Econo Lodge Cox's Bazar

Econo Lodge Cox's Bazar "Affordable stays and hassle-free travel solutions all in one place. Book hotels, tickets, and get travel support with ease.
(6)

Your comfort, our commitment!"

Hotline : 01877-160606 Welcome to Econo Lodge Cox's Bazar – Your trusted partner for affordable travel and accommodation solutions! 🌴✨

We specialize in providing budget-friendly hotel bookings with premium quality services, ensuring your stay in Cox's Bazar is both comfortable and memorable. Our services include:

Hassle-free online reservations for hotels and lodg

es. Comprehensive travel and tour assistance, tailored to your needs. Booking services for flights, buses, trains, and ships, so you can travel worry-free. Expert advice and support for creating the perfect travel itinerary. Whether you're visiting for leisure, adventure, or business, our goal is to make your journey smooth and enjoyable. With Econo Lodge Cox's Bazar, you get quality, convenience, and affordability in one place!

📞 Contact us today and let us make your travel dreams a reality!"

Tagline: Your Budget is Our Priority


ইকোনো লজ কক্সবাজার-এ আপনাকে স্বাগতম! 🌴✨
আপনার ভ্রমণ এবং থাকার অভিজ্ঞতাকে সাশ্রয়ী ও আরামদায়ক করতে আমরা আছি সবসময় আপনার পাশে। আমাদের সেবাসমূহের মধ্যে রয়েছে:

সাশ্রয়ী মূল্যে হোটেল বুকিং এবং মানসম্মত সেবা।

আপনার প্রয়োজন অনুযায়ী ভ্রমণ এবং ট্যুর সহায়তা।

বিমান, বাস, ট্রেন এবং জাহাজের টিকিট বুকিং সহজ ও ঝামেলামুক্ত।

ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে অভিজ্ঞ পরামর্শ।


আপনি যাই উদ্দেশ্যে ভ্রমণ করুন – ছুটি কাটানো, অ্যাডভেঞ্চার বা ব্যবসা – ইকোনো লজ কক্সবাজার-এর লক্ষ্য হলো আপনার ভ্রমণকে সহজ, আরামদায়ক ও স্মরণীয় করা।

📞 আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার ভ্রমণকে বাস্তবে রূপ দিন!

ট্যাগলাইন: "আপনার বাজেটই আমাদের অগ্রাধিকার।"

10/06/2025

যারা কক্সবাজারে ঘুরতে এসে একটু নিরিবিলি ভাবে কম খরচে লাক্সারি হোটেলের অভিজ্ঞতা নিতে চান তারা যোগাযোগ করুন।

এখনি আপনার আগামী কক্সবাজার ট্যুরে অবস্থানের জন্য পছন্দের রুম টি বুকিং করুন।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01877-160606

03/06/2025

মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে আপনার পছন্দ অনুযায়ী যেকোন বাজেটের মধ্যে হোটেল / রুম বুকিং করতে আমাদের সাথেই থাকুন।

প্রিয় পর্যটক...আসসালামু আলাইকুম..কম বাজেটের মধ্যে  অ্যাপার্টমেন্ট ও কাপল রুম বুকিংয়ের জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে আম...
05/10/2024

প্রিয় পর্যটক...
আসসালামু আলাইকুম..
কম বাজেটের মধ্যে অ্যাপার্টমেন্ট ও কাপল রুম বুকিংয়ের জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে আমাদের... World Beach Resort Cox's Bazar


রুম থেকে সরাসরি সমুদ্র সৈকতের সৌন্দর্য ও সাগরের বুকে সূর্যাস্ত এবং হোটেল থেকে পায়ে হেঁটে মাত্র ৩ মিনিটে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারের কলাতলী ডলফিন মোড় এ অবস্থিত(মেইন রোডের পাশে)। আমাদের রিসোর্টে রয়েছে (3B/2B/1B with A/C) ব্যচেলর এবং ফ্যামিলির জন্য কোয়ালিটির রুম। সী ভিউ রুমের বারান্দায় দাঁড়ালে আপনার মনে হবে সমুদ্রের নীল জলরাশির বিশালতায় চারপাশে উত্তাল ঢেউয়ের গর্জন মনের ব্যাকুলতা ও অস্থিরতাকে নিমিষেই মিশিয়ে দেয়। এক অদ্ভুত ভালোলাগা। বিশেষ করে রাতের বেলায় সাগর পাড়ে না বসে নিরাপদ দুরত্বে হোটেলে বারান্দায় বসে সমুদ্র সৈকতে সৌন্দর্যের বিশেষ মুহুর্ত কাটানোর দারুণ উপভোগ্য।

★আমাদের প্রতিটি ফ্যামিলি এপার্টমেন্টঃ-

★২ টি আলাদা আলাদা বেড রুম এসি।
★১টি লিভিং রুম।
★২টি ওয়াশরুম৷ (১টি এটাচ, ১টি কমন)
★২টি ব্যালকনি। (সী ভিউ/হিল ভিউ)
★৫-৭ জন অ্যাডাল্ট থাকা যাবে।।

★আমাদের প্রতিটি কানেক্টিং রুমঃ-
★১টি বেড রুম।
★১টি লিভিং রুম।
★১টি ওয়াশরুম।
★১টি ব্যালকনি।
★৪/৫জন ব্যচেলর থাকা যায়।

আমাদের কাপল রুমে :-
১ টি বেডরুম
১ টি ওয়াশরুম
২ জন থাকতে পারবেন

আমাদের সার্ভিস সমূহ।
১, এসি নন এসি রুম
২, গিজার সুবিধা
৩, ওয়াইফাই
৪, লিফট সার্ভিস ২৪
৫, পার্কিং সুবিধা
৬,,,২৪ ঘন্টা হোটেল খোলা
৭, টিভি
৮, রুম সার্ভিস
৯, সি ভিউ হিল ভিউ অ্যাপার্টমেন্ট
১০, নিরাপত্তা ব্যবস্থা
১১, সি সি ক্যামেরা
১২, মাএ ২ মিনিটে সমুদ্র সৈকতে যেতে পারবেন।

বিস্তারিত জানতে কল করুন,,, 01877-160606

প্রিয় পর্যটক...আসসালামু আলাইকুম..কম বাজেটের মধ্যে  অ্যাপার্টমেন্ট ও কাপল রুম বুকিংয়ের জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে আম...
04/10/2024

প্রিয় পর্যটক...
আসসালামু আলাইকুম..
কম বাজেটের মধ্যে অ্যাপার্টমেন্ট ও কাপল রুম বুকিংয়ের জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে আমাদের... Econo Lodge Cox's Bazar


রুম থেকে সরাসরি সমুদ্র সৈকতের সৌন্দর্য ও সাগরের বুকে সূর্যাস্ত এবং হোটেল থেকে পায়ে হেঁটে মাত্র ৩ মিনিটে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারের কলাতলী ডলফিন মোড় এ অবস্থিত(মেইন রোডের পাশে)। আমাদের রিসোর্টে রয়েছে (3B/2B/1B with A/C) ব্যচেলর এবং ফ্যামিলির জন্য কোয়ালিটির রুম। সী ভিউ রুমের বারান্দায় দাঁড়ালে আপনার মনে হবে সমুদ্রের নীল জলরাশির বিশালতায় চারপাশে উত্তাল ঢেউয়ের গর্জন মনের ব্যাকুলতা ও অস্থিরতাকে নিমিষেই মিশিয়ে দেয়। এক অদ্ভুত ভালোলাগা। বিশেষ করে রাতের বেলায় সাগর পাড়ে না বসে নিরাপদ দুরত্বে হোটেলে বারান্দায় বসে সমুদ্র সৈকতে সৌন্দর্যের বিশেষ মুহুর্ত কাটানোর দারুণ উপভোগ্য।

★আমাদের প্রতিটি ফ্যামিলি এপার্টমেন্টঃ-

★২ টি আলাদা আলাদা বেড রুম এসি।
★১টি লিভিং রুম।
★২টি ওয়াশরুম৷ (১টি এটাচ, ১টি কমন)
★২টি ব্যালকনি। (সী ভিউ/হিল ভিউ)
★৫-৭ জন অ্যাডাল্ট থাকা যাবে।।

★আমাদের প্রতিটি কানেক্টিং রুমঃ-
★১টি বেড রুম।
★১টি লিভিং রুম।
★১টি ওয়াশরুম।
★১টি ব্যালকনি।
★৪/৫জন ব্যচেলর থাকা যায়।

আমাদের কাপল রুমে :-
১ টি বেডরুম
১ টি ওয়াশরুম
২ জন থাকতে পারবেন

আমাদের সার্ভিস সমূহ।
১, এসি নন এসি রুম
২, গিজার সুবিধা
৩, ওয়াইফাই
৪, লিফট সার্ভিস ২৪
৫, পার্কিং সুবিধা
৬,,,২৪ ঘন্টা হোটেল খোলা
৭, টিভি
৮, রুম সার্ভিস
৯, সি ভিউ হিল ভিউ অ্যাপার্টমেন্ট
১০, নিরাপত্তা ব্যবস্থা
১১, সি সি ক্যামেরা
১২, মাএ ২ মিনিটে সমুদ্র সৈকতে যেতে পারবেন।

বিস্তারিত জানতে কল করুন,,, 01877-160606

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন...
04/10/2024

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।

৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।

১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।

১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।

১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ
তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।

১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।

১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।

#কক্সবাজার
#সতর্কতা
#সাবধানতা
#পরামর্শকক্সবাজার



Address

Cox's Bazar

Telephone

+8801862121666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Econo Lodge Cox's Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Econo Lodge Cox's Bazar:

Share