
01/08/2025
আমরা বাংঙ্গালী 🇧🇩 আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যে দেশে যাই সেই দেশের শ্রমবাজার নষ্ট করা😢।
✅২০২৩ সালে লিথুনিয়া অনেক ভিসা (TRC) দিয়েছিল সেটা আমরা নষ্ট করেছি।
✅ ২০২৪ সালে ক্রোয়েশিয়া অনেক ভি'সা দিয়েছিল সেটার শ্রমবাজার আমরা নষ্ট করেছি।
🇷🇸 এখন #সার্বিয়া অনেক ভি'সা দিচ্ছে, সেটারও শ্রমবাজার আমরা নষ্ট করতে চলেছি।
আর কবে তোরা মানুষ হবি রে ভাই। অন্তত ছয় মাস থেকে একটা বছর সার্বিয়া তে অবস্থান করে তারপর অন্য কোথাও শিফটিং কর।
🇷🇸 #সার্বিয়া তে ঢোকার পরপরই গেম দিলে ওই কোম্পানি আর বাঙালি নিতে চায়না। এবং পরবর্তী গ্রুপের ভিসা কার্যক্রম দেরিতে হয় অথবা পেন্ডিং এ ফেলে রাখে কিংবা কেনসেল করে দেয়।
✈️ বর্তমান সময়ে বাংলাদেশীদের পাসপোর্ট এর মান একদমই কম। মিডিল ইস্ট এর টুরিস্ট ভিসার আবেদন করলে ঠিকঠাক মত ভি'সা পাওয়া যাচ্ছে না। টুরিস্ট ভি'সায় গিয়ে হাজারো বাঙালি আর ফেরত আসেনা বাংলাদেশে।
ওয়ার্ক পারমিট ভি'সায় গেলে এক দেশ থেকে আর এক দেশে গেম দেয়। কোম্পানিতে কাজ করা তো দূরে থাক অনেকে তো কোম্পানিতে এন্ট্রি করে না। কি আর বলব বলতে গেলে অনেক সময় নিজেদের গায়ে এসে পড়ে।
✈️ বর্তমান সময়ে ইউরোপের দুই চারটা দেশ ছাড়া বাকি সবগুলাই বন্ধ আমাদের জন্য। যদিও কিছু উন্নত দেশ ইতিমধ্যে নতুনভাবে শ্রমবাজার চালু করেছে যেমন জার্মানি, নরওয়ে, স্লোভেনিয়া, গ্রীস ইত্যাদি দেশ।
✈️ যে দেশগুলা খোলা আছে সেগুলোর ও অবস্থা আমরা নিজেরাই খারাপ করে ফেলতেছি। হয়তোবা এক বছর পর দেখা যাবে বাংলাদেশীদের জন্য ইউরোপের সকল ভি'সা বন্ধ।
ভাই আমাদের পিছনে তো হাজার হাজার মানুষের স্বপ্ন, আপনি আমি চলে যাচ্ছি কিন্তু পিছনে যাদের স্বপ্ন ফেলে রেখে যাচ্ছি তাদের কথা কি একবার চিন্তা করি আমরা?? ২০২৪ সালেও সার্বিয়ার ভি'সার অবস্থা খুব খারাপ ছিল। ২০২৫ সার্বিয়া যখন অনেক ভালো ভি'সা দিচ্ছে তখনই শুরু হলো বাঙ্গালীদের গেম দেওয়া। আল্লাহ জানে পরবর্তীতে কি আসতে চলেছে আমাদের জন্য।
✈️ সকল ইউরোপে প্রত্যাশী ভাইদের মনের আশা আল্লাহ যেন পূরণ করেন। আমিন।