
20/06/2025
✈️ প্রবাসীদের জন্য সুখবর!
এইবার কোনো এলসি ছাড়াই আনতে পারবেন ১৯টি পণ্য বিনা শুল্কে 🇧🇩
💼 ব্যাগেজ রুল অনুযায়ী:
▶️ ১২ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা ৬৫ কেজি ওজন পর্যন্ত ব্যাগেজ বিনা শুল্কে আনতে পারবেন।
▶️ ১২ বছরের নিচে যাত্রীরা আনতে পারবেন ৪০ কেজি ব্যাগেজ শুল্ক ছাড়াই।
✅ বিনা শুল্কে যেসব ১৯টি পণ্য আনতে পারবেন:
📱 ২টি ব্যবহৃত মোবাইল ও ১টি নতুন মোবাইল
📺 ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
💻 ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও/ডিজিটাল ক্যামেরা
🍲 মাইক্রোওয়েভ, রাইস কুকার, গ্যাস ওভেন, কফি মেকারসহ কিচেন অ্যাপ্লায়েন্স
🧵 সেলাই মেশিন, টেবিল ফ্যান
⚽ খেলাধুলার সরঞ্জাম
🚬 ১ কার্টন সিগারেট
💍 ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না
🎶 মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)
🧶 ১৫ বর্গমিটার আয়তনের কার্পেট
💰 শুল্ক পরিশোধ করে আনতে পারবেন যেসব ১১টি পণ্য:
🏅 ১১৭ গ্রাম ওজনের ১টি সোনার বার (প্রতি ভরিতে শুল্ক ৫,০০০ টাকা)
🥈 ২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্য বার
📺 ৩০ ইঞ্চির বেশি টিভি, হোম থিয়েটার
❄️ রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ার কন্ডিশনার
🪔 ঝাড়বাতি, HD ক্যামেরা, ডিশ অ্যান্টেনা
🧼 ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, ক্লথ ড্রায়ার
🛃 উল্লেখযোগ্য নিয়ম:
🔸 আগে যতবার খুশি সোনার গয়না আনা যেত। এখন বছরে একবারই ১০০ গ্রাম পর্যন্ত বিনা শুল্কে আনতে পারবেন।
🔸 নতুন মোবাইলও বছরে একবারই শুল্কমুক্ত।
🔊 স্বজনদের জন্য উপহার আনুন নিশ্চিন্তে, নিয়ম মেনে – এবার আর শুল্কের চিন্তা নয়!