Jarif Ansari Travalian

Jarif Ansari Travalian Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jarif Ansari Travalian, Travel Agency, Depz, Ashulia, Savar, Dhaka.

হজ্ব, ওমরাহ, ওয়ার্ক ভিসা এবং টিকিটিং - আপনার বিশ্বস্ত সঙ্গী!
আপনার হজ্ব ও ওমরাহের স্বপ্ন পূরণে আমরা আছি আপনার সাথে।
✅ভিসা প্রক্রিয়াকরণ
✅হোটেল ও ফ্লাইট বুকিং
✅প্যাকেজ ট্যুর
✅স্পেশালিস্ট গাইড

🏵️🏵️🏵️আরাফাহর ময়দানে পা না রাখলে বোঝা যায় না কী আবেগ আর অপার্থিব সুখ লুকিয়ে আছে এই ক্ষণিকের মুহূর্তটায়। সুবহানাল্লাহ, সে...
05/06/2025

🏵️🏵️🏵️আরাফাহর ময়দানে পা না রাখলে বোঝা যায় না কী আবেগ আর অপার্থিব সুখ লুকিয়ে আছে এই ক্ষণিকের মুহূর্তটায়। সুবহানাল্লাহ, সে কী অনাবিল প্রশান্তির জায়গা! সে কী নিঃসীম নৈসর্গিক আবহ চারদিকে।🥰🥰

মহান রাব্বে কারীম আমাদের বারংবার এই ময়দানে দাঁড়ানোর তাওফিক দিন। যেন আমরা অসংখ্যবার এই ময়দানে দাঁড়িয়ে, চোখের অশ্রুতে বুক ভাসিয়ে বলতে পারি—

🤲🤲‘ইয়া রব, আমি ছাড়া কতো অগণিত বান্দা আছে আপনার, কিন্তু আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মাবুদ নাই৷ আপনি যদি আমাকে ছেড়ে যান, আমি তো ধ্বংস হয়ে যাব মাবূদ৷ শুভ্র সফেদ কাপড়ে আবৃত আপনার মেহমানদের ভিড়ে, এই পবিত্র উপত্যকায় দাঁড়িয়ে আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আপনি ক্ষমার চাদরে আমাকে আবৃত করে নিন ইয়া রাব্বাল কা’বা।

আল্লাহ তাআ'লা আমাদের সবাইকে হজ্ব উমরাহ্ পালন করার তাওফিক দান করুক 🤲

🏵️🏵️তাকবীরে তাশরীক একবার পড়া ওয়াজিব, তিনবার পড়া মুস্তাহাব এবং এটাই স্বীকৃত মত।🥰নিচের লেখাটি পড়লে এ নিয়ে আর কোনো দ্ব...
05/06/2025

🏵️🏵️তাকবীরে তাশরীক একবার পড়া ওয়াজিব, তিনবার পড়া মুস্তাহাব এবং এটাই স্বীকৃত মত।🥰

নিচের লেখাটি পড়লে এ নিয়ে আর কোনো দ্বন্দ্ব ও সংশয় থাকবেনা, আশা করি।
__________________________________
এ ব্যাপারে বিখ্যাত ফিকহের কিতাব আদ্দুররুল মুখতার-এ লিখিত আছে-
(وَيَجِبُ تَكْبِيرُ التَّشْرِيقِ) فِي الْأَصَحِّ لِلْأَمْرِ بِهِ (مَرَّةً) وَإِنْ زَادَ عَلَيْهَا يَكُونُ فَضْلًا قَالَهُ الْعَيْنِيُّ.
অর্থ: বিশুদ্ধ মত অনুযায়ী এ বিষয়ে নির্দেশ থাকায় তাকবীরে তাশরীক একবার বলা ওয়াজিব, তবে যদি কেউ একাধিকবার বলে, তাহলে তা ফজিলতের কারণ হবে। এ কথা ইমাম আইনী রহ. বলেছেন।

তবে ইমাম ইবন আবিদীন শামী রহ. রদ্দুল মুহতারে ইমাম হামাভী রহ.-এর কওল এনে বলেছেন যে, ইমাম হামাভী রহ. ইমাম কারাহাছারি রহ. থেকে উদ্ধৃতি নকল করে বলেছেন, তাকবীরে তাশরীক দু’বার পাঠ করা খেলাফে সুন্নাহ (সুন্নাহ বিরোধী)।

এই এক ব্যক্তির কওল টেনে কিছু কওমী ভাইয়েরা বলে থাকেন, তাকবীরে তাশরীক তিনবার পড়া বিদআত। অথচ অন্যান্য ইমামগণ যে একাধিকবার পড়া মুস্তাহাব বা ফজিলতের কারণ বলে উল্লেখ করেছেন, তা তাদের নজরে পড়ল না।

‘হাশিয়ায়ে তাহতাবী’ কিতাবে ‘একাধিকবার পড়া সুন্নাহবিরোধী’ এ কথার জবাবে বলা হয়েছে, কেউ যদি সুন্নাহ মনে করে একাধিকবার পাঠ করে, তবে খেলাফে সুন্নাহ হবে। আর সাধারণ জিকর হিসেবে কেউ একাধিকবার পাঠ করে, তবে তা মুস্তাহাব হবে। মূল কিতাবের ভাষ্য নিম্নে পেশ করা হল-
( ويأتي به مرة ) وما زاد فهو مستحب قال البدر العيني في شرح التحفة وأقره في الدر وفي الحموي عن القراحصاري الإتيان به مرتين خلاف السنة وفي مجمع الأنهر أن زاد فقد خالف السنة اه ولعل محله ما إذا أتى به على أنه سنة وأما إذا أتى به على أنه ذكر مطلق فلا
অর্থ: তাকবীরে তাশরীক একবার পাঠ করবে, তবে এর চেয়ে বেশি পড়া মুস্তাহাব, যা ইমাম আইনী রহ. ‘শরহে তুহফা’ কিতাবে বলেছেন। ‘আদ্দুররুল মুখতার’ প্রণেতা (একাধিকবার পড়া মুস্তাহাব) এ ব্যাপারটি স্বীয় কিতাবে আরো সুদৃঢ়ভাবে সাব্যস্ত করেছেন। আর ‘হামাভী’ কিতাবে ইমাম কারাহাছারি রহ. থেকে বর্ণিত আছে, একাধিকবার পড়া খেলাফে সুন্নাহ। তবে ‘মাজমাউল আনহার’ কিতাবে (খেলাফে সুন্নাহ কথার জবাব দিয়ে) বর্ণিত আছে, যদি সুন্নাহ মনে করে কেউ একাধিকবার পাঠ করে, তাহলে তা খেলাফে সুন্নাহ হবে। আর সাধারণ জিকর হিসেবে কেউ যদি একাধিকবার পাঠ করে, তাহলে তা সুন্নাহবিরোধী হবেনা।

উপরোক্ত নির্ভরযোগ্য কিতাবের বর্ণনা দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে, একবার তাকবীরে তাশরীক বলা ওয়াজিব এবং তিনবার বা একাধিকবার বলা মুস্তাহাব। এসব বর্ণনার মাধ্যমে প্রমাণিত হয় যে, সংখ্যা নির্দিষ্ট নয়, বরং সর্বনিম্ন হল একবার; আর সর্বোচ্চ যে যতবার পড়তে চায় পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। সর্বনিম্ন একবার পাঠ করাকে ফুকাহায়ে কেরাম ওয়াজিব বলেছেন।

🏵️🏵️🥰🥰لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْ...
03/06/2025

🏵️🏵️🥰🥰لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ.🤩🤩

🚑🚨 মোবাইল স্ট্রোক ইউনিট🥰🥰💦💦‎হাজীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা: মসজিদ আল-হারামে গুরুতর অসুস্থদের জন্য একটি মোবাইল...
02/06/2025

🚑🚨 মোবাইল স্ট্রোক ইউনিট🥰🥰

💦💦‎হাজীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা: মসজিদ আল-হারামে গুরুতর অসুস্থদের জন্য একটি মোবাইল সিটি স্ক্যানার এবং উন্নত চিকিৎসা সরঞ্জাম পাওয়া যায়। সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে এটিই একমাত্র..

#হজ
#হজ্জ_২০২৫ #হজ্জ১৪৪৬ #মসজিদুল_হারাম

28/05/2025

🥰 আমার সম্মানিত উস্তাদ আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মাওলা আব্দুর রাজ্জাক আনসারী সাহেব🥰🥰🥰🥰যিনি আমার ট্রাভেলস (হজ্জ- উমরাহ)সার্ভিসের সম্মানিত প্রদান উপদেষ্টা,রাহবার ও বিজ্ঞ জেষ্ঠ মুআল্লিম, আলহামদুলিল্লাহ ৬৫জন হাজী সাহেবের বিশাল কাফেলা নিয়ে এখন অবস্থান করছেন মক্কা নগরীতে,
💦আমরা আনসারী পরিবার উনার সুস্থতা কামনা ও রাব্বে কারীমের নিকট উনার ও সমস্ত হাজী সাহেবদের হজ্জে মাবরুরের প্রার্থনা করছি💦💦💦
Prince Shorif অবুজ মন #হজ্জ১৪৪৬ #হজ্জ_২০২৫ #হারামাইন #আলহামদুলিল্লাহ #মসজিদুল_হারাম #জুমুআ_মদিনা #হারাম_মসজিদ

🥰🥰🥰পরিবহন মন্ত্রী:🥰🥰🥰• হারামাইন হাই স্পিড রেলে তীর্থযাত্রীদের সেবা প্রদানের জন্য দুই মিলিয়নেরও বেশি আসন প্রদান।• একটি ট...
27/05/2025

🥰🥰🥰পরিবহন মন্ত্রী:🥰🥰🥰
• হারামাইন হাই স্পিড রেলে তীর্থযাত্রীদের সেবা প্রদানের জন্য দুই মিলিয়নেরও বেশি আসন প্রদান।
• একটি ট্রেনে ৩,০০০ তীর্থযাত্রী পরিবহন করা হয়, যার ধারণক্ষমতা প্রতি ঘন্টায় ৭২,০০০ যাত্রী।
#হজ্জ১৪৪৬
#হজ্জ_২০২৫
#আলহামদুলিল্লাহ❤️❤️❤️

🥰🥰💦💦সংবাদ: ৯ জিলহজ্জে মসজিদ আল নামিরায় আরাফাতের খুতবা দেওয়ার জন্য বাদশাহ শেখ সালেহ আল হুমাইদকে খতিব নিযুক্ত করা হলো😍😍 ...
26/05/2025

🥰🥰💦💦সংবাদ: ৯ জিলহজ্জে মসজিদ আল নামিরায় আরাফাতের খুতবা দেওয়ার জন্য বাদশাহ শেখ সালেহ আল হুমাইদকে খতিব নিযুক্ত করা হলো😍😍
#হজ্জ১৪৪৬
#হজ্জ_২০২৫
#মসজিদুল_হারাম

🥰🥰🥰আপনি কি ২০২৬ সালের পবিত্র হজ্ব পালনের নিয়ত করেছেন?💓আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের হজ্বের প্রি-রেজিস্ট্রেশন ইতোমধ্যেই শুরু...
25/05/2025

🥰🥰🥰আপনি কি ২০২৬ সালের পবিত্র হজ্ব পালনের নিয়ত করেছেন?
💓আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের হজ্বের প্রি-রেজিস্ট্রেশন ইতোমধ্যেই শুরু হয়েছে।

💦এই পবিত্র সফর হোক আপনার জীবনের শ্রেষ্ঠতম সিদ্ধান্তগুলোর একটি।আমরা আছি আপনার পাশে-প্রতিটি ধাপে, প্রতিটি প্রয়োজনে। আজই রেজিস্ট্রেশন করুন এবং শুরু করুন আপনার হজ্ব যাত্রার প্রথম পদক্ষেপ।

▶প্রি-রেজিস্ট্রেশন করতে যা যা প্রয়োজন
>৩০ হাজার টাকা
>এন আই ডি
>পাসপোর্ট এর কপি
>ছবি (পাসপোর্ট সাইজের)

◼️ জারিফ ট্রাভেলস লিঃ এর হজ প্যাকেজ এর বিশেষ সুবিধা সমূহ
◾ ভিসা প্রসেসিং এর দ্রুততম সেবা
◾ শট হজ প্যাকেজ (১১ দিন /১৪ দিন /১৮ দিন)
◾ লং হজ প্যাকেজ (৩০ দিন ৩৫ দিন) হজ এবং ওমরা
◾ বাজেট ফ্রেন্ডলি হজ প্যাকেজ
◾ ২৪ ঘন্টা দ্রুত সাপোর্ট সার্ভিস

✅দ্রুততম ভিসা প্রসেসিং সেবা
আপনার হজ যাত্রার ভিসা আমরা দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রসেস করি।

✅বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ
সকল শ্রেণির হজযাত্রীর জন্য সাশ্রয়ী ও মানসম্মত প্যাকেজ সুবিধা।

✅২৪ ঘন্টা সার্বক্ষণিক সহায়তা
যেকোনো প্রয়োজনে আমরা আছি আপনার পাশে, দিন-রাত ২৪ ঘন্টা।

🥰🥰বেশ কয়েকজন সম্মানিত হজ্বে গমনেচ্ছুক ভাইবোনরা জানতে চেয়েছেন যে এবছর হজ্বে যাওয়ার জন্য আমাদের এজেন্সির কোনো সিট বা কোঠা ...
25/05/2025

🥰🥰বেশ কয়েকজন সম্মানিত হজ্বে গমনেচ্ছুক ভাইবোনরা জানতে চেয়েছেন যে এবছর হজ্বে যাওয়ার জন্য আমাদের এজেন্সির কোনো সিট বা কোঠা খালি আছে কিনা...........❎❎❎
আমরা অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এবছর আমাদের হজ্বের কোনো কোঠা খালি নেই। ইতিমধ্যে আমাদের লীড হজ্ব এজেন্সির ১৯২ জন হাজী সাহেবানের টিকেট এবং ভিসা ইস্যু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ🕋❤️🤲

🇧🇩🇧🇩২০২৬ সালে হজ্বের জন্য আমরা এখন বুকিং নিচ্ছি।
ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশ সহ পৃথিবীর যেকোনো দেশে অবস্থানরতো প্রবাসী বাংলাদেশীরা🇧🇩 🇧🇩বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ২০২৬ সালে পবিত্র হজ্বের প্রাক নিবন্ধন করতে পারবেন❤️

Address

Depz, Ashulia, Savar
Dhaka

Telephone

+966578987432

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jarif Ansari Travalian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category