে
তবু্ও ভালোবাসার শেষ প্রন্ত খুজে পাবে না !
কারণ আমার ভালোবাসা ছিল ব্যাখ্যাহীন"
আমার ভালোবাসা ছিল শব্দহীন"
আমার ভলোবাসা ছিল অর্থহীন"

Address

কোম্পানীগঞ্জ নোয়াখালী
Chittagong
010101

Telephone

+8801892985544

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিখোঁজ কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিখোঁজ কাব্য:

Share