Amdadul Hoque Bhuia

Amdadul Hoque Bhuia I am a journalist by profession. I arrange inland and overseas tour. I am a digital content creator.

12/07/2025

কান পেতে শুনি......

UK sanction against Israel
21/05/2025

UK sanction against Israel

Foreign Secretary David Lammy summons the Israeli ambassador and suspends talks on a trade deal.

Beautiful view of today's evening sky.
15/07/2024

Beautiful view of today's evening sky.

কোটা আন্দোলনে সৃষ্ট যানজটের কারণে হেঁটে দৌড়ে এবং সিএনজিতে চড়ে স্বীকারের দপ্তরে গেলেন ইইউ রাষ্ট্রদূত।
10/07/2024

কোটা আন্দোলনে সৃষ্ট যানজটের কারণে হেঁটে দৌড়ে এবং সিএনজিতে চড়ে স্বীকারের দপ্তরে গেলেন ইইউ রাষ্ট্রদূত।

হেঁটে-অটোরিকশায় সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত to Jagonews24, your pr...

সাপ্তাহিক চরমপত্র নির্ভীক জনতার নিরপেক্ষ মুখপত্রপ্রকাশ তারিখ: ০৭ জুলাই ২০২৪সাপ্তাহিক চরমপত্র পত্রিকা পড়ুন ও বিজ্ঞাপন দি...
07/07/2024

সাপ্তাহিক চরমপত্র
নির্ভীক জনতার নিরপেক্ষ মুখপত্র
প্রকাশ তারিখ: ০৭ জুলাই ২০২৪

সাপ্তাহিক চরমপত্র পত্রিকা পড়ুন ও বিজ্ঞাপন দিন। চরমপত্র ফেসবুক পেইজে লাইক/ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।

https://www.facebook.com/share/p/ZM4FfynPdV21Qyd6/?mibextid=oFDknk

26/06/2024

মেঘের গর্জন সাথে ঝুম বৃষ্টি...⚡⚡🌧️🌧️

23/04/2024

তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১.তীব্র গরম থেকে দূরে থাকুন, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন।
২. প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করুন। হেপাটাইটিস এ,ই, ডায়রিয়াসহ প্রাণঘাতী পানিবাহিত রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরী পানীয় ও খাবার এড়িয়ে চলুন। প্রয়োজনে একাধিকবার গোসল করুন।
৩. গরম আবহাওয়ায় ঢিলেঢালা পাতলা ও হালকা রঙের পোশাক পড়–ন, সম্ভব হলে গাঢ় রঙিন পোশাক এড়িয়ে চলুন।
৪. গরম আবহাওয়ায় যদি ঘাম বন্ধ হয়ে যায়, বমি বমি ভাব দেখা দেয়, তীব্র মাথাব্যথা হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, প্র¯্রাব কমে যায়, প্র¯্রাবে জ্বালাপোড়া হয়, খিঁচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে অবিলম্বে হাসপাতালে যান এবং ডাক্তারের পরামর্শ নিন।

09/04/2024

১১ এপ্রিল বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ মোবারক

20/03/2024

অসাধারণ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো রানওয়েতে ইফতারের আয়োজনে করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ইফতারে অংশ নেন বিভিন্ন জাতির মানুষরা। ইফতারের সময় রানওয়ের অন্যদিক দিয়ে বিমান ওঠা-নামা করছিল।
https://www.facebook.com/watch/?v=766175921858655

31/12/2023

ছোট বেলায় আমরা শবেবরাত এলে খুশিতে বাজি ফোটাতাম, বন্ধুদের বাসায় যেয়ে হালুয়া রুটি খেতাম, সারারাত বন্ধুরা মিলে মসজিদে মসজিদে ঘুরে বেড়াতাম। শবে বরাত এলে আমাদের আনন্দ বেড়ে যেতো বহুগুন। শবেবরাত আসবে তার জন্য প্রস্তুতি নিতাম অনেক দিন আগে থেকেই। নিজ হাতে মরিচা বোম বানিয়ে জালাতাম, তারাবাতি জালাতাম। নরসিংদীর বাজির মোড় থেকে কিনে আনতাম বিভিন্ন সাইজের বাজি। সেগুলো ফোটাতাম। শবেবরাত আমাদের মুসলমানদের একটি উৎসবের রাত ছিল।

দিন যত যাচ্ছে মুসলমানদের প্রতিটি উৎসবে যেনো কেমন ভাটা পড়ে যাচ্ছে। আগের মতো বাঙালী মুসলমানদের মধ্যে সেই উৎসবগুলো পালনে আগ্রহ কমে যাচ্ছে। আর আগ্রহ এবং উদ্দিপনা বাড়ছে পশ্চিমা সংস্কৃতিকে আকড়ে ধরার।

এই যে ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর শুধু শুনি ধুমধাম বাজি ফোটানোর আওয়াজ। আজ থার্টিফাস্ট নাইট, মনে হচ্ছে যেনো বাঙালী মুসলমানরা এই দিবসটিকে তাদের ঈদ, শবে বরাত বা ঈদে মিলাদুন্নবীর চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের আনন্দের যেনো্ শেষ নেই। চারিদিকে আতশবাজি ফোটানো আর স্পীকারে গানের আওয়াজে কান ঝালাপালা হয়ে যাচ্ছে।

মুসলমানদের উৎসবগুলোকে বেদাত বলে বিভিন্ন মাসলা-মাসায়েল দিয়ে এইসব উৎসব পালন থেকে দুরে সড়িয়ে দিতে কিছু সংখ্যক ভিন্ন মতাবলম্বী হুজুর অনেক তৎপর হয়ে ওঠেন। অথচ শুক্রবার জুমার দিনে পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে মসজিদে তেমন কেনো বক্তব্য শুনতে পাইনি।

আইন শৃংখলা বাহিনী ও প্রশাসন যারা এই আতশবাজি ফোটানোকে নিষিদ্ধ ঘোষনা করেছেন। তারা ঘোষনা দিয়ে নিজেরাই এপার্টমেন্টের ছাদে আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানোতে ব্যস্ত। কেউবা আবার পাঁচ তারকা হোটেলে পার্টিতে যোগ দিয়ে থার্টি ফাস্ট পালন করছেন।

ফিলিস্তিনে মুসলমান নারী, শিশু, যুবক-বৃদ্ধদের নির্বচারে হত্যা করছে ইহুদিরা। আর আমরা মুসলমানরা ইহুদি-নাসারাদের উৎসবে মেতেছি। আমরা কি মুসলমান হিসেবে অন্তত এই উৎসব পালন থেকে বিরত থাকতে পারতাম না??????

https://www.youtube.com/watch?v=_B6k-lw7wuc
22/12/2023

https://www.youtube.com/watch?v=_B6k-lw7wuc

ইচ্ছা পূরণে ক্যান্সার আক্রান্ত রোগীকে নিয়ে বাংলাদেশে ফরাসি চিকিৎসক | Cancer Patient | French Doctor আরও বিস্তারিত জা.....

15/10/2023

💟যে কারণে হৃদয়ে ফিলিস্তিন...❤️❤️

(১) আল-আকসা মসজিদ ফিলিস্তিনে।
(২) বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা এই মসজিদ।
(৩) অসংখ্য নবীদের জন্মস্থান এই ফিলিস্তিন।
(৪) অনেক নবীগণ এই মসজিদের ইমাম ছিলেন।
(৫) কুরআনে আল-আকসা মসজিদের নাম রয়েছে।
(৬) এখান থেকেই নবী মুহাম্মাদ (ﷺ) মিরাজে যান।
(৭) এই মসজিদে নামাজ আদায়ের সওয়াব বেশী।
(৮) এই মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ।
(৯) মুসলিমরা ফিলিস্তিনের স্থানীয় বাসিন্দা।
(১০) ইয়াহুদীরা ফিলিস্তিনের যবর দখলদার।
(১১) এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আঃ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।
(১২) এখানেই আল্লাহর মহানবী রাসুল (ﷺ) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।
(১৩) এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।
(১৪) এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রাঃ)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।
(১৫) এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।
(১৬). এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।
(১৭) এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!
(১৮) এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।
(১৯) পবিত্র কুরআনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন।
"তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।"
(বুখারি, হাদিস নং: ১৯৪)
হে আল্লাহ্... বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা জালেম ইজরাঈলদের দখলমুক্ত করে মাজলুম ফিলিস্তিনী মুসলিমদের কাছে ফিরিয়ে দাও এবং বিশ্ব মুসলিমদের এক হয়ে ইজরাঈলদের বিরুদ্ধে লড়ে যেতে গায়েবী সাহায্য করো। আল্লাহুম্মা আমীন। ছুম্মা আমীন।

#ফিলিস্তিন
Collected

Address

Television Bhaban, Rampura
Dhaka
1219

Telephone

+8801838100301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amdadul Hoque Bhuia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amdadul Hoque Bhuia:

Share

Category