Travellers ভ্রমণকারীシ

Travellers ভ্রমণকারীシ বাংলাদেশের এক ক্ষুদে ট্রাভেলার। সারা বিশ্ব আপনাদের ঘুরে দেখাতে চাই। ইনশা-আল্লাহ��

তাই পেজটিকে ফলো করে পাশেই থাকুন। এবং কেমন ভিডিও দেখতে চান, তা সাজেস্ট করুন।

28/03/2025

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন।

হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে বললেন, আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি?

ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল।

ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছ। তো সেখানে গিয়ে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে।

তুমি তার কাছে গিয়ে বললে, "আমি উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি আমায় বিয়ে করবে?" এটাকে বলে সরাসরি বিপণন (ডাইরেক্ট মার্কেটিং)।

তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, "ও উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি ওকে বিয়ে করবে?" এটাকে বলে বিজ্ঞাপন।

মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, 'আপনি উচ্চশিক্ষিত এবং ধনী। আপনি কি আমায় বিয়ে করবেন?' এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।

তুমি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটি জানাল যে, সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা ও জোগানের ফারাক (ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ)।

তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলে গেল। এটাকে বলে প্রতিযোগিতা (কম্পিটিশন)।

মেয়েটি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করল এবং বছর ঘুরতেই তোমাদের একটি সন্তান হলো। একে বলে প্রোডাকশন (উৎপাদন)।

তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া (কাস্টমার্স ফিডব্যাক)।

তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হল। এটাকে বলে নতুন ব্যবসাক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি (রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেট)।"

ছাত্রদের আক্কেলগুড়ুম!

কোথাও জীবন নাশ! কোথাও খাবারের আর্তনাদ! কোথাও রঙ্গশালা কোথাও বা নাট্যমঞ্চ।বিধাতার খেলা বড় রহস্যজনক। #ফিলিস্তিন বিশ্বে কেন...
20/03/2025

কোথাও জীবন নাশ! কোথাও খাবারের আর্তনাদ!
কোথাও রঙ্গশালা কোথাও বা নাট্যমঞ্চ।
বিধাতার খেলা বড় রহস্যজনক।
#ফিলিস্তিন

বিশ্বে কেন এতো ইসলামফোবিয়া? ইসলাম নিয়েই এতো সমস্যা?

ইয়া আল্লাহ,গা/জা/র মুসলমানদের জন্য আপনিই যথেষ্ট হয়ে যান।😓 আল্লাহ মাফ করুন। রহমতের মাসে অন্তত রহম করুন। একমাত্র আপনার রহমত ই পারে এদের মুক্তি দিতে।
#ফিলিস্তিন 😔🤲🤲

আলহামদুলিল্লাহ। 🤲
16/03/2025

আলহামদুলিল্লাহ। 🤲

16/03/2025

New suspense Thriller Movie. টা যারা দেখেছেন। আপনারা সেই মুভি থেকে শিক্ষা নিয়ে সততা কে বেছে নিতে পারেন।

সফলতা আপনার আসবেই। ইনশা-আল্লাহ।

16/03/2025

ক্যারিয়ার ও ভবিষ্যৎ অনিশ্চয়তা

সমস্যা: চাকরি বা ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা ও হতাশা অনেকের মধ্যে কাজ করে।
সমাধান:

নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন ও তার জন্য পরিকল্পনা করুন।

নতুন কিছু শেখার জন্য প্রশিক্ষণ নিন।

ইতিবাচক মনোভাব বজায় রাখুন ও ধৈর্য ধরুন।

🚀 সফল মানুষের ৫টি দৈনিক অভ্যাস 🌟সফলতা একদিনে আসে না, এটি গড়ে ওঠে নিয়মিত ইতিবাচক অভ্যাসের মাধ্যমে। সফল ব্যক্তিরা প্রতিদিন...
16/03/2025

🚀 সফল মানুষের ৫টি দৈনিক অভ্যাস 🌟

সফলতা একদিনে আসে না, এটি গড়ে ওঠে নিয়মিত ইতিবাচক অভ্যাসের মাধ্যমে। সফল ব্যক্তিরা প্রতিদিন কিছু নির্দিষ্ট কাজ অনুসরণ করেন যা তাদের জীবনে অগ্রগতি আনতে সাহায্য করে।

✅ ১. সকালের রুটিন মেনে চলা ☀

সফল মানুষরা ভোরে ওঠেন এবং দিনের গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে নিজেদের জন্য সময় রাখেন। তারা ব্যায়াম করেন, প্রার্থনা বা মেডিটেশন করেন এবং দিনের পরিকল্পনা ঠিক করে নেন।
💡 টিপস: প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন এবং সকালের সময়টাকে গঠনমূলক কাজে লাগান।

📚 ২. প্রতিদিন শেখার অভ্যাস গড়ে তোলা 📖

সফল ব্যক্তিরা প্রতিনিয়ত নতুন কিছু শেখেন, যা তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করে। তারা বই পড়েন, গবেষণা করেন বা নতুন অভিজ্ঞতা অর্জন করেন।
💡 টিপস: প্রতিদিন অন্তত ৩০ মিনিট বই পড়ুন, পডকাস্ট শুনুন বা অনলাইন কোর্স করুন।

🎯 ৩. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা 📝

সফল মানুষেরা তাদের সময় ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে জানেন। তারা স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে এবং সে অনুযায়ী কাজ করেন।
💡 টিপস: প্রতিদিনের To-Do List তৈরি করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করুন।

💪 ৪. স্বাস্থ্য ও মানসিক শক্তির যত্ন নেওয়া 🥗

তারা জানেন, সুস্থ শরীর ও মানসিক প্রশান্তি ছাড়া সাফল্য সম্ভব নয়। তাই তারা নিয়মিত ব্যায়াম করেন, স্বাস্থ্যকর খাবার খান এবং মানসিক প্রশান্তির জন্য বিশ্রাম নেন।
💡 টিপস:
✔ প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করুন।
✔ পর্যাপ্ত ঘুম ও হাইড্রেশন নিশ্চিত করুন।
✔ মানসিক প্রশান্তির জন্য মেডিটেশন বা বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।

🤝 ৫. ইতিবাচক সম্পর্ক ও যোগাযোগ বজায় রাখা 🌍

সফল ব্যক্তিরা ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক মানুষের সঙ্গে সময় কাটান এবং নতুন নতুন আইডিয়া শিখতে আগ্রহী থাকেন।
💡 টিপস:
✔ নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন।
✔ পজিটিভ ও প্রোডাক্টিভ ব্যক্তিদের সঙ্গে সংযোগ তৈরি করুন।
✔ প্রতিদিন নতুন কিছু শিখুন এবং নেটওয়ার্ক গড়ে তুলুন।

🔥 সাফল্য কোনো ম্যাজিক নয়, এটি প্রতিদিনের ছোট ছোট ইতিবাচক অভ্যাসের ফল! আপনি কোন অভ্যাস গড়ে তুলতে চান? কমেন্টে জানান! ⬇

16/03/2025

"মনে রাখবা পুরুষকে কেও কখনো ভালোবাসেনি '
ভালোবেসেছে তার যোগ্যতা,সফলতা,আর সামর্থ্য কে! 😅🥀

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন...
16/03/2025

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন।

ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷ তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে।

তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন 🤲

16/03/2025

আপনার অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত প্রার্থনা করুন, অলৌকিক ঘটনা প্রতিদিন ঘটে, তাই বিশ্বাস বন্ধ করবেন না, আল্লাহ আপনার জীবনে খুব দ্রুত কিছু পরিবর্তন করতে পারেন, ইন'শা'আল্লাহ! ❤️‍🩹

16/03/2025

সালামি লাগবে না…
ঈদের দিন খোঁজ নিয়েন ,টেক্সট দিয়েন, কল দিয়েন। এতোটুকুই অনেক

15/03/2025

যেদিন নিজেকে খুব বেশি একা লাগবে, তখনই কাঁধে ব্যাগ জুলিয়ে ঘুরতে বের হয়ে পড়ুন।


15/03/2025

💞Most of the time, I read the book
অধিকাংশ সময় আমি বইট পড়ি।
💞Most of the time, I use facebook.
অধিকাংশ সময় আমি ফেইসবুক ব্যবহার করি।
💞Most of the time, I stay alone.
অধিকাংশ সময় আমি একা থাকি।
💞Most of the time, I miss my friends..
অধিকাংশ সময় আমি আমার বন্ধুদের স্মরণ করি।
💞Most of the time, I feel sick..
অধিকাংশ সময় আমি অসুস্থ অনুভব করি।

It's your turn to write something.

12/03/2025

ছয়টা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন !
১/ শারীরিক সুস্থতা।
২/ হালাল রিজিক।
৩/ নিরাপদ বাসস্থান।
৪/ নেককার জীবনসঙ্গী।
৫/ নেককার সন্তান।
৬/ ঈমানের সাথে মৃত্যু।

আল্লাহ কবুল করুন! আমীন 🤲

11/03/2025

রাসূল (ﷺ) বলেছেন" নিশ্চয়ই সততা মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়!🩷

(সুবহানাল্লাহ)🌸
📖[মুসলিমঃ→৬৫৩১]📖

11/03/2025

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও, প্লিজ । না পেলে অভিমান করতাম।
ইদানিং শুধু বলি " যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার।

আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেন নি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী ,স্বল্পমেয়াদী নয়। মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।

তাঁর উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে।

11/03/2025

যিনি কুপ থেকে তুলে ইউসুফ (আঃ) কে মিশরের সিংহাসনে বসাতে পারেন,

সেই রব তোমার যাবতীয় দুঃখ-কষ্টকেও মহা আনন্দে পরিনত করতে পারেন !

31/01/2025

নিজের শান্তি বজায় রাখার জন্য মরিয়া হন। নিজের জীবন সুন্দর করার জন্য কষ্ট করতেই হবে।

মানুষ মানসিকভাবে শক্তিশালী হয় যখন বুঝতে পারে যে, সব অভিযোগ বা কথা বলার চেষ্টা শেষমেশ তার নিজের বিপরীতেই যায়। তখন আর বেশি কথা বলার দরকার হয় না, শুধু শুনলেই হয়।

যখন কারো সঙ্গে কথা বলতে বা দেখা করতে চাওয়ার তীব্র তৃষ্ণা পার করতে পারবেন, তখন জীবনটা অন্যভাবে বদলে যাবে। আর তখন সেই অপ্রয়োজনীয় কথা বলার ইচ্ছাও গলা চেপে ধরবে না।

যে ইচ্ছা একসঙ্গে পথ চলার, সেটার দায় একার নয়—এটা বুঝতে পারলেই মনের অস্থিরতা অনেকটাই কমে যাবে।

তাকে ভালোবাসি, কিন্তু একসঙ্গে থাকতে চাই না—এমন উপলব্ধি আসলে মানসিকভাবে কঠিন। কিন্তু একবার সেই আগ্রহ চলে গেলে, জীবনটা অনেক হালকা লাগে। তখন কে কী বলল, কে কী ভাবল, সেসব আর মাথা ঘামানোর মতো ব্যাপার থাকে না। মনে হয়, "যা হবার হবে, তাতে আমার কিছু যায় আসে না।" আর তখন নিজের জীবনের নেতৃত্বও কেউ নিতে পারে না।

মানুষ অনেক সময় অন্যের কাছে ভালোভাবে থাকার চেষ্টা করতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলে। আর যারা সেই অবস্থায় পৌঁছায় না, তারা নিজেকে সামলে নিতে এতটাই লড়াই করে যে মাঝেমধ্যে ক্লান্ত হলেও হাল ছাড়ে না।

অনুভূতি থাকলেই হয় না। অনুভূতির প্রকাশের জন্য প্রয়োজন শব্দ, প্রয়োজন সঠিক কথা।

যদি নিজের কাছে হেরে গিয়েও উঠে দাঁড়াতে পারেন, তখন দেখবেন এই উঠে দাঁড়ানো আপনাকে অদম্য শক্তি দিয়েছে। সেখানে বাড়তি আবেগের কোনো স্থান থাকবে না।

যেখানে আপনাকে গুরুত্ব দেয়া হয় না, সেখানে নিজে থেকেই সরে আসুন। সাহসী ঈগলের মতো সম্পর্কের ভাঙা সুতো নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মিথ্যা বন্ধন ধরে রাখবেন না। যে সিদ্ধান্তটা নিচ্ছেন, সেটা যত কষ্টের হোক না কেন, ভবিষ্যতের জন্য তা প্রয়োজন।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Travellers ভ্রমণকারীシ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travellers ভ্রমণকারীシ:

Share

Category