Rahbar Travels Solution

Rahbar Travels Solution ✈️ Air Ticket
🕋 Hajj & Omrah
🌍 Visa Process
🏨 Hotel Booking
🏖️ Tour Package
⛴️ Ship/Train Ticket

Rahbar Travels Solution is a one stop travel service provider platform. Our services :

* Air / Ship / Bus Ticketing
* Hotel Booking / Reservation
* Omrah & Hajj Service
* Visa Processing
* Passport Service

হজ্জ নিবন্ধন চলমান, ২০২৬ সালে হজ্বে যেতে ইচ্ছুক হইলে দ্রুত নিবন্ধন করুন।
29/07/2025

হজ্জ নিবন্ধন চলমান, ২০২৬ সালে হজ্বে যেতে ইচ্ছুক হইলে দ্রুত নিবন্ধন করুন।

🕋২০২৬ সাল থেকে  #ফিটনেস_সার্টিফিকেট ছাড়া বাংলাদেশ থেকে কেউ  হজ্বে যেতে পারবেনা,  🇸🇦সৌদিআরবের হজ্ব ও ওমরাহ্ মন্রনালয়ের সী...
07/07/2025

🕋২০২৬ সাল থেকে #ফিটনেস_সার্টিফিকেট ছাড়া বাংলাদেশ থেকে কেউ হজ্বে যেতে পারবেনা,
🇸🇦সৌদিআরবের হজ্ব ও ওমরাহ্ মন্রনালয়ের সীদ্ধান্ত।

🕋২০২৫ সালে ৮৭ হাজার হাজীর মধ্যে ৬৯ হাজার হাজীর চিকিৎসা দিতে হয়েছে বাংলাদেশী মেডিকেল টিমকে এবং ৩০০ জনকে সৌদিআরবের বিভিন্ন মেডিকেল এ ভর্তি করা হয়েছিলো।
✅তাই সুস্থ থাকা অবস্থায় হজ্ব ও ওমরাহ্ করুন।

হজ্বের প্রাক নিবন্ধন এবং ওমরাহ্ বুকিং এর জন্য যোগাযোগ করুন:

রাহবার ট্রাভেলস সল্যুশন
সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি
গভ: রেজিঃ নং ০১৪৮৩৪
মোবাইল: 01819-609891
01923007008

জুলাই মাসের ওমরাহ অফার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকক্সবাজার-ঢাকা-জেদ্দামদীনা-ঢাকা-কক্সবাজার১৯ জুলাই যাওয়া মাত্র অল্প কয়ে...
01/07/2025

জুলাই মাসের ওমরাহ অফার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
কক্সবাজার-ঢাকা-জেদ্দা
মদীনা-ঢাকা-কক্সবাজার
১৯ জুলাই যাওয়া
মাত্র অল্প কয়েকটি সিট খালি আছে।

হোটেল, ট্রান্সপোর্ট, জিয়ারাহ্, খাবার সহ সম্পুর্ন প্যাকেজ মাত্র ১,৪৫,০০০/ টাকা।

যারা অল্প খরচে ভালো সার্ভিস চান তারা দ্রুত যোগাযোগ করুন।

যোগাযোগ:
রাহবার ট্রাভেলস সল্যুশন
সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি
রেজিষ্ট্রেশন নংঃ ১৪৮৩৪
মোবাইল:
01819-609891
01923007008

২০২৬ সালের হজের সময়সূচী ও পরিকল্পনাচূড়ান্ত নিবন্ধনের শেষ তারিখ ১২ অক্টোবর-২০২৫প্রথম হজ্জ ফ্লাইট ১৮ই এপ্রিল-২০২৬হজ্জ পা...
15/06/2025

২০২৬ সালের হজের সময়সূচী ও পরিকল্পনা

চূড়ান্ত নিবন্ধনের শেষ তারিখ ১২ অক্টোবর-২০২৫

প্রথম হজ্জ ফ্লাইট ১৮ই এপ্রিল-২০২৬

হজ্জ পালনে ইচ্ছুক সম্মানিত বাইতুল্লাহর মেহমানগন ২০২৬ সালে আপনার হজযাত্রা নিশ্চিত করতে দ্রুত প্রাক-নিবন্ধন করে নিন ।

যোগাযোগ : মাহমুদুল হাসান
স্বত্বাধিকারী : রাহবার ট্রাভেলস সল্যুশন
01819-609891 01923007008

বাবা হলেন সেই বটবৃক্ষ, যা রোদ, বৃষ্টি কিংবা ঝড়ে সন্তানকে আগলে রাখে পরম মমতায়। বাবা শাশ্বত, চির আপন। ভাষা ভেদে হয়তো শব্দ...
15/06/2025

বাবা হলেন সেই বটবৃক্ষ, যা রোদ, বৃষ্টি কিংবা ঝড়ে সন্তানকে আগলে রাখে পরম মমতায়। বাবা শাশ্বত, চির আপন। ভাষা ভেদে হয়তো শব্দ বদলায়, স্থান ভেদে বদলায় উচ্চারণও। কিন্তু বদলায় না রক্তের টান। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আলাদা কোনও দিবসেরও প্রয়োজন হয় না। তবে বিশেষ একটি দিনে যদি খানিকটা সময় আলাদা করে বাবাকে দেয়া যায়, তবে ক্ষতি কী?

ভারতের আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া বিধ্বস্ত
12/06/2025

ভারতের আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া বিধ্বস্ত

এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর এখনো জানা যায়নি।

আগামীকাল ফজর থেকেই তাকবীরে তাশরীক পাঠ করতে হবে, ইন শা আল্লাহ।
05/06/2025

আগামীকাল ফজর থেকেই তাকবীরে তাশরীক পাঠ করতে হবে, ইন শা আল্লাহ।

28/05/2025
১০ই জুন ২০২৫ ইংরেজি থেকে  ১৪৪৭ হিজরী সিজনের উমরাহ ভিসা প্রদান শুরু হবে। ১১/১২ জুন থেকেই উমরাহ যাত্রী মক্কায় প্রবেশ করতে ...
10/05/2025

১০ই জুন ২০২৫ ইংরেজি থেকে ১৪৪৭ হিজরী সিজনের উমরাহ ভিসা প্রদান শুরু হবে।
১১/১২ জুন থেকেই উমরাহ যাত্রী মক্কায় প্রবেশ করতে পারবেন।
যারা হজ পরবর্তী ওমরা যেতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন,
রাহবার ট্রাভেলস সল্যুশন
সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি
সরকারি রেজিস্ট্রেশন নাম্বার -14834
লালদীঘির পাড়, প্রধান সড়ক কক্সবাজার।
01819-609891

08/05/2025

হজ্ব বিষয়ক ভুল-ভ্রান্তি
-- মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া
হজ্বই একমাত্র ইবাদত, যার নিয়ত করার সময়ই আল্লাহ তাআলার নিকট সহজতা ও কবুলের দুআ করা হয়। অন্যান্য ইবাদত থেকে হজ্বের আমলটি যে কঠিন তা এ থেকেই স্পষ্ট। হজ্বের সঠিক মাসআলার জ্ঞান যেমন জরুরি, তেমনি তা আদায়ের কৌশল এবং পূর্ব অভিজ্ঞতার আলোকে করণীয় বিষয়গুলোর প্রতি পূর্ণ খেয়াল রাখাও জরুরি। হজ্বে যে সকল ভুল হতে দেখা যায় তা সাধারণত উদাসীনতার কারণেই হয়ে থাকে। তাই নিম্নে সচরাচর ঘটে থাকে এমন কিছু ভুল উল্লেখ করা হচ্ছে। যেন হাজ্বীগণ এ সকল ভুল-ভ্রান্তি- থেকে বেঁচে সুষ্ঠুরূপে হজ্ব আদায়ে সক্ষম হন। আল্লাহ তাআলা তাওফীক দান করুন।
ইহরামের দুই রাকাত নামাযের জন্য ইহরাম বিলম্বিত করা
ইহরাম বাঁধার আগে দুই রাকাত নামায পড়ার নিয়ম আছে। তাই অনেককে দেখা যায়, এই দুই রাকাত নামাযের সুযোগ না পাওয়ার কারণে ইহরাম বিলম্বিত করতে থাকে। এমনকি এ নামায পড়তে না পারার কারণে কেউ কেউ ইহরাম ছাড়াই মীকাতে র ভেতরে পর্যন- চলে যায় অথচ ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করা জায়েয নয়। তারা যেহেতু ইহরামের আগে দুই রাকাত নামায আদায়কে জরুরি মনে করে তাই তারা এমনটি করে থাকে। অথচ ইহরামের আগে নামায পড়া সকল মাযহাবেই মুস্তাহাব; জরুরি কিছু নয়। পক্ষান-রে ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করা নাজায়েয। সুতরাং ইহরামের আগে নামাযের সুযোগ পেলে তো তা আদায় করা চাই, কিন্তু সুযোগ না পেলে সে কারণে ইহরাম বাঁধাকে বিলম্ব করবে না।-সহীহ মুসলিম ১/৩৭৬; মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদীস : ১২৯০০; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ৯৮; আলমুগনী ইবনে কুদামা ৫/৮১; ফাতাওয়া হিন্দিয়া ১/২২৩; রদ্দুল মুহতার ২/৪৮১-৪৮২
ইহরাম বাঁধার নিয়ম সংক্রান্ত- ভ্রান্তি-সমূহ
অনেকে মনে করে থাকে যে, ইহরামের কাপড় পরে নামায পড়ার পর নিয়ত করলেই ইহরাম সম্পন্ন হয়ে যায়। এ ধারণা ভুল। এগুলো দ্বারা ইহরাম সম্পন্ন হয় না। নিয়ত আরবীতে করা হোক বা বাংলাতে, সশব্দে করা হোক বা মনে মনে এর দ্বারা ইহরাম সম্পন্ন হয় না; বরং নিয়তের পর তালবিয়া পড়লে ইহরাম পূর্ণ হয়। অতএব বোঝা গেল, ইহরাম সম্পন্ন হয় দুই বস'র সমন্বয়ে : ১. হজ্ব বা উমরার নিয়ত করা ও ২. তালবিয়া পড়া।-জামে তিরমিযী ১/১০২; গুনইয়াতুন নাসিক পৃ. ৬৫; মানাকি মোল্লা আলী কারী পৃ. ৮৯
মক্কাগামীদের জন্য জিদ্দায় ইহরাম বাঁধা
কেউ কেউ আগে থেকেই ইহরাম বাঁধা ঝামেলা মনে করে এবং ভাবে যে, ইহরাম বেঁধে নিলেই তো ইহরামের নিষেধাজ্ঞা আরোপিত হয়ে যাবে। বিমান যেহেতু জিদ্দায় অবতরণ করবে তাই জিদ্দায় ইহরাম বাঁধার ইচ্ছায় ইহরামকে বিলম্বিত করে। অথচ মীকাতের বাইরের হাজ্বীদের জন্য ইহরাম ব্যতীত মীকাত অতিক্রম করা জায়েয নেই। উপমহাদেশ থেকে গমনকারী হাজ্বীদের জন্য মীকাত হল কারনুল-মানাযিল ও যাতু ইরক যা অতিক্রম করেই জেদ্দায় যেতে হয়। যদি কেউ বিনা ইহরামে মীকাত অতিক্রম করে তবে তার জন্য পুনরায় মীকাতে ফিরে এসে ইহরাম বেঁধে যাওয়া জরুরি। যদি তা না করে তবে দম ওয়াজিব হবে। যেহেতু বিমানে থাকা অবস্থায় মীকাতের জায়গা নির্ধারণ করা কঠিন বা ঐ সময় ঘুমিয়ে পড়া, অন্যমনষ্ক থাকা ইত্যাদি হতে পারে। তাই বিমানে চড়ার আগে কিংবা বিমানে উঠেই ইহরাম বেঁধে নেওয়ার কথা বলা হয়।-মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদীস : ১৫৭০২; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ৮৪; গুনইয়াতুন নাসিক পৃ. ৬০; ফাতাওয়া হিন্দিয়া ১/২২১; আলমুগনী ইবনে কুদামা ৫/৭৬; রদ্দুল মুহতার ২/৪৭৭
সেলাইবিহীন কাপড় বা চপ্পলের জন্য ইহরাম বিলম্বে বাঁধা
কেউ কেউ ইহরামের কাপড় না পরে বিমানে উঠে যায়। অথবা মদীনা থেকে গাড়িতে উঠে পড়ে। এরপর যখন গাড়ি বা বিমানের মধ্যে পরিধানের কাপড় বদলিয়ে ইহরামের কাপড় পরা কষ্টকর হয় কিংবা কাপড় লাগেজে থেকে যায়। তখন তারা সেলাইবিহীন কাপড় পরতে না পারার কারণে ইহরাম বিলম্বিত করতে থাকে। এমনকি ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করে ফেলে। ফলে দম ওয়াজিব হয়ে যায়। অথচ মীকাত অতিক্রমের আগে সেলাইযুক্ত কাপড়ের অবস্থায়ই যদি ইহরাম বেঁধে নিত এবং গাড়ি বা বিমান থেকে অবতরণের পরেই ইহরামের কাপড় পরে নিত তবে তার অন্যায়টা দম ওয়াজিব হওয়ার মতো বড় হত না। ইহরাম অবস্থায় এ কয়েক ঘণ্টা (১২ ঘণ্টার কম) সেলাই করা কাপড় পরে থাকার কারণে একটি পূর্ণ সদকা ফিতর আদায় করে দিলেই চলত।-জামে তিরমিযী ১/১৭১; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ৩০০; ফাতাওয়া হিন্দিয়া ১/২৪২; রদ্দুল মুহতার ২/৫৪৭
ইহরামের কাপড় পরিবর্তন করা যাবে না
কেউ কেউ মনে করে, যে কাপড়ে ইহরাম বাঁধা হয়েছে সে কাপড় হালাল (ইহরাম শেষ) হওয়ার আগ পর্যন- বদলানো যাবে না। এটা একটা ভুল ধারণা। ওই কাপড় নাপাক না হলেও বদলানো যাবে।-মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদীস : ১৫০১০, ১৫০১১; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ৯৮; গুনইয়াতুন নাসিক পৃ. ৭১
তাওয়াফের সময় ছাড়াও ইযতিবা করা
অনেককে দেখা যায়, ইহরামের প্রথম থেকেই ইযতিবা (বাম কাঁধের উপর চাদর রেখে ডান বগলের নিচ দিয়ে নিয়ে পরিধান করা) করে থাকে এবং হালাল হওয়া পর্যন- এ অবস্থায় থাকাকে শরয়ী হুকুম মনে করে। এটি ভুল। এভাবে নামায পড়লে নামায মাকরূহ হবে। আবার কেউ কেউ তাওয়াফের সময় ইযতিবা করে এবং এ অবস্থায় সায়ীও করে থাকে এবং তাওয়াফের মতো সাঈতেও তা করা শরয়ী বিধান মনে করে। অথচ সাঈতে ইযতিবা’র বিধান নেই। এমনকি সকল তাওয়াফেও এটি সুন্নত নয়; বরং যে তাওয়াফের পর সাঈ করতে হয় শুধু সেই তাওয়াফেই ইযতিবা করতে হয়। সুতরাং নফল তাওয়াফে ইযতিবা নেই। কেননা নফল তাওয়াফের পর সাঈ নেই।-ফাতাওয়া হিন্দিয়া ১/২২৫; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ১২৯; আলমুগনী ইবনে কুদামা ৫/২১৭
[ মাসিক আলকাউসার » যিলক্বদ ১৪৩০ . নভেম্বর ২০০৯ ]
#হজ্ব_মাসিক_আলকাউসার

তুরস্ক Turkey 🎓🇹🇷ফুল ফান্ড স্কলারশিপ সুযোগ-সুবিধা:১. ফুল টিউশন ওয়েভার (বছরে ২৯,৮৯,০০০ টাকা)২.মান্থলি স্টাইপেন্ড মাস্টার্...
08/05/2025

তুরস্ক
Turkey 🎓🇹🇷
ফুল ফান্ড স্কলারশিপ
সুযোগ-সুবিধা:
১. ফুল টিউশন ওয়েভার (বছরে ২৯,৮৯,০০০ টাকা)
২.মান্থলি স্টাইপেন্ড
মাস্টার্স (১,০৩,৭০০- ১,২৪,৪৪০ টাক)
পিএইচডি ( ১,৫৯,৮২০- ২,১১,০৬০ টাকা)
৩. গ্যারান্টেড অন-ক্যাম্পাস হাউজিং (বিনামূল্যে)
মাস্টার্স স্টুডেন্টস ১ রুমে ২ জন, পিএইচডি ১ রুমে ১ জন, এটাচ বাথ, ওয়াইফাই ও অন্যান্য ফেসিলিটি
৪. প্রাইভেট হেলথ ইন্সুইরেন্স
৫. ল্যাপটপ
৬. কনফারেন্স সাপোর্ট
৭. ট্রান্সপোর্টেশন
ক্যাম্পাসের বাহিরে থাকলে অতিরিক্ত ২০৭৪০ টাকা।
ভালো গবেষণার জন্য রয়েছে বিশ্ববিদ্যালয় থেকে নানান সুবিধা।
ডিগ্রি লেভেল: মাস্টার্স ও পিএইচডি
ডিসিপ্লিন: প্রায় সকল সাবজেক্ট
📌 পড়াশোনা শেষে তুরস্কের সিটিজেনশীপের দারুণ সুযোগ। ভালো পড়াশোনা বা গবেষণা করতে পারলে তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে পারবেন। ✊
✅ মাস্টার্সে থিসিস ও নন-থিসিস দুটোই আছে। তবে থিসিস ভালো।
সেজন্য মাস্টার্স (থিসিস) বা পিএইচডি-র জন্য রিসার্চ প্রপোজাল হলে স্কলারশিপে সুবিধা হবে।
ডেডলাইনঃ ৩০শে মে, ২০২৫.

Address

New Somobai Super Market, Jhawtala, Main Road, Cox’s Bazar
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Rahbar Travels Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahbar Travels Solution:

Share