Al-Shahela Overseas Service

Al-Shahela Overseas Service আল-সাহেলা ওভারসীজ সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম।

ইবাদত আপনার, খেদমত আমাদের।

আমাদের সেবাসমূহঃ
‌¤ হজ্ব
¤ ওমরাহ
¤ টিকেটিং
¤ ভিসা প্রসেসিং

পবিত্র হজ্ব ও ওমরাহ পালনকারী সম্মানিত হাজ্বী সাহেবগণের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সর্বদা নিয়োজিত ও অঙ্গীকারবদ্ধ।

ইসলামের পাঁচ স্তম্ভ
সেগুলো হচ্ছেঃ (১) শাহাদাত, (২) নামায, (৩) রোজা, (৪) হজ্জ্ব, (৫) যাকাত!

১. কালেমায়ে শাহাদাত - এর অর্থ আপনাকে কালেমায়ে শাহাদাত মুখে বলা এবং অন্তরে বিশ্বাস করা। এর আরেক অর্থ হল “

ঈমান”।

২. ৫ ওয়াক্ত নামায - নামাজ বা সালাত ইসলামের উপাসনাকর্ম। প্রতিদিন ৫ ওয়াক্ত নামায নির্দিষ্ট সময়ে আদায় করা আবশ্যক।

৩. রামাযান মাসে রোযা রাখা (সিয়াম পালন করা) - সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোযা। প্রতিটি সবল মুসলমানের জন্য রমযান মাসের প্রতি দিন রোজা রাখা ফরজ যার অর্থ অবশ্য পালনীয়।

৪.সামর্থ থাকলে আল্লাহর ঘরের হজ্জ আদায় করা - আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। এটি পৃথিবীর সবচেয়ে বড় বাৎসরিক তীর্থযাত্রা।

৫. যাকাত প্রদান করা - এর অর্থ হলো "যা পরিশুদ্ধ করে" আরেক অর্থ হল “সম্পদের যাকাত”। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলমান নর-নারীকে প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, যদি তা ইসলামী শরিয়ত নির্ধারিত সীমা (হিসাব পরিমাণ) অতিক্রম করে তবে, গরীব-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে যাকাত বলা হয়।

15/07/2025

🕋 যদি পারেন বাবা-মাকে হজ্ব করান…
জান্নাতে এক বিশেষ জায়গা আপনার জন্য অপেক্ষা করছে।

13/07/2025

হজ, উমরায় গিয়‌ে ম‌োবাইল ব্যবহ‌ার সংযত রাখুন। বিশেষত মদিনা শরিফে ভয় করুন।

আল্লাহ তাও‌ফিক দ‌ান করুন।

12/07/2025

🕋 হজ্ব শুধু সফর নয়, এটি চোখের অশ্রু আর তওবার এক জ্যোতির্ময় পথ।
আসুন, নিজেকে বদলাই – হজ্ব করে ফিরি পবিত্র জীবন নিয়ে।

11/07/2025

🕋🌙
হজ্ব করুন, গুনাহ ঝরিয়ে ফেলুন।
যেভাবে বৃষ্টি মাটি ধুয়ে দেয়, হজ্ব তেমনি ধুয়ে দেয় পাপ।
📿💧

11/07/2025

🕊️ যার সামর্থ্য আছে, তার জন্য হজ্ব ফরজ।
এটিকে দেরি করবেন না। হয়তো এই সুযোগটাই ছিল আপনার শেষ ডাক।
⏳🕋

10/07/2025

🌙 হজ্ব এমন এক সফর,
যেখানে গুনাহ মাফ হয় আর হৃদয় পবিত্র হয়।

08/07/2025

🕋 "যে মানুষ হজ্বে যায়, সে ফিরে আসে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হয়ে।"

04/07/2025

মনে রাখবেন বাবা-মা’য়ের পিছনে অর্থ এবং সময় খরচ করতে পারাটাই বড় সৌভাগ্য।

আল-সাহেলা ওভারসীজ সার্ভিস (সরকার অনুমোদিত হজ্ব লাইসেন্স নংঃ ০৬৭৩) এ ২০২৬ এর হজ্বের প্রাক-নিবন্ধন চলছে।প্রাক-নিবন্ধন এর জ...
02/07/2025

আল-সাহেলা ওভারসীজ সার্ভিস (সরকার অনুমোদিত হজ্ব লাইসেন্স নংঃ ০৬৭৩) এ ২০২৬ এর হজ্বের প্রাক-নিবন্ধন চলছে।

প্রাক-নিবন্ধন এর জন্য প্রয়োজন:
১. MRP/E-Passport অথবা NID অথবা জন্মনিবন্ধন সনদ;
২. একটি সচল মোবাইল নাম্বার;
৩. প্রাক-নিবন্ধন ফি জনপ্রতি ৩০,০০০/- টাকা মাত্র।

-মোহাম্মদ ওমর ফারুক
স্বত্বাধিকারী
আল-সাহেলা ওভারসীজ সার্ভিস
01832444832

25/06/2025

আলহামদুলিল্লাহ! আজ ২৫/৬/২০২৫ ঈসায়ী।

আল-সাহেলা ওভার্সীজ সার্ভিস এর হাজী সাহেবদের একাংশ মসজিদে কুবাতে নামাজ আদায়করলেন।

Address

Demra

Telephone

+8801832444832

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Shahela Overseas Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Shahela Overseas Service:

Share

Category

আমাদের সম্পর্কে

#কি_অপরুপ_দৃশ্য

সন্মানিত হজযাত্রী মহোদয়/ মহোদয়াগণ,

সন্মানিত হাজী সাহেবগণের উন্নত সেবা নিশ্চিত করার জন্য বিগত বছরগুলোর ন্যায় এবারও (সরকারের অনুমোদন সাপেক্ষে) প্যাকেজ-প্রোগ্রাম করে আপনাদের সেবার জন্য প্রস্তত। আল্লাহর মেহমানগণকে উন্নত সেবা দানের মাধ্যমে নির্বিঘ্নে ইবাদতের সুযোগ প্রদান করাই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে হাজী সাহেবগণের নিশ্চিন্তে ইবাদতের সুবিধার্থে হজ এবং উমরাহর যাবতীয় আরকান - আহকাম সহীহ্ ও সহজভাবে আদায়ের জন্য আমরা বিশেষ প্যাকেজ প্রোগ্রামের আয়োজন করেছি। আপনার সুবিধা মতো যে কোনো প্যাকেজ প্রোগ্রাম- এ বুকিং দিয়ে সঠিক ও সহীহ্ভাবে পবিত্র হজ এবং উমরাহ্ আদায়ের সুযোগ গ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।


  • প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্রের (NID অর্থাৎ ভোটার আইডি কার্ড) কপি।