Cox's Bazar.com

Cox's Bazar.com cox`s bazar kolatoli

বুঙ্গাবুঙ্গা স্যাটেলাইটের মাধ্যমে ভাড়ত থেকে পাওয়া ছবি 😎Follow me for watching more
05/12/2024

বুঙ্গাবুঙ্গা স্যাটেলাইটের মাধ্যমে ভাড়ত থেকে পাওয়া ছবি 😎
Follow me for watching more

📢  শান্ত ট্রাভেল এর নতুন সংযোজন..... যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে গাইবান্ধা- সুন্দরগঞ্জ   টু  কক্সবাজার রো...
22/09/2024

📢 শান্ত ট্রাভেল এর নতুন সংযোজন.....

যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে গাইবান্ধা- সুন্দরগঞ্জ টু কক্সবাজার রোডে শীগ্রই শুভ উদ্ভোদন হতে যাচ্ছে শান্ত ট্রাভেল।

➡️ গাইবান্ধা - সুন্দরগঞ্জ-পলাশবারি - মোকামতলা - শেরপুর - বগুড়া - সিরাজগঞ্জ - টাংগাইল- ঢাকা - চট্টগ্রাম - কক্সবাজার ⬅️

আমাদের গাড়ীগুলো উওরবঙ্গের রংপুর ও গাইবান্ধা-সুন্দরগঞ্জ থাকে সরাসরি বন্দর নগরী চট্টগ্রাম, পর্যটন নগরি কক্সবাজার প্রতিদিন উভয় দিক থেকে নিয়মিত চলাচল করছে.....।

16/09/2024
হুমকির মুখে বাংলাদেশের আকাশ সীমা..!!______________________________দক্ষিন এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্...
13/08/2024

হুমকির মুখে বাংলাদেশের আকাশ সীমা..!!
______________________________

দক্ষিন এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত ৯৫ ভাগ বানিজ্যিক বিমানকে- বাংলাদেশকে কোন ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যবহার হয়, অথচ চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্ট্রার করা হয়, তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত। আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ, অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে- অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে।

মূল কারন হল- ১৯৮০ সালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর (বর্তমান শাহ জালাল (রহঃ) বিমান বন্দর) এ একটি মাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হয়। ৪৪ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই ডেট এক্সপায়ারড হয়ে গেছে। কিন্তু এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডারই ব্যবহার করতে হয়। এত পুরাতন রাডার দক্ষিন এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই ব্যবহার করে। যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মান দন্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকে।

মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ২০১৭ সালে চট্টগ্রামের জন্য নতুন একটি ৪র্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত সেই রাডারটি ২০১৭ সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই। ভারতের কারণেই এই রাডার সচল করা হচ্ছে না বলে শোনা যাচ্ছে । রাডারটি বসানোর সময়েও ভারত আপত্তি জানায়। অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে। যার বার্ষিক আয়ের পরিমান প্রায় ১০০ কোটি ডলারের উপরে। এক ভারতকেই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়ত করতে হয়। অথচ ছয় বছর থেকে চট্টগ্রামের রাডারটি অযত্নে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন।
C

আন্তর্জাতিক সকল রুটের বিমানের টিকিটে ধামাকা অফার !! একেবারে সর্বনিম্ন মূল্যে ইউএসবাংলা এয়ারলাইন্সের টিকিট পাবেন !!
18/01/2024

আন্তর্জাতিক সকল রুটের বিমানের টিকিটে ধামাকা অফার !! একেবারে সর্বনিম্ন মূল্যে ইউএসবাংলা এয়ারলাইন্সের টিকিট পাবেন !!

তুমি যদি মানুষের মন জয় করার মত নিজের যোগ্যতা কথাবার্তা আচরণে মুগ্ধ করতে পার তবেই তুমি শত শত নারী পুরুষ এর ভলোবাসা পাবে।।...
02/01/2024

তুমি যদি মানুষের মন জয় করার মত নিজের যোগ্যতা কথাবার্তা আচরণে মুগ্ধ করতে পার তবেই তুমি শত শত নারী পুরুষ এর ভলোবাসা পাবে।।
এর বাহিরে কোন ভাবেই মানুষের ভালোবাসা পাওয়া যায় না।

বিয়ের ৩ মাস পরই বল্টু ভাইয়ের বউয়ের বাচ্চা হলো!!!বল্টু তার বউকে রেগে গিয়ে জিজ্ঞাসা করলো-বল্টু  : আচ্ছা, আমাদের বিয়ের ৩...
04/10/2023

বিয়ের ৩ মাস পরই বল্টু ভাইয়ের বউয়ের বাচ্চা হলো!!!

বল্টু তার বউকে রেগে গিয়ে জিজ্ঞাসা করলো-
বল্টু : আচ্ছা, আমাদের বিয়ের ৩ মাস পরই বাচ্চা কেমনে হলো?
তার বউ : তোমার বিয়ের কয় মাস হইছে?
বল্টু : ৩ মাস!
তার বউ : আমার বিয়ের কয় মাস হইছে?
বল্টু : ৩ মাস!
তার বউ : আর বাচ্চা কয় মাস পরে হইছে?
বল্টু : ৩ মাস!
তার বউ : তাহলে মোট কয় মাস হইলো?
বল্টু : ওহ, ৯ মাস!
আমি তো ভয় পাইয়া গেছিলাম। 🐸🐸🐸

@01957586355

রংপুরের  নবীন এবং প্রবীণ অপারেটর... নবীন হলেও শান্ত ট্রাভেলস অল্প দিনেই তাদের স্বাভাবিক যাত্রিসেবার মাধ্যমে রংপুর, বগুড়া...
12/08/2023

রংপুরের নবীন এবং প্রবীণ অপারেটর...
নবীন হলেও শান্ত ট্রাভেলস অল্প দিনেই তাদের স্বাভাবিক যাত্রিসেবার মাধ্যমে রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ বাসির মন জয় করে নিয়েছে...
তাইতো অনেকেই বলে, শান্ত ট্রাভেলস ছাড়া আমার চলেই না... ❣️❣️❣️
শান্ত ট্রাভেলসের রোড সমুহ, #রংপুর_বগুড়া_সিরাজগঞ্জ_টাংগাইল_চন্দ্রা_ঢাকা_চট্টগ্রাম_কক্সবাজার

@01957586355

চামড়ার টানে যৌবনের ঘ্রাণে, মাতাল হয়ে ঘুরছে সে।দিন ফুরালেই আয়ু কমে, এটাই তাকে বোঝায় কে?                যৌবন হলো জোয়ার ভাঁ...
18/07/2023

চামড়ার টানে যৌবনের ঘ্রাণে, মাতাল হয়ে ঘুরছে সে।
দিন ফুরালেই আয়ু কমে, এটাই তাকে বোঝায় কে?
যৌবন হলো জোয়ার ভাঁটা,
উপরে গোলাপ নিচে কাঁটা!
জগৎ হলো মায়ার বাঁধন, সব কিছুতে কাঁদায় সে!

লেখা ~ Rumiz Uddin Khan

রাসুল সঃ বলেছেন চারটি বস্তু সোভাগ্যের নিদর্শনঃ১.পুণ্যবতী স্ত্রী। ২.প্রশস্ত বাড়ি।৩.সৎ প্রতিবেশী।৪.আরামদায়ক বাহন।
28/05/2023

রাসুল সঃ বলেছেন চারটি বস্তু সোভাগ্যের নিদর্শনঃ
১.পুণ্যবতী স্ত্রী।
২.প্রশস্ত বাড়ি।
৩.সৎ প্রতিবেশী।
৪.আরামদায়ক বাহন।

✈ For Air ticket call me or inbox @01872723226  🛫
08/05/2023

✈ For Air ticket call me or inbox @01872723226 🛫

 #পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বোচ্চ ৩৫ % পর্যন্ত ছাড়!!! ***এই অফারটি ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রযোজ্য!ঈদের বন্ধ...
14/04/2023

#পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বোচ্চ ৩৫ % পর্যন্ত ছাড়!!!
***এই অফারটি ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রযোজ্য!
ঈদের বন্ধের ছুটি কাটাতে পারেন World Beach রিসোর্ট এ । নিরিবিলি পরিবেশে কক্সবাজার উপভোগ করার সুযোগ, একপাশে দিগন্ত সমুদ্র এবং অন্যপাশে ঝাউবনের মাঝে আমাদের রিসোর্ট অবস্থিত, যেখানে আপনি পাচ্ছে প্রকৃতির মাঝে প্রিমিয়াম সব সুযোগ সুবিধা।
বুকিং নাম্বার : @01872-723226 (WhatsApp)

টিকেট কিনেছি, কিন্তু যাওয়া হচ্ছে না ৷ আবার, যাওয়া দরকার টিকেট পাচ্ছিনা ৷ এসব ক্ষেত্রে আমরা একে-অপরকে সহযোগিতা করতে পার...
21/12/2022

টিকেট কিনেছি, কিন্তু যাওয়া হচ্ছে না ৷ আবার, যাওয়া দরকার টিকেট পাচ্ছিনা ৷ এসব ক্ষেত্রে আমরা একে-অপরকে সহযোগিতা করতে পারি৷
পেশাদার ও কালোবাজারীমুক্ত সাধারন মানুষদের নিয়ে একে-অপরের উপকারের উদ্দেশ্যে এই গ্রুপটি খোলা হয়েছে ৷

রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আগামীকাল থেকে। রাজশাহী থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল সাড...
17/11/2022

রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আগামীকাল থেকে। রাজশাহী থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টায় পৌঁছাবে ফ্লাইট। অপরদিকে কক্সবাজার থেকে সপ্তাহে প্রতি রোববার বিকাল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে বিকাল ৫টা ৫ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা।
আপনার টিকেট এর জন্য যোগাযোগ করুন।

.... @01872723226

For domestic air ✈️ ticket booking please call @01872723226  🛩
08/11/2022

For domestic air ✈️ ticket booking please call @01872723226
🛩

প্রিয় খুলনা -গোপালগঞ্জ - কক্সবাজার  বাসীআপনারা জেনে খুশি হবেন যে....আপনাদের সুবিধার্থে আপনাদের ♥️♥️প্রিয় রয়েল কোচ ♥❤️♥️ ...
02/09/2022

প্রিয় খুলনা -গোপালগঞ্জ - কক্সবাজার বাসী
আপনারা জেনে খুশি হবেন যে....
আপনাদের সুবিধার্থে আপনাদের

♥️♥️প্রিয় রয়েল কোচ ♥❤️

♥️ ❤️@কক্সবাজার- চট্টগ্রাম -পদ্মাসেতু-ভাঙা-গোপালগন্জ-- খুলনা ♥️♥️
❤️❤️ কক্সবাজার আব্দুল্লাহপুর - গাজীপুর-❤️❤️

প্রতিদিন নিয়মিত চলাচল করবে।
বিস্তারিত তথ্য জানতে,

কক্সবাজার কাউন্টার,
01957586355

বর্তমানে কক্সবাজারে অভ্যন্তরে পর্যটকদের যাতায়ত ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে ইজি বাইক/ টমটম।ইজি বাইক/ টমটম এর ভাড়া নির্দ...
23/07/2022

বর্তমানে কক্সবাজারে অভ্যন্তরে পর্যটকদের যাতায়ত ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে ইজি বাইক/ টমটম।
ইজি বাইক/ টমটম এর ভাড়া নির্দিষ্ট করা না থাকায় পর্যটকরা প্রায় ড্রাইভারদের সাথে বাক-বিতর্কে জড়িয়ে পরে। তাই আমরা কক্সবাজারের বিভিন্ন জায়গার ভাড়া সমুহ পর্যটকদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
ভাড়াসমুহঃ (বর্তমানে কক্সবাজারে ইজি বাইক/ টমটম এর ন্যূনত্বম ভাড়া = ১০ টাকা)
• বাস টার্মিনাল থেকে কলাতলী ডলফিন মোর পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৭০-৮০ টাকা
• বাস টার্মিনাল থেকে সুগন্ধা পর্যন্ত = প্রতি জন ২০ টাকা / রিজার্ভ ৯০ টাকা
• বাস টার্মিনাল থেকে লাবনী পর্যন্ত = প্রতি জন ২০ টাকা / রিজার্ভ ১১০ টাকা
• কলাতলী ডলফিন মোর থেকে সুগন্ধা পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৬০ টাকা
• কলাতলী ডলফিন মোর থেকে লাবনী পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৭০ টাকা
• কলাতলী ডলফিন মোর থেকে বাজারঘাটা পর্যন্ত = প্রতি জন ১৫ টাকা / রিজার্ভ ১০০ টাকা
• কলাতলী ডলফিন মোর থেকে বার্মিজ মার্কেট পর্যন্ত = প্রতি জন ২০ টাকা / রিজার্ভ ৮০-৯০ টাকা
• সুগন্ধা থেকে লাবনী পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৫০-৬০ টাকা
• সুগন্ধা থেকে বাজারঘাটা পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৮০ টাকা
• সুগন্ধা থেকে বার্মিজ মার্কেট পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৮০ টাকা
• লাবনী থেকে বাজারঘাটা পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৮০ টাকা
• লাবনী থেকে বার্মিজ মার্কেট পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৮০ টাকা
অন্যান্য জায়গা যেমনঃ দরিয়া নগর, হিমছড়ি, ইনানি এই জায়গাগুলোতে কত ঘন্টা বা কয়টা লোকেশানে ভিজিট করবে এর উপর ভাড়া নির্ধারণ করা হয়।
আসা করছি এই ইনফর্মেশনের মাধ্যমে পর্যটকদের কিছুটা সুবিধা হবে।
©️ Cox's bazar Bio

@01957586355

কক্সবাজার,_ঢাকা চাইদাবাদ _আরামবাগ_ফকিরাপুল _ফার্মগেট  _ আসাদগেট _কলাবাগান _কল্লানপুর_গাবতলী........  #রাত_৯ঃ০০মি.  @0195...
14/04/2022

কক্সবাজার,_ঢাকা চাইদাবাদ _আরামবাগ_ফকিরাপুল _ফার্মগেট _ আসাদগেট _কলাবাগান _কল্লানপুর_গাবতলী........
#রাত_৯ঃ০০মি.

@01957586355

Address

Cox's Bazar. Kalatoli Dolpin Sottor
Cox's Bazar

Telephone

+8801872723226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox's Bazar.com:

Videos

Share

Category