ঘুরপাক

ঘুরপাক ঘুরপাকের সাথে থাকলে ঘুরতে পারবেন শপিং করতে পারবেন .

বালিখারা, কামারখারা 💖💖বুড়িচং , কুমিল্লা ।
18/03/2024

বালিখারা, কামারখারা 💖💖
বুড়িচং , কুমিল্লা ।

কুমিল্লায় ভ্রমণে আপনার পয়েন্ট কত?পাশ মার্ক ৬৫% ১ ধর্মসাগর পাড়  ২ ২ নানুয়া দীঘি    ২ ৩ রাণীর দীঘি    ২ ৪ রাণীর কুঠি   ...
05/03/2024

কুমিল্লায় ভ্রমণে আপনার পয়েন্ট কত?
পাশ মার্ক ৬৫%
১ ধর্মসাগর পাড় ২
২ নানুয়া দীঘি ২
৩ রাণীর দীঘি ২
৪ রাণীর কুঠি ৪
৫ রূপসাগর দীঘি ৩
৬ আমীর দীঘি ২
৭ গোমতি নদীর পাড় ৩
৮ টিক্কারচড়, পালপাড়া, চাঁনপুর ব্রিজ ৩
৯ বার্ড, কোটবাড়ি ৫
১০ ইটখোলা মুরা ২
১১ রূপবান মুরা ২
১২ শালবনবিহার ৪
১৩ ময়নামতি ওয়ার সিমেট্রি ৫
১৪ লালমাই পাহাড় ৪
১৫ সামাজিক বন উদ্যান, কোটবাড়ি ৪
১৬ ম্যাজিক প্যারাডাইস ২
১৭ ব্লু ওয়াটার পার্ক ২
১৮ নগর উদ্যান পার্ক ২
১৯ ডাইনো পার্ক ২
২০ লেকল্যান্ড পার্ক ২
২১ Y ব্রিজ ৫
২২ গোলাবাড়ি ৫ 😄
২২ বিবির বাজার বন্দর ৫
২৩ উজির দীঘির পাড় ২
২৪ সংরাইশ বড়পুকুর পাড় ২
২৫ কুমিল্লা ইপিজেড ৮
২৬ ময়নামতি গল্ফ ক্লাব ১০
২৮ লুটেরচর মেঘনা ৭
২৯ চিরিয়াখানা ছোটরা ৫
৩০ চা বাগান (লালমাই) ৩
৩১ আদিনামুড়া ৫
৩২ নবাববাড়ি চর্থা ৫
৩৩ নবাব ফয়জুন্নেছার বাড়ি লাকসাম ৫

যে বান্দরবান দেখে নাই,সে বাংলাদেশ দেখে নাই।
31/01/2024

যে বান্দরবান দেখে নাই,
সে বাংলাদেশ দেখে নাই।

2024 সালে প্রচুর ঘুরপাক  দিবো,আপনার রেডি তো ঘুরপাক এর জন্য।😀
01/01/2024

2024 সালে প্রচুর ঘুরপাক দিবো,
আপনার রেডি তো ঘুরপাক এর জন্য।😀

তাবু বাসের গন্তব্য? বাকী কোথায় যাওয়া?
23/12/2023

তাবু বাসের গন্তব্য?

বাকী কোথায় যাওয়া?

আসুন জেনে নেই কিভাবে ট্রেনের সম্পূর্ণ কোচ রিজার্ভ করবেন?বিভিন্ন সময়ে পিকনিক ও বিয়ে উপলক্ষ্যে পুরো কোচ রিজার্ভের প্রয়োজন ...
22/12/2023

আসুন জেনে নেই কিভাবে ট্রেনের সম্পূর্ণ কোচ রিজার্ভ করবেন?

বিভিন্ন সময়ে পিকনিক ও বিয়ে উপলক্ষ্যে পুরো কোচ রিজার্ভের প্রয়োজন হয়। বাংলাদেশ রেলওয়েতেও সেই সুযোগ রয়েছে। তবে তার জন্য আপনাকে অফিশিয়ালি এগোতে হবে এবং অবশ্যই মাসখানেক সময় হাতে রেখে।

প্রথমে, পারিবারিক ভ্রমণ বা অফিশিয়াল ভ্রমণ সেটি জানিয়ে একটি দরখাস্ত প্রস্তুত করুন। আপনার প্রতিষ্ঠানের প্যাডে হতে হবে সেটি। তাতে উল্লেখ থাকতে হবে যে বিষয়গুলোঃ ট্রেনের নাম ও নম্বর, কবে, কোন শ্রেনীর কতটি টিকেট। যিনি টিকেটগুলো কালেক্ট করবেন তার পরিচয় ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে তাতে। খুবই সাধারণ একটি দরখাস্তই যথেষ্ট। সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন স্টেশন ম্যানেজার/ মাস্টারদের সাথে।
কমপক্ষে ১৫-২০ দিন আগে আপনাকে যোগাযোগ করতে হবে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে। আপনি যদি ঢাকায় থাকেন, তাহলে রেলভবনে দরখাস্তটি জমা দিবেন “এডিশনাল ডিরেক্টর জেনারেল/অপারেশন” বরাবরে। তিনি এটি ফরোয়ার্ড করবেন চিফ কমার্শিয়াল ম্যানেজার/পূর্ব অথবা পশ্চিম বরাবরে। তবে আপনি যদি চট্টগ্রাম বা রাজশাহীতে থাকেন, তবে সরাসরি এড্রেস করে জমা দিতে পারবেন সিসিএম/পূর্ব অথবা পশ্চিম অফিসে যথাক্রমে।
আপনি যেখানেই এপ্লিকেশনটি জমা দিন না কেন, উল্লিখিত তারিখ মোতাবেক আপনাকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কারন এবার আপনার জন্য একটি অনুমতিপত্র ইস্যু করা হবে সিসিএম সাহেবের অফিস থেকে এবং আপনাকে সেটি কালেক্ট করতে হবে। সাধারণত সেটির একটি কপি আপনাকে এবং আরেকটি কপি স্টেশন ম্যানেজার বা স্টেশন সুপারিনটেন্ডেন্টদের কাছে পাঠিয়ে দেয়া হয়। সাধারনতঃ কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়, তবে আপনার অনুরোধে হাতে হাতেও সেটি পাবার সুযোগ রয়েছে।
নির্ধারিত তারিখে সেটি কালেক্ট করে নিয়ে এবার চলে যাবেন রেলস্টেশনে স্টেশন ম্যানেজার/সুপারিনটেন্ডেন্টের কাছে। তার নির্দেশনা আপনাকে অনুসরণ করতে হবে। খেয়াল রাখবেন, যিনি টিকেট কালেক্ট করবেন মর্মে এপ্লিকেশনে নাম্বার দিয়েছিলেন, তিনিই যেন উপস্থিত থাকেন তখন। আপনি নির্ধারিত দিন ও সময়ে তার নির্দেশিত কাউন্টারে পুরো টাকা জমা দিয়ে আপনার জন্য বরাদ্দকৃত আসনগুলোর বিপরীতে টিকেট সংগ্রহ করবেন।

অন্যান্য দিন আপনি চাহিদার সব কয়টি টিকেটই পাবেন আশা করা যায়, তবে বৃহষ্পতি ও রবি এবং এরকম ছুটির পাল্লা থাকলে রাতের ট্রেনে আপনার চাহিদার সকল টিকেট নাও দেয়া হতে পারে। বিষয়টি সম্পূর্ণ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সবশেষ অনুরোধ থাকবে, সদলবলে ভ্রমণ করলে দয়া করে কোচের চেয়ার-টেবিলের কোন রকম ক্ষতি করবেন না। কোনো রকম উচ্ছৃংখলতা করে সহযাত্রীদের বিড়ম্বনা তৈরী করবেন না। এটেনডেন্টকে প্রয়োজনীয় সহায়তা করবেন। রাতের ট্রেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন।

ধন্যবাদ।
নিরাপদ ও আনন্দময় ভ্রমণের জন্য রেল সবসময় বদ্ধপরিকর।

Bangladesh Railway Train Information (BRTI) 😊

ঢাকা-কক্সবাজার ট্রেন,কুমিল্লা স্টেশনে স্টপেজ চাই!
02/12/2023

ঢাকা-কক্সবাজার ট্রেন,
কুমিল্লা স্টেশনে স্টপেজ চাই!

সাজেক ভ্যালি। 🥰
19/09/2023

সাজেক ভ্যালি। 🥰

আমাদের দেশেও মেঘের উপরে রাস্তা আছে! 🤍📍 থানচি, বান্দরবান।  🇧🇩 🥰
01/09/2023

আমাদের দেশেও মেঘের উপরে রাস্তা আছে! 🤍

📍 থানচি, বান্দরবান। 🇧🇩 🥰

পাহাড় তোমায় আমি ভালোবাসি।
25/08/2023

পাহাড় তোমায় আমি ভালোবাসি।

আপনারা কোনটা পছন্দ ?
22/08/2023

আপনারা কোনটা পছন্দ ?

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when ঘুরপাক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘুরপাক:

Share

Category