13/06/2025
ট্যুর দেওয়া দিন দিন আমাদের জন্য ট্রেন্ড বা ফ্যাশনে তৈরী হচ্ছে।কোন অভিজ্ঞতা থাক বা না থাকুক অন্যের সুন্দর ছবি দেখে দৌড় দি। কিন্তু ভুলে যাই ওইরকম সুন্দর ছবি তোলার পিছনে কত কষ্ট বা দুর্গম পথ পাড়ি দিতে হয়।।
আগে পাহাড়ে যেতো অভিজ্ঞতরা।মোটামুটি সীতাকুণ্ড ট্যুর দেওয়ার পর বান্দরবান যেতো।কিন্তু এখন একটা মডেরেট লেভেলের ট্যুর না দিয়েও বান্দরবানের গহিনে যায় কিংবা খৈয়াছড়াতেও চলে যায়।
আশ্চর্যের বিষয় তাদের কাছে নূন্যতম ঝিরিতে হাটার যে ট্রেকিং শো সেটাও তাদের পায়ে দেখিনা।খালি পায়ে বা এংলেট পরে চলে যায় কত ইজিলি।কিছু বললে এমন ভাব নেয় যে তারা এভারেস্ট জয় করে আসছে খালি পায়ে,এইসব আর কি ব্যাপার।।
আর ঝর্নায় গিয়ে যদি ঝর্নার উপরে উঠে পিকই তুলতে না পারে তবে কেমন ট্রাভেলার বা কেমন ট্যুর।উপরে উঠে পানি আটকাবে,নিচে মানুষদের গায়ে পাথর ফেলবে।এইসব না করলে কি চিল হয়।আর উপর থেকে নিচে লাফ দিতে না পারলে ট্যুরের মজাই হয়না আর।।
কয়েকটা সাহসী ছবি তুলতে গিয়ে প্রতিবছর কত মানুষ ছবি হয়ে যাচ্ছে।হায়াত-মৃত্যু আল্লাহর হাতে তবে কি জানেন আল্লাহও আপনাকে বলেছে সর্বোচ্চ নিরাপদ থাকার চেষ্টা করতে।আর গ্রুপ গুলোর ও ইভেন্টে মানুষ দরকার।তারা অভিজ্ঞ কি না তা দিয়া তাদের দরকার নাই।
ভ্রমণ করার আগে সেই জায়গা সম্পর্কে ভাল ভাবে জেনে নিন।তারপর ভ্রমণ করুন।ছবি দেখে দৌড় দিয়েন না।ছবি তোলার আগে ১০*১২ ঘন্টা যে ট্রেক তা সম্পর্কেও জেনে নিয়েন দয়াকরে।।
©️©️