12/08/2025
শশ্রূষারত সেবিকা,
আমার অসুস্থ দেহের তীরে
হেটে চলে একদল সাদা সেবিকা।
যেন অন্ধকার বাগানে পোকা খাওয়া বৃন্তে।
গাছের অসুখে ফুটে ওঠে আলোর পাপড়ি।
হাওয়ার নকশীতে ডানা মেলে দিয়ে আলবাট্রস,
অশান্ত সাগরের দেহে যেভাবে আনে প্রশান্তির ইচ্ছা।
তুমি না চাইলেও তোমার মনস্তাপের কেবিনে
আমার জ্বরাগ্রস্থ মাথা রেখে; সেভাবে খুজবো অচেনা শশ্রূষা।
পৃথিবীর বয়সের সমান পৃথিবীর অসুখ,
জন্মের দিকে তাকিয়ে জীবন তাই হয়েছে বিমুখ।