AlNuba Overseas

AlNuba Overseas Best way to build your future with us

আমি বাংলায় কথা বলি, বাংলাকে সমৃদ্ধ করি। যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মান করি। বাংলা ...
21/02/2025

আমি বাংলায় কথা বলি, বাংলাকে সমৃদ্ধ করি। যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মান করি। বাংলা ভাষা তা হোক আঞ্চলিক বা প্রমিত। বাঙালির পরিচয় বাংলায়। বাঙালির অহংকার বাংলা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

🌍 বিদেশে ট্রানজিট মিস হলে করণীয়: আপনার সম্পূর্ণ গাইড ✈অনেক ভ্রমণকারী আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার জন্য এক বা একাধিক ট্রান...
21/02/2025

🌍 বিদেশে ট্রানজিট মিস হলে করণীয়: আপনার সম্পূর্ণ গাইড ✈

অনেক ভ্রমণকারী আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার জন্য এক বা একাধিক ট্রানজিট ফ্লাইট ব্যবহার করেন। কিন্তু কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ট্রানজিট ফ্লাইট মিস হতে পারে। এটি হতাশাজনক হলেও, সঠিক পদক্ষেপ নিলে সমস্যা সমাধান করা সম্ভব।

এই গাইডে আমরা বিস্তারিত জানাচ্ছি, কীভাবে ট্রানজিট মিস হলে তা মোকাবিলা করবেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর উপায় কী।

🔵 কেন ট্রানজিট ফ্লাইট মিস হতে পারে?
ট্রানজিট ফ্লাইট মিস হওয়ার বেশ কিছু সাধারণ কারণ আছে, যেমন:
✅ প্রথম ফ্লাইটের দেরি হওয়া (যান্ত্রিক সমস্যা, আবহাওয়া, এয়ারলাইনসের বিলম্ব ইত্যাদি)।
✅ ইমিগ্রেশন বা নিরাপত্তা চেকপয়েন্টে দীর্ঘ লাইন।
✅ এয়ারপোর্টের এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে বেশি সময় লাগা।
✅ ভুল গেটে চলে যাওয়া বা ভুল বোর্ডিং সময় জানা।
✅ ব্যক্তিগত অসাবধানতা বা সময়মতো এয়ারপোর্টে না পৌঁছানো।

🟢 ট্রানজিট মিস হলে কী করবেন?
⿡ শান্ত থাকুন এবং দ্রুত পদক্ষেপ নিন
ট্রানজিট মিস হয়ে গেলে প্রথমেই নার্ভাস না হয়ে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান খুঁজতে হবে।

⿢ এয়ারলাইন কাউন্টারে যোগাযোগ করুন
ফ্লাইট মিস হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের হেল্প ডেস্কে যান এবং সমস্যাটি জানিয়ে দ্রুত সমাধানের অনুরোধ করুন। সাধারণত এয়ারলাইনের পলিসি অনুযায়ী তারা বিকল্প ফ্লাইট বা অন্যান্য সুবিধা প্রদান করে।

⿣ এয়ারলাইনের নিয়ম ও বিকল্প ফ্লাইটের সুযোগ বুঝুন
🛫 যদি প্রথম ফ্লাইটের দেরির কারণে ট্রানজিট মিস হয় এবং উভয় ফ্লাইট একই এয়ারলাইনের হয়ে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এয়ারলাইন নতুন ফ্লাইটের ব্যবস্থা করবে বিনা খরচে।
🛫 কিন্তু, যদি আপনি আলাদা এয়ারলাইনসের ফ্লাইট ব্যবহার করে থাকেন এবং ব্যক্তিগত কারণে ফ্লাইট মিস করেন, তাহলে নতুন টিকিট কিনতে হতে পারে।

⿤ আপনার ট্রানজিট ভিসা প্রয়োজন কি না, নিশ্চিত করুন
কিছু দেশে দীর্ঘ সময়ের ট্রানজিট থাকলে এয়ারপোর্টের বাইরে যেতে হলে ট্রানজিট ভিসার প্রয়োজন হয়।
🔹 সংযুক্ত আরব আমিরাত (দুবাই), যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি দেশে দীর্ঘ ট্রানজিটের জন্য ভিসা লাগতে পারে।
🔹 যদি এয়ারলাইনের হোটেল সুবিধা পাওয়া যায়, তাহলে ট্রানজিট ভিসা লাগতে পারে কি না, তা যাচাই করুন।

⿥ নতুন ফ্লাইটের কনফার্মেশন নিন
এয়ারলাইনের পক্ষ থেকে নতুন ফ্লাইটের ব্যবস্থা করা হলে, সেটি নিশ্চিত করুন এবং নতুন বোর্ডিং পাস সংগ্রহ করুন। প্রয়োজনে এয়ারলাইনের মোবাইল অ্যাপে চেক করুন।

⿦ এয়ারপোর্টে থাকা ব্যবস্থা করুন (প্রয়োজনে)
আপনার পরবর্তী ফ্লাইট যদি অনেক ঘণ্টা পরে হয়, তাহলে এয়ারপোর্টের লাউঞ্জে অবস্থান করতে পারেন।
🔹 কিছু এয়ারলাইন বিনামূল্যে হোটেল, খাবার ও ট্রান্সপোর্ট দেয় (যেমন কাতার এয়ারওয়েজ, এমিরেটস ইত্যাদি)।
🔹 যদি লাউঞ্জ বা হোটেল না পাওয়া যায়, তবে এয়ারপোর্টের নিরাপদ জায়গায় বিশ্রাম নিতে পারেন।

⿧ ট্রাভেল ইন্স্যুরেন্স থাকলে চেক করুন
অনেক ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি ফ্লাইট মিস হলে ক্ষতিপূরণ বা বিকল্প ফ্লাইটের খরচ বহন করে।
📌 আপনার ইন্স্যুরেন্স পলিসি অনুযায়ী কী সুযোগ-সুবিধা আছে, তা যাচাই করুন।

🔴 ভবিষ্যতে ট্রানজিট মিস এড়ানোর টিপস
✔ ট্রানজিট টাইম পর্যাপ্ত রাখুন – অন্তত ৩-৪ ঘণ্টার গ্যাপ রাখুন, বিশেষ করে যদি বড় এয়ারপোর্ট হয়।
✔ ফার্স্ট ফ্লাইটের দেরির আপডেট রাখুন – মোবাইল অ্যাপে ফ্লাইট স্ট্যাটাস চেক করুন।
✔ এয়ারপোর্ট ম্যাপ চেক করুন – বড় এয়ারপোর্ট হলে আগেভাগে গেটে যাওয়ার পথ চিনে নিন।
✔ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হাতের কাছে রাখুন – বোর্ডিং পাস, পাসপোর্ট, ভিসা, টিকিট প্রিন্ট কপি সাথে রাখুন।
✔ সংকটকালীন জরুরি নম্বর সংরক্ষণ করুন – এয়ারলাইনের কাস্টমার সার্ভিস নম্বর সংগ্রহে রাখুন।
✔ অতিরিক্ত পোশাক ও চার্জার সাথে রাখুন – লম্বা অপেক্ষার সময় কাজে আসতে পারে।

✨ শেষ কথা
ট্রানজিট মিস হওয়া একটি সাধারণ সমস্যা হলেও, সচেতন হলে এর সমাধান সম্ভব।

📌 পরিকল্পনা ও পর্যাপ্ত প্রস্তুতি থাকলে যেকোনো যাত্রী ট্রানজিট সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন।

📌 ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য বুকিংয়ের সময় ট্রানজিট টাইম ঠিকমতো যাচাই করুন।

ইউরোপে আসবেন ফাইল দিয়ে হতাশায় ভুগতেছেন ?কি করলে এই হতাশা থেকে মুক্তি পাবেন ? 🇪🇺☑️প্রথমত ইউরোপ নিয়ে বেশি আপনাকে চিন্তা...
19/02/2025

ইউরোপে আসবেন ফাইল দিয়ে হতাশায় ভুগতেছেন ?
কি করলে এই হতাশা থেকে মুক্তি পাবেন ? 🇪🇺☑️

প্রথমত ইউরোপ নিয়ে বেশি আপনাকে চিন্তা করা যাবে না ! বেশি প্রত্যাশা রাখা যাবে না, আপনি শুধু এতোটুকু বিশ্বাস করবেন আপনার রিজিকে থাকলে ইউরোপ হবে, আর যদি রিজিকে না থাকে হবে না !🇷🇴

দ্বিতীয়তঃ যে কাজটি করতে পারেন, বেকার থাকবেন না, যে কোন কাজে মনোযোগী হন, কাজ করে সময় পার করুন, তাহলে হতাশার মধ্যে থাকবেন না, পাশাপাশি আপনার কাজের দক্ষতা ও বাড়লো!🇭🇷

তৃতীয়ত, নামাজ পড়ুন দোয়া করুন, এবং আপনি এটা ভাবতে শিখুন, আপনার রিজিক যেখানে আছে সেখানেই হবে, ইউরোপে না হলে অন্য কোথাও হবে, শুধু শুধুই ইউরোপ নির্ভর হয়ে হতাশায় ভুগবেন না! 🇫🇷

হয়তো আল্লাহ আপনার জন্য আরো ভালো পরিকল্পনা করে রেখেছেন,, অনেকেই ইউরোপে ট্রাই করতে করতে ব্যর্থ হয়ে, আমেরিকা ইউকে কানাডা অস্ট্রেলিয়া চলে গিয়েছেন এরকম বাস্তব শত শত উদাহরণ আছে, কিন্তু তাদের ইউরোপের ভিসা হয়নি " একটা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা, আবার অনেকেই মধ্যপ্রাচ্যে চলে গেছেন , আবার অনেকেই দেশে ভালো কিছু করতেছে ! আল্লাহর উপর ভরসা রাখেন তিনি আপনার রিজিক যেখানে রেখেছে সেখানেই হবে! 🇮🇹

আবার অনেকেই ইউরোপ এর ভিসা পেয়ে ইউরোপ পৌঁছাতে পারেনি ইমিগ্রেশন থেকে বাংলাদেশে বেগ করে দিয়েছে, বা ইউরোপে যাওয়ার পরেও যে কোন কারণে বাংলাদেশের ডিপোর্ট করে দিয়েছে ! সুতরাং হতাশ হওয়া যাবে না, আল্লাহ আপনার জন্য ভালো করে পরিকল্পনা করে রেখেছেন! 🇺🇸

পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন
আপনার হতাশা গ্রস্ত বন্ধুকে মেনশন করুন! দুশ্চিন্তা করতে না করুন !

ইউরোপের সকল আপডেট পেতে আমাদের পেজটি লাইক ও ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা PCC আবেদন প্রক্রিয়া: সহজ নির্দেশিকাআবেদন প্রক্রিয়া:পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে আ...
19/02/2025

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা PCC আবেদন প্রক্রিয়া: সহজ নির্দেশিকা

আবেদন প্রক্রিয়া:
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য নিচের কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হবে:

1. পাসপোর্ট

2. জাতীয় পরিচয়পত্র (NID)

3. জন্মনিবন্ধন সনদ

4. পৌরসভা/ইউনিয়ন পরিষদ/কাউন্সিলর প্রদত্ত নাগরিক / চারিত্রিক সনদ

5. পাসপোর্ট সাইজ ছবি

[উপরের সকল কাগজপত্র স্ক্যান করে সত্যায়িত কপি সংরক্ষণ করতে হবে।]

আবেদন ফি:
পুলিশ ক্লিয়ারেন্স সনদের সরকারি ফি ভ্যাটসহ মোট ৫০৩ টাকা। এটি বিকাশ, রকেট বা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

1. অনলাইনে আবেদন করার সময় পাসপোর্টের তথ্য অনুযায়ী সঠিক তথ্য প্রদান করুন।

2. আবেদন জমা দেওয়ার পর বিভিন্ন ধাপে আপডেট পাবেন।

স্ট্যাটাসের ধাপগুলো:

1. Submitted: আবেদন সফলভাবে জমা হয়েছে।

2. Payment Received: ফি প্রদানের বিষয়টি নিশ্চিত হয়েছে।

3. Under Verification: আবেদন যাচাই প্রক্রিয়ায় রয়েছে।

এই পর্যায়ে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার আপনার সাথে যোগাযোগ করবেন। আবেদন যাচাইয়ের জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হতে পারে।

4. Ready for Print: আবেদন প্রিন্টের জন্য প্রস্তুত।

5. Certificate Printed: সার্টিফিকেট প্রিন্ট করা হয়েছে।

6. Signed by OC: অফিসার ইন চার্জ (ওসি) স্বাক্ষর করেছেন।

7. Signed by DC/SP: ডেপুটি কমিশনার বা পুলিশ সুপারের স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

8. MOFA Verification: পররাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই প্রক্রিয়া সম্পন্ন।

9. Ready for Delivery: সার্টিফিকেট সংগ্রহের জন্য প্রস্তুত।

10. Delivered: সার্টিফিকেট সরবরাহ করা হয়েছে।

ডেলিভারি প্রক্রিয়া:
সার্টিফিকেট প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৭-১৫ দিন সময় লাগে। সার্টিফিকেট সংগ্রহের সময় আবেদন কপির প্রিন্ট আউট সঙ্গে আনতে হবে।

বিশেষ নির্দেশনা:

1. প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য পুলিশকে কোনো বাড়তি অর্থ প্রদান করতে হয় না।

2. বর্তমান পুলিশ সদস্যরা অত্যন্ত সহযোগিতাপূর্ণ এবং দায়িত্বশীল।

3. সঠিক কাগজপত্র ও তথ্য প্রদান করলে পুরো প্রক্রিয়া সহজ এবং ঝামেলামুক্ত।

যারা পুলিশ ক্লিয়ারেন্স সনদ পেতে চান, তারা নির্ভয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আশা করছি এই নির্দেশিকা আপনাদের জন্য সহায়ক হবে।

বিদেশ আসতে হলে দেশ থেকে স্কিল তৈরি করে নিয়ে আসেন।১/ড্রাইভিং শিখেন,লাইসেন্স নিয়ে আসেন২/কম্পিউটার শিখে আসেন৩/আন্তর্জাতিক ভ...
18/02/2025

বিদেশ আসতে হলে দেশ থেকে স্কিল তৈরি করে নিয়ে আসেন।

১/ড্রাইভিং শিখেন,লাইসেন্স নিয়ে
আসেন
২/কম্পিউটার শিখে আসেন
৩/আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিখেন(কমিউনিকেশন এর জন্য)
৪/যেই দেশে আসবেন সেই দেশের ভাষা সম্পর্কে ধারণা নিয়ে আসেন
৫/রান্নার কাজ পারলে শিখে আসেন
৬/ইলেকট্রনিক, মোবাইল ডিভাইস ইত্যাদির কাজ জানতে পারলে ভালো
৭/গুগল থেকে সব ধরনের তথ্য বের করায় পারদর্শী হওয়ার চেষ্টা করুন।
৮/কমিনিউকেশন কিভাবে সুন্দর করে করতে হয় ভিডিও দেখে শিখে আসুন।
৯/নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার কৌশল শিখুন।
১০/পরিশ্রমের মনমানসিকতা নিয়ে আসুন
Collected

✅ধৈর্য ধরেন অন্তত পক্ষে ফেব্রুয়ারি মাস 🇭🇷 ভালো সংবাদ পাবেন ক্রোয়েশিয়া সম্পর্কে। 🇭🇷🇪🇺🇧🇩🇭🇷✅ক্রোয়েশিয়ার ভিসা ১১ কারণে ...
18/02/2025

✅ধৈর্য ধরেন অন্তত পক্ষে ফেব্রুয়ারি মাস 🇭🇷
ভালো সংবাদ পাবেন ক্রোয়েশিয়া সম্পর্কে। 🇭🇷🇪🇺🇧🇩🇭🇷

✅ক্রোয়েশিয়ার ভিসা ১১ কারণে রিজেক্ট হয় নিম্নলিখিত ৮ টি কারণ দেয়া হলো::

1. যে কোন ডকুমেন্টস জাল/নকল দিলে এবং তা প্রমানিত হলে ভিসা রিজেক্ট হয়।

2 আপনার সকল ডকুমেন্টস এর সাথে সঠিক বাসস্থান ডকুমেন্টস না থাকলে।

3. বিমা/ইন্সুইরেন্স পর্যাপ্ত না থাকা এবং সঠিক ইন্সুইরেন্স কোম্পানি থেকে না নেয়া হলে।

4. আপনার বিরুদ্ধে যদি কোম্পানি বা ক্রোয়েশিয়া ইমিগ্রেশন থেকে কোন নিষেধাজ্ঞা থাকে।

5. কোন কারনে যদি শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS) এ যদি আপনার বিরুদ্ধে কম্পলেইন থাকে।

6. আপনাকে যদি স্বাস্থ্যগত কারনে অথবা অন্য কোন কারনে ক্রোয়েশিয়ার জন্য ক্ষতিগ্রস্ত মনে করা হয়।

7. যতো ডকুমেন্টস আছে তার মধ্যে কোন ডকুমেন্টস জাল প্রমানিত হলে।

8. সঠিক ডকুমেন্টস থাকলেও যদি সন্দেহ জনক কিছু পাওয়া যায়।

🇵🇹 বাংলাদেশ থেকে পর্তুগালে আসার পর যেসব বিষয়ে অভ্যস্ত হতে হবেবাংলাদেশ থেকে পর্তুগালে আসার পর নতুন পরিবেশ, ভাষা, সংস্কৃত...
18/02/2025

🇵🇹 বাংলাদেশ থেকে পর্তুগালে আসার পর যেসব বিষয়ে অভ্যস্ত হতে হবে
বাংলাদেশ থেকে পর্তুগালে আসার পর নতুন পরিবেশ, ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে মানিয়ে নেওয়া একটু সময়সাপেক্ষ হতে পারে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো, যেগুলো আপনাকে শিখতে ও মানিয়ে নিতে হবে।
🔹 ১. ভাষার বাধা (Language Barrier)
পর্তুগালের প্রধান ভাষা পর্তুগিজ, তাই দৈনন্দিন জীবনে যোগাযোগের জন্য পর্তুগিজ শেখা খুব গুরুত্বপূর্ণ। যদিও বড় শহরগুলোতে কিছু লোক ইংরেজি জানেন, তবে সরকারি অফিস, বাজার, হাসপাতাল, ও অন্যান্য স্থানে পর্তুগিজ ভাষা প্রয়োজন হবে।
✅ পর্তুগিজ ভাষা শেখার জন্য:
👉 Duolingo / Memrise-এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন
👉 স্থানীয় পর্তুগিজ ভাষার ক্লাসে ভর্তি হওয়া যেতে পারে
🔹 ২. আবহাওয়া ও জলবায়ু (Weather & Climate)
বাংলাদেশের তুলনায় পর্তুগালের আবহাওয়া শুষ্ক ও ঠাণ্ডা। শীতকালে (ডিসেম্বর-ফেব্রুয়ারি) তাপমাত্রা ০-১০°C পর্যন্ত নেমে যেতে পারে। তাই শীতের পোশাকের ব্যবস্থা করা প্রয়োজন। গ্রীষ্মকালে (জুন-আগস্ট) আবহাওয়া গরম ও শুষ্ক হয়, তবে সহনীয়।
✅ পরামর্শ:
✔️ শীতের জন্য গরম কাপড় আনতে হবে
✔️ ছাতা ও রেইনকোট রাখা ভালো, কারণ বৃষ্টি প্রায় হয়
🔹 ৩. খাদ্যাভ্যাস ও হালাল খাবারের ব্যবস্থা
পর্তুগালে বাংলাদেশি ও হালাল খাবারের দোকান পাওয়া গেলেও সেগুলোর সংখ্যা সীমিত। সুপারমার্কেটে সাধারণত হালাল মাংস সহজে পাওয়া যায় না। তবে বড় শহরগুলোতে বাংলাদেশি দোকান ও রেস্টুরেন্ট আছে।
✅ হালাল ও বাংলাদেশি খাবার পাবেন এখানে:
✔️ Martim Moniz, Lisbon – এখানে বাংলাদেশি ও এশিয়ান বাজার আছে
✔️ Almirante Reis, Lisbon – বাংলাদেশি হোটেল ও মুদি দোকান আছে
✔️ Porto ও Faro-তেও কিছু বাংলাদেশি দোকান পাওয়া যায়
🔹 ৪. চাকরির বাজার ও কাজের সংস্কৃতি
পর্তুগালে কৃষি, নির্মাণ, রেস্টুরেন্ট ও ক্লিনিং সেক্টরে বাংলাদেশিদের বেশি কাজের সুযোগ রয়েছে। যারা শিক্ষিত ও দক্ষ, তারা আইটি, টেলিকম ও হসপিটালিটি সেক্টরে চাকরির চেষ্টা করতে পারেন।
✅ চাকরি খোঁজার সাইট:
✔️ www.net-empregos.com
✔️ www.emprego.sapo.pt
✔️ www.indeed.pt
👉 সাধারণত কাজের সময়: সকাল ৯টা – বিকাল ৬টা (ফুল-টাইম)
👉 মিনিমাম বেতন: প্রায় €820-€900/মাস
🔹 ৫. ট্রান্সপোর্ট ও চলাফেরা (Public Transport & Travel)
পর্তুগালের প্রধান শহরগুলোতে মেট্রো, বাস ও ট্রামের ভালো ব্যবস্থা আছে। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে খরচ কম হয়।
✅ ট্রান্সপোর্ট কার্ড (Navegante Card) সংগ্রহ করুন:
✔️ লিসবনে মাসিক পাস (€40-€50) কিনলে আনলিমিটেড ট্রিপ নিতে পারবেন
✔️ ট্রেন ও বাসের টিকিট সাধারণত প্রিপেইড কার্ড দিয়ে কেনা হয়
🔹 ৬. বাড়ি ভাড়া ও আবাসন ব্যবস্থা
পর্তুগালে বিশেষ করে লিসবন ও পোর্তো শহরে ভাড়ার দাম বেশি। ব্যাচেলরদের জন্য শেয়ার বাসা বা রুম ভাড়া নেওয়া সবচেয়ে ভালো বিকল্প।
✅ বাড়ি খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট:
✔️ www.idealista.pt
✔️ www.olx.pt
✔️ www.custojusto.pt
👉 প্রতি মাসের গড় ভাড়া:
🔹 ১ রুমের ফ্ল্যাট: €500-€800
🔹 শেয়ার রুম: €200-€400
🔹 ৭. আইন ও ইমিগ্রেশন নিয়ম মেনে চলা
পর্তুগালে অবৈধভাবে বসবাস করলে জরিমানা ও ডিপোর্টেশন হতে পারে। তাই যারা লিগালাইজেশনের অপেক্ষায় আছেন, তারা নিয়ম মেনে ট্যাক্স প্রদান ও আইন অনুসরণ করুন।
✅ বাস্তব পরামর্শ:
✔️ NIF (Tax Number) সংগ্রহ করুন – যেকোনো অর্থনৈতিক কার্যক্রমের জন্য প্রয়োজন
✔️ SEF (Immigration Office)-এর নিয়ম মেনে চলুন
✔️ Residence Permit Renew করতে দেরি করবেন না
🔹 ৮. সামাজিক জীবন ও বাংলাদেশি কমিউনিটি
পর্তুগালে বাংলাদেশিদের জন্য বিভিন্ন কমিউনিটি ও সংগঠন রয়েছে, যেগুলো নতুন অভিবাসীদের সাহায্য করে।
✅ বাংলাদেশি সংগঠন ও কমিউনিটি:
✔️ Lisbon Bangladesh Association
✔️ Porto Bangladeshi Community
✔️ Facebook Group: বাংলাদেশি কমিউনিটি ইন পর্তুগাল
👉 এই কমিউনিটিগুলো নতুনদের চাকরি খোঁজা, বাসা ভাড়া, আইনগত সহায়তা ও অন্যান্য তথ্য দিয়ে সাহায্য করে।

💡 পরামর্শ ও সতর্কতা:
✔️ পর্তুগিজ ভাষা শেখার চেষ্টা করুন – এটি চাকরি ও দৈনন্দিন জীবনে সহায়ক হবে

✔️ প্রতারণা থেকে সতর্ক থাকুন – অবৈধ দালালের মাধ্যমে লিগালাইজেশন চেষ্টা করবেন না

✔️ বাড়ি ভাড়ার চুক্তিপত্র ভালোভাবে বুঝে নিন – কোনো স্ক্যামের শিকার হবেন না

✔️ আইনি সহায়তার প্রয়োজন হলে পর্তুগিজ ইমিগ্রেশন অফিস বা আইনজীবীর পরামর্শ নিন
পর্তুগালে মানিয়ে নেওয়া কিছুটা সময়সাপেক্ষ হতে পারে, তবে ধাপে ধাপে এগোলে এটি সহজ হয়ে যাবে। পর্তুগিজ ভাষা শেখা, আইন মেনে চলা ও বাংলাদেশি কমিউনিটির সাহায্য নেওয়া আপনার নতুন জীবনে সাফল্যের চাবিকাঠি হতে পারে।

হে আল্লাহ আজ পবিত্র শবে বরাতেএ উছিলায় আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দাও আমিন।
14/02/2025

হে আল্লাহ আজ পবিত্র শবে বরাতেএ উছিলায় আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দাও আমিন।

প্রতিদিন শত-শত রেমিট্যান্স যোদ্ধা আমাদেরকে ইনবক্সে তাঁদের দুঃখ কষ্টের কথা জানান। অসংখ্য ভাই নিচের মেসেজটি বারবার করে পাঠ...
11/02/2025

প্রতিদিন শত-শত রেমিট্যান্স যোদ্ধা আমাদেরকে ইনবক্সে তাঁদের দুঃখ কষ্টের কথা জানান। অসংখ্য ভাই নিচের মেসেজটি বারবার করে পাঠাচ্ছেন। প্রবাসীদের বিষয়গুলো দ্রুতসময়ে এড্রেস করুন।

"প্রবাসীদের নিয়ে কয়েকটি এজেন্সির সিন্ডিকেট দ্বারা ভয়াবহ জালিয়াতি।

বিষয়গুলো পয়েন্ট আকারে তুলে ধরছি:

1️⃣ সৌদি রুটে গ্রুপ টিকিটের দাম বেড়েছে:
আগে যেখানে গ্রুপ টিকিটের মূল্য ৩৫-৪০ হাজার টাকা ছিল, এখন সিন্ডিকেট করে প্রতিটি টিকিট ৮০-৯০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।

2️⃣ ফ্লাইট সংখ্যা হ্রাস:
আগে প্রতি সপ্তাহে ৯৮টি ফ্লাইট চলত, কিন্তু এখন তা কমিয়ে মাত্র ৪৪টি করা হয়েছে।

3️⃣ সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি:
কিছু এজেন্সি আগাম বিনিয়োগ করে ৪-৫টি এজেন্সির মাধ্যমে গ্রুপ টিকিট কৃত্রিম সংকটে রেখেছে। দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দেওয়া জরুরি।

4️⃣ ব্ল্যাঙ্ক সিট বুকিং দেখিয়ে সংকট আরও বৃদ্ধি:
ফ্লাইটগুলোতে খালি সিট থাকা সত্ত্বেও, ব্ল্যাঙ্ক সিট দেখিয়ে সংকট সৃষ্টি করা হচ্ছে।

5️⃣ এয়ারপোর্টে যাত্রী হয়রানি:
বিভিন্ন অজুহাতে যাত্রীদের হয়রানি করে তাদের ফ্লাইট মিস করানো হচ্ছে, এরপর অন্য যাত্রী কন্ট্রাক্টে উঠিয়ে দেওয়া হচ্ছে। এতে প্রতি কন্ট্রাক্ট ১ থেকে ১.২০ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

6️⃣ ম্যানপাওয়ার ভিসা সংক্রান্ত দুর্নীতি:
ম্যানপাওয়ার ভিসা অ্যাটেস্টেডের নামে BMET বন্ধ রেখেছে, অথচ সৌদি-বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে কনসুলাররা জানান তারা এ বিষয়ে অবগত নন।

7️⃣ অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে:
কিছু এজেন্সি এবং BMET-এর কিছু অসাধু কর্মকর্তা যোগসাজশে প্রতি ম্যানপাওয়ার ভিসার জন্য ১০-১৫ হাজার টাকা বেশি নিচ্ছে। এই চক্র প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

🔴 প্রবাসীদের স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।"
©

🇵🇹 ইউরোপের সেঞ্জেন ভুক্ত দেশ পর্তুগাল (Portugal) ওয়ার্ক পারমিট (D1) এর জন্য আবেদন করতে আজই যোগাযোগ করুন। ইনশাআল্লাহ শত-ভ...
11/02/2025

🇵🇹 ইউরোপের সেঞ্জেন ভুক্ত দেশ পর্তুগাল (Portugal) ওয়ার্ক পারমিট (D1) এর জন্য আবেদন করতে আজই যোগাযোগ করুন। ইনশাআল্লাহ শত-ভাগ নিশ্চয়তা।

"সম্পূর্ণ পোষ্টটি না পড়ে দয়া করে কেউ ম্যাসেজ বা ফোন দিবেন না"

যোগ্যতাঃ কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। কোন ইন্টারভিউ হবেনা।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

১। পাসপোর্ট সকল পাতার স্ক্যান কপি
২। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)
৩। এ ছাড়া শতভাগ ভিসা নিশ্তিত করার জন্য বাকি কাগজপত্র আমরা ম্যানেজ করব।

✈️ খরচ ও পেমে*ন্ট সিস্টেমঃ

১। এ টু জেড সবকিছু মিলিয়ে মোট ১৩ (তের) লাখ টা*কা আমাদের দিতে হবে। পেমে*ন্ট দুইটা স্টেপে, যখন কাজ শুরু করা হবে তখন ডকুমেন্টস এর সাথে সরকারি স্ট্যাম্পে চুক্তি করে ১ লক্ষ টাকা দিতে হবে (ভিসা না হলে শতভাগ ফেরত যোগ্য)। ওয়ার্ক পারমিট আসার পর দিতে হবে আরো ১ লক্ষ টা*কা। বাকি টা*কা (১১ লাখ) ভিসা BMET ম্যান*পাওয়ার হওয়ার পর দিতে হবে।

২। যেসকল খরচ এর মধ্যে অন্তর্ভুক্ত নাঃ এম্বাসি ফী/ VFS চার্জ, পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন বাংলাদেশ কনস্যুলেট দিল্লি ১,৫০০ রুপি।

"দয়া করে কেঁউ ফোন দিয়ে দাম দর করবেন না, আপনার যদি এই খরচ করার মত টাকা থাকে তাহলেই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারন আমরা সীমিত পরিসরে এই ভিসাটা প্রসেস করে থাকি। এই টাকার কমে আমরা কাজ করতে পারবো না"

কিছু প্রচলিত প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলঃ

১। ভিসা করতে কত দিন সময় লাগবে?

উত্তরঃ টোটাল ৪ থেকে ৬ মাস সময় লাগবে, যদিও এটি ফাইল জমা দেওয়ার টাইম এর উপর নির্ভর করে।

২। অন্যান্য দেশের মত দিল্লি গিয়ে মাসের পর মাস এম্বাসি এপয়েন্টমেন্ট এর জন্য অপেক্ষা করতে হবে?

উত্তরঃ একদমই না, ওয়ার্ক পারমিট আসতে যে সময় লাগে ততদিনে পর্তুগাল ভিসা এপ্লিকেশন ঢাকার কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।

✈️ যদি বাংলাদেশে ভিসা এপ্লিকেশন জমার কার্যক্রম শুরু না হয় সে ক্ষত্রে নিজ খরচে ইন্ডিয়া যেতে হবে।
সে ক্ষেত্রে এপয়েন্টমেন্ট তারিখের ২ দিন আগে এম্বাসিতে যাবেন, ফাইল জমা দিয়ে সাথে সাথে চলে দেশে আসতে পারবেন।

৩। দিল্লিতে কি নিজে নিজে ফাইল জমা দিতে হবে?
উত্তরঃ জি, নিজে নিজে জমা দিবেন কিন্তু আমাদের গাইড থাকবে, যেহেতু ভিসা গুলা ১৫-২০ জনের গ্রুপে হয়।

৪। পর্তুগাল যাওয়ার পর টিআরপি কার্ড কে করে দিবে?

উত্তরঃ সবগুলা কাজ আমরাই করে দিব, যেমন Tax identity No., social security No. এবং TRP কার্ডের ফিঙ্গারপ্রিন্ট এর জন্য এপয়েন্টমেন্ট।

✈️ বিস্তারিত জানতে সরাসরি অফিসে আসুন অথবা অফিস সময়ে (সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত) ফোন বা হোয়াটসঅ্যাপ করুন।

#ফোন/ হোয়াটসঅ্যাপ # 01711-465759

🏦অফিসঃ আলনুবা ওভারসীজ
Overseas

ঠিকানাঃ রোড নম্বরঃ ০১,
ও,আর, নিজাম রোড আ/এ, জিইসি মোড়, চট্টগ্রাম-৪০০০।

📩 E-mail : [email protected]

স্বাগত জানাই। শুধু নির্দেশ দিলে হবে না পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কে অবিলম্বে একশনে পাঠাতে হবে।কাজ হোক বা না ...
10/02/2025

স্বাগত জানাই। শুধু নির্দেশ দিলে হবে না পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কে অবিলম্বে একশনে পাঠাতে হবে।

কাজ হোক বা না হোক কম সে কম উনি ভিসা চালুর নির্দেশ দিয়েছেন এটাও অনেক। আল্লাহ্‌র উপর ভরসা করে আমরা যারা ইউরোপের এই খারাপ সময়ে এই ইউরোপের শ্রম বাজার রক্ষার জন্য সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছিলাম শুধুমাত্র তারাই জানেন যে কি কি সমস্যা আমরা সবাই ফেস করেছি এই কয়দিন। এই দেশের মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে গেলেও ঝামেলা তে পরতে হয়।

তবুও আমাদের এই লড়াই আপনাদের সাথে নিয়ে চলবে যত দিন সফল না হই ইনশাআল্লাহ।

♡♡ ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ

বিদেশ ভ্রমণের আগে ইমিগ্রেশন প্রসেস সম্পর্কে জানা জরুরি!বিদেশে যাওয়ার সময় অনেকেই ভাবেন, ভিসা পেয়ে গেলেই সব শেষ, এখন শুধু ...
09/02/2025

বিদেশ ভ্রমণের আগে ইমিগ্রেশন প্রসেস সম্পর্কে জানা জরুরি!

বিদেশে যাওয়ার সময় অনেকেই ভাবেন, ভিসা পেয়ে গেলেই সব শেষ, এখন শুধু ফ্লাইট ধরে গন্তব্যে পৌঁছানোই বাকি! কিন্তু বাস্তবতা হলো—ইমিগ্রেশন পেরিয়ে না গেলে আপনার যাত্রা অসম্পূর্ণ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ইমিগ্রেশন অফিসগুলো বেশ কঠোর হয়েছে, বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ করতে চান, তাদের জন্য বাড়তি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আমার অভিজ্ঞতা – ইমিগ্রেশনে কী ঘটেছিল?

বিদেশে যাওয়ার সময় আমি নিজেই বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তাই এই অভিজ্ঞতা শেয়ার করছি, যাতে অন্যরা আগে থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন।

প্রথম ধাপ: বোর্ডিং পাস নেওয়ার সময় কঠোর যাচাই-বাছাই

✅ বোর্ডিং পাস নিতে গেলে সাধারণত কয়েক মিনিট সময় লাগে, কিন্তু এবার ১০-১৫ মিনিট ধরে নানা প্রশ্ন করা হলো।

কি কি প্রশ্ন করা হতে পারে?

🔹 আপনি এর আগে কোন দেশে গেছেন?
🔹 কবে গেছেন, কতদিন ছিলেন, কখন ফিরেছেন?
🔹 আপনার বর্তমান ভ্রমণের উদ্দেশ্য কী?

➡️ আমি সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলাম, তারপর তারা বোর্ডিং পাস দিলো।
➡️ পরে আমি জানতে চাইলাম, এত প্রশ্ন কেন করা হলো?
➡️ তারা জানালেন—উপরের নির্দেশ অনুযায়ী, এখন প্রত্যেক যাত্রীর তথ্য যাচাই করা হচ্ছে।

দ্বিতীয় ধাপ: ইমিগ্রেশনে আরও কঠোর পরীক্ষা

✅ বোর্ডিং পাস পাওয়ার পর ইমিগ্রেশন কাউন্টারে গেলে অফিসার আমাদের আরেকজন কর্মকর্তার কাছে পাঠালেন।
✅ সেখানে আরও বিস্তারিতভাবে যাচাই-বাছাই শুরু হলো।

যেসব প্রশ্ন করা হয়:

🔹 আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে?
🔹 আপনি কোথায় যাচ্ছেন এবং কেন যাচ্ছেন?
🔹 আপনার ট্যুর প্ল্যান কী? (হোটেল বুকিং, ফ্লাইট রিটার্ন টিকেট, পরিকল্পনা ইত্যাদি)
🔹 ব্যাংকের লেনদেন কেমন? (তারা স্টেটমেন্ট দেখতে চাইতে পারে)

➡️ এই প্রক্রিয়া ৩০-৪০ মিনিট পর্যন্ত সময় নিতে পারে।
➡️ সবকিছু ঠিক থাকলে তবেই অনুমতি দেওয়া হয়।

বিদেশে যেতে হলে কীভাবে প্রস্তুতি নেবেন?

✅ ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন – সাধারণত ট্যুরিস্ট ভিসার জন্য ১-৩ লাখ টাকা ব্যালেন্স থাকা ভালো।
✅ ব্যাংক স্টেটমেন্ট আপডেট রাখুন – ইমিগ্রেশন চাইলে লেনদেনের তথ্য দেখাতে হবে।
✅ ফ্লাইট টিকেট ও হোটেল বুকিং প্রস্তুত রাখুন – আপনার যাত্রার বিস্তারিত তথ্য জানা থাকা জরুরি।
✅ যাত্রার কারণ স্পষ্টভাবে জানুন – কাজে যাচ্ছেন নাকি ঘুরতে যাচ্ছেন, তা নিয়ে সন্দেহ থাকলে সমস্যা হতে পারে।
✅ প্রয়োজনে সাপোর্টিং ডকুমেন্টস সঙ্গে রাখুন – যেমন চাকরির প্রমাণপত্র, ব্যবসার কাগজ, ইনকাম রিপোর্ট ইত্যাদি।

কেন ইমিগ্রেশন এত কঠোর হয়েছে?

🔹 অনেক ট্যুরিস্ট ভিসাধারী বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যান, তাই এখন কঠোরতা বাড়ানো হয়েছে।
🔹 মানুষ পাচার ও ভিসা অপব্যবহারের ঘটনা বেড়ে গেছে, তাই এখন যাচাই-বাছাই অনেক বেশি হচ্ছে।
🔹 অবৈধ অভিবাসন প্রতিরোধের জন্য বিভিন্ন দেশ ইমিগ্রেশন নীতিতে কঠোরতা এনেছে।

শেষ কথা

আপনার ভিসা থাকলেও ইমিগ্রেশন পার হওয়া বাধ্যতামূলক। তাই যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে হবে।

অনেকে ভিসা পেয়েও ইমিগ্রেশনে আটকে যান, শুধু মাত্র সঠিক তথ্য দিতে না পারার কারণে!

যারা বিদেশে যেতে চান, তারা যেন প্রস্তুতি নিয়ে যান, যাতে ইমিগ্রেশন প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আপনাকে ফিরিয়ে দেওয়া হতে পারে।

সঠিক প্রস্তুতি নিন, নিশ্চিন্তে যাত্রা করুন! ✅

© আলনুবা ওভারসীজ

রেমিট্যান্স শাটডাউন।পরিবারের খরচের টাকা দেশে দিয়ে, বাকী টাকা হোল্ড করে রাখুন অথবা স্বর্ন কিনে রাখতে পারেন।স্বর্নের দাম ক...
05/02/2025

রেমিট্যান্স শাটডাউন।
পরিবারের খরচের টাকা দেশে দিয়ে, বাকী টাকা হোল্ড করে রাখুন অথবা স্বর্ন কিনে রাখতে পারেন।
স্বর্নের দাম কখনোই কমে না, এসেট হিসেবে স্বর্ন বেষ্ট।

জাষ্ট ২টা মাস কন্টিনিউ করতে পারলেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিন্ডিকেট ভাঙ্গতে রাষ্ট্র ব্যাবস্থা নিবে।

শিশু কান্না না করলে তার নিজের মা ও মাঝেমধ্যে খাবার দিতে ভুলে যায়, ঠিক সেভাবে ২টা মাস কন্টিনিউ করতে পারলে রাষ্ট্র নিজ থেকেই প্রয়োজনীয় ব্যাবস্থা নিবে।

বেতনের সময় হয়েছে, আপনার বন্ধুদেরও জানান তারা যেনো প্রয়োজন এর এক পয়সা বেশি দেশে না পাঠায়।

05/02/2025
✅এস্তোনিয়া (Estonia) তে কাজের ভিসা পাওয়ার সবচেয়ে সহজ দেশ:কাজের ভিসা পাওয়ার জন্য সবচেয়ে সহজ দেশের তালিকায় শীর্ষে রয...
05/02/2025

✅এস্তোনিয়া (Estonia) তে কাজের ভিসা পাওয়ার সবচেয়ে সহজ দেশ:কাজের ভিসা পাওয়ার জন্য সবচেয়ে সহজ দেশের তালিকায় শীর্ষে রয়েছে। ইউরোপের একটি দেশ।

🟢এস্তোনিয়া একটি ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন ভুক্ত দেশ।

🟢এস্তোনিয়া প্রজাতন্ত্র', উত্তর ইউরোপের বাল্টিক সাগর তীরে একটি রাষ্ট্র। রাজধানীর নাম তালিন। এস্তোনিয়া বাল্টিক দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম এবং সবচেয়ে উত্তরে অবস্থিত। লাতভিয়া ও লিথুয়ানিয়া অপর দুইটি বাল্টিক রাষ্ট্রসমূহ। এস্তোনিয়ার পশ্চিমে বাল্টিক সাগরের অপর প্রান্তে সুইডেন অবস্থিত। দক্ষিণে রয়েছে লাতভিয়া, পূর্বে রাশিয়া, এবং উত্তরদিকে ফিনল্যান্ড উপসাগরের অপর তীরে ফিনল্যান্ড।

✅মুদ্রা : ইউরো

🟢এস্তোনিয়া স্বাস্থ্যসেবা, আইটি, খাদ্য এবং আতিথেয়তা সম্পর্কিত সহ ৬০ টিরও বেশি পেশায় শ্রমের ঘাটতির মুখোমুখি।

🟢বর্তমানে, কাজের ভিসা আবেদনের জন্য অনুমোদনের উচ্চ হারের কারণে এস্তোনিয়াকে কাজের ভিসা পাওয়ার জন্য সবচেয়ে সহজ দেশ হিসাবে বিবেচনা করা হয়।

🟢এস্তোনিয়ার উদ্যোগ, প্রতিষ্ঠান এবং সংস্থাগুলি ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে প্রায় ১লাখ শূন্যপদের
চাহিদা রয়েছে।

🟢ওয়ার্ক ইন এস্তোনিয়ার একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে স্থানীয় শিল্প এস্তোনিয়ান কর্মীদের খুঁজে বের করার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। যদিও এই পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করে, এটি বিদেশী কর্মীদের জন্য একটি সুযোগ হতে পারে যারা সবচেয়ে বেশি চাহিদার চাকরির অন্তর্গত এবং এস্তোনিয়াতে কাজ করতে ইচ্ছুক।

✅এস্তোনিয়ায় শ্রমের ঘাটতির সম্মুখীন কিছু পেশা হল:

১.গবাদি পশুর খামারের শ্রমিক
২.ভারী ট্রাক ও লরি চালকরা
৩.যান্ত্রিক যন্ত্রপাতি সমাবেশকারী
৪.বৈদ্যুতিক মেকানিক্স এবং ফিটার
৫.কৃষি ও শিল্প যন্ত্রপাতি মেকানিক্স এবং মেরামতকারী
৬.মেটাল ওয়ার্কিং মেশিন টুল সেটার এবং অপারেটর
৭.শিট মেটাল শ্রমিক
৮.ওয়েল্ডার
৯.চিত্রশিল্পী এবং সংশ্লিষ্ট কর্মী
১০.নিরাপত্তারক্ষী
১১.স্বাস্থ্যসেবা সহকারী
১২.নির্মাণ সুপারভাইজার
১৩.ম্যানুফ্যাকচারিং সুপারভাইজার
১৪.সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান
১৫.সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন
১৬.ওয়েব এবং মাল্টিমিডিয়া ডেভেলপার
১৭.সিস্টেম বিশ্লেষক
১৮.বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষক
১৯.প্রারম্ভিক শৈশব শিক্ষাবিদ
২০.শিক্ষক
২১.নার্সিং পেশাদার
২২.জেনারেলিস্ট/স্পেশালিস্ট মেডিকেল প্র্যাকটিশনার
২৩.সিভিল ইঞ্জিনিয়ার।

🟢অন্যদিকে, এস্তোনিয়া ছয়টি উদ্বৃত্ত পেশার রিপোর্ট করেছে, যেমন অ্যাকাউন্টিং এবং বুককিপিং ক্লার্ক, ডেটা এন্ট্রি ক্লার্ক, ইন্টেরিয়র ডিজাইনার এবং ডেকোরেটর, প্রশাসনিক ও নির্বাহী সচিব, সাংবাদিক এবং পণ্য ও পোশাক ডিজাইনার। ৪০%শতাংশ চাকরির শূন্যপদ চাহিদা রয়েছে।

🇽🇰আরো তথ্য যাচাই বাছাই করে নিন।





Dhaka VFS গ্লোবাল ইতালি ভিসা ডেলিভারি আজকের আপডেট তাং :-05/02/25 ইং              ডেলিভারি সংখ্যা :- মোট:95’🇮🇹টাBack pass...
05/02/2025

Dhaka VFS গ্লোবাল ইতালি ভিসা ডেলিভারি আজকের আপডেট তাং :-05/02/25 ইং
ডেলিভারি সংখ্যা :- মোট:95’🇮🇹টা
Back passports from Vfs 15🇧🇩2023;/2024
1) স্পন্সার ভিসা :- 12’টা 2023/2024
2) ফ্যামিলি ভিসা :- 15’টা 2024:🇮🇹
3) এগ্রিকালচার := ~7’টা 2023’/2024
4) টুরিস্ট ভিসা := 5’টা 2024; 🇮🇹
5) স্টুডেন্ট ভিসা :- =11’টা 2024🇮🇹
. . 6). রিজেক্ট . 30.টা (=2023/2024🇮🇹🇮🇹 vfs global #ইতালি 🇮🇹🇮🇹✈️.

মাত্র দুই মাসে নিউজিল্যান্ডের কাজের ভিসা! দ্রুত ভিসা পাওয়ার সম্পূর্ণ গাইড:নিউজিল্যান্ডে কাজ, পড়াশোনা বা ভ্রমণের জন্য দ্র...
05/02/2025

মাত্র দুই মাসে নিউজিল্যান্ডের কাজের ভিসা! দ্রুত ভিসা পাওয়ার সম্পূর্ণ গাইড:

নিউজিল্যান্ডে কাজ, পড়াশোনা বা ভ্রমণের জন্য দ্রুত ভিসা পাওয়া সম্ভব, যদি সঠিক নিয়ম মেনে আবেদন করা হয়। সাধারণত ২ মাসের মধ্যেই বেশিরভাগ ওয়ার্ক ও স্টুডেন্ট ভিসার প্রসেসিং সম্পন্ন হয়।

১. নিউজিল্যান্ডের জনপ্রিয় ভিসার ধরন

✔️ ওয়ার্ক ভিসা (Accredited Employer Work Visa - AEWV)

✔️ স্টুডেন্ট ভিসা

✔️ ভিজিটর ভিসা (ট্যুরিস্ট ও বিজনেস ভিসা)

📌 নিউজিল্যান্ড ইমিগ্রেশন অফিসিয়াল ওয়েবসাইট:

👉 https://www.immigration.govt.nz

২. দ্রুত নিউজিল্যান্ড ওয়ার্ক ভিসা (Work Visa) পাওয়ার উপায়

✅ ধাপ ১: কাজের অফার সংগ্রহ করুন

নিউজিল্যান্ডের কোনো অনুমোদিত (accredited) নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার পেতে হবে।

📌 চাকরি খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট:

👉 https://www.seek.co.nz

👉 https://www.trademe.co.nz/jobs

✅ ধাপ ২: Accredited Employer Work Visa-এর জন্য আবেদন করুন

এই ভিসার জন্য আপনাকে নিউজিল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইটে আবেদন করতে হবে।

📌 ওয়ার্ক ভিসা আবেদনের লিংক:

👉 https://www.immigration.govt.nz/new-zealand-visas/options/work

📌 প্রয়োজনীয় কাগজপত্র:

✅ বৈধ পাসপোর্ট

✅ চাকরির অফার লেটার

✅ মেডিকেল সার্টিফিকেট

✅ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

✅ ইংরেজির দক্ষতার প্রমাণ (যদি প্রয়োজন হয়)

✅ ধাপ ৩: ভিসা ফি পরিশোধ ও আবেদন জমা দিন

📌 ওয়ার্ক ভিসার ফি: ৭৫০-৮৬০ নিউজিল্যান্ড ডলার

📌 প্রসেসিং সময়: ৫০-৬০ দিন

৩. নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা (Student Visa) আবেদন প্রক্রিয়া

✅ ধাপ ১: বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন

নিউজিল্যান্ডের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।

📌 টপ বিশ্ববিদ্যালয়ের লিংক:

👉 https://www.auckland.ac.nz

👉 https://www.otago.ac.nz

✅ ধাপ ২: স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করুন

📌 স্টুডেন্ট ভিসা আবেদনের লিংক:

👉 https://www.immigration.govt.nz/new-zealand-visas/options/study

📌 প্রসেসিং সময়: ৩০-৬০ দিন

৪. নিউজিল্যান্ড ভিজিটর ভিসা (Visitor Visa) আবেদন প্রক্রিয়া

✅ ধাপ ১: অনলাইনে আবেদন ফরম পূরণ করুন

📌 ভিজিট ভিসা আবেদন লিংক:

👉 https://www.immigration.govt.nz/new-zealand-visas/options/visit

📌 ভিজিট ভিসার ফি: ২১১ নিউজিল্যান্ড ডলার

📌 প্রসেসিং সময়: ২০-৪৫ দিন

৫. দ্রুত ভিসা পাওয়ার টিপস

✅ সঠিকভাবে কাগজপত্র জমা দিন

✅ পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স দেখান

✅ জেনুইন ভ্রমণের কারণ দেখান

✅ অনুমোদিত (Accredited) চাকরিদাতা থেকে অফার নিন

নিউজিল্যান্ডে কাজ, পড়াশোনা ও ভ্রমণের জন্য মাত্র দুই মাসের মধ্যেই ভিসা পাওয়া সম্ভব। সঠিক তথ্য ও কাগজপত্র নিশ্চিত করে দ্রুত আবেদন করুন!

পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকছে না। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানা যা...
05/02/2025

পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকছে না। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রে।

এর আগে পাসপোর্ট সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

Address

O. R. Nizam Road R/A, Road# 01, CDA Avenue, GEC
Chittagong
4000

Opening Hours

Monday 10:30 - 18:00
Tuesday 10:30 - 18:00
Wednesday 10:30 - 18:00
Thursday 10:30 - 18:00
Saturday 10:30 - 18:00
Sunday 10:30 - 18:00

Telephone

+8801711465759

Alerts

Be the first to know and let us send you an email when AlNuba Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AlNuba Overseas:

Share

Category