The holidays suba

The holidays suba Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The holidays suba, Travel Company, 1. Bata signal, Elephant Road 2. Malibag Rail gate, Dhaka.

13/04/2025

ইন্ডিয়ান Medical

ভিসা ফাইল,
ট্রেন,এয়ার টিকেট,
ডক্টর এপয়নমেন্ট
এর জন্য যোগাযোগ -01973488195 করুন
Whatsapp-01973488195

ইন্ডিয়ান Medical ভিসা ফাইল, ট্রেন,এয়ার টিকেট, ডক্টর এপয়নমেন্ট এর জন্য যোগাযোগ -01973488195 করুনWhatsapp-01973488195
13/04/2025

ইন্ডিয়ান Medical ভিসা ফাইল, ট্রেন,এয়ার টিকেট, ডক্টর এপয়নমেন্ট এর জন্য যোগাযোগ -01973488195 করুন
Whatsapp-01973488195

আপনার জন্য অপেক্ষা করছে এমন কিছু কারণ আপনার অনেক কিছুই আছে
23/11/2024

আপনার জন্য অপেক্ষা করছে এমন কিছু কারণ আপনার অনেক কিছুই আছে

23/11/2024
Please  call for indian hospital  guide at Dhaka  01973488195 .
11/07/2024

Please call for indian hospital guide at Dhaka 01973488195 .

ভিয়েতনাম ভ্রমণের জন্য বাংলাদেশি পাসপোর্ট ধারীদের ভিসা প্রি অ্যাপ্রুভাল প্রয়োজন ছিল। যে কারণে চাইলেই সবাই ভিয়েতনামের ভ...
13/04/2024

ভিয়েতনাম ভ্রমণের জন্য বাংলাদেশি পাসপোর্ট ধারীদের ভিসা প্রি অ্যাপ্রুভাল প্রয়োজন ছিল। যে কারণে চাইলেই সবাই ভিয়েতনামের ভিসা এরেঞ্জ করতে পারত না। কিন্তু গত ১৫ ই আগস্ট ২০২৩ থেকে Vietnam eVISA Portal চালু হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই পোর্টালটি সব দেশের সকল নাগরিকের জন্য ওপেন রাখা আছে। যে কারণে শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি সংযোজন করে যে কেউ অনায়াসে এই পোর্টাল থেকে ভিসা ইস্যু করে নিতে পারেন।
তাই, এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে Visa Approval Letter নেওয়ার আর কোন প্রয়োজন নেই।

আপনি নিচের লিংক থেকে অনলাইনে eVISA আবেদন করতে পারবেন। লিংকটি ভিয়েতনাম সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এবং অথেনটিক।

ভিয়েতনাম ই-ভিসা Application Link
https://evisa.xuatnhapcanh.gov.vn/?fbclid=IwAR1LHuCIVGkYcDdpQz5P_gq1WPcaBMdSinm3cCZJb6AvU8ztUqtQxg2BAhc

আবেদন ফিঃ
Single Entry 25 USD (3 Months)
Multiple Entry 50 USD (3 Months)

যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে ভিসা এপ্লিকেশন সাবমিট করতে।
Required Documents:
1. Passport (Scan copy)
2. Recent Photo (Scan copy)

পেমেন্ট রিসিভ করার ৩ কর্ম দিবসের মধ্যে আপনার ই-মেইলে eVISA Download link পেয়ে যাবেন। চাইলে আপনি ওয়েব সাইট থেকে ই-ভিসা যে কোন সময় ডাউনলোড করতে পারবেন।

✔️ e-visa ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।
✔️ কেউ যদি Visa Sticker/Visa Level নিতে চান তার জন্য Approval আবশ্যক। সে ক্ষেত্রে ইমিগ্রেশন অন এরাইভাল ভিসা কাউন্টার থেকে এক্সট্রা ২৫ ডলার ফি দিয়ে আপনার পাসপোর্টে ভিসা লেভেল বা স্টিকার লাগাতে পারবেন।
চাইলে আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন।

আরো তথ্যের জন্য যোগাযোগ করুন: (WhatsApp)
মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা ভিসা প্রসেস্ করা হয়
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, USA, UK, Australia, Canada VISA process are available
Message The holidays subaWorld on WhatsApp. https://wa.me/01
------------------------------------------------------------------------------
সহযোগিতায় :

প্রতিদিন: সকাল ১০:০০ টা - রাত ৮:০০ টা পর্যন্ত।
WhatsApp for VISA: 01973488195

01

Vietnam evisa, evisa Vietnam, Vietnam immigration, Vietnam visa, visa Vietnam, Vietnam visa for tourist

কক্সবাজারে ২ রাত ১ দিনের ট্যুর মাত্র ১৪৯৯ টাকায়।প্রতি বৃহস্পতিবারে ধামাকা অফারে সমুদ্র সৈকত কক্সবাজার, মেরিন ড্রাইভ, হিম...
14/02/2024

কক্সবাজারে ২ রাত ১ দিনের ট্যুর মাত্র ১৪৯৯ টাকায়।
প্রতি বৃহস্পতিবারে ধামাকা অফারে সমুদ্র সৈকত কক্সবাজার, মেরিন ড্রাইভ, হিমছড়ি পাহাড় ও প্যারাসেইলিং পয়েন্ট ভ্রমন, সকল খরচ সহ জনপ্রতি মাত্র ১৫০০ টাকায়।
@@ কোথায় কোথায় কি কি দেখা যাবে এই ট্যুরেঃ
# কক্সবাজার।
# কলাতলি বীচ।
# সুগন্ধ্যা বীচ।
# লাবনী বীচ।
# ঝাউবাগান।
# লাল কাকড়া বীচ।
# মেরিন ড্রাইভ।
# হিমছড়ি ঝর্ণা।
# হিমছড়ি পাহাড়।
# প্যারাসেইলিং পয়েন্ট।
@ যাত্রা শুরুঃ প্রতি বৃহস্পতিবার রাত ০৯.০০ টায় ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে।
@ যাত্রা শেষঃ শুক্রবার রাত ৯ টায় কক্সবাজার থেকে রওয়ানা হয়ে শনিবার খুব ভোরে ঢাকায় এসে পৌছাবো ইনশাআল্লাহ।

===================

@@ ট্যুর প্যাকেজ এবং ফিঃ
# প্যাকেজঃ অফার প্যাকেজ, ডে লং ট্যুর।
# সময়কালঃ ২ রাত ১ দিন।
# ট্যুর ফিঃ জনপ্রতি ১৫০০ টাকা মাত্র।
@@ ট্যুর ফি এর ভেতর যা যা থাকছেঃ
# ঢাকা-কক্সবাজার-ঢাকা যাতায়াত বাস ভাড়া (নন এসি ৪৫ সিটের ইকোনমি বাস)।
# সকাল এবং দুপুর, মোট ২ বেলার খাবার।
# ২৪ ঘন্টা শিক্ষিত, মার্জিত এবং অভিজ্ঞ গাইড সার্ভিস।

====================

@@ ট্যুর ফি এর ভেতর যা যা থাকছে নাঃ
# যাত্রা বিরতিতে খাবার খরচ।
# মেরিন ড্রাইভ, হিমছড়ি পাহাড় এবং ঝর্ণায় যাতায়াত খরচ।
# ব্যাগ রাখা ও ফ্রেশ হবার জন্য হোটেল।
# সকল প্রকার এন্ট্রি ফি ও পার্কিং খরচ।
# যে কোন ধরনের ব্যক্তিগত খরচ ও বীমা।
# প্রাকৃতিক দূর্যোগজনিত কারনে বর্ধিত খরচ।
# প্যাকেজে উল্লেখ নেই এ রকম যে কোন খরচ।

=====================

@@ খাবার মেন্যুঃ
# সকালের নাস্তাঃ পরোটা ২টি+সবজি+ডিম / ভুনা খিচুড়ি+ডিম।
# দুপুরের খাবারঃ সাদা ভাত+মাছ/মুরগী+ভর্তা/সবজি+ডাল।
@ আসন সংখ্যাঃ ৪৫ টি। বুকিং সিরিয়াল অনুযায়ী বাসের সিট বন্টন করা হবে। শেষ সময়ে বুকিং কনফার্ম করে সামনের দিকে বা মাঝামাঝি-তে সিট চেয়ে লজ্জা দেবেন না প্লিজ।
@ বুকিং এর লাস্ট ডেটঃ আসন খালি থাকা সাপেক্ষে। নির্ধারিত আসন ফিলাপ হয়ে গেলে বুকিং ক্লোজ করে দেওয়া হবে।

=====================

@@ বুকিং সিস্টেমঃ
# মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।
# আসন বুকিং এর জন্য জনপ্রতি অফেরতযোগ্য ৫০০+১০ (বিকাশ চার্জ) = ৫১০/- বিকাশ একাউন্টে অগ্রীম প্রদান করে আসন বুকিং দিতে হবে। বিকাশ নাম্বার 01
# বাকি টাকা যাত্রা শুরু হওয়ার সময় গাড়িতে বসে দিতে পারবেন।
# শিশু পলিসিঃ ০-৩ বছর বয়সী শিশু/বাচ্চাদের ক্ষেত্রে ট্যুর ফি লাগবেনা (এক্ষেত্রে বাচ্চার জন্য কোন বাসের সিট এবং খাবার প্রদান করা হবে না)। ৩-৫ বছর বা এর বেশী বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে।
# # বুকিংয়ের জন্য কল করুনঃ 01 (WhatsApp).
# # পেমেন্ট_পদ্ধতিঃ বিকাশঃ 017
যে কোন প্রয়োজনেঃ । টাকা পাঠিয়ে অবশ্যই এই নাম্বারে মেসেজ দিয়ে বা কল করে কনফার্ম হয়ে নিবেন।
# # যারা বন্ধু-বান্ধব, পরিচিত ভাই-বোনদের সাথে নিতে চান তারা নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করার মাধ্যমে সবার কাছে ট্যুরের বিষয়ে যাবতীয় তথ্য পৌছে দিতে পারেন

========================

@@ সংক্ষিপ্ত ভ্রমণ বিবরণঃ
# ১ম দিন বৃহস্পতিবারঃ রাত ৯.০০ টায় সায়েদাবাদ, ঢাকা থেকে যাত্রা শুরু।
# ২য় দিন শুক্রবারঃ সকালে কক্সবাজার পৌছে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে আমরা সমুদ্র স্নানে নেমে পরবো। সমুদ্রের শীতল জলে গোসল, দাপাদাপি শেষে ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেরে নেব। এরপর কিছু সময় বিশ্রাম নিয়ে আমরা মেরিন ড্রাইভ, হিমছড়ি পাহাড়, ঝর্ণার উদ্দেশ্যে বেড়িয়ে যাব। বিকাল থেকে সন্ধ্যা নাগাদ ঘুরে বেড়াবো। সূর্যাস্ত দেখে ফিরে এসে সন্ধ্যায় বিচের পাশে জমিয়ে আড্ডা। এরপর কিছু সময় ঘোরাফেরা এবং কেনাকাটা শেষে রাতের বাসে কক্সবাজার থেকে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা করবো।
# ৩য় দিন শনিবারঃ ভোরে ঢাকায় পৌছে যাব ইনশাআল্লাহ।

=====================

@@ ভ্রমণের সময় যা যা সাথে রাখা উচিৎঃ
# এন আই ডি-র ফটোকপি।
# কাপলদের জন্য বিবাহের প্রমাণ স্বরুপ লিগ্যাল ডকুমেন্টস।
# মোবাইল ফোন চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
# ব্যক্তিগত ঔষধ নিতে ভুলবেন না। প্যারাসিটামল, এসিডিটির ঔষধ, ব্যাথা নাশক ঔষধ, মাইগ্রেন বা মাথা ব্যাথার ঔষধ, ওয়ানটাইম ব্যান্ডেজ ইত্যাদি সাথে রাখা যেতে পারে।
# ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ সহ প্রয়োজনীয় ইকুইপমেন্ট।

======================

এটি "THE HOLIDAYs Suba GROUP" এর একটি লাভজনক ইভেন্ট। আমাদের সাথে ছেলে-মেয়ে সবাই যেতে পারবেন। দয়া করে পুরোপুরিভাবে “ইভেন্ট ডিটেইলস” পড়ে নিবেন। যারা শিওর যাবেন তারা তাদের ওয়ালে শেয়ার দিয়ে আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না । আর যারা যাবেন কিনা শিওর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন।

====================

@@ ট্যুর চলাকালীন সময়ে যে নিয়মগুলো মেনে চলা অত্যাবশ্যকঃ
# আমাদের ভ্রমণকে সুন্দর এবং প্রানবন্ত করে তোলার জন্য সময়ের দিকে খেয়াল রাখতে হবে, কোন ভাবেই সময় নষ্ট করা যাবে না।
# নিরাপত্তার এবং হস্পিটালিটির সুবিধার কারনে এই ট্যুরে সিঙ্গেল ছেলে/মেয়ে এবং ফ্যামিলি সহ সবাই অংশগ্রহন করতে পারবেন, সেক্ষেত্রে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমাদের কাছে আমানত হিসেবে থাকবেন।
# এটি একটি গ্রুপ ট্যুর, তাই আপনার আচরণে অন্য কেউ কষ্ট পাবে এমন আচরণ করা থেকে বিরত থাকতে হবে।
# আমরা আমাদের কোন ট্যুর/ইভেন্টেই বিবাহ বহির্ভূত সর্ম্পকে জড়িত কাপল এলাউ করি না, সুতরাং যারা কাপল হিসেবে আমাদের সাথে ট্যুরে অংশগ্রহণ করবেন, তাদের অবশ্যই বিবাহের লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে।
# যেহেতু উল্লেখিত ট্যুরে সিঙ্গেল ছেলে/মেয়ে এবং ফ্যামিলি সহ সবাই অংশগ্রহন করতে পারবেন, সেহেতু ট্যুরে অংশগ্রহনকারী কোন মেয়ে ট্যুরিষ্টের সাথে অশোভন আচরণ অথবা ইভটিজিং এর মত যঘণ্য কাজে লিপ্ত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
# আগে বুকিং দিলে আগে সিট ভিত্তিতে সিট বন্টন করা হবে, তবে নিরাপত্তার জন্য মেয়েদের সামনের দিকের আসনে অগ্রাধীকার দেওয়া হবে। এক্ষেত্রে বাসের সিট প্লান নিয়ে দ্বিমত প্রকাশের সুযোগ নেই।
# যে কোনো যান্ত্রিক ত্রুটির জন্য অবশ্যই ধৈর্য ধারন করতে হবে।
# যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে, সর্বপরি প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
# পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
# ট্যুরে অংশগ্রহনকারী সকল ট্যুরিষ্টকেই ট্যুরের রুলস/রেগুলেশন মেনে চলার মত মানুসিকতা থাকবে হবে।
# যাদের স্টুডেন্ট/অফিস/ন্যাশনাল আইডি কার্ড আছে তারা দয়া করে কার্ড সাথে নিয়ে আসবেন এবং ট্যুর চলাকালীন সময়ে আপনার নিরাপত্তার স্বার্থে ট্যুর হোষ্টের গাইড অনুযায়ী চলবেন।
# ট্যুর চলাকালীন সময়ে বাসের সিটে বসে ধূমপান সহ সকল প্রকার নেশাজাত দ্রব্য গ্রহন/বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
# কোন ট্যুরিষ্ট যে কোন ধরনের আইন বিরোধী কর্মকান্ডে জড়িত হলে সে বিষয়ে গ্রুপ পরিচালনা পর্ষদ বিন্দুমাত্র দ্বায়ভার গ্রহন করিবেনা।
# আমরা চাই বাজেট ফ্রেন্ডলি ট্যুরে আরো অনেক বেশি মানুষ জড়িত হোক সেই সাথে নিজের দেশটাকে জানুক,নিজের মাতৃভুমিকে ভালোবাসুক।
# আমরা বাজেট ট্যুর অর্গানাইজ করলেও আপনার হয়তো মনেই হবে না এটা বাজেট ট্যুর,বাজেট ট্যুরের মধ্যেই আশা করি প্রিমিয়াম ফিল পাবেন।

=====================

@@ বিঃদ্রঃ এই ট্যুরের সকল সিদ্ধান্ত, দাপ্তরিক দায়িত্ব, গ্রুপ পরিচালনা পর্ষদের হাতে বিধায় পরিচালনা পর্ষদ গ্রুপ/প্রতিষ্ঠানের যে কোন বিষয়ে গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন/পরিবর্তন/পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষন করে।
=================
# # স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট অফিস ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

=================

ভ্রমন সংক্রান্ত তথ্য ও সেবা পেতে এবং আমাদের পরবর্তী সকল ইভেন্টের আপডেট পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গুরুপে এবং লাইক দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে ।
আমাদের গুরুপ লিংক:

Address

1. Bata Signal, Elephant Road 2. Malibag Rail Gate
Dhaka

Telephone

+8801886588195

Website

Alerts

Be the first to know and let us send you an email when The holidays suba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The holidays suba:

Share

Category