
14/08/2025
গত বারের ন্যায় এবারও আমরা এশিয়ার সবচেয়ে বড় বিজনেস হাব চায়নায় ক্যান্টন ফেয়ার উপলক্ষ্যে চায়না বিজনেস গ্রুপ ট্যুরের আয়োজন করছি। যেখান, আপনি বিশ্বের বৃহত্তম বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ার পরিদর্শন, চীনের সংস্কৃতি ও ব্যবসায়িক পরিবেশ ঘুরে দেখার সুযোগ এবং প্রধান পাইকারি বাজার পরিদর্শন করাসহ বিভিন্ন প্রডাক্টের সরাসরি কোম্পানির সাথে কথা বলা ও কোম্পানি ভিজিটের সুযোগ পাচ্ছেন।
পাশাপাশি চায়না কেন্দ্রিক বিভিন্ন প্রডাক্ট আমদানী করার প্রাথমিক গাইডলাইন তো থাকছেই।
বিস্তারিত:
09649-350395 (সকাল ১০.০০-সন্ধ্যা ৭.০০)
01806-974828