এ.এইচ.এম রেজাউল করিম ছিদ্দিকী শাম্মাম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • এ.এইচ.এম রেজাউল করিম ছিদ্দিকী শাম্মাম

এ.এইচ.এম রেজাউল করিম ছিদ্দিকী শাম্মাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এ.এইচ.এম রেজাউল করিম ছিদ্দিকী শাম্মাম, Travel Agency, Akram Tower 2nd Flour, Sirajuddaula Road, Sabaria Anderkilla, Chattogram., Chittagong.

☎️01840-110919
হজ্ব,ওমরাহ,এয়ার টিকেট ও সৌদি আরব,ওমান,কাতার,দুবাই,কুয়েত সহ সকল দেশের ম্যানপাওয়ার,ভিসা প্রসেসিং অল্প সময়ের মধ্যে সম্পাদনা করে থাকি।
🟪সৌদি আরবের যে সকল ভিসা প্রসেসিং করে থাকি।
🔷আমেল মঞ্জিল
🔶হাউজ ড্রাইভার
🔷জেনারেল লেবার
🔶 ফ্যামিলি ভিজিট

01/02/2025
অবসরপ্রাপ্ত ডি আইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেলো জিডি করতে ।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ ক...
25/03/2024

অবসরপ্রাপ্ত ডি আইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেলো জিডি করতে ।কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। থানায় যারা কাজ করছেন সবাই নতুন।

তিনি নিজেকে সাবেক ডি আইজি হিসেবে পরিচয় দেন।পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”

সাবেক ডি আইজি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”

সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়!
সংগৃহীত,,,,,

সবার উদ্দেশ্যে ----যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন....800 : মোট বিদ্যু...
24/02/2024

সবার উদ্দেশ্যে ----যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন....

800 : মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান।

801 :বর্তমান ব্যালেন্সের (টাকা) পরিমাণ।

802: বর্তমান তারিখ দেখা।

803
: বর্তমান সময় দেখা।

804 : মিটারের সিরিয়াল নাম্বার।

806 : রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ

807 : মিটারের অবস্থা দেখা।

808 : বর্তমান সংযুক্ত লোড

809 : ট্যারিপের সূচক দেখা।

810 ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ

811 ইমার্জেন্সি ব্যালেন্স সচল (Activate) করতে

812 : সংকেত (Alarm) বন্ধ করা.

813 : কত দিনের বিদ্যুতের ব্যবহার

814 : বর্তমান মাসের বিদ্যুত ব্যবহারের পরিমান

815 : সর্বশেষ রিচার্জের তারিখ

816 : সর্বশেষ রিচার্জের সময়

817 : সর্বশেষ রিচার্জের পরিমাণ

819 : বিদ্যুত বন্ধের সময়

♦️ ওমরাহ্ প্যাকেজে কম খরচ ও উন্নত সেবায় ট্রানজিট ফ্লাইট  এয়ার এরাবিয়া যোগে ✈ যাত্রা।===================⚛️ গ্রুপ ফেব্রুয়া...
28/01/2024

♦️ ওমরাহ্ প্যাকেজে কম খরচ ও উন্নত সেবায় ট্রানজিট ফ্লাইট এয়ার এরাবিয়া যোগে ✈ যাত্রা।
===================

⚛️ গ্রুপ ফেব্রুয়ারী ২০২৪ইং ⤵️

↪️ যাওয়া :: চট্টগ্রাম হতে মদিনা
তাং- ১৮/০২/২৪ ইং

↪️ আসা :: জেদ্দা হতে চট্টগ্রাম
তাং- ০৪/০৩/২৪ ইং
=====================

⏭️ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত :
১। এয়ার আরাবিয়া ফ্লাইটে যাওয়া-
আসা এয়ার টিকেট।
২। ওমরা ভিসা।
৩। মক্কা ও মদিনা হারাম শরীফের নিকটবর্তী উন্নতমানের হোটেলে শেয়ারিং রুম (প্রতিরুমে ৪/৫ জন)। আর এক রুমে ২ জন থাকতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ১৫ হাজার টাকা করে প্রদান করতে হবে।
৫। মদিনা শরীফে রিয়াদুল জান্নাতে প্রবেশের অনুমতি গ্রহণ।
৬। প্যাকেজের আওতাধীন সম্পুর্ন ট্রান্সপোর্ট সমূহ।
৭। মক্কার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন বা জিয়ারাহ।
৮। মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন বা জিয়ারাহ।
১১। নিজস্ব ব্যবস্থাপনায় দেশীয় ৩ বেলা খাবার (সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার )।
১২। এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ।
১৩। অভিজ্ঞ গাইড/মুয়াল্লিম সার্ভিস।

===================================
⏭️ প্যাকেজের যা অন্তর্ভূক্ত নয় :
১। প্যাকেজে উল্লেখ নেই এমন কোন আইটেম
২। অন্য কোন অতিরিক্ত জায়গায় যাতায়াত বা ভ্রমণ।
৩। প্যাকেজের বাইরে অতিরিক্ত খাবার।

⚛️ ২০২৪ ও ২০২৫ সালের হজ্জের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।

🛄 দেশ বিদেশের যে কোন বিমান টিকেট, ম্যানপাওয়ার, সৌদি আরবের যে কোন ধরনের ভিসা প্রসেসিং, ভিজিট ভিসা প্রসেসিং, মেডিকেল, ইন্ডিয়ান ভিসা, প্যাকেজ ট্যুর এবং ওমরাহ মোফা, ভিসা ও ওমরাহ প্যাকেজের জন্য এখনই যোগাযোগ করুন।

🚸 আপনার উমরাহ ও হজ্জ যাত্রা সফল করতে আমরা আপনার পাঁশেই আছি।

💠 আপনার বুকিং নিশ্চিত করতে যোগাযোগ করুন~
☎️ 01888060810
☎️ 01888060820

🈴 শাহ্ মজিদিয়া-রশিদিয়া হজ্জ কাফেলা এন্ড ট্রাভেলস আকরাম টাওয়ার (৩য় তলা)
সিরাজুদ্দৌলা রোড, সাব-এরিয়া,
আন্দরকিল্লা, চট্টগ্রাম।

22/01/2024

ট্রানজিট ফ্লাইট যোগে উমরাহ কাফেলা নিয়ে পবিত্র শবে বরাত মক্কা শরীফে থাকবো ইনশাআল্লাহ। দ্রুত আপনার বুকিং নিশ্চিত করুন। ☎️01840110919 ☎️01818173445

২০২৩ ইং সালের অধিকাংশ সময় টা কেটেছে হাজ্বীদের খেদমতে পবিত্র নগরী  মক্কা ও মদিনায় কাটানোর মধ্যে দিয়ে।আলহামদুলিল্লাহ।২০২৪ ...
31/12/2023

২০২৩ ইং সালের অধিকাংশ সময় টা কেটেছে হাজ্বীদের খেদমতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় কাটানোর মধ্যে দিয়ে।আলহামদুলিল্লাহ।

২০২৪ ইং সাল টাও কেটে যাক পবিত্র নগরীতে হাজ্বীদের খেদমতে সেই প্রার্থনায় করি রব তোমার কাছে।
আমিন। সুম্মা আমিন।

আলহামদুলিল্লাহ   আগামী ১৫/১১/২৩ ইং নভেম্বর ওমরাহ গ্রুপের ভিসা হাতে পেলাম। ইনশাআল্লাহ  ৫০ জনের মতো আল্লাহর মেহমানদের সাথে...
08/11/2023

আলহামদুলিল্লাহ আগামী ১৫/১১/২৩ ইং নভেম্বর ওমরাহ গ্রুপের ভিসা হাতে পেলাম। ইনশাআল্লাহ ৫০ জনের মতো আল্লাহর মেহমানদের সাথে নিয়ে আল্লাহর ঘরে রওয়ানা হবো। দোয়ার আবেদন রইলো।

এই প্যাকেজে ওমরাহ হাজ্বীদের আরও দুটো (২) টা আসন খালি আছে।

আলহামদুলিল্লাহ পরবর্তী "ডিসেম্বর" মাসের প্যাকেজের বুকিং চলছে।

© 01888060810
01888060820

তুরস্কের যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করেছিল, ”সুখী কে? উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন, “যাহার ঋণ নাই, আর নিজের ঘরে থাকিয়া দিনে...
07/10/2023

তুরস্কের যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করেছিল, ”সুখী কে? উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন,
“যাহার ঋণ নাই, আর নিজের ঘরে থাকিয়া দিনের শেষে যে চারিটি শাক-ভাত খাইতে পায়, সেই সুখী। 👍

একদিন তুর্কীর বিখ্যাত কবি ওনার বন্ধু বিখ্যাত চিত্রকর আবেদিন দিনোকে অনুরোধ করেছিলেন একটা সুখের ছবি আঁকার জন্য। আবেদিন দিনো তার বন্ধুর অনুরোধে এই ছবিটি এঁকে দেন। ভালো করে ছবিটি দেখুন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন.. এক লহমায় মুছে যাবে সকল ভয়, ভীতি, হতাশা।

( সংগৃহীত )

বদরের প্রান্তরের কিছু খন্ড চিত্র।
28/07/2023

বদরের প্রান্তরের কিছু খন্ড চিত্র।

02/07/2023

0175375-5555
👆
Imo/What's App

Address

Akram Tower 2nd Flour, Sirajuddaula Road, Sabaria Anderkilla, Chattogram.
Chittagong
4000

Telephone

+8801840110919

Website

Alerts

Be the first to know and let us send you an email when এ.এইচ.এম রেজাউল করিম ছিদ্দিকী শাম্মাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এ.এইচ.এম রেজাউল করিম ছিদ্দিকী শাম্মাম:

Share

Category