রং-Tours and Travels

রং-Tours and Travels রং-Travel Group is a Travel Agency in Bangladesh. They arranges travel plans for people.

19/11/2024
ডাক্তাররা নিরাপত্তা চেয়েছিল। অতঃপর:১) মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা হুটহাট আসতে পারবে না, কমিশনও খাইতে পারবেন না।  ২) ডিউট...
04/09/2024

ডাক্তাররা নিরাপত্তা চেয়েছিল। অতঃপর:
১) মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা হুটহাট আসতে পারবে না, কমিশনও খাইতে পারবেন না।
২) ডিউটিতে ফাঁকি দিতে পারবেন না।
৩) রোগীর সাথে কেমন আচরণ করছেন সেটাও নোট হবে।
#ডাক্তারের প্রতিক্রিয়া: খাল কেটে কু'মির আনছি 🙂
#রোগীদের রিঅ্যাকশন: আলহামদুলিল্লাহ! আগের চেয়ে ভাল সেবা পাচ্ছি। প্রত্যেক হাসপাতালে নিরাপত্তা বাহিনীর একটা টিম থাকুক।
copy_post

কে বানাইলি এইটা 🤣😂
23/08/2024

কে বানাইলি এইটা 🤣😂

বিশ্বজুড়ে এমন কিছু প্রকৃতির নিদর্শন রয়েছে যা আজও মানুষকে ভাবিয়ে তোলে। প্রকৃতির এই নিজস্বতা অবাক করে তোলে মানুষকে। এরক...
14/05/2024

বিশ্বজুড়ে এমন কিছু প্রকৃতির নিদর্শন রয়েছে যা আজও মানুষকে ভাবিয়ে তোলে। প্রকৃতির এই নিজস্বতা অবাক করে তোলে মানুষকে। এরকমই কিছু প্রাকৃতিক নিদর্শন আজ তুলে ধরবো আপনাদের সামনে।আজ আমাদের পর্বের প্রথমেই রয়েছে

আর্জেন্টিনার রহস্যময় ঘূর্ণায়মান দ্বীপ ::--

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী পারানা বয়ে বলেছে ব্রাজিল, প্যারাগুয়ে ও আর্জেন্টিনা এই তিনটি দেশের ওপর দিয়ে। নদীটির দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৮৮০ কিলোমিটার। আর এত বড়, এতটা দীর্ঘ নদীর ভেতর লুকিয়ে থাকা অজানা অনেক কিছুই আছে, যা হয়তো রয়ে গেছে আমাদের দৃষ্টিসীমার আড়ালে। এমন কিছু রহস্য সেখানে লুকিয়ে রয়েছে যা আজও মানুষের নাগালের বাইরে

এমনই চমকপ্রদ একটি বিষয়ের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আমেরিকার এই পারানা নদীর মোহনায়। আর সেটি হলো ১২০ মিটার ব্যাসের একটি দ্বীপ। দ্বীপটিকে দেখতে সম্পূর্ণ গোল এবং সব থেকে যেটা আশ্চর্যের বিষয় সেটি এই দ্বীপ ঘুরতে সক্ষম।

এমন ভাসমান দ্বীপ অবশ্য পৃথিবীর আরও অনেক জায়গায় আছে। ফিনল্যান্ড, তুরস্ক, ইতালি, সার্বিয়ায় কিংবা রোমানিয়া ও ইউক্রেনজুড়ে থাকা দানিয়ুব নদীর মোহনায় এমন ধরনের বিশেষ দ্বীপের সন্ধান পাওয়া যায়।

পৃথিবীর বিভিন্ন জায়গায় এধরনের দ্বীপ দেখতে পাওয়া গেলেও আর্জেন্টিনার এই দ্বীপটি কেন রহস্যময় এবং অন্যদের থেকে বিশেষ ভাবে আলাদা আসুন দেখে নেওয়া যাক সেই তথ্য।

বিজ্ঞানীদের ব্যাখ্যা হলো এই দ্বীপটির নিজ অক্ষকে কেন্দ্র করে তীর্যক ঘূর্ণির পেছনে রয়েছে প্রাকৃতিকভাবেই তৈরি হওয়া বৃহদাকৃতির কিছু কূপ। এরা জলের এমন প্রবাহ তৈরি করে যা দ্বীপটিকে আপনা আপনি ঘোরায়। ঘুরতে থাকা দ্বীপটির সঙ্গে আশপাশের মাটির সংঘর্ষ ঘটার ফলে এটি প্রয়োজনীয় শক্তি পায়, যার ফলে কাদামাটির এলাকাগুলো আলাদা হয়ে পড়ে ও ক্রমশ এটি ক্ষয় হতে থাকে।

দ্বীপটি সাধারণভাবে এল ওজো বা দা আই নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য জায়গায় এরকম দ্বীপ থাকলেও এটি অস্বাভাবিক রকম ভাবে ঘূর্ণনের জন্য এটি অন্যদের থেকে আলাদা।

তবে কেউ কেউ মনে করেন চোখের আকৃতির এই দ্বীপটির সঙ্গে সংযোগ আছে এ জগতের বাইরের অতিপ্রাকৃতিক ব্যাপার-স্যাপারের। তবে আমাদের আলোচনায় এই ব্যাপারটি বিশেষ গুরুত্বপূর্ণ নয়।

আর্জেন্টিনার বিখ্যাত চিত্রপরিচালক সার্জিও নিউসপিলার অতিপ্রাকৃত বিষয়ের ওপর একটি সিনেমা বানানোর সময় লোকেশন খুঁজতে গিয়ে এই চোখের মতো আকৃতির জায়গাটি সর্বপ্রথম খুঁজে পান। প্রথম দেখায় এটিকে তার কাছে একদম স্থায়ী মনে হয়েছিলো, কিন্তু পরে আবার খতিয়ে দেখতে গিয়ে তিনি বুঝতে পারেন দ্বীপটি কিছুটা সরে গেছে। ছোট্ট এই দ্বীপকে নিয়ে নিয়ে তার আগ্রহ জাগে। ব্যাপারটি ভালোভাবে জানার জন্য তিনি আরও গভীরে যান এবং সিনেমাটির থিম পরিবর্তন করে একটি বিজ্ঞানবিষয়ক তথ্যচিত্র বানানোর পরিকল্পনা করেন।

বিভিন্ন সময়ে গৃহীত এর অবস্থানগত ভিন্নতার ছবিগুলো গুগল আর্থ স্যাটেলাইট ফটোগ্রাফেও দেখা যায়। এর অবস্থান নির্ণিত হয় দক্ষিণে ৩৪ ডিগ্রি ১৫ মিনিট ০৭ দশমিক ৮ সেকেন্ড ও পশ্চিমে ৫৮ ডিগ্রি ৪৯ মিনিট ৪৭ দশমিক ৪ সেকেন্ড।

পরবর্তীতে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য থেকে জানা যায় এই দ্বীপটি ২০০৩ সাল থেকে পারানা নদীর মোহনায় একটি অংশ হিসেবে রয়েছে। ২০১৫ সালে নিউসপিলার এই ঘূর্ণায়মান দ্বীপের রহস্য উদঘাটনের জন্য নিউইয়র্কের একজন প্রকৌশলীর সঙ্গে যুক্ত হয়ে অর্থ উত্তোলন করতে শুরু করেন।

তারা আশা করেছিলেন ৫০ হাজার ডলার উঠে এলেই তারা সম্পূর্ণ রহস্য উদঘাটন করতে পারবেন। তবে তারা তুলতে পেরেছিলেন তাদের মোট কাঙিক্ষত টাকার মাত্র এক পঞ্চমাংশ। তাই গবেষণার মাধ্যমে দ্বীপটিকে ঘিরে প্রচলিত অতিপ্রাকৃত ঘটনাগুলোর নেপথ্য কারণ জানা ও বৈজ্ঞানিক বিশ্লেষণ করা তাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি।

তাই আর্জেন্টিনার এই ঘূর্ণায়মান দ্বীপটি আজও মানুষের কাছে রহস্য হিসাবে রয়ে গেছে। বহু বিজ্ঞানী এই অজানা দ্বীপটির রহস্য উদঘাটন করার চেষ্টা করছেন। হয়তো আগামী ভবিষ্যতে কোন একদিন অজানা কোনো তথ্য উঠে আসবে আমাদের কাছে।

©জ্ঞান বিজ্ঞান

🤣🤣🤣
02/05/2024

🤣🤣🤣

এরকম একটা বারান্দা আপনার বাসায় থাকলে কেমন হতো??🌲🌲
27/04/2024

এরকম একটা বারান্দা আপনার বাসায় থাকলে কেমন হতো??🌲🌲

কত সুন্দর রাস্তা তাইনা?!বাংলাদেশের সব রাস্তা যদি এমন হতো কতইনা ভালো হতো...বলুনতো রাস্তাটা কোথায়?
23/04/2024

কত সুন্দর রাস্তা তাইনা?!
বাংলাদেশের সব রাস্তা যদি এমন হতো কতইনা ভালো হতো...
বলুনতো রাস্তাটা কোথায়?

এটা এককালে আমাদের একটা ইউনিভার্সিটি ছিল, পাল রাজারা ১৩০০ বছর আগে এই ইউনিভার্সিটি তৈরি করেছিল যেটাকে ডাকা হয় ‘বিহার’ নামে...
18/04/2024

এটা এককালে আমাদের একটা ইউনিভার্সিটি ছিল, পাল রাজারা ১৩০০ বছর আগে এই ইউনিভার্সিটি তৈরি করেছিল যেটাকে ডাকা হয় ‘বিহার’ নামে । এই বিহারের নাম ‘সোমপুর বিহার’।

যখন ইউরোপীয়রা কাঁচা মাংস খেতো তখন পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর একটা সভ্যতা গড়ে উঠে ছিলো হরপ্পা মহেঞ্জদারোতে। এই যে বিহারটি দেখা যাচ্ছে, এই বিহারের ইটগুলি জানে কতোজন গ্র্যাজুয়েট ছাত্র এখানে তপস্যা করে গেছে দিনরাত । এই বিহারটি ইউনেস্কোর হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় বিহার, যেটার আয়তন নালন্দা মহাবিহারের চেয়েও বড় ।

বাংলায় ‘স্নাতক’ বলে যে শব্দটা আছে সেটা এসেছেও এইসব ছাত্রদের কল্যাণেই । গুরু যখন তার সমস্ত বিদ্যা ছাত্রকে শিখিয়ে দিতেন তখন ছাত্র অনুমতি পেতো গুরু যে দীঘিতে স্নান করে সেখানে স্নান করার। সেই ‘স্নান’ থেকেই বাংলায় এসেছে ‘স্নাতক’ শব্দটি!

এই বিহারগুলি যদি টিকে থাকতো তাহলে আমরা হাভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজকে পাত্তা দিতাম না। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর গর্বিত মালিক হতাম ।

ছবিতে যে দরজাটা দেখা যাচ্ছে এটা ছিলো এই বিহারের মূল প্রবেশদ্বার । মাঝখানে কেন্দ্রীয় মন্দির ।

লেখাঃ জান্নাতুন নাঈম প্রীতি
ছবিঃ সাজেদুর রহমান সুমন

11.04.24 -Joypurhat📍Credit- Md Asaf Ud Daula
13/04/2024

11.04.24 -Joypurhat📍

Credit- Md Asaf Ud Daula

আমাদের দেশি খেজুর।মিশে আছে শৈশবের অনেক স্মৃতি।
05/04/2024

আমাদের দেশি খেজুর।
মিশে আছে শৈশবের অনেক স্মৃতি।

Vanice, Italy
17/03/2024

Vanice, Italy

বাংলাদেশ ভ্রমণে আপনার স্কোর কত?  আপনাদের স্কোর দেখুন এবং কমেন্ট এ শেয়ার করুন। ১. সাজেক - ৪২. ময়ুঙকপাল -২ ৩. রিসাং ঝর্ণা ...
09/03/2024

বাংলাদেশ ভ্রমণে আপনার স্কোর কত?
আপনাদের স্কোর দেখুন এবং কমেন্ট এ শেয়ার করুন।
১. সাজেক - ৪
২. ময়ুঙকপাল -২
৩. রিসাং ঝর্ণা - ২
৪. তারেং- ১
৫. আলুটীলা -২
৬. বিছানাকান্দি - ২
৭. রাতারগুল - ২
৮. জাফলং - ২
৯. লালখাল - ২
১০. উৎমাছড়া -২
১১. সাদাপাথর -২
১২. তুরং ছড়া -২
১৩. মাধবকুন্ডু -২
১৪. মাধবপুর লেক-২
১৫. লাওয়াছড়া - ১
১৬. হাম হাম ঝর্ণা - ৩
১৭. চন্দ্রনাথ পাহাড় - ৩
১৮. নাপিত্তিছড়া ট্রেইল -২
১৯. খৈয়াছড়া- ২,, খৈয়াছড়া ৮ম স্টেপ -৪
২০. কমলদহ ট্রেইল - ২
২১. সোনাইছড়ি ট্রেইল -৩
২২. সুপ্তধারা, সহস্রধারা - ২
২৩. বাশবাড়িয়া -১
২৪. কুমিরা সি বিচ - ১
২৫. সন্দিপ - ২
২৬. কুয়াকাটা -৩
২৭. নিঝুম দ্বীপ -৩
২৮. চর কুকরি মুকরি - ৩
২৯. মনপুরা - ২
৩০. ভাসমান পেয়ারা বাজার -২
৩১. বিরিসিরি - ২
৩২. বারিক্কা টিলা -১
৩৩. টাংগুয়ার হাওর -৩
৩৪. শিমুল বাগান -২
৩৫. টেকেরঘাট -১
৩৬. নিলাদ্রি লেক -১
৩৭. কাপ্তাই লেক -২
৩৮. দুপ্পানি ঝর্ণা -২
৩৯. গাছকাটা ঝর্ণা-১
৪০. ণকাটা ঝর্ণা -১
৪১. দুমলং -৭
৪২. পতেংগা সি বিচ -২
৪৩. নারিকেল সি বিচ - ২
৪৪. মহেশখালি -২
৪৫. সেইন্ট মার্টিন -৫
৪৬. সোনারগাও - ১
৪৭. মৈনট ঘাট - ১
৪৮. মাওয়া ঘাট -১
৪৯. আড়িয়াল বিল -১
৫০. নীলগিরি -১
৫১. নিলাচল -২
৫২. স্বর্ম্মন্দির - ১
৫৩. মেঘলা -১
৫৪. অমিয়াখুম জলপ্রপাত -৭
৫৫. আলীকদম গুহা -৩
৫৬. কেওক্রাডং -৫
৫৭. জাদিপাই ঝর্ণা - 3
৫৮. চিম্বুক পাহাড় - ২
৫৯. দামতুয়া ঝর্ণা - ৩
৬০. তিনাপ সাইতার - ৪
৬১. নাফাখুম -৩
৬২. নাইক্ষংমুখ -১
৬৩. সাতভাইখুম -১
৬৪. ভেলাখুম -১
৬৫. দেবতাখুম -৩
৬৬. মহামায়া লেক ক্যাম্প - ২
৬৭. গুলিয়াখালি -১
৬৮. ক্রিস তং -৫
৬৯. সাকাহাফং - ১০
৭০. জোতলং - ৮
৭১. যোগী হাফং -৬
৭২. তাজিংডং - ৪
৭৩. ডিম পাহাড় -২
৭৪. তলাবং ঝর্ণা - ২
৭৫. রেমাক্রি - ৩
৭৬. সুন্দরবান - ৩
৭৭. কক্সবাজার -৩
৭৮. সোয়াচ অফ নো গ্রাউন্ড -২
৭৯. হরিংঘাট -২
৮০. বগাকাইন হ্রদ -২
৮১. লিলুক ঝর্ণা -৩
৮২. রিজার্ভ ফলস-৩
৮৩. নিকলী হাওর-২
৮৪. ঢিবির হাওর-২
৮৫. কালাপাহাড় -২
৮৬. মাতায়ন্তং-২
৮৭. দেবতাপুকুর-২
৮৮. হাজাছরা ঝরনা-২
৮৯. ষাটগম্বুজ -১
৯০. কংলাক তৈসা ঝর্না-৫
৯১. সীতা কুন্ডু-২
৯২. পাটুয়ার টেক -১
৯৩. রাঙামাটি -২
৯৪. শুভলং ঝর্ণা - ২
৯৫.বোদ্ধ বিহার- ২

Address

Dhanmondi
Dhaka
1209

Telephone

+8801686969395

Website

Alerts

Be the first to know and let us send you an email when রং-Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share