25/06/2025
৩ বার রিফিউজ হওয়ার পরে চতুর্থ চেষ্টায় ইনভাইটেশন ছাড়া ২৩ দিনে কানাডার ৭ বছরের ভিসা পাওয়ার জন্য চাঁদপুর, মতলব উত্তর, রামদাসপুর, মুন্সিবাড়ির মর্তুজা স্যারকে অভিনন্দন।
কয়টি ও কি কি দেশ ট্রাভেল থাকলে ও ব্যাংকে কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখালে কানাডার ভিসা হতে পারে?
🇨🇦কমপক্ষে যেকোনো ৫-১০ টি দেশ ট্রাভেল ও ৪০ লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে পারলে কানাডার ভিসা হতে পারে। আপনার টাকার সমস্যা থাকলে আমরা জেনুইন ব্যাংক সাপোর্ট দিতে পারবো ।
⭕প্রোফাইল ভালো হলে এর থেকে কম দেশ ট্রাভেল থাকলেও ভিসা হতে পারে।
⚠প্রোফাইল ভালো না হলে এর থেকে বেশি দেশ ট্রাভেল থাকলেও ভিসা রিফিউজ হতে পারে।
🇨🇦 ইনভাইটেশন দিলে কানাডার ভিসা হওয়ার সম্ভাবনা বাড়ে কিনা?
🇨🇦 সর্বশেষ প্রায় এক বছর ইনভাইটেশন দিয়ে আমাদের কোন কাস্টমারের কানাডার ভিসা হয়নি। তবে ইনভাইটেশন দিয়ে অসংখ্য কাস্টমারের কানাডার বিষয় এই সময়ে রিফিউজ হয়েছে।
🇨🇦রিফিউজ হওয়ার কতদিন পরে কানাডার ভিসার জন্য এপ্লাই করা উচিত?
🇨🇦রিফিউজ হওয়ার সাথে সাথেই কানাডার ভিসার জন্য এপ্লাই করা যায়। তবে দেখতে হবে যেই কারণে আপনাকে রিফিউজ করেছে এখন এপ্লাই করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা। সবার রিফিউজের একটা কমন কারণ থাকে যে the purpose of your visit to Canada is not consistent - এটা সাধারণত একই ধরনের ট্যুর প্ল্যান ও কভার লেটার অনেকের ক্ষেত্রে ব্যবহারের কারণে হয়ে থাকে। এক্ষেত্রে সুন্দর ট্যুর প্ল্যান ও কভার লেটার করলে ভিসা হতে পারে। অনেকের রিফিউজের কারণ থাকে your assets and financial situation are insufficient to support the stated purpose of travel. কম টাকা ব্যাংক ব্যালেন্স দেখানোর কারণে এই কারণে রিফিউজ করলে টাকা বেশি ব্যালেন্স দেখাতে পারলে রিফিউজের সাথে সাথেই অ্যাপ্লাই করা যাবে। বেশি টাকা ও সম্পদ দেখানোর পরেও এই কারনে রিফিউজ করলে রিফিউজের সাথে সাথেই এপ্লাই করা যাবে।
🇨🇦 কানাডা ভিসার জন্য কি কি ডকুমেন্ট, ইনভাইটেশন, ট্যুর প্ল্যান, কভার লেটার জমা দিয়েছেন তা বের করার কোন উপায় আছে?
🇨🇦আছে, এটাকে বলে কমপ্লিট এপ্লিকেশন। আমাদেরকে চার্জ দিলেই আমরা ১-২ মাসের মধ্যে কানাডা ভিসার জন্য জমা দেওয়া সকল ডকুমেন্ট বের করে দিতে পারবো। কমপ্লিট এপ্লিকেশন চার্জ জানতে আপনার নাম্বার ইনবক্স করুন।
🇨🇦কানাডার ভিসা রিফিউজ হওয়ার বিস্তারিত কারণ কি জানা যায়?
🇨🇦হ্যাঁ, বিস্তারিত কারণ জানা যায়। রিফিউজের বিস্তারিত কারণ জানতে GCMS নোটের জন্য এপ্লাই করতে হয়।১-২ মাসের মধ্যে রিফিউজ হওয়ার বিস্তারিত কারণ জানতে পারবেন। GCMS নোটের চার্জ জানতে আপনার নাম্বার ইনবক্স করুন।
🇨🇦কানাডা টুরিস্ট ভিসা (নতুন নিয়মে ভিসার মেয়াদ ও সিঙ্গেল অথবা মাল্টিপল এন্ট্রি ইমিগ্রেশন অফিসারের ইচ্ছা অনুযায়ী হবে)
🇨🇦 কানাডার ভিসা হতে কত দিন সময় লাগে?
🇨🇦 কানাডার ভিসা হতে কমবেশি ১ মাস সময় লাগে। আমাদের সর্বশেষ ভিসাগুলো ২৩ দিনের মধ্যে হয়েছে। তারপরেও সময় কমবেশি লাগতে পারে।
💰এম্বাসি ফি CAD 100, বায়োমেট্রিক ফি CAD 85 + ভিসা হলে পাসপোর্ট জমা দেয়ার সময় ১৪৩৩/ জমা দিতে হবে ( বায়োমেট্রিকের সময় প্রিমিয়াম সার্ভিস নিলে ৪৮৭৫/ দিতে হবে।সেক্ষেত্রে পাসপোর্ট জমা দেয়ার সময় কোন টাকা জমা দিতে হবে না,But ভিসা না হলে ৪৮৭৫/- আর ফেরত পাওয়া যাবে না)
➖➖➖➖➖➖➖➖
✅উন্নত দেশের (অ্যামেরিকা, সেনজেন-ইউরোপের ২৯ টি দেশ, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক) ভিসা পাওয়ার জন্য এখনই আপনি যোগ্য কিনা?
অথবা কি কি করলে উন্নত দেশের ভিসা পাওয়া যেতে পারে?
এরকম আরো অসংখ্য প্রশ্নের উত্তর জানতে অফিসিয়াল বা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট
বুক করে কথা বলুন শনি, মঙ্গল ও বৃহস্পতিবার (সরকারি বন্ধ ব্যতীত) অথবা এপয়েন্টমেন্ট ছাড়া (Walk-in Appointment) কথা বলুন
শনি - বৃহস্পতিবার (সরকারি বন্ধ ব্যতীত) ।
➖➖➖➖➖➖➖➖
👉 নিচের লিংকে ক্লিক করে WhatsApp এ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন :
➖➖➖➖➖➖➖➖
সিলেট
বিস্তারিত জানতে চাইলে সরকারি বন্ধের দিন ও নামাজের জামাতের সময় ব্যতীত অফিস সময়ে (সকাল ১০ টা থেকে রাত ৮ ) মোবাইলে বা WhatsApp এ কল করুন।
➖➖➖➖➖➖➖➖
📱wa.me/+8801841895773 - Jobaer: Manager (Air Ticket,Package Tour,
& Visit Visa)
➖➖➖➖➖➖➖➖
ঢাকা
বিস্তারিত জানতে চাইলে সরকারি বন্ধের দিন ও নামাজের জামাতের সময় ব্যতীত অফিস সময়ে (দুপুর ১২ টা থেকে রাত ১১:৩০ ) মোবাইলে বা WhatsApp এ কল করুন। নামাজের সময়ে only পূজাকে কল করুন । একটি নাম্বারে না পেলে অন্যান্য নাম্বারে কল করবেন প্লিজ।
➖➖➖➖➖➖➖➖
📱wa.me/+8801841895772 - Jamil :Head of Ticketing (Air Ticket,Package Tour,
& Visit visa)
📱wa.me/+8801841895774 - Habib:Assistant Manager (Air Ticket,Umrah,Package Tour, & Visit Visa)
📱wa.me/+8801841895775 - Pooja, Senior Executive ( Visit Visa & Package Tour)
📱wa.me/+8801841895784 - Eva,Head of Package Tour(Package Tour &Visit Visa)
📱wa.me/+8801879895772 - Meghla,Senior Executive (Package Tour,
Student & Visit Visa)
📱wa.me/+8801841895765 - Niloy: Junior Executive (Visit Visa & Package Tour)
➖➖➖➖➖➖➖➖
Thanks & Warm Regards :
➖➖➖➖➖➖➖➖
Abdul Awal Emon
👍Follow me on Facebook : https://www.facebook.com/abdulawal.emon
📣 ✅আমি ফ্যামিলি সহ কানাডা, অ্যামেরিকা, ইংল্যান্ড ও ফ্যামিলি ছাড়া অস্ট্রেলিয়া, মেক্সিকো ও সেনজেনভুক্ত ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্সসহ ২৫ টি দেশ ভ্রমন করেছি আলহামদুলিল্লাহ।
অ্যামেরিকার ৫ বছরেরর ভিসা শেষ হওয়ার পরে ২য় বার ভিসা পেয়েছি।বর্তমানে আমার 🇨🇦 কানাডা (ফ্যামিলি সহ) ও🇬🇧 ইংল্যান্ডের ১০ বছরের মাল্টিপল ভিসা, অ্যামেরিকার(ফ্যামিলি সহ) ৫ বছরের মাল্টিপল ভিসা, অস্ট্রেলিয়ার ৩ বছরের মাল্টিপল Valid ভিসা আছে। এছাড়াও অসংখ্য কাস্টমারের উপরোক্ত দেশগুলোর ভিসা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের ভিসা সাকসেস রেট ও অনেক বেশি।
✅Proprietor - Helpline Travels & Consultancy - HTC
✅ IATA ACCREDITED TRAVEL AGENCY -42339710
✅Government Approved Travel Agency--( সিভিল এভিয়েশন লাইসেন্স নং- ০০১২১১১)
✅We are 1 of the top 2 travel agencies in Bangladesh according to Facebook like.
✅We are No:1 sports travel agency in Bangladesh
✅ আমাদের অফিস আমাদের নিজস্ব ভবনে
====================
অফিস সময় :
দুপুর ১২ - রাত ১১:৩০ ঘটিকা ।
# # # # # # # # # # # # # #
# # # # # # #
🏨 চাটখিল ভবন,২১২/১ কাঁঠাল বাগান
বাজার (১ম ও ২য় তলা),ঢাকা। বাজার মসজিদের(বায়তুন নূর জামে মসজিদ) মেইন রোডে মাসুদ ফার্মেসির বিপরীতে ।
গুগল ম্যাপে আমাদের লোকেশনের লিংক :
https://maps.app.goo.gl/B42tduxYYsRijP6y5
🚗 Car Parking Available
====================
সিলেট অফিস
🏨 খলিল ট্রেড সেন্টার -ষষ্ঠ তলা (রোজ ভিউ এর রাস্তায় এপেক্স ও IPDC এর বিল্ডিং)
বাড়ি নং: ১, ব্লক-ডি, মেইনরোড শাহজালাল উপশহর, সিলেট-৩১০০
গুগল ম্যাপে আমাদের লোকেশনের লিংক :
https://maps.app.goo.gl/Cwki9KCLjJmLkmfMA
🚗 Car Parking Available
=============
🎴বিস্তারিত জানতে প্রতি বৃহঃবার রাত ১০ টায় ট্রাভেল শো দেখতে আমাদের YouTube Channel ও ফেসবুক পেইজে চোখ রাখুন।
👉ট্রাভেল আপডেট পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন: https://youtube.com/c/HelplineTravelsAndConsultancyHTC
👍Follow us on Tiktok:
https://www.tiktok.com/?_t=ZS-8x0wGFuj8FQ&_r=1