
24/06/2025
সতর্কতা মুলক পোস্ট
===============
সম্মানিত
গ্রাহক, এজেন্ট ও সকল শুভানুধ্যায়ী আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে,---
সৈয়দ রাহাত, পিতা-ওমর আলী মাতা-- রোজী বেগম
স্থায়ী ঠিকানা - ধলই, কাটিরহাট, হাটহাজারী, চট্রগ্রাম
বর্তমান ঠিকানা--হামজারবাগ আবাসিক এলাকা, হামজারবাগ, চট্রগ্রাম। তিনি বিগত ৫ বছর যাবত অত্র প্রতিস্টান অরনি ট্রাভেলস এন্ড ট্যুর (Arni Travels & Tours) এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু বিগত অনেকদিন যাবত তাহার আচার-আচরণ, চাল- চলণ ছিল অফিসের নিয়ম-শৃঙ্খলা পরিপন্তি। অফিসিয়াল কর্মকান্ড ছিল অফিসের স্বার্থ পরিপন্তি। এছাড়া মালিকের অনুপস্থিতিতে নানা রকম অনৈতিক ও দুর্নিতির অভিযোগ পরিলক্ষিত ও প্রমানিত হওয়ার বিগত ১৫/০৬/২০২৫ ইং রোজ রবিবার তাহাকে অত্র প্রতিস্টান থেকে অব্যাহতি বা বিদায় করে দেওয়া হয়েছে। ফলে অত্র প্রতিস্টানের সাথে তাহার আর কোন যোগাযোগ বা সম্পর্ক নাই।
এমতাবস্থায় সকল গ্রাহক, এজেন্ট ও শুভানুধ্যায়ী তাহার সাথে কোন প্রকার অফিসিয়াল বা ব্যাবসায়ীক যোগাযোগ অথবা কোন কাজ প্রদান বা অর্থনৈতিক লেনদেন করবেন না। করিলে অফিস বা মালিক পক্ষ দায়ী থাকিবেনা।