22/12/2023
মধ্য এশিয়ার ৩ টি অসম্ভব সুন্দর দেশে সবচেয়ে কম খরচে সব নিজে নিজে করে আমরা যাচ্ছি!
বিগত দিনে আমরা বিভিন্ন দেশে টুর করেছি অনেকেই যেতে চেয়েছেন তাই এবার জানিয়ে দিলাম।
🇺🇿🇹🇯🇰🇬এই সময়ে এখানে প্রচুর স্নোফল হয় 🌨যাদের স্নোফল পছন্দ, তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে। 🌨 এবং এই ট্যুরে এসব দেশের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান গুলো আমরা ঘুরবো।
উজবেকিস্তান ই-ভিসা, তাজিকিস্তান ও কিরগিজস্তান স্টিকার ভিসা দিয়ে থাকে।উজবেকিস্তান মাল্টিপল এন্ট্রি ভিসা খরচ আমাদের গ্রুপ ট্যুর প্যাকেজের ভিতরে। তাজিকিস্তান ও কিরগিজস্তান কনফার্ম ভিসা প্রসেসিং খরচও আমাদের গ্রুপ প্যাকেজের ভিতরে, তবে এম্বাসি ফি আপনাদের নিজ হাতে জমা করতে হবে যেটা গ্রুপ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়, আনুমানিক দুই দেশের ভিসা ফি সর্বোচ্চ ২৬০ টু ৩১০ ডলার।
⚠️অবশ্যই ৩/৪ দেশ ভিজিট আছে তারা যোগাযোগ করবেন।⚠️
****ফ্লাইট বিবরনী****
১৪.০১.২৪ ঢাকা টু তাশখন্দ ( ৩ঘন্টা ট্রানজিট দিল্লিতে, কোন প্রকার ইন্ডিয়ার ভিসার প্রয়োজন নেই। (বাই ফ্লাইট)✈️
১৫,১৬ তারিখ তাশখন্দ থাকবো।
১৭.০১.২৪ উজবেকিস্তান- কিরগিজস্তান🇰🇬 (বাই রোড🚐)
১৮,১৯ তারিখ ওশ🇰🇬শহরে থাকবো।
২০.০১.২৪ কিরগিজস্তান টু তাজিকিস্তান,খুজান্থ🇹🇯 শহর -(তাশখন্দ-Uz হয়ে, বাই রোড
🚐)
২১.০১.২৪ তাজিকিস্তান,খুজান্থ টু প্রধান শহর দুসানবে🇹🇯,
২২,২৩ আমরা সেখানে ঐতিহ্যবাহী স্থান গুলা ঘুরবো।
২৪.০১.২৪ তাজিকিস্তান ,দুসানবে টু সমরকন্দ, উজবেকিস্তান 🇺🇿আসবো।
২৪,২৫ তারিখ এখানে ইমাম বুখারীর মাজার সহ ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করবো।
২৬.০১.২৪ সমরকন্দ টু তাশখন্দ চলে আসবো।
২৭.০১.২৪তারিখ রাত ২:২৫মিনিটে ফ্লাইট তাশখন্দ থেকে ঢাকা (দিল্লিতে ৬:৪৫ঘন্টা ট্রানজিট দিয়ে)
🕤 #ট্যুর_ডিউরেশন: ১৪ দিন
***উজবেকিস্তান🇺🇿 (৬দিন*** তাজিকিস্তান🇹🇯 (৪দিন)
***কিরগিজস্তান🇰🇬 (৩দিন)
★★সাইড সিং★★
1. Taskent city.
2. Amir Timur Square
3. Khast-Imam Ensemble
5. Tashkent Metro
6. Tashkent Tower
6. Khojand
7. Andijan
8. Osh
9.Imam Bukhari Mazar
10.Dushanbe city.
****---------------------------------------। **যোগাযোগ**📞Call or Whatsapp :
📞+880 1798180690
📞+880 19 6441 2344