AlNuba Overseas

AlNuba Overseas Best way to build your future with us

আমরা বাংঙ্গালী 🇧🇩 আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যে দেশে যাই সেই দেশের শ্রমবাজার নষ্ট করা😢। ✅২০২৩ সালে লিথুনিয়া অনেক ভিস...
01/08/2025

আমরা বাংঙ্গালী 🇧🇩 আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যে দেশে যাই সেই দেশের শ্রমবাজার নষ্ট করা😢।

✅২০২৩ সালে লিথুনিয়া অনেক ভিসা (TRC) দিয়েছিল সেটা আমরা নষ্ট করেছি।

✅ ২০২৪ সালে ক্রোয়েশিয়া অনেক ভি'সা দিয়েছিল সেটার শ্রমবাজার আমরা নষ্ট করেছি।

🇷🇸 এখন #সার্বিয়া অনেক ভি'সা দিচ্ছে, সেটারও শ্রমবাজার আমরা নষ্ট করতে চলেছি।
আর কবে তোরা মানুষ হবি রে ভাই। অন্তত ছয় মাস থেকে একটা বছর সার্বিয়া তে অবস্থান করে তারপর অন্য কোথাও শিফটিং কর।

🇷🇸 #সার্বিয়া তে ঢোকার পরপরই গেম দিলে ওই কোম্পানি আর বাঙালি নিতে চায়না। এবং পরবর্তী গ্রুপের ভিসা কার্যক্রম দেরিতে হয় অথবা পেন্ডিং এ ফেলে রাখে কিংবা কেনসেল করে দেয়।

✈️ বর্তমান সময়ে বাংলাদেশীদের পাসপোর্ট এর মান একদমই কম। মিডিল ইস্ট এর টুরিস্ট ভিসার আবেদন করলে ঠিকঠাক মত ভি'সা পাওয়া যাচ্ছে না। টুরিস্ট ভি'সায় গিয়ে হাজারো বাঙালি আর ফেরত আসেনা বাংলাদেশে।
ওয়ার্ক পারমিট ভি'সায় গেলে এক দেশ থেকে আর এক দেশে গেম দেয়। কোম্পানিতে কাজ করা তো দূরে থাক অনেকে তো কোম্পানিতে এন্ট্রি করে না। কি আর বলব বলতে গেলে অনেক সময় নিজেদের গায়ে এসে পড়ে।

✈️ বর্তমান সময়ে ইউরোপের দুই চারটা দেশ ছাড়া বাকি সবগুলাই বন্ধ আমাদের জন্য। যদিও কিছু উন্নত দেশ ইতিমধ্যে নতুনভাবে শ্রমবাজার চালু করেছে যেমন জার্মানি, নরওয়ে, স্লোভেনিয়া, গ্রীস ইত্যাদি দেশ।

✈️ যে দেশগুলা খোলা আছে সেগুলোর ও অবস্থা আমরা নিজেরাই খারাপ করে ফেলতেছি। হয়তোবা এক বছর পর দেখা যাবে বাংলাদেশীদের জন্য ইউরোপের সকল ভি'সা বন্ধ।

ভাই আমাদের পিছনে তো হাজার হাজার মানুষের স্বপ্ন, আপনি আমি চলে যাচ্ছি কিন্তু পিছনে যাদের স্বপ্ন ফেলে রেখে যাচ্ছি তাদের কথা কি একবার চিন্তা করি আমরা?? ২০২৪ সালেও সার্বিয়ার ভি'সার অবস্থা খুব খারাপ ছিল। ২০২৫ সার্বিয়া যখন অনেক ভালো ভি'সা দিচ্ছে তখনই শুরু হলো বাঙ্গালীদের গেম দেওয়া। আল্লাহ জানে পরবর্তীতে কি আসতে চলেছে আমাদের জন্য।

✈️ সকল ইউরোপে প্রত্যাশী ভাইদের মনের আশা আল্লাহ যেন পূরণ করেন। আমিন।

যারা রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য মালয়েশিয়া থেকে এম্বাসি ফেস করেছেন অথবা ভবিষ্যতে করবেন, তাদের সবাইকে একটি পরামর্...
01/08/2025

যারা রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য মালয়েশিয়া থেকে এম্বাসি ফেস করেছেন অথবা ভবিষ্যতে করবেন, তাদের সবাইকে একটি পরামর্শ দিব, সকলেই আপনারা মালয়েশিয়ার পাশাপাশি ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখেন ✅🤝

বাই চান্স কোন কারনে মালয়েশিয়া থেকে রিফিউজ হয়ে গেলে ইন্ডিয়াতে এম্বাসি ফেইস করার সুযোগ পাবেন একই পারমিটে, এবং ভিসা পসিবিলিটি 90% হয়ে থাকে !

কারণ রোমানিয়া দিল্লি এমব্যাসি যারা বিদেশ ফেরত বা দেশের বাইরে কাজ করে এক্সপেরিয়েন্স আছে তাদের সহজেই ভিসা দিয়ে থাকে !

সুতরাং ইতিমধ্যে যারা রিফিউজ হয়ে গেছেন তারা দিল্লিতে এপয়েন্টমেন্ট ডেট নেন ! কথাগুলো পূর্বের এক্সপেরিয়েন্স থেকে বললাম ! 🇪🇺

আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রোমানিয়ার পারমিট এর ভেলিডিটি থাকে ছয় মাস, আপনি যেখানেই ভিসার জন্য আবেদন করেন ছয় মাসের মধ্যেই আবেদন করতে হবে! এরপরে আবেদন করলে সেটি দিয়ে ভিসা পাবেন না ❌

মালয়েশিয়া থেকে যারা রোমানিয়া এপ্লাই করেছে বা করবে সবাইকে শেয়ার করুন এবং মেনশন করুন !✅

ইউরোপের সঠিক তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন :

 #মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়নি,   #দালালদের ফাদে পা দিবেন না,  #সতর্কতা অবলম্বন করুন,
01/08/2025

#মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়নি,
#দালালদের ফাদে পা দিবেন না,
#সতর্কতা অবলম্বন করুন,

গণহারে সবাই একই দেশে এপ্লাই করে জ্যাম বাধাবেন না ! বাজেট-সময়-লক্ষ্য ঠিক রেখে এপ্লাই করুন 🇪🇺💶সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া...
01/08/2025

গণহারে সবাই একই দেশে এপ্লাই করে জ্যাম বাধাবেন না !
বাজেট-সময়-লক্ষ্য ঠিক রেখে এপ্লাই করুন 🇪🇺💶
সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, গ্রীস, জার্মানি, স্লোভেনিয়া, কসোভো, মন্টিনেগ্রো, পর্তুগাল 🇵🇹🇵🇹✈️

🏨 বুর্জ আল আরব সম্পর্কে তথ্য: • অবস্থান: দুবাই, সংযুক্ত আরব আমিরাত (UAE)। এটি একটি কৃত্রিম দ্বীপের উপর তৈরি, জুমেইরাহ বি...
28/07/2025

🏨 বুর্জ আল আরব সম্পর্কে তথ্য:
• অবস্থান: দুবাই, সংযুক্ত আরব আমিরাত (UAE)। এটি একটি কৃত্রিম দ্বীপের উপর তৈরি, জুমেইরাহ বিচের কাছাকাছি।
• উচ্চতা: প্রায় ৩২১ মিটার (১,০৫৩ ফুট)। এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ হোটেল (শুধু হোটেল হিসেবে ব্যবহৃত ভবনগুলোর মধ্যে)।
• নকশা ও স্থাপত্য: হোটেলটির নকশা একটি 帆চালিত নৌকার (sailboat) মতো। এই আর্কিটেকচারাল আইকন ডিজাইন করেছেন ব্রিটিশ স্থপতি Tom Wright।
• উদ্বোধন: ১৯৯৯ সালে।
• তারকা মান: এটি নিজেকে “৭-তারকা হোটেল” হিসেবে পরিচিত করে, যদিও আনুষ্ঠানিকভাবে এটি একটি ৫-তারকা হোটেল।
• রুম সংখ্যা: মোট ২০২টি ডুপ্লেক্স সুইট রয়েছে। সবচেয়ে ছোট সুইট ১৬৯ বর্গমিটার, আর সবচেয়ে বড়টি ৭৮০ বর্গমিটার।
• বিলাসবহুল সুযোগ-সুবিধা:
• ব্যক্তিগত বাটলার সার্ভিস
• হেলিপ্যাড (ছাদের উপরে)
• রোলস রয়েস লিমো সার্ভিস
• আন্ডারওয়াটার রেস্টুরেন্ট “Al Mahara”
• স্কাইভিউ বার ও ইনফিনিটি পুল
• নির্মাণ ব্যয়: প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার।

🌅 কিছু আকর্ষণীয় তথ্য:
• এটি একটি প্রাইভেট দ্বীপে নির্মিত, যা একটি বাঁধ দিয়ে মূল শহরের সঙ্গে সংযুক্ত।
• রাতে হোটেলটি বিভিন্ন রঙের আলো দিয়ে আলোকিত হয়, যা একে দূর থেকে আরও মনোমুগ্ধকর করে তোলে।
• এটি দুবাইয়ের সবচেয়ে আইকনিক ও ফটোগ্রাফড ভবনগুলোর একটি।

✈️ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ✈️📅 ২৭ জুলাই ২০২৫, রবিবার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতি...
27/07/2025

✈️ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ✈️

📅 ২৭ জুলাই ২০২৫, রবিবার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত সম্মানিত যাত্রী ও তাদের স্বজনদের জন্য নিম্নোক্ত নির্দেশনা কার্যকর হচ্ছে:

🔴 ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীদের বিদায়/স্বাগত জানাতে সর্বোচ্চ ২ জন স্বজন যাত্রীর সঙ্গে প্রবেশ করতে পারবেন।

🔴 উদ্দেশ্য:

বিমানবন্দর এলাকায় যানজট নিরসন

নিরাপত্তা নিশ্চিতকরণ

যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা

🔴 অনুরোধ:
বিমানবন্দরে প্রবেশকারী সকলকে অনুরোধ করা হচ্ছে—
✔️ সুশৃঙ্খলভাবে চলাফেরা করুন
✔️ কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন
✔️ নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত ভিড় তৈরি থেকে বিরত থাকুন

📢 এই ব্যবস্থা যাত্রী ও স্বজনদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য নেয়া হয়েছে। সবার সহযোগিতা একান্ত কাম্য।

📍 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ

#এয়ারপোর্ট

27/07/2025

সেঙ্গেন জোনের যে ০৭ টি দেশে অধিক বাংলাদেশী রয়েছে তার বিস্তারিত: 🇮🇹-🇫🇷-🇩🇪-🇪🇸-🇬🇷-🇵🇹-🇷🇴

🇮🇹 ইতালি:
• সংখ্যা: প্রায় ১.৫–২ লক্ষ বাংলাদেশি।
• মূল এলাকা: রোম, মিলান, নেপলস, ভেনিস।
• কারণ: কৃষি ও হোটেল খাতে কাজ, সহজ রেসিডেন্সি পাওয়া, ফ্যামিলি রিইউনিয়ন।

🇫🇷 ফ্রান্স:
• সংখ্যা: আনুমানিক ৫০,০০০–৭০,০০০ বাংলাদেশি।
• মূল এলাকা: প্যারিস (La Chapelle), মার্সেই, লিল।
• কারণ: রাজনৈতিক আশ্রয় (asylum), কাজ ও ব্যবসার সুযোগ।

🇩🇪 জার্মানি:
• সংখ্যা: ২৫,০০০–৪০,০০০ বাংলাদেশি।
• মূল এলাকা: বার্লিন, হ্যামবুর্গ, ফ্রাঙ্কফুর্ট।
• কারণ: উচ্চশিক্ষা, আশ্রয় ও দক্ষ শ্রমিকের সুযোগ।

🇪🇸 স্পেন:
• সংখ্যা: প্রায় ৩০,০০০–৪০,০০০ বাংলাদেশি।
• মূল এলাকা: বার্সেলোনা, মাদ্রিদ।
• কারণ: সহজ রেসিডেন্সি, ব্যবসা ও রেস্টুরেন্ট খাত।

🇬🇷 গ্রিস:
• সংখ্যা: ২০,০০০–৩০,০০০ বাংলাদেশি।
• মূল এলাকা: এথেন্স।
• কারণ: কৃষিখাত ও নির্মাণ কাজে শ্রমিক।

🇵🇹 পর্তুগাল:
• সংখ্যা: প্রায় ১০,০০০–১৫,০০০ বাংলাদেশি।
• মূল এলাকা: লিসবন।
• কারণ: সহজ নাগরিকত্ব পাওয়া যায়, নতুন অভিবাসীদের জন্য সহনশীল পরিবেশ।

🇷🇴 রোমানিয়াঃ (Romania)
-সংখ্যা: প্রায় ৩,০০০-৪,০০০ বাংলাদেশী।
-মূল এলাকা: বুখারেস্ট, ক্লুজ, ইয়াস, তিমিসোয়ারা ও কনস্টান্টা।
-কারন: এগুলা সবচেয়ে বড় বড় শহর এবং কর্মীর চাহিদা রয়েছে। তবে রোমানিয়া একমাত্র দেশ যে নন-সেঙ্গেন অবস্থায় বাংলাদেশীদের প্রায় ৩০-৪০ হাজারের মতো ভিসা দিয়েছে। এবং সেঙ্গেন হবার পর প্রায় ৮-১০ হাজার ভিসা দিয়েছে গত ১বছর।

তবে দেশটির প্রধান সমস্যা কোম্পানি সব ভালো হয়না, অধিকাংশ কাজ করিয়েও সেলারি ঠিকমতো দেয়না। পেপারস করে দেয়না, লোক আসার পর ইলিগ্যাল হয়ে পড়লে বাধ্য হয়ে সেন্ট্রাল ইউরোপে মুভ করে। তবে কিছু কিছু কোম্পানি ভালো হওয়াতে অনেকেই এখনো আছে, টি'আর'সি কার্ড পেলেই পরিবার নিয়ে বসবাস করার মতো দারুণ পরিবেশ ও সুযোগ সুবিধা রয়েছে দেশটিতে।

এখনো দেশটি বাংলাদেশ সহ ৩য় বিশ্বেত দেশগুলোতে নিয়মিত ভিসা দিয়ে আসছে, এই দেশ মধ্যবিত্ত পরিবারের ইউরোপের স্বপ্ন পূরণের অন্যতম দার।

ধন্যবাদ। আলনুবা ওভারসীজ এর সাথেই থাকুন।

















27/07/2025

✈️ 🇷🇸 সার্বিয়া ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা 🇷🇸

🔍 🇷🇸 সার্বিয়া (Serbia) পরিচিতিঃ

🇷🇸 সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত একটি দেশ। এর রাজধানী বেলগ্রেড (Belgrade)।

প্রতিবেশী দেশসমূহঃ
🇭🇺 হাঙ্গেরি | 🇷🇴 রোমানিয়া | 🇧🇬 বুলগেরিয়া | 🇧🇦 বসনিয়া | 🇭🇷 ক্রোয়েশিয়া | 🇲🇰 নর্থ মেসিডোনিয়া

👉 সার্বিয়ার মুদ্রার নাম Serbian Dinar। তবে ইউরো চলে।

🇷🇸 সার্বিয়া কাজের ভিসা নিয়ে কমন কিছু প্রশ্নোত্তর

১. বাংলাদেশ থেকে সার্বিয়া কাজের ভিসা হয় কি না?

✅ জি, হয়।

২. a. ফাইল জমা দিতে কত টাকা লাগে?
💰 ৭–১০ লাখ টাকার মতো, এজেন্ট বা উৎসের উপর নির্ভর করে।

২.b. অগ্রিম ছাড়া সার্বিয়ার ফাইল প্রসেসিং করা যায় কিনা?

উত্তর: কোন এজেন্সি আপনার জন্য ইনভেস্ট করবেনা। এজেন্সি ভেদে অগ্রিম টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। তবে সর্বোচ্চ ১ লক্ষ টাকার বেশি এডভান্স দিবেন না।

৩. মেডিকেল সার্টিফিকেট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে কি না?

❌ না, লাগে না।

৪. ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে?
📅 দেড়-২ মাস (ভালো মাধ্যম হলে)।

৫. ওয়ার্ক পারমিট অনলাইনে হতে কতদিন লাগে?
🌐 ১০–২০ দিন।

৬. ভিসা অ্যাপ্রুভাল আসতে কত সময় লাগে?
🕒 ৩–৪ মাস (ওয়ার্ক পারমিট হওয়ার পর)।

৭. ফুল ভিসা প্রসেস হতে কতদিন লাগে?
⏳ প্রায় ৪-৬ মাস

৮. স্টিকার ভিসা আসতে কতদিন লাগে?
📄 ১ মাসের মতো।

৯. ৩ মাসে ভিসা পাওয়া সম্ভব?
❌ না। কেউ বললে বুঝবেন, সেটা ধোঁকা।

১০. এয়ারপোর্ট কন্ট্রাকে যাওয়া যায় কি না?
❌ সম্ভব না। ভিসার পর BMET ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করতে হয়।

১১. বাংলাদেশে সার্বিয়ার এম্বাসি আছে কি?
❌ নেই, তবে বাংলাদেশ থেকেই প্রসেস করা যায়। এম্বাসি ফেস করতে হয়না। ইন্টারভিউ লাগেনা।

১২. সার্বিয়া থেকে ইতালি বা অন্যান্য সেঞ্জেনভুক্ত দেশে যাওয়া যায় কি?

✅ হ্যাঁ, বৈধ ও অবৈধ দুইভাবেই। আমাদের পরামর্শঃ বৈধভাবে চেষ্টা করুন।

১৩. কত টাকা ইনকাম করা যায়?
💶 কমপক্ষে ৬০০–৭০০ ইউরো প্রতি মাসে। তবে কিছু সেক্টরে ১০০০-১২০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।

১৪. কোন কাজ বেশি মিলে?
🏗️ কনস্ট্রাকশন
🍽️ রেস্টুরেন্ট
🏨 হোটেল
🧹 ক্লিনিং
🚌 কার মেকানিক
🛞 ফ্যাক্টরি ও ওয়্যারহাউজ

১৫. কাজ পরিবর্তন করা যায় কি না?
⚠️ সাথে সাথেই না। ২-৬ মাস পরে সম্ভব।

১৬. TRC কার্ড পেতে কতদিন লাগে?
🪪 ১-২ মাস।

১৭. PR (Permanent Residency) পেতে কত সময় লাগে?
📆 কমপক্ষে ৩-৫ বছর বৈধভাবে থাকতে হবে।

১৮. ভিসা রেশিও কেমন?
📈 বর্তমানে অনেকটাই ভালো।

১৯. কন্ট্রাক্টে ভিসা করা যায় কিনা?
উত্তর: সেটিং থাকলে কন্ট্রাক্টে ভিসা করা যায়।

এর বাহিরে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে বা ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন।

✈️বিস্তারিত জানতে সরাসরি অফিসে যোগাযোগ করুনঃ

📞 ফোন/ হোয়াটসঅ্যাপ #

☎ 01711-465759

📍 অফিসের ঠিকানা:
আলনুবা ওভারসীজ

হাউজ # ১৪, (৫ম তলা), রোড # ০১,
ও.আর. নিজাম রোড আ/এ, জিইসি মোড়, চট্টগ্রাম-৪০০০।

🔔 পরামর্শ:
সাগর-জঙ্গল পাড়ি দেওয়া, জা*ল ভিসা ব্যবহার করে বা ঝুঁ-কিপূর্ণ পথে বিদেশে যাওয়ার চেয়ে বৈধ-ভাবে ভিসা নিয়ে যান। ধৈর্য ধরে সময় নিন এবং নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিরাপদ রাখুন।

🇰🇼 কুয়েত জব ভিসা। কুয়েতের বিখ্যাত কোম্পানি ABGT Group এর অধীনে রেষ্টুরেন্টে জরুরি নিয়োগ!🍽️ কুয়েতের বিখ্যাত রেস্টুরেন্টে!...
26/07/2025

🇰🇼 কুয়েত জব ভিসা। কুয়েতের বিখ্যাত কোম্পানি ABGT Group এর অধীনে রেষ্টুরেন্টে জরুরি নিয়োগ!

🍽️ কুয়েতের বিখ্যাত রেস্টুরেন্টে!

📌 পদের নাম
✔️ সেফ (কুক)
✔️ ওয়েটার
✔️ ক্লিনার

💰 বেতন
৯০ – ১৬০ কুয়েত দিনার + ওভারটাইম

🎁 সুবিধাসমূহ:
✔️ থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা ফ্রি
✔️ ভিসা/ আকামা রিনিউ সম্পূর্ণ ফ্রি
✔️ মেডিক্যাল কোম্পানির পক্ষ থেকে
✔️ প্রতি ২ বছর পর ছুটির সুযোগ

📋 যোগ্যতা
✔️ বয়স: ২৩ – ৪০ বছর
✔️ প্রার্থীকে ইংরেজি জানতে হবে

📑 আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র:
✔️ বৈধ পাসপোর্ট
✔️ ২ কপি ছবি
✔️ কাজের অভিজ্ঞতা সনদ (যদি থাকে)
✔️ শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)

📢 দেরি না করে আজই আবেদন করুন! সীমিত সিট!

📍 যোগাযোগ করুন:
🏢 আলনুবা ওভারসীজ
📌 হাউজ # ১৪, (৫ম তলা), রোড # ০১, ও,আর,নিজাম রোড আ/এ, জিইসি মোড়, চট্টগ্রাম।

ফোন/ হোয়াটসঅ্যাপ # 01711-465759

⚠️ এয়ার টিকেট কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতন থাকা দরকার, যা আপনার অর্থ, সময় এবং ভ্রমণের অভিজ্ঞতাকে আনন্...
25/07/2025

⚠️ এয়ার টিকেট কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতন থাকা দরকার, যা আপনার অর্থ, সময় এবং ভ্রমণের অভিজ্ঞতাকে আনন্দময় করতে সহায়ক হবে। নিচে এয়ার টিকেট কেনার আগে যে ৫টি বিষয়ে সতর্ক থাকা উচিত তা দেওয়া হলো:

⭐ ফ্লাইটের রিটার্ন এবং বাতিলের নীতি যাচাই করুন: টিকেট কেনার আগে ফ্লাইটের রিটার্ন এবং বাতিলের নীতি ভালোভাবে বুঝে নিন। অনেক সময় টিকেট বাতিল বা তারিখ পরিবর্তন করতে হতে পারে। কিছু এয়ারলাইন এতে অতিরিক্ত ফি চার্জ করে, তাই নীতি সম্পর্কে ধারণা রাখা গুরুত্বপূর্ণ।

⭐ সঠিক তারিখ এবং সময় যাচাই করুন: টিকেট কেনার সময় আপনার ভ্রমণ তারিখ ও সময় ভালোভাবে যাচাই করুন। আন্তর্জাতিক ফ্লাইটে সময় পরিবর্তনের কারণে ভুল হওয়ার আশঙ্কা থাকে। নিশ্চিত করুন যে টিকেটে সঠিক তারিখ ও সময় রয়েছে, যাতে কোনো অসুবিধায় না পড়েন।

⭐ হিডেন চার্জ বা অতিরিক্ত খরচ সম্পর্কে জানুন: কিছু এজেন্সি বা এয়ারলাইনস টিকেটের জন্য হিডেন চার্জ নেয়, যেমন লাগেজ ফি, সিট সিলেকশন ফি ইত্যাদি। টিকেট বুকিংয়ের আগে সব খরচ সম্পর্কে জেনে নিন, যাতে পরে কোনো অপ্রত্যাশিত খরচের সম্মুখীন হতে না হয়।

⭐ ফ্লাইটের ট্রানজিট সময় এবং বিরতি পরীক্ষা করুন: অনেক সময় সাশ্রয়ী টিকেটের ক্ষেত্রে ট্রানজিট বা বিরতির সময় দীর্ঘ হয়। তাই ট্রানজিটের সময় এবং বিরতির স্থানের নিরাপত্তা যাচাই করুন। দীর্ঘ ট্রানজিটের ক্ষেত্রে ভ্রমণ অভিজ্ঞতা খারাপ হতে পারে।

⭐ এয়ারলাইন রিভিউ এবং কাস্টমার সার্ভিস যাচাই করুন: টিকেট কেনার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের রিভিউ দেখে নিন এবং কাস্টমার সার্ভিসের মান সম্পর্কে ধারণা নিন। কিছু এয়ারলাইনের সেবা মান খারাপ হতে পারে, যা ভ্রমণকে অসুবিধাজনক করে তুলতে পারে।

⭐ এই বিষয়গুলোর ওপর সতর্ক থেকে এয়ার টিকেট কিনলে আপনার ভ্রমণ হবে আরামদায়ক এবং সাশ্রয়ী।

🛑 ভি সা নিয়ে প্রতারণা হচ্ছে প্রতিদিন — আপনি সাবধান তো?আজ আমাদের অফিসে এক ভদ্রলোক আসলেন, বললেন তিনি নিউজিল্যান্ডের কাজের ...
25/07/2025

🛑 ভি সা নিয়ে প্রতারণা হচ্ছে প্রতিদিন — আপনি সাবধান তো?

আজ আমাদের অফিসে এক ভদ্রলোক আসলেন, বললেন তিনি নিউজিল্যান্ডের কাজের ভি সা পেয়েছেন। সব রেডি, শুধু ফ্লাইট বাকি। এখন এজেন্ট কে পেমেন্ট করার আগে আসছে যাচাই করতে।

আমরা যখন ভি সাটি যাচাই করলাম, তখন দেখলাম —
❗ এটা কোনো Work Vi sa না, বরং একটি NZeTA (New Zealand Electronic Travel Authority)।

👉 অথচ বাংলাদেশি নাগরিকদের জন্য NZeTA প্রযোজ্যই না। কারণ বাংলাদেশ নিউজিল্যান্ডের Vi sa Waiver Country নয়।
🔍 অর্থাৎ, এটির মাধ্যমে কেউ নিউজিল্যান্ডে ভ্রমণ করতে পারে না, কাজ তো দূরের কথা।

🎯 এটা ছিল প্রতা*রণা, সরাসরি ভু*য়া আশ্বাস দিয়ে মানুষ ঠকা*নো।

অনেকেই না জেনে-বুঝে কিছু দালাল বা অসাধু ব্যক্তির ফাঁদে পড়েন —
তারা বলে “ভি সা হয়ে গেছে”, “সব রেডি”, অথচ বাস্তবে কিছুই হয়নি।

✅ তাই অনুরোধ রইলো:
যেখানেই যান না কেন —

“জানুন, বুঝুন, যাচাই করুন — তারপর লেনদেন করুন।”

ভবিষ্যত, টাকা ও সম্মানের প্রশ্নে হেলায় চলবে না।

📌 আপনি যদি ভিসা যাচাই, ট্রাভেল ডকুমেন্ট বা বিদেশ যাত্রা নিয়ে নিশ্চিত হতে চান, আমাদের অভিজ্ঞ টিম রয়েছে আপনাকে সহায়তা করার জন্য।

(Copy post)

🧠 সতর্ক থাকুন — নিরাপদ থাকুন।

#ভিসা_সতর্কতা

🇲🇰  #মেসিডোনিয়াতে যারা জব ভিসায় যাচ্ছেন, পোস্টটি আপনাদের জন্য।ইউরোপের যে দেশেই বা যেই কাজেই যাচ্ছেন, সেটি পছন্দ হোক বা...
25/07/2025

🇲🇰 #মেসিডোনিয়াতে যারা জব ভিসায় যাচ্ছেন, পোস্টটি আপনাদের জন্য।

ইউরোপের যে দেশেই বা যেই কাজেই যাচ্ছেন, সেটি পছন্দ হোক বা না হোক, বেতন কম হোক বা বেশী — দয়া করে কমপক্ষে ১ বছর থেকে কাজ করুন।

এটা শুধু আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত না, বরং আপনার ব্যবহার এবং কাজের মানের উপরই নির্ভর করবে ভবিষ্যতে আর কতজন বাংলাদেশি মেসিডোনিয়াতে কাজ করার সুযোগ পাবে।

আপনার প্রতিটি পদক্ষেপই আমাদের দেশের ভাবমূর্তির প্রতিচ্ছবি। 🇧🇩

দায়িত্বশীল হোন, ধৈর্য ধরুন, সময় দিন, ভবিষ্যৎ তৈরি করুন। দেশের ভাবমূর্তি রক্ষা করুন।

🔔 পরামর্শ:
সাগর-জঙ্গল পাড়ি দেওয়া, জা*ল ভিসা ব্যবহার করে বা ঝুঁ-কিপূর্ণ পথে বিদেশে যাওয়ার চেয়ে বৈধ-ভাবে ভিসা নিয়ে যান। ধৈর্য ধরে সময় নিন এবং নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিরাপদ রাখুন।

Address

O.R.Nizam Road R/A, Road# 01, CDA Avenue, GEC
Chittagong
4000

Opening Hours

Monday 10:30 - 18:00
Tuesday 10:30 - 18:00
Wednesday 10:30 - 18:00
Thursday 10:30 - 18:00
Saturday 10:30 - 18:00
Sunday 10:30 - 18:00

Telephone

+8801711465759

Alerts

Be the first to know and let us send you an email when AlNuba Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AlNuba Overseas:

Share

Category