CARE TOURS & TRAVELS

CARE TOURS & TRAVELS 01813-050211

আমাদের সততা আর বিশ্বস্ততার মাধ্যমে সকল মানুষের সেবা দেওয়াই কেয়ার ট্যুরস এন্ড ট্রাবলসের একমাত্র লক্ষ্য।
আমরা সকলে প্রতিষ্ঠানের তরফ থেকে আপনাদের জন্য দোয়া কামনা করছি।

28/12/2024
01/11/2024

সকল ঈমানদার জনগণের পক্ষ থেকে ঢাকা বায়তুল মোকররম মসজিদের খতিব পদে ঈমানের বিপরীত বাতিল কুফরি ওয়াবি মতবাদের লোক নিয়োগ করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমরা চ্যালেঞ্জ করছি- ওয়াবিবাদ ঈমানের বিপরীত ও ইসলামের প্রকৃত ধারার বিপরীত কুফরি মতবাদ। কাদিয়ানি যেমন মুসলিম নয় ওয়াবিও মুসলিম নয়।

আমরা চ্যালেঞ্জ করছি- ওয়াবি মওদুদি সালাফি ইত্যাদি বাতিল ফেরকার লোকেদের এক্তেদায় নামাজ হবে না।
===============
- আল্লামা ইমাম হায়াত,
বিশ্ব সুন্নী আন্দোলন ওলামা ফেডারেশন,
World sunni movement olama federation.

01/11/2024

অন্যের অধিকার স্বীকার করলে কেউ কারো নিরাপত্তা অধিকার স্বাধীনতা লংঘন করতে পারেনা। অন্যের অধিকার স্বীকার করলে কেউ মাজার মসজিদ মন্দির কারো মত পথ বিশ্বাস আদর্শের উপর হামলা করতে পারেনা।

সবার অধিকার স্বীকার করলে একক গোষ্ঠীবাদি অপরাজনীতি ও একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র সমর্থন করতে পারেনা।

সব মানুষের অধিকার স্বীকার করার বাস্তব রূপ প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত। ধন্যবাদ।
=================
- আল্লামা ইমাম হায়াত,
(মানবতার রাজনীতির প্রবর্তক)

World humanity revolution ,
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব.

01/11/2024

ইনসানিয়াত বিপ্লব জীবনের সত্যের ভিত্তিতে সব মানুষের জন্য জীবনের স্রষ্টাপ্রদত্ত ও স্রষ্টার মহান রাসুল প্রদত্ত সব মানুষের জন্য সমান মানবিক মর্যাদায় সমান মানবিক অধিকারের ভিত্তিতে বস্তুবাদি বৈষম্যহীন মানবিক সাম্য।

ইনসানিয়াত ধর্ম- বিশ্বাস- আদর্শ- মত- পথ -ভাষা -গোত্র- দেশ -রাষ্ট্র -লিংগ- বর্ণ- বর্ডার কোনো কিছুর ভিত্তিতেই মানুষের মধ্যে মানবাধিকার ও মানবিক মর্যাদার পার্থক্য ও বৈষম্য ভেদাভেদ করে না।

ইনসানিয়াতের দৃষ্টিতে কেউ হিন্দু- মুসলিম- বৌদ্ধ- খৃষ্টান নয় মানুষ, নারী- পুরুষ নয় মানুষ,
বাঙালী আরবী ইংলিশ নয় মানুষ, সাদা কালো বাদামি নয় মানুষ, আমেরিকান চাইনিজ আফ্রিকান ইন্ডিয়ান নয় মানুষ, ধনী গরীব উচ্চ নীচ উত্তম অধম নয় নামাজের কাতারের মত এক সমান বৈষম্যহীন মানুষ।

ইনসানিয়াতের দৃষ্টিতে ধর্ম বিশ্বাস আদর্শ মত পথ যার যার নিজস্ব একান্ত বিষয় এবং নিজের আত্মিক ও আদর্শিক সব বিষয়ে স্বাধীন, যার সত্য তার, কেউ জবরদস্তি কারো জীবন স্বাধীনতা লংঘন করে কারো উপর কিছু চাপিয়ে দিতে বা কারো হৃদয়ের কোনো বিশ্বাস নিষিদ্ধ করতে পারেনা।

কারন ইনসানিয়াতের ভিত্তি সব মানুষের জন্য জীবনের স্রষ্টাপ্রদত্ত ও স্রষ্টার মহান রাসুল প্রদত্ত সবার নিজ নিজ জীবনের স্বাধীন আত্মমালিকানা ও রাষ্ট্র ও দুনিয়ার সম্মিলিত মালিকানা, যা অস্বীকার জীবনের স্রষ্টা ও স্রষ্টার রেসালাতের কর্তৃত্ব ও বিধান অস্বীকার।

ইনসানিয়াত সকল বস্তুর উর্ধে সকল শক্তির উর্ধে কেবল জীবনের স্রষ্টার নামে স্রষ্টার আলো মহান রেসালাতের আলোকে মুক্ত মানবসত্তা, যে মানবসত্তার উর্ধে স্রষ্টা ও স্রষ্টার আলো ব্যতীত আর কিছু নেই।

ইনসানিয়াত মানে মানুষ হিসেবে সবার সমান নিরাপত্তা- মর্যাদা- অধিকার- স্বাধীনতা - নিজ নিজ বিশ্বাস আদর্শ হৃদয় প্রেম উৎসর্গ নিয়ে, নিজ নিজ প্রাইভেসী, নিজ নিজ জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানা ও বিশ্বনাগরিকত্বের সমান অধিকারী।

রাষ্ট্র সবার সম্পদ সবার দুনিয়া সবার, সবাই মুক্ত, সবাই স্বাধীন, কেউ কারো দাস নয়, কেউ কারো মালিক নয়,আবার সবাই সবার সুরক্ষা ও কল্যাণে- ভালোবাসায়- দায়িত্বে অংগীকারাবদ্ধ।
================
- আল্লামা ইমাম হায়াত ( Allama Imam Hayat )
(মানবতার রাজনীতির প্রবর্তক)

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ
World humanity revolution

.

01/11/2024

ইনসানিয়াত বিপ্লব ছাড়া দুনিয়ার কেউ কোথাও মানুষ হবে না।

ইনসানিয়াত বিপ্লব ছাড়া মানুষ দাবি করেও বাহ্যিক মানুষ হয়েও সে বিষাক্ত বস্তুবাদি চেতনার ধারক বাহক অমানুষ হবে অথবা ধর্মের নামে ধর্মের মানবিক মূল্যবোধের বিপরীত অধর্ম উগ্রবাদি হিংস্র সাম্প্রদায়িক চেতনার ধারক বাহক অমানুষ হবে, মানবতার শত্রু হবে।

ইনসানিয়াত বিপ্লব ছাড়া মানবিক চেতনা ও মানবিক দৃষ্টি এবং মানবিক ভ্রাতৃত্ব হবে না আসবে না।

ইনসান নয় তাই সারা দুনিয়ায় এই বিদ্বেষ- বৈষম্য- বিভেদ ভিত্তিক অত্যাচারী পাশবিক ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ে উঠেছে।

ইনসান বা মানুষ হতে হলে সকল পাশবিক সাম্প্রদায়িক বস্তুবাদি চেতনার উর্ধে মানবসত্তা থাকতে হবে, স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে, অখন্ড মানবতার অবিচ্ছেদ্য অংশ হতে হবে।

অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদি জাতীয়তাবাদের চেতনা মানুষকে মানবতার শত্রু হিংস্র পাশবিক অমানুষ বানায়।

মানবতার রাজনীতির বিপ্লবের মাধ্যমে মানবতার রাষ্ট্র গড়ে উঠলেই সবাই ইনসান বা বিদ্বেষমুক্ত মানবিক মানুষ হওয়ার পথ হবে। ধন্যবাদ।
=============
- আল্লামা ইমাম হায়াত,
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ
World humanity revolution.

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+88- 0312526196

Website

Alerts

Be the first to know and let us send you an email when CARE TOURS & TRAVELS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CARE TOURS & TRAVELS:

Share