Bangladesh Travel & Immigration Guide

Bangladesh Travel & Immigration Guide Your gateway to the world. We specialize in travel & immigration services

সৌদিতে উচ্চশিক্ষা: ফুল ফান্ড স্কলারশিপে ৭০০ আবেদন আহ্বান।মধ্যপ্রাচ্যের মরুপ্রান্তর পেরিয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো এ...
08/07/2025

সৌদিতে উচ্চশিক্ষা: ফুল ফান্ড স্কলারশিপে ৭০০ আবেদন আহ্বান।

মধ্যপ্রাচ্যের মরুপ্রান্তর পেরিয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো এখন হয়ে উঠছে বৈশ্বিক শিক্ষার্থীদের জ্ঞানের কেন্দ্রস্থল। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির অন্তত ২৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুবিধাসমূহ :

* বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি ৯০০ রিয়াল
* মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি ৮৫০ রিয়াল
* বিনা মূল্যে বিমান টিকিট
সম্পূর্ণ ফ্রি আবাসন
* বিবাহিত শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে সজ্জিত অ্যাপার্টমেন্ট
* স্বাস্থ্যবিমার সুবিধা
* ওমরাহ পালনের সুযোগ
* স্থানীয় যাতায়াতের খরচ বহনের সুবিধা

আবেদনের যোগ্যতা

★ বাংলাদেশের যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন
★ স্নাতকোত্তরের জন্য বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
★ পিএইচডির জন্য বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
★ একজন প্রার্থী কেবল একটি বৃত্তির জন্য আবেদন করতে পারবেন
★ আবেদনকারী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না

বিশেষ কিছু অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়

▪️ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়
▪️কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়
▪️উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়
▪️জেদ্দা বিশ্ববিদ্যালয়
▪️বাদশাহ ফয়সাল বিশ্ববিদ্যালয়
▪️কিং খালিদ বিশ্ববিদ্যালয়
▪️প্রিন্সেস নোরা বিশ্ববিদ্যালয়
▪️ইমাম আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়
▪️নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি
▪️হাফর আল-বাতিন বিশ্ববিদ্যালয়
▪️তাইবাহ বিশ্ববিদ্যালয়

আবেদনের পদ্ধতি

শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সৌদি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। সেখান থেকে বৃত্তির বিস্তারিত তথ্য জানা এবং অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর, ২০২৫

এই বৃত্তি শুধু একটি শিক্ষার সুযোগ নয়, বরং এটি হতে পারে ভবিষ্যৎ গড়ার সোপান। আগ্রহী শিক্ষার্থীদের এখনই প্রস্তুতি শুরু করার উপযুক্ত সময়।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

04/07/2025

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের দেশসমূহ (মোট ৪২টি দেশ ও অঞ্চল):

✅ এশিয়া:

ভুটান: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

নেপাল: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মালদ্বীপ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

শ্রীলঙ্কা: ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন।

কম্বোডিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

পূর্ব তিমুর (টিমর-লেস্টে): ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ আফ্রিকা:

কেপ ভার্দে: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

কমোরোস: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

গিনি-বিসাউ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মাদাগাস্কার: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মৌরিতানিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মোজাম্বিক: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

রুয়ান্ডা: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

সেশেলস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় (প্রবেশ পারমিট প্রয়োজন)।

সিয়েরা লিওন: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

সোমালিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

টোগো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

লেসোথো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ ওশেনিয়া:

কুক দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ফিজি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

কিরিবাতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

মাইক্রোনেশিয়া: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

নিউয়ে: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সামোয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

টুভালু: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

ভানুয়াতু: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ ক্যারিবিয়ান অঞ্চল:

বাহামাস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

বার্বাডোস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ডোমিনিকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

গ্রেনাডা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

হাইতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

জামাইকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সেন্ট কিটস ও নেভিস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ত্রিনিদাদ ও টোবাগো: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

মন্টসেরাট: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ দক্ষিণ আমেরিকা:

বলিভিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

উল্লেখযোগ্য তথ্য:

1. ভ্রমণের আগে নিশ্চিত করুন আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে।

2. কিছু দেশে প্রবেশের সময় ফেরত টিকিট, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং স্বাস্থ্য বীমা প্রয়োজন হতে পারে।

3. প্রতিটি দেশের নির্দিষ্ট প্রবেশ নীতি ও শর্তাবলী সম্পর্কে ভ্রমণের আগে জেনে নিন।

নোট:

এই তথ্য বিভিন্ন উৎস থেকে সংগৃহীত এবং সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করুন।

জার্মানিতে ঠাঁই নাই? খরচ শুনে মাথা ঘুরে? তাহলে ‘EU’র গোপন হিরো’ অস্ট্রিয়ার প্রেমে পড়ুন আজই! কম খরচে কোয়ালিটি পড়াশোনা, কা...
22/05/2025

জার্মানিতে ঠাঁই নাই? খরচ শুনে মাথা ঘুরে? তাহলে ‘EU’র গোপন হিরো’ অস্ট্রিয়ার প্রেমে পড়ুন আজই! কম খরচে কোয়ালিটি পড়াশোনা, কাজের সুযোগ, আর ভবিষ্যতে স্থায়ী হওয়ার লাইসেন্স —সব একসাথে দিচ্ছে এই শান্তশিষ্ট ইউরোপিয়ান দেশটা!

এই পোস্টটা পড়ে শেষ করলে আপনি নিজের জন্য এক নতুন ইউরোপিয়ান গন্তব্য পেয়ে যাবেন, যেটা ৯০% মানুষ এখনো বুঝতেই পারে নাই!

টিউশন ফি কত?
অস্ট্রিয়ার বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়েই ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের জন্য টিউশন ফি নেই বা খুবই কম (প্রায় ৭২৬ ইউরো প্রতি সেমিস্টার)। এর সাথে আবার “স্টুডেন্ট ইউনিয়ন ফি” (প্রায় ২০-২৫ ইউরো) যোগ হয়।
তুলনায় এটা খুবই কম, এবং অনেকটা স্কলারশিপ ছাড়াই স্কলারশিপের মতোই মনে হয়।

বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় গুলো:
• University of Vienna
• TU Wien
• University of Graz
• University of Innsbruck
• Johannes Kepler University Linz

IELTS লাগে?
• হ্যাঁ, ইংরেজি প্রোগ্রামের জন্য 6.0–6.5
• অনেক ক্ষেত্রে MOI দিলেও চলে
• ব্যাচেলর কোর্সগুলো সাধারণত জার্মান ভাষায়

Application Deadline:
• Winter Intake (October): মে–জুলাই
• Summer Intake (March): ডিসেম্বর–জানুয়ারি
(বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভিন্ন হতে পারে)

Study Gap নেবে?
হ্যাঁ, ৫–৬ বছরের গ্যাপ এক্সসেপটেড, যদি যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন।

ব্যাংকে কত টাকা থাকতে হবে?
• ভিসার জন্য মিনিমাম ১৯০০০-২০,০০০ টাকার মতো দেখাতে হয়।

মাসিক খরচ কেমন?
€৮০০–€১,০০০ এর মধ্যেই ভিয়েনা বা গ্রাজে থাকা, খাওয়া, ট্রান্সপোর্ট সব ম্যানেজ হয়ে যায়।

ভিসা প্রসেস কেমন?
• বাংলাদেশে অস্ট্রিয়ার কোনো পূর্ণদায়িত্বপ্রাপ্ত এম্বাসি বা ভিসা সেন্টার নেই। তাই যারা অস্ট্রিয়াতে স্টাডি করতে চায়, তাদেরকে ভারতের দিল্লিতে থাকা অস্ট্রিয়ান এম্বাসির মাধ্যমে ভিসা আবেদন করতে হবে।
• লাগবে: অফার লেটার, ব্যাংক স্টেটমেন্ট, ইনস্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, সিভি, মোটিভেশন লেটার ইত্যাদি
• ভিসা প্রসেসিং টাইম: ৬–১২ সপ্তাহ

স্পাউস ও বাচ্চা একসাথে নিতে পারব?
না, সরাসরি নেয়া যায় না।
পরে work permit বা permanent residence হলে family reunification এ আনা যায়।

পার্টটাইম কাজ করা যায়?
হ্যাঁ, সপ্তাহে ২০ ঘণ্টা
ছুটিতে ফুলটাইম কাজ করা যায়
জার্মান ভাষা জানলে কাজ পাওয়া অনেক সহজ হয়!

পড়াশোনা শেষ, তারপর কী?
• মাস্টার্স শেষে ১২ মাসের Job Search Visa
• চাকরি পেলে work permit → ৫ বছর পর permanent residence
• এরপর চাইলে citizenship এর সুযোগও রয়েছে

সুবিধা বনাম অসুবিধা সংক্ষেপে:
সুবিধা:
• খরচ কম
• কোয়ালিটি এডুকেশন
• EU ভ্রমণ সুবিধা
• জার্মান না জানলেও মাস্টার্স করা সম্ভব
• স্থায়ী হবার ভালো স্কিম

অসুবিধা:
• ব্যাচেলরে জার্মান বাধ্যতামূলক
• ভিসা প্রসেস ধীর
• স্পাউস সরাসরি নেয়া যায় না

যদি আপনি এমন একটা দেশ খুঁজেন যেখানে খরচ কম, সিস্টেম ক্লিয়ার, আর পড়াশোনার পর স্টেপ-বাই-স্টেপ ইউরোপে সেটেল হওয়া সম্ভব—তাহলে অস্ট্রিয়া আপনার গেম চেঞ্জার হতে পারে।

:::🌐 বিদেশে উচ্চ শিক্ষা বা ভিজিট ভিসার জন্য ব্যাংক স্পন্সর নিয়ে চিন্তায় আছেন?**********************************✆ পরামর্শ...
01/05/2025

:::🌐 বিদেশে উচ্চ শিক্ষা বা ভিজিট ভিসার জন্য ব্যাংক স্পন্সর নিয়ে চিন্তায় আছেন?
**********************************
✆ পরামর্শের জন্য ফোন করুন :
01576790198 | 01756947370
**********************************
🎯উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে যেতে চাচ্ছেন?
🎯ব্যাংক স্পন্সর দেখাতে পারছেন না?
🎯আপনার স্বপ্ন পূরণ করতে পারছেন না?

👉 আমরা এই সমস্যা সমাধানে আছি আপনার পাশে ।

**********************************

✍️ Student, Visit, Migration ভিসায় দেশের বাহিরে যাওয়ার জন্য প্রায় সকল দেশেই ব্যাংক স্পনসর দেখাতে হয়।

🔰 বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ব্যাংক স্পন্সর অত্যন্ত গুরুতপূর্ণ এবং আপনার ভিসা অনেকটাই ব্যাংক স্পন্সরের উপর ডিপেন্ড করে।

🔰 অনেকেই আছেন সকল ডকুমেন্টেশন রেডি করার পরেও শুধুমাত্র ব্যাংক স্পন্সরের জন্য নিজের স্বপ্ন পূরণে ব্যর্থ হচ্ছেন।

🔰 আপনাদের এই গুরুতপূর্ণ ডকুমেন্টসের দায়িত্ব নিতে চাই আমরা তাই আমরা দিচ্ছি শতভাগ জেনুইন ব্যাংক স্পনসর সাপোর্ট কোন প্রকার ঝামেলা ছাড়া এবং খুব অল্প সময়ের মধ্যে।

**********************************
⭐Why Us?⭐

✅স্বল্প খরচে ব্যাংক সাপোর্ট দেওয়া হয়।
✅শতভাগ জেনুইন ব্যাংক সাপোর্ট দেওয়া হয়।
✅স্বল্প সময়ের মধ্যে সাপোর্ট দেওয়া হয়।
✅কোন প্রকার ডিপোজিট করার প্রয়োজন নেই।

📢 স্বপ্ন আপনার পূরণের দায়িত্ব দিন আমাদের, শতভাগ জেনুইন ব্যাংক সাপোর্টের জন্য আমরা সবসময় আছি আপনাদের পাশে।
তাই আর দেরি না করে শতভাগ জেনুইন ব্যাংক সাপোর্টের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

*******************************
:::🌐 We supported sponsor for below listed country :

🇬🇧 UK 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿 Scotland 🇨🇦 Canada 🇸🇪 Sweden 🇫🇷 France 🇮🇹 Italy 🇱🇺 Luxembourg 🇨🇭 Switzerland 🇵🇹 Portugal 🇪🇸 Spain 🇹🇷 Republic of Turkey 🇨🇾 Greek Cyprus (Euro Cyprus) 🇬🇷 Greece 🇮🇸 Iceland 🇷🇴 Romania 🇱🇻 Latvia 🇱🇹 Lithuania 🇦🇹 Austria 🇺🇦 Ukraine 🇳🇱 Netherlands (Spouse/ Dependent Visa) 🇩🇰 Denmark (Spouse / Dependent Visa) 🇳🇴 Norway (Spouse / Dependent Visa) 🇯🇵 Japan 🇰🇷 South Korea

:::🌐 N.B. : This account is applicable only for visa purpose.
:::🌐 Type of Account : SAVINGS
:::🌐 Type of Visa: Student Visa, Dependent / Spouse Visa,
:::🌐 Migration Visa, Business Visa, and Visit Visa.

*********************************
✍️ 𝐂𝐚𝐧𝐚𝐝𝐚, 𝐔𝐊, 𝐔𝐒𝐀, 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 𝐚𝐧𝐝 𝐄𝐮𝐫𝐨𝐩𝐞 সহ প্রায় সকল দেশের ভিসা প্রসেসিং এবং ব্যাংক সাপোর্ট সহ সকল ধরণের সাপোর্ট দেওয়া হয়।
ব্যাংক সাপোর্টে এবং ভিসা সংক্রান্ত যেকোন তথ্য পেতে নিচের নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন।
*********************************
Facebook পেইজে Inbox করুন
অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন :

🏠 Unistart
1no Road, Chittagong University, Chattogram - 4330
✉ E-mail : [email protected]
☎️ Call for further assistance :
WhatsApp : 01576790198
Phone : 01756947370

*** N.B. : এই Add টি অবিকল অথবা আংশিক Copy করা Prohibited.
করলে প্রয়োজনীয় ব্যবস্থা।


#

30/04/2025

🏆⚽বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এবার অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে চান? এখনই আপনার টুরিস্ট ভিসার জন্য এপ্লাই করুণ এবং স্বপ্নের মতো মুহূর্তগুলো উপভোগ করুন!

📍২০২৬ সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ, এই ঐতিহাসিক আয়োজন শুধু খেলা দেখার নয়, ভ্রমণ এবং নতুন অভিজ্ঞতা অর্জনেরও একটি চমৎকার সুযোগ। বিশ্বকাপ উপলক্ষে আপনার টুরিস্ট ভিসা পাওয়ার সম্ভাবনা হতে পারে আরও সহজ। তাই এখনই আপনার টুরিস্ট ভিসার জন্য আবেদন করার সেরা সময়! বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে পর্যটকদের জন্য ভিসা প্রসেসিং হতে পারে আরও সহজতর এবং যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী দর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত, যার ফলে ভিসা প্রসেসিংয়ে সহায়তার সুযোগ বাড়ছে।
বিশ্বকাপ খেলা সরাসরি স্টেডিয়ামে দেখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যময় শহর ও সংস্কৃতি উপভোগ করুন। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, এবং আরও অনেক আকর্ষণীয় স্থান আপনার অপেক্ষায়।

Bangladesh Travel & Immigration Guide দীর্ঘদিন যাবৎ USA B1ও B2 Visa Application এর ব্যাপারে সহযোগিতা করে আসছে। আমাদের অভিজ্ঞ ভিসা কনসালট্যান্ট- যারা আপনার সকল Documents নিখুঁত ভাবে প্রস্তুত করবে এবং DS-160 ফর্ম নির্ভুলভাবে পূরণ করতে পূর্ণ সহায়তা প্রদান করবে। ভিসা সম্পর্কে সঠিক পরামর্শ পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।

● Primary Documents Required ---->>
1. Passport with 6-month validity (with all previous Travel History)
2. Bank Statement & Solvency.
3. Trade license (All Previous Business History)
4. NOC Letter for Job Holder. (Last 10 years Employment history)
5. Visiting Card.
6. Education History.
7. NID Photocopy.
8. TIN Certificate (If Applicable)
9. Picture -2 Copies.
10. Spouse-NID/Marriage Certificate.
11. School ID/Birth Certificate Photocopy (children)
Additional documents may require depends on embassy.

● দেরী না করে USA VISA Application এর জন্য ফ্রী কনসালট্যান্টসি পেতে যোগাযোগ করুন এখনই BTIG -র সাথে

ভ্রমণের পরিকল্পনা শুরু করতে আজই আবেদন করুন!
আমাদের অভিজ্ঞ টিম আপনার ভিসা প্রক্রিয়াকে দ্রুত এবং ঝামেলামুক্ত করবে। এছাড়াও যেকোনো দেশের টুরিস্ট ভিসা নিয়ে সকল তথ্য জানতে যোগাযোগ করুন Unistart - এর সাথে এবং কল করুন আমাদের official নাম্বার এ।
📞 যোগাযোগ করুন:
+8801576790298 ( WhatsApp )
+8801756947370 ( phone )

🌐 Facebook.com/btig0
📍 Address: 1 No Road, Chittagong University
Hathazari, Chittagong, Bangladesh

বিদেশ ভ্রমণের আগে ইমিগ্রেশন প্রসেস সম্পর্কে জানা জরুরি!বিদেশে যাওয়ার সময় অনেকেই ভাবেন, ভিসা পেয়ে গেলেই সব শেষ, এখন শুধু ...
28/04/2025

বিদেশ ভ্রমণের আগে ইমিগ্রেশন প্রসেস সম্পর্কে জানা জরুরি!

বিদেশে যাওয়ার সময় অনেকেই ভাবেন, ভিসা পেয়ে গেলেই সব শেষ, এখন শুধু ফ্লাইট ধরে গন্তব্যে পৌঁছানোই বাকি! কিন্তু বাস্তবতা হলো—ইমিগ্রেশন পেরিয়ে না গেলে আপনার যাত্রা অসম্পূর্ণ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ইমিগ্রেশন অফিসগুলো বেশ কঠোর হয়েছে, বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ করতে চান, তাদের জন্য বাড়তি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আমার অভিজ্ঞতা – ইমিগ্রেশনে কী ঘটেছিল?

বিদেশে যাওয়ার সময় আমি নিজেই বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তাই এই অভিজ্ঞতা শেয়ার করছি, যাতে অন্যরা আগে থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন।

---

প্রথম ধাপ: বোর্ডিং পাস নেওয়ার সময় কঠোর যাচাই-বাছাই

✅ বোর্ডিং পাস নিতে গেলে সাধারণত কয়েক মিনিট সময় লাগে, কিন্তু এবার ১০-১৫ মিনিট ধরে নানা প্রশ্ন করা হলো।

কি কি প্রশ্ন করা হতে পারে?

🔹 আপনি এর আগে কোন দেশে গেছেন?
🔹 কবে গেছেন, কতদিন ছিলেন, কখন ফিরেছেন?
🔹 আপনার বর্তমান ভ্রমণের উদ্দেশ্য কী?

➡️ আমি সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলাম, তারপর তারা বোর্ডিং পাস দিলো।
➡️ পরে আমি জানতে চাইলাম, এত প্রশ্ন কেন করা হলো?
➡️ তারা জানালেন—উপরের নির্দেশ অনুযায়ী, এখন প্রত্যেক যাত্রীর তথ্য যাচাই করা হচ্ছে।

---

দ্বিতীয় ধাপ: ইমিগ্রেশনে আরও কঠোর পরীক্ষা

✅ বোর্ডিং পাস পাওয়ার পর ইমিগ্রেশন কাউন্টারে গেলে অফিসার আমাদের আরেকজন কর্মকর্তার কাছে পাঠালেন।
✅ সেখানে আরও বিস্তারিতভাবে যাচাই-বাছাই শুরু হলো।

যেসব প্রশ্ন করা হয়:

🔹 আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে?
🔹 আপনি কোথায় যাচ্ছেন এবং কেন যাচ্ছেন?
🔹 আপনার ট্যুর প্ল্যান কী? (হোটেল বুকিং, ফ্লাইট রিটার্ন টিকেট, পরিকল্পনা ইত্যাদি)
🔹 ব্যাংকের লেনদেন কেমন? (তারা স্টেটমেন্ট দেখতে চাইতে পারে)

➡️ এই প্রক্রিয়া ৩০-৪০ মিনিট পর্যন্ত সময় নিতে পারে।
➡️ সবকিছু ঠিক থাকলে তবেই অনুমতি দেওয়া হয়।

---

বিদেশে যেতে হলে কীভাবে প্রস্তুতি নেবেন?

✅ ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন – সাধারণত ট্যুরিস্ট ভিসায় এশিয়ান এবং মিডিল ইস্ট কান্ট্রির জন্য ১-৩ লাখ, ইউরোপীয় কান্ট্রির জন্য ৩-৫ লাখ, আমেরিকা কানাডার জন্য ৫-৭ লাখ টাকা ব্যালেন্স থাকা ভালো।
✅ ব্যাংক স্টেটমেন্ট আপডেট রাখুন – ইমিগ্রেশন চাইলে লেনদেনের তথ্য দেখাতে হবে।
✅ ফ্লাইট টিকেট ও হোটেল বুকিং প্রস্তুত রাখুন – আপনার যাত্রার বিস্তারিত তথ্য জানা থাকা জরুরি।
✅ যাত্রার কারণ স্পষ্টভাবে জানুন – কাজে যাচ্ছেন নাকি ঘুরতে যাচ্ছেন, তা নিয়ে সন্দেহ থাকলে সমস্যা হতে পারে।
✅ প্রয়োজনে সাপোর্টিং ডকুমেন্টস সঙ্গে রাখুন – যেমন চাকরির প্রমাণপত্র, ব্যবসার কাগজ, ইনকাম রিপোর্ট ইত্যাদি।

---

কেন ইমিগ্রেশন এত কঠোর হয়েছে?

🔹 অনেক ট্যুরিস্ট ভিসাধারী বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যান, তাই এখন কঠোরতা বাড়ানো হয়েছে।
🔹 মানুষ পাচার ও ভিসা অপব্যবহারের ঘটনা বেড়ে গেছে, তাই এখন যাচাই-বাছাই অনেক বেশি হচ্ছে।
🔹 অবৈধ অভিবাসন প্রতিরোধের জন্য বিভিন্ন দেশ ইমিগ্রেশন নীতিতে কঠোরতা এনেছে।

---

শেষ কথা

আপনার ভিসা থাকলেও ইমিগ্রেশন পার হওয়া বাধ্যতামূলক। তাই যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে হবে।

অনেকে ভিসা পেয়েও ইমিগ্রেশনে আটকে যান, শুধু মাত্র সঠিক তথ্য দিতে না পারার কারণে!

যারা বিদেশে যেতে চান, তারা যেন প্রস্তুতি নিয়ে যান, যাতে ইমিগ্রেশন প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আপনাকে ফিরিয়ে দেওয়া হতে পারে।

সঠিক প্রস্তুতি নিন, নিশ্চিন্তে যাত্রা করুন! ✅

যে কোন দেশে ট্রাভেল করার আগে পুরাতন একজন নিয়মিত ট্রাভেলার অথবা ইমিগ্রেশন কনসালটেন্ট এর কাছ থেকে পরামর্শ নিন।

Copy.

ভারতের ভিসা ছাড়াই একদম কম খরচে ভুটান ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড দেওয়া হলো:ভারত না যেয়ে কম খরচে ভুটান ভ্রমণ গাইড (২০২৫)য...
19/04/2025

ভারতের ভিসা ছাড়াই একদম কম খরচে ভুটান ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড দেওয়া হলো:
ভারত না যেয়ে কম খরচে ভুটান ভ্রমণ গাইড (২০২৫)
যেভাবে যাবেন (বাংলাদেশ থেকে সরাসরি):
১. বেনাপোল–যশোর–চুংখা সীমান্ত বাদ দিয়ে, সরাসরি পথ:
ঢাকা → বুড়িমারী (লালমনিরহাট) → চাংলোংখা বর্ডার (ভুটান)
ঢাকা থেকে বুড়িমারী বাসে যেতে সময় লাগবে ১০-১২ ঘণ্টা। বাস ভাড়া: ৫০০-৬৫০ টাকা
বর্ডার পার হয়ে ফুন্টশোলিং (ভুটানের সীমান্ত শহর) যেতে লোকাল ট্যাক্সি/বাস: ৩০০-৪০০ টাকা
ভুটানে ঢোকার নিয়ম (ভিসা):
বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা লাগেনা
ফুন্টশোলিংয়ে Immigration Office-এ গিয়ে Entry Permit নিতে হয় (পাসপোর্ট ও ১ কপি ছবি সাথে নিতে হবে)
Entry Permit ফ্রি!
মেইন জায়গাগুলো:
১. থিম্পু – ভুটানের রাজধানী
২. পারো – হিমালয়ের সৌন্দর্যে ঘেরা শহর, এখানে টাইগার নেস্ট মঠ রয়েছে
৩. পুনাখা – ঐতিহাসিক পুনাখা জং এবং প্রকৃতির অপার সৌন্দর্য
খরচের হিসাব (৫ দিন ৪ রাতের জন্য – জনপ্রতি):
মোট আনুমানিক খরচ: ৳ ৯৭৫০ – ১১,৫০০ (ভ্রমণের ধরন অনুযায়ী পরিবর্তন হতে পারে)
বিশেষ পরামর্শ:
পারোতে “টাইগার নেস্ট” ট্রেক করার জন্য হালকা ও আরামদায়ক জুতা নিন
রেজিস্টার্ড ট্যুর গাইড না থাকলে সব জায়গায় যেতে না-ও দিতে পারে, তাই আগে থেকেই অনলাইন বা ফুন্টশোলিংয়ে গাইড খুঁজে নিতে পারেন
বাজার বা হোটেলে দরদাম করুন
প্রয়োজনে ভ্রমণ পোস্টার, ভিডিও স্ক্রিপ্ট বা বুকিং সহায়তা লাগলে জানাতে পারেন।
ভুটান ভ্রমণের আনুমানিক খরচ (৫ দিন ৪ রাত, জনপ্রতি):
1. ঢাকা → বুড়িমারী বাস ভাড়া: ৳৬৫০
2. বর্ডার ক্রসিং ও লোকাল যাতায়াত: ৳৪০০
3. হোটেল (৪ রাত, বাজেট গেস্টহাউস): ৳৮০০ × ৪ = ৳৩২০০
4. থিম্পু-পারো-পুনাখা যাতায়াত ও লোকাল পরিবহন: ৳২০০০
5. খাওয়া-দাওয়া (প্রতিদিন ৩ বেলা): ৳৫০০ × ৫ = ৳২৫০০
6. অন্যান্য খরচ (ইন্ট্রি ফি, গাইড, টিপস ইত্যাদি): ৳১০০০
মোট আনুমানিক খরচ: ৳৯৭৫০ – ১১,৫০০
---
আরও দরকার হলে জানাবেন!

কিছু মানুষ বলেছিলেন যে ট্রাম ভিসা দেবে না ? জানুয়ারি  মাসের ( 2025) ভিসা আপডেট প্রকাশ পেয়েছে ।  ট্রাম্প ক্ষমতায় আসার ...
20/03/2025

কিছু মানুষ বলেছিলেন যে ট্রাম ভিসা দেবে না ? জানুয়ারি মাসের ( 2025) ভিসা আপডেট প্রকাশ পেয়েছে । ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশীদের ব্যাপক পরিমাণে ভিসা দিয়েছে । জানুয়ারিতে নরমালি ভিসা কম দেয় তারপরও ২৬২১ জনকে ভিসা দিয়েছে শুধুমাত্র একটা ক্যাটাগরিতেই ( B1/B2) !!! অন্যান্য ক্যাটাগরি মিলিয়ে আরো হাজার খানেক !!
যার অল্পতেই হতাশ হোন তাদের সফলতা কপালে নেই ।
আমি বারবার বলছি আমেরিকার ভিসা শুধু মাত্র আপনার প্রোফাইল কতটা ভালো এটার উপর নির্ভর করে না, আপনার প্ল্যান কতটা নিখুত এবং অ্যাপ্লিকেশন কতটা নিখুঁত এটার উপরে নির্ভর করে ।‌

সবাই নিজের জায়গা থেকে নিজেকে প্রস্তুত করুন । নেগেটিভ হবেন না, যারা নেগেটিভ চিন্তা করে তারা সারা জীবন পিছিয়ে থাকে ।

আমি আমার মাস্টার ক্লাসে মাত্র ২৩ হাজার টাকা খরচ করে কিভাবে আমেরিকার ভিসা একা একা ঘরে বসে করবেন তা দেখিয়েছি।
যারা নতুন করে আমার ক্লাস করতে চাচ্ছেন তারা কমেন্টে দেওয়া লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন ।
আল্লাহ সবার মনের আশা পূরণ করুন । আমরা আপনাদের পাশে আছি। শুভকামনা রইল ।
পোস্টটি শেয়ার করবেন ।

20/03/2025
🇵🇹 বাংলাদেশিদের জন্য পর্তুগালের হোটেল ও রেস্টুরেন্ট চাকরিপর্তুগালে হোটেল ও রেস্টুরেন্ট খাতে প্রচুর চাকরির সুযোগ রয়েছে, ব...
10/03/2025

🇵🇹 বাংলাদেশিদের জন্য পর্তুগালের হোটেল ও রেস্টুরেন্ট চাকরি

পর্তুগালে হোটেল ও রেস্টুরেন্ট খাতে প্রচুর চাকরির সুযোগ রয়েছে, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের জন্য। পর্যটন নির্ভর অর্থনীতির কারণে ওয়েটার, শেফ, ক্লিনার, রিসেপশনিস্ট, বারিস্টা ও কিচেন হেল্পার পজিশনে নিয়মিত নিয়োগ দেওয়া হয়।

📌 ১. পর্তুগালে হোটেল ও রেস্টুরেন্ট খাতে চাকরির সুযোগ

পর্তুগালের বড় শহরগুলোতে হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, বার, ফাস্ট ফুড ও কেটারিং সার্ভিসে চাকরির ভালো সুযোগ রয়েছে।

✔️ ওয়েটার/ওয়েট্রেস – খাবার পরিবেশন
✔️ বারিস্টা – কফি ও বেভারেজ প্রস্তুত করা
✔️ কিচেন হেল্পার – রান্নার সহকারী
✔️ শেফ/কুক – রেস্টুরেন্টে প্রধান বা সহকারী বাবুর্চি
✔️ ডিশওয়াশার ও ক্লিনার – হোটেল ও রেস্টুরেন্ট পরিষ্কার রাখা
✔️ ফ্রন্ট ডেস্ক/রিসেপশনিস্ট – অতিথিদের অভ্যর্থনা

📌 ২. পর্তুগালে হোটেল ও রেস্টুরেন্ট চাকরির বেতন কেমন?

বেতন নির্ভর করে কাজের ধরন ও অভিজ্ঞতার উপর।

🔹 ওয়েটার/ওয়েট্রেস: €800 - €1,200/মাস
🔹 কিচেন হেল্পার: €700 - €1,000/মাস
🔹 শেফ/কুক: €1,200 - €2,500/মাস
🔹 রিসেপশনিস্ট: €1,000 - €1,500/মাস
🔹 ডিশওয়াশার ও ক্লিনার: €600 - €900/মাস

⚡ টিপস: রেস্টুরেন্ট বা ক্যাফেতে কাজ করলে অনেক সময় টিপস পাওয়া যায়, যা অতিরিক্ত আয় হিসেবে কাজে লাগে।

📌 ৩. কিভাবে পর্তুগালে হোটেল ও রেস্টুরেন্টের চাকরি খুঁজবেন?

অনলাইনে বিভিন্ন জব পোর্টাল ও ফেসবুক গ্রুপ ব্যবহার করে চাকরি খুঁজতে পারেন।

📍 সেরা জব ওয়েবসাইট:
🔹 Indeed Portugal – www.indeed.pt
🔹 Net Empregos – www.net-empregos.com
🔹 SAPO Emprego – emprego.sapo.pt
🔹 EURES (EU Jobs Portal) – ec.europa.eu/eures
🔹 LinkedIn Jobs – www.linkedin.com/jobs

📌 ফেসবুক গ্রুপে যোগ দিন:
🔹 Portugal Jobs for Foreigners
🔹 Portuguese Hotels & Restaurants Jobs
🔹 Bangladeshi in Portugal Job Group

📌 ৪. ভিসার জন্য কী লাগবে? (Work Visa Requirements)

যদি পর্তুগালের কোনো হোটেল বা রেস্টুরেন্ট আপনাকে চাকরির অফার দেয়, তাহলে তারা আপনার জন্য Work Permit Sponsorship করতে পারে।

🔹 প্রয়োজনীয় ডকুমেন্টস:
✔️ চাকরির অফার লেটার (Job Offer Letter)
✔️ স্পন্সর কোম্পানির নথিপত্র (Company Sponsorship Documents)
✔️ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
✔️ মেডিকেল চেকআপ রিপোর্ট
✔️ ভিসা আবেদন ফি (€90 - €150)

📍 Work Visa আবেদন লিংক: www.vfsglobal.com

📌 ৫. পর্তুগালে থাকা ও জীবনযাত্রা

পর্তুগালে রেস্টুরেন্ট বা হোটেল কর্মীরা সাধারণত হোস্টেলে থাকে বা কোম্পানি বাসস্থান দেয়।

✔️ বাসা ভাড়া: €250 - €500 (শেয়ারিং হলে কম)
✔️ খাবারের খরচ: €100 - €200/মাস
✔️ পরিবহন খরচ: €30 - €50/মাস

📌 ৬. বাংলাদেশিদের জন্য হোটেল ও রেস্টুরেন্ট চাকরির সুবিধা

✅ ভিসা স্পন্সর পাওয়া সহজ হতে পারে
✅ কোনো বিশেষ ডিগ্রি প্রয়োজন নেই
✅ টিপস ও ওভারটাইম করে বেশি আয় করা যায়
✅ পরিবার নিয়ে যাওয়ার সুযোগ

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার www.moi.gov.qa/site/english৩। কুয়েত www.m...
01/03/2025

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

The United Republic of Tanzania, Government Portal | Jamhuri ya Muungano wa Tanzania, Tovuti kuu ya Serikali

ইউরোপের ভিসা একেবারে সহজ যদি কিছু নিয়ম মানেন !! বাংলাদেশের তরুণদের কাছে ইউরোপ একটা স্বপ্নের নাম । যারা ইউরোপে যাওয়ার স...
10/02/2025

ইউরোপের ভিসা একেবারে সহজ যদি কিছু নিয়ম মানেন !!
বাংলাদেশের তরুণদের কাছে ইউরোপ একটা স্বপ্নের নাম । যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পিছপা হন না ।

বৈধ পথে ব্যর্থ হলে ইউরোপ জেতে বেছে নেন বন জঙ্গল এমনকি সমুদ্র । যা মোটেই কাম্য নয় ।

অনেকেই বৈধ কিংবা অবৈধ পথে ইউরোপে পাড়ি জমানোর জন্য 10 লক্ষ থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত খরচ করেন।
অথচ বৈধভাবে ইউরোপে ভিসা আবেদন করতে ১০ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যেই হয়ে যায় ।

এখন প্রশ্ন যে ১০ থেকে ৩০ হাজার টাকা খরচ করলেই কি ভিসা হয়ে যাবে ?

একচুয়ালি আমাদের প্ল্যান করে আগাতে হবে, বছরের পর বছর ধরে ক্রোয়েশিয়ার বর্ডারে অপেক্ষা না করে, লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে তলিয়ে না গিয়ে, সার্বিয়ার বর্ডারে গুলি না খেয়ে, মানব পাচারকারীদের লক্ষ লক্ষ টাকা না দিয়ে বাংলাদেশ থেকে সুন্দর কিছু প্ল্যান করে বৈধ পথে ইউরোপে যাওয়ার অনেক উপায় রয়েছে ।

যারা স্টুডেন্ট তাদের তো কোন কথাই নেই, ইউরোপের প্রত্যেকটা দেশেই স্টুডেন্ট ভিসা হচ্ছে ।

যারা ভিজিট (সেনজেন ভিসায়) যেতে চাচ্ছেন আপনারা সুন্দর একটা প্ল্যান করে আগাতে পারেন, হাতে সময় নিয়ে এশিয়ার কয়েকটি দেশ ভিজিট করুন , এবং এই সময়ের মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ডকুমেন্টগুলো রেডি করে ফেলুন । ( আমরা মাস্টার ক্লাসে আপনাদের আলাদা আলাদা ব্যাচ করে প্রত্যেকের জন্য রুটিন দিয়ে দেব )

এরপরে বাংলাদেশে অবস্থিত ইউরোপের কয়েকটি দেশে একসঙ্গে আবেদন করে ফেলুন মাত্র কিছু টাকা খরচ করে । দেখবেন কোন না কোন দেশে ভিসা হয়ে গেছে । ( কিভাবে আবেদন করবেন প্রত্যেকটা জিনিস মাস্টার ক্লাসে শেখানো হবে )

সুতরাং নিজের টাকা নিজের পেছনে খরচ করুন দুই চারটি দেশ ভিজিট করুন , কারো হাতে টাকা তুলে দেওয়ার প্রয়োজন নেই । দেখবেন একদিন স্বপ্ন ধরা দেবে হাতের মধ্যে । ( কিভাবে প্লানিং করবেন সবকিছু মাস্টার ক্লাসে দেখানো হবে )

আপনারা জানেন আমরা, আপনাদের জন্য আমেরিকার বিভিন্ন ক্যাটাগরের ভিসা এপ্লিকেশন নিয়ে একটা মাস্টার ক্লাসের আয়োজন করতে যাচ্ছি ।

আপনারা যারা ইউরোপ নিয়ে আগ্রহী আমরা ইউরোপের প্রায় দশটি দেশের এপ্লিকেশন নিয়ে আলাদা আলাদা একটি মাস্টার ক্লাসের আয়জন করব ইনশাল্লাহ ।‌

সেই ক্লাসে কিভাবে ইউরোপের জন্য আবেদন করতে হয় এ টু জেড বিস্তারিতভাবে তুলে ধরা হবে, আপনারা যদি সেই মাস্টার ক্লাসে জয়েন করেন একা একা ঘরে বসে ইউরোপের বিভিন্ন ক্যাটাগরির ভিসা আবেদন করতে পারবেন ।

এছাড়াও আমাদের এই পেজে প্রতি বৃহস্পতিবার রাত দশটায় "ভিসা শো" নামে একটা ফেসবুক লাইভ হয় সেখানে আপনারা জয়েন করে ইউরোপ আমেরিকার ভিসা সম্পর্কে সম্পন্ন ফ্রিতে জানতে পারবেন ।

আপনারা ইউরোপের মাস্টার ক্লাস করার জন্য আগ্রহী কিনা কমেন্ট করে জানাবেন ।

আর এই পোস্টটি অবশ্যই শেয়ার করবেন, শেয়ারকারীদের মধ্যে টপ ফ্যান থেকে সম্পূর্ণ ফ্রিতে আমেরিকার অ্যাপ্লিকেশন করে দেওয়া হয় ।

আপডেট পেতে কমেন্টে দেওয়া আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন ।

Address

Kolkata
4330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Travel & Immigration Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Travel & Immigration Guide:

Share

Category