13/07/2025
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। প্রতি বছরের ন্যায় এবছরও হাজী সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি।
সময়: জুলাই ২৫ তারিখ শুক্রবার। বিকাল আসর থেকে এশা পর্যন্ত। নামাজের পর আপ্যায়ন।
স্থান : আমাদের টাওয়ারের বেজমেন্টে।
২০০৫ সাল থেকে ২০২৫ সালের নবাব হজ্জ কাফেলার সকল হজ্জ ও উমরাহ হাজ্জীসাহেব/হাজ্জীসাহেবাদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। সময়মতো উপস্থিত হয়ে মক্কা, মদিনা, মীনা, আরাফা, মুজদালিফার স্মৃতি চারণ করে উক্ত অনুস্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলবেন।
আসসালামু আলাইকুম।
الحمد لله رب العالمين.
اللهم صلي وسلم على نبينا محمد.
আল্লাহ তায়ালার মেহেরবানী যে হজের সফর শুভ সমাপ্তির পর আবারো জানাই সকল প্রশংসা ও কৃতজ্ঞতা শুধু আল্লাহর জন্য। সফরে প্রেরণা ছিল এবং শক্তিশালী ঈমানী চেতনা ছিল। 'সীরু ফিল আরদি' ভ্রমণ কর জমিনে। স্বয়ং আল কোরআনের নির্দেশ। মুসলিম উম্মার উল্লেখযোগ্য ইতিহাস হচ্ছে শুধু সফরের ইতিহাস। কখনো হিজরতের জন্য، কখনো জিহাদের জন্য, কখনো এলেমের জন্য ও কখনো দাওয়াতের জন্য।
স্থান ও সময়ের আয়তনে যেসব সফর হতো এত দীর্ঘ এবং এত কষ্ট পূর্ণ যার নজির অন্য জাতির ইতিহাসে খুব একটা নেই। এর মাঝে আবার রয়েছে স্বতন্ত্র ও মৌলিক এবাদত হিসাবে হজের দীর্ঘ সফর যার কথা আল্লাহ বলেছেন। সুতরাং সফরের ব্যাপ্তিতে ও প্রাপ্তিতে কোন জাতি মুসলিম উম্মাহর সমকক্ষ হতে পারে না।
হজের সফরনামা এবং আল্লাহর ঘরের মুসাফিরদের বিবরণ শতশত রয়েছে।
সফল নামা হচ্ছে সমসাময়িক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল যাতে সংরক্ষিত রয়েছে যুগ ও জাতি এবং সময় ও সমাজের বিস্তারিত বা সংক্ষিপ্ত বিবরণ।
অন্তরদর্শীদের নিকট গভীর তাৎপর্য বহন করে। তারা এখান থেকে গ্রহণ করেন আদব ও আখলাকের পুঁজি এবং কলব ও রুহের খোরাক।
হজ্জের সফর থেকে সচেতন মানুষ সমষ্টিগত জীবনের নিয়ম-নীতি চিন্তার বিশুদ্ধতা আত্মার পরিশুদ্ধি হৃদয়ের উত্তাপ গ্রহণ করতে পারেন।
বিশেষত সেই মুসাফির যদি হন জিন্দা কলবওয়ালা, তাহলে তো তা অতি উদাসীন কলবকেও জাগিয়ে তোলে। তখন তাদের মৃত হৃদয়ও জাগে জীবনের স্পন্দন এবং প্রাণের উত্তাপ। বহু বছরের শুকনো চোখও তখন সিক্ত হয় অশ্রুর উষ্ণ স্পর্শে। আবেগের তরঙ্গ উচ্ছ্বাস এবং আত্মার আলোক উদ্ভাস ঘটে। এ সফরের ভাব ও আবেগের উত্তাপে হৃদয়কে উত্তপ্ত ও মোহাব্বতের আলোতে কলবকে পবিত্র করেন। এই সফরে আবদিয়্যাত ও 'রুহানিয়াতে'র অপূর্ব সম্মিলন ঘটে।
আমরা বাইতুল্লাহর মুসাফির। এই শুভসম্মেলনের মাধ্যমে সৃষ্টির কর্তার প্রতি আধ্যাত্মিকতার প্রেম জাগ্রত হবে। হৃদয়ে আলোর ঝর্ণাধারা প্রবাহিত হবে। আধ্যাত্মিকতা আবেগের অনুভূতির সম্মেলন ঘটবে।
তাইতো আগামী ২৫ তারিখ শুক্রবার হাজী সম্মেলনে আন্তরিকতার সহিত ছুটে আসবেন এই সুন্দর হাজ্জী সম্মেলনে যোগ দেওয়ার জন্য ও প্রাণ ভরে উপভোগ করবেন হৃদয়ের প্রশান্তি ও বাইতুল্লাহ ও সোনার মদিনার প্রতি অতি আগ্রহ প্রেম ও ভালোবাসা ।
# ৪০০ হাজির আয়োজন করা হচ্ছে। #