Hajj & Umrah HelpCentre"

Hajj & Umrah HelpCentre" Welcome to Hajj & Umrah Help Center. It Is Specialized In Offering Hajj Travel And Tour Packages For Bangladesh Muslim Pilgrims.

We Have Helped Travelers From Across Bangladesh. To Fulfill Their Duties By Exceeding Their Expectations For A well-Planned,

মিজাবে রহমত পবিত্র কাবাঘরের ছাদ ধোয়ার পানি নিষ্কাশনের জন্য যে নালি স্থাপন করা হয়েছে তাকে মিজাবে কাবা বলা হয়।  নালিটি কাব...
17/04/2023

মিজাবে রহমত

পবিত্র কাবাঘরের ছাদ ধোয়ার পানি নিষ্কাশনের জন্য যে নালি স্থাপন করা হয়েছে তাকে মিজাবে কাবা বলা হয়। নালিটি কাবাঘরের উত্তর পাশের ছাদের সাথে সংযুক্ত। ছাদ ধৌতকরণে ব্যবহৃত পানি অথবা বৃষ্টির জমাটবদ্ধ পানি মিজাবে কাবা দিয়ে নিচে পড়ে।

পবিত্র কাবার মিজাব সর্বপ্রথম কুরাইশরা মহানবী (সা.)-এর জন্মের ৩৫ তম বছরে নির্মাণ করেন। এর আগে কাবার কোনো ছাদ ছিল না। সে সময় কাবার ভেতরের সংরক্ষিত সম্পদের চুরি রোধে ছাদ দেওয়ার প্রয়োজন পড়ে।

আব্দুল্লাহ বিন যুবাইর (রা.)- কাবা পুনর্নির্মাণের সময় আবার মিজাব স্থাপন করেন। পরে হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন যুবাইর (রা.)-এর কৃত অংশ ভেঙে আবার কাবা নির্মাণ করেন। তখনও কুরাইশের মতো করে মিজাব তৈরি করা হয়।

পবিত্র কাবার বর্তমান মিজাবটি কনস্টান্টিনোপলে সুলতান আব্দুল মাজিদের সময়ে নির্মাণ করা হয়। স্বর্ণের প্রলেপ দেওয়া মিজাব ১২৭৬ হিজরিতে বহন করে আনা হয়। মিজাবে রহমতের নিচে নামাজ পড়ে কোন দোয়া করলে তা কবুল হয়।

12/04/2023

পবিত্র ওমরাহ করা প্রতিটা মানুষের জন্য জরুরি।

10/04/2023

‼️ রামাদান ২০২৩- ওমরাহ প্যাকেজের বুকিং চলছে 🔛🔛‼️
🕋🕋🕋সাশ্রয়ী মূল্যে ওমরাহ করুন 🕋🕋🕋
পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করলে হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এই জন্য যাদের সুযোগ ও সামর্থ্য রয়েছে, তারা সম্ভব হলে রমজানে পবিত্র ওমরাহ পালন করা উচিত। এতে রমজানের পবিত্রতা রক্ষা ও ইবাদত সুন্দরভাবে পালনের পাশাপাশি বিপুল সওয়াব লাভও হবে।
🕋🕋ওমরাহ প্যাকেজ 🕋🕋
📅মক্কায়
📅মদিনায়
বাংলাদেশের হজ্জ ওমরাহ জগতে মানুষের বিশ্বস্ত প্রতিষ্ঠান “”
========================================

প্যাকেজের অর্ন্তভুক্তঃ-
ক) ওমরাহ ভিসা।
খ) যাওয়া-আসা, এয়ার টিকিট।
গ) খাওয়া ২বেলা।
ঘ) সাইট ভিজিট।
ঙ) ট্রান্সপোর্ট সুবিধা।
চ) সার্বক্ষণিক গাইড সুবিধা।
📞যোগাযোগ করুনঃ 01764646806

06/04/2023
24/09/2022

উমরাহ সফরে এই জিনিসগুলো নিতে অবশ্যই ভুলবেন না।

১. টাওয়েল ইহরাম: কাপড়ের ইহরামের থেকে টাওয়েল ইহরাম উত্তম; কারণ এতে শরীর দেখা যায়না, আরামদায়ক, অতি রোদের গরম থেকে দিবে আরাম আর অতি ঠান্ডায় দিবে উম।

২. বহনযোগ্য জায়নামাজ: কার্পেটের এলার্জিজনিত সমস্যা থেকে দিবে সুরক্ষা আর খালি চত্বরে সলাত আদায়ে দিবে স্বচ্ছন্দতা।

৩. ভেসলিন : মরুভূমির দেশে আদ্রতা কম থাকায় কুঁচকির প্রদাহ বা ছিলে যাওয়া থেকে দিবে সুরক্ষা। আর হ্যাঁ, ইহরাম অবস্থায় অন্তর্বাস না পরার কারণে ঘষায় ঘষায় কুঁচকি ছিলে যাবার সম্ভবনা আরো বেশি। তাই গন্ধহীন পেট্রোলিয়াম জেলি সাথে অবশই নিবেন।

৪. উমরাহ গাইড: উমরাহ একটা ইবাদত; আর তা সঠিকভাবে করার জন্য সেই সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করা জরুরী । উমরাহ কীভাবে করবেন তার বিস্তারিত বিবরণসহ বই।

৫. হিসনুল মুসলিম: আপনি যেখানে যাচ্ছেন সেটা হচ্ছে দু''আ কবুলের জায়গা। কাবা শরীফের সামনে দুয়া কবুল হয়, তাওয়াফের সময় দুআ কবুল হয়, সাফাতে, মারওয়াতে, হারামে, মসজিদ নববীতে দু'আ কবুল হয়। কোথায়, কখন, কোন সুন্নাহ ভিত্তিক দু'আ করবেন তার জন্য এই বই সবসময় সঙ্গে রাখবেন।

৬. গন্ধহীন সাবান: পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন নিৰ্দিষ্ট সময়-কাল নাই। মুমিন সর্ববস্থায় পরিচ্ছন্ন থাকবে। ইহরাম অবস্থায় যেহেতু সুগন্ধি ব্যবহার করা নিষেধ তাই প্রাকৃতিক গন্ধহীন সাবান সাথে নিয়ে নিবেন।

৭. মিসওয়াক: মিসওয়াক করা সুন্নাহ আর রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাহ হলো ওযুর আগে, ঘুম থেকে উঠে, ঘরে প্রবেশের আগে মিসওয়াক করে নেওয়া। ২ টা মিসওয়াক নিয়ে নিবেন।

৮. পারফিউম: ইহরামের আগে রাসূলুল্লাহ ﷺ শরীরে ও মাথায় (খেয়াল রাখবেন যেন ইহরামের কাপড়ে না লাগে) প্রচুর আতর মাখতেন। আর উমরাহর নিয়াত করার পর, হালাল (চুল কাটার) হবার আগে আর আতর বা সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। বাকি সময় নিজেকে সব সময় সুবাসিত করে রাখুন।

৮. ছোট ব্যাকপ্যাক: ছোট সাইজের মাল্টি-পকেট সহ ব্যাকপ্যাক। যাতে স্যান্ডেল, পানির বোতল, ছোট টাওয়েল, জায়নামাজ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক সহ টুকিটাকি জিনিস সব সময় বহন করতে পারেন।

৯. পানির বোতল: সর্বদা জমজম পানি পান ও বহন করার জন্য। জম জম পান করবেন আর সব সময় বহন করবেন। মক্কা-মদিনায় থাকাকালীন জম জম ছাড়া সকল পানীয়কে 'না' বলুন।

১০. সানগ্লাস: অতি রোদ থেকে চক্ষুদ্বয়কে শীতল রাখতে রোদচশমার কোনো বিকল্প নাই। এটা নিতে ভুলবেন না।

১১. জুব্বা: জুব্বা এমন এক পোশাক যেটা দিয়ে সবথেকে উত্তম ভাবে সতর ঢাকা যায়। ১-২ জোড়া জুব্বা সাথে নিয়ে নিতে পারেন। ফুল হাতা বা হাফ হাতা যেটাতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এ সকল কিছু ঘরে বসে পেতে Azan Shoppe এ ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন: 01971007262

__
[উমরাহর জন্য মেয়েদের আলাদা কোন ইহরামের কাপড় বা পোশাক নাই]

আলহামদুলিল্লাহ, সৌদি সরকার উমরাহ এর অনুমোদন দিয়ে দিছে।খুব শীগ্রই আমাদের উমরাহ এর কার্যক্রম শুরু হবে।আপনারা যারা যাওয়ার...
01/09/2021

আলহামদুলিল্লাহ, সৌদি সরকার উমরাহ এর অনুমোদন দিয়ে দিছে।খুব শীগ্রই আমাদের উমরাহ এর
কার্যক্রম শুরু হবে।আপনারা যারা যাওয়ার জন্য নিয়ত করেছেন আমাদের সাথে যোগাযোগ করুন।

21/08/2021
হজ এবং উমরাহ এর জন্য আমরাই প্রথম। আমরা বাংলাদেশের হজ ও উমরাহ যাত্রীদের জন্য উন্নত সার্ভিস ও গাইডলাইন দিয়ে থাকি।
14/08/2021

হজ এবং উমরাহ এর জন্য আমরাই প্রথম। আমরা বাংলাদেশের হজ ও উমরাহ যাত্রীদের জন্য উন্নত সার্ভিস ও গাইডলাইন দিয়ে থাকি।

01/11/2020
01/11/2020

Address

Motijheel C/A. Dhaka-1000
Dhaka
1222

Telephone

+8801764646806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hajj & Umrah HelpCentre" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hajj & Umrah HelpCentre":

Share

Category