Holiday Diary_ হলিডে ডাইরি

Holiday Diary_ হলিডে ডাইরি Our Services -
Air Ticketing
Package, Corporate, Budget, Family, Honeymoon Tour. Hotel, Resort Book

15/06/2025

ট্রেনের ছাদের উপরে টিটি উঠতে দেখেছেন কখনো , ছাদে উঠেও ছার নাই 🤣

ভাল্লুকদের মধ্যে একটা অদ্ভুত নিয়ম রয়েছে। বাচ্চা ভাল্লুক একটু বড় হলেই মা ভাল্লুক তাদের একদিন ঘোরাতে নিয়ে যায়। বাড়ি থেকে ব...
10/06/2025

ভাল্লুকদের মধ্যে একটা অদ্ভুত নিয়ম রয়েছে।
বাচ্চা ভাল্লুক একটু বড় হলেই মা ভাল্লুক তাদের একদিন ঘোরাতে নিয়ে যায়। বাড়ি থেকে বহু দূরে মা ভাল্লুক বাচ্চাদের এমন একটা জায়গায় নিয়ে যায়, যেখান থেকে তারা মায়ের সাহায্য ছাড়া ফিরে আর আসতেই পারবে না।

মা ভাল্লুক তখন ধীরেধীরে বাচ্চাদের থেকে আড়ালে চলে যায় এবং একসময় বাচ্চাদের সেখানে ছেড়ে পালিয়ে যায়। সেই শেষ দেখা।

এখানে সেইরকমই একটা দূর্লভ ঘটনার মুহূর্তকে তুলে ধরা হয়েছে। সাইবেরিয়ার ইনেসেই নদীর ধারে এক মা ভাল্লুক তার দুটো বাচ্চাকে নিয়ে এসেছে। বাচ্চাগুলোর বয়স ওই ১ থেকে ১.৫ বছর হবে, মা ছাড়া এখনো এতো বড় নদী পার করার সাহস হয়নি। বাচ্চারা মনের আনন্দে ঘুরছে ফিরছে আর কিছু বোঝার আগেই মা ভাল্লুক ধীরে ধীরে নদীতে নেমে গেলো এবং তরতর করে নদী পার করে চলে গেলো। বাচ্চাগুলো ফ্যালফ্যাল করে শেষবারের মতো মায়ের দিকে তাকিয়ে রইল।

চট্টগ্রাম কালুরঘাট সেতুতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একাধিক প্রাইভেটকার, সিএনজি, পিকআপ দুমড়ে মুচড়ে গিয়েছে। বহু হতাহতের আশঙ্কা...
05/06/2025

চট্টগ্রাম কালুরঘাট সেতুতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একাধিক প্রাইভেটকার, সিএনজি, পিকআপ দুমড়ে মুচড়ে গিয়েছে। বহু হতাহতের আশঙ্কা!!

শর্ট হল ফ্লাইটের জন্যে স্ট্যান্ডিং সিট শুরু করতে যাচ্ছে বেশ কয়েকটা এয়ারলাইন্স। তবে সেটা ২০২৬ এর আগে শুরু হচ্ছে না। এই ...
31/05/2025

শর্ট হল ফ্লাইটের জন্যে স্ট্যান্ডিং সিট শুরু করতে যাচ্ছে বেশ কয়েকটা এয়ারলাইন্স। তবে সেটা ২০২৬ এর আগে শুরু হচ্ছে না। এই ধরনের সিটের ফলে প্রায় ২০% বেশি প্যাসেঞ্জার বহন করা হম্ভব, আর তাতে ফ্লাইটের ভাড়াও আগের থেকে কম হয়ে আসবে।

আপনি কি এমন স্ট্যান্ডিং সিটে করে ভ্রমণ করতে চান?

নেপালে ৫০০০ বাংলাদেশী অবৈধভাবে অবস্থান করতেছে এই মুহুর্তে, ভিসার মেয়াদ শেষ হবার পরে-ও তারা আসতেছেনা, সুযোগের অপেক্ষায় অন...
20/05/2025

নেপালে ৫০০০ বাংলাদেশী অবৈধভাবে অবস্থান করতেছে এই মুহুর্তে, ভিসার মেয়াদ শেষ হবার পরে-ও তারা আসতেছেনা, সুযোগের অপেক্ষায় অন্য দেশে পারি দিতে। ঢাকা ইমিগ্রেশন এ এখন কত কিছু চেকিং চলে অনেক সময় অফলোড এর ঘটনাও ঘটে।

বাংলাদেশীদের নেপাল যেতে ভিসা লাগলে অবাক হওয়ার কিছু নেই। আদম পাচারকারীদের জন্য অথেনটিক ট্যুর এজেন্সির দুনিয়া ছোট হয়ে আসছে দিনে দিনে...

এই ব্যাক্তিকে অনেকেরই চেনার কথা না। 🙂তবে যারা আমরা ট্রাভেলার তারা উনার গল্পটা শুনতে পারেন। আসেন পরিচয় করাই দিই এবং কিছু ...
01/04/2025

এই ব্যাক্তিকে অনেকেরই চেনার কথা না। 🙂

তবে যারা আমরা ট্রাভেলার তারা উনার গল্পটা শুনতে পারেন। আসেন পরিচয় করাই দিই এবং কিছু গল্প কই। ব্যাক্তিটির নাম #মুন্না , উনি আজ ৮/৯ বছর ধরে নিখোঁজ।

আমাদের ট্রাভেল সেক্টরে বান্দরবান এ ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা হচ্ছে মুন্না ও জুবায়ের এর হারিয়ে যাওয়া।এই ট্রাজেডি তে আমরা হারিয়েছি বান্দরবান এর রুমা ও থানচি রুটের বেশ কিছু স্থানে ভ্রমনের অনুমতি।২০১৫ সালে এরা হারিয়ে যাওয়ার পূর্বে প্রচুর ট্রাভেলারদের আনাগোনা ছিলো বাংলাদেশের অন্যতম সুন্দর ওই জায়গা গুলো তে।

একসময় রাইক্ষ্যাং,জাদিপাই, ডাবল ফলস,বাক্তলাই, জিনসিয়াম, তুইকুতুমু, রাইক্ষ্যাং জলপ্রপাত,সুনসান পাড়া,
রুমা হয়ে সাকা হাফং,কপিতাল,থিনদলতে,লুংফের ভা সাইতার,ফাইপি,তারতে,তার পি সহ,
ঝিরিপথে বগালেক ভ্রমনপিয়াসু দের ছিলো অভয়ারণ্য। মোটামুটি নিজেস্ব প্লান সাজিয়ে স্থানীয় গাইড নিয়ে অথবা না নিয়ে অনেকেই সে সময় বান্দরবান এর এসব গহীন অঞ্চল থেকে ঘুরে এসেছেন।

কিন্তু ২০১৫ তে ঘটে যাওয়া সেই অপহরন পালটে দেয় অনেক কিছুই। কেওক্রাডাং পার হয়েই বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম,পাসিং পাড়া।
কিছু দুঃসাহসী ট্রেকার খুব বেশী পছন্দ করতেন এই অঞ্চল টা,প্রতি মাসে এখানকার মানুষের সাবলীল আচরন তাদের খুব বেশী আপন মনে হতো।
তাই হয়তো দিনের পর দিন,শহুরে ক্লান্তি আর ব্যস্ততার ফাঁকে দু দন্ড প্রশান্তির খোজে ছুটে আসতেন।

কিন্তু,২০১৫ সালে হঠাৎ এএলপি (আরাকান লিবারেশন পার্টি, গুগল করলে এদের সম্পর্কে জানতে পারবেন) মুন্না- জুবায়ের, পাসিং কারবারির ভাই মাংসাই ম্রো কে সহ অজ্ঞাত কারনে রাইক্ষ্যাং খালের পাশের এক গ্রাম (শেপ্রু পাড়া) থেকে অপহরন করে নিয়ে যায়।এই নিরীহ মানুষ গুল এএলপি দের কোন উদ্দেশ্যের স্বীকার হয়, আমাদের নিজেদের বাংলাদেশের সীমারেখায়।আমরা হারাই মুন্না ভাই ও জুবায়ের ভাই কে। জুবায়ের ভাই যার কিনা এ অভিযান থেকে ফিরেই অস্ট্রেলিয়া পিএইচডি করতে যাবার কথা ছিলো।

তাদের খুজতে আর্মি-বিজিবি-পুলিশ তিন বাহিনীর যৌথ অভিযান চলে।
কিন্তু ফিরে পাওয়া যায় নি মুন্না-জুবায়ের দের।

ফলাফল হিসেবে, আমরা পেয়েছি পার্বত্য অঞ্চলে ভ্রমনে অনিশ্চিত নিষেধাজ্ঞা।
কিন্তু কয়েকটা পরিবার হারিয়েছে তাদের প্রিয়জন।

যদিও বর্তমানে এই রুট গুলো স্বাভাবিক হচ্ছে ট্রাভেলাররা যাচ্ছে, কিন্তু মুন্না ভাইরা আর ফিরে আসবে না কখনই 🙂🙂

©(সংগৃহীত)

দুনিয়ায় যতরকম আকাম আছে সব পাবেন এই জাতির মধ্যে। এনাদের কারনে হেনস্থা হয় সাধারণ ট্যুরিস্ট রা।
19/03/2025

দুনিয়ায় যতরকম আকাম আছে সব পাবেন এই জাতির মধ্যে। এনাদের কারনে হেনস্থা হয় সাধারণ ট্যুরিস্ট রা।

Saudi Arabia has recorded its highest number of Umrah performers ever in a single day, with 500,000 pilgrims entering Ma...
07/03/2025

Saudi Arabia has recorded its highest number of Umrah performers ever in a single day, with 500,000 pilgrims entering Masjid al-Haram 🕋 yesterday.

সীমান্ত অবকাশ রিসোর্ট (বিজিবি) 📍 থানচি, বান্দরবান 🫶 Mahmood Shuvro
02/03/2025

সীমান্ত অবকাশ রিসোর্ট (বিজিবি)
📍 থানচি, বান্দরবান 🫶

Mahmood Shuvro

24/02/2025

সাজেকের ৩৫টির উপর রিসোর্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেল মুহুর্তের মধ্যে😭😭
এই দৃশ্য বুকটা কেপে গেল 🤲
আল্লাহ আপনি সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, আমিন🤲

24/02/2025

আমাদের সকল শুভাকাঙ্ক্ষী এবং সেবাগ্রহীতাদের অবগতির জন্য জানানো যাচ্ছে। সাজেকে অনাকাঙ্ক্ষিত অগ্নিসংযোগের কারণে আমাদের সেবা এই মুহুর্তে বন্ধ আছে। পরবর্তী সেবা চালু হলে আমরা জানিয়ে দিবো। ধন্যবাদ

18/02/2025

Beautiful flight!!!

Address

House-42 (Level-02), Road 05, Avenue Road, Block E, Rampura Banasree
Dhaka
1219

Telephone

+8801892593075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holiday Diary_ হলিডে ডাইরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Holiday Diary_ হলিডে ডাইরি:

Share

Category