Sonar Bangla Travel Group

Sonar Bangla Travel Group সোনার বাংলা ট্রাভেল গ্রুপ হলো পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ানোর একটি প্ল্যাটফর্ম।

09/04/2025

বরিশাল টু ঢাকা।

25/03/2025

গতকাল তামিম ইকবাল'কে ২০ মিনিট সিপিআর দিয়ে বাঁচানো হয়েছে। তাৎক্ষণিক সিপিআর না দিলে তামিম ইকবাল'কে হয়ত বাঁচানো যেত না। জীবন বাঁচানোর জন্য সিপিআর খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে সিপিআর দিতে হয় সবার জানা উচিত।

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

10/03/2025

Over Confidence Had a Face, ফায়ার সার্ভিস খবর দিতে বলে তরমুজ কাটলো কিন্তু শেষে বের হইলো সাদা 😂

04/03/2025

এটাই বাস্তব 😅💔

24/02/2025

মোটামুটি এই জোনে যত রিসোর্টের নাম জানি, সবই ছাই হয়ে গেছে।
ইকো ভ্যালী, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্রিকা, তরুছায়া, মেঘের ঘর, মর্নিং স্টার, তংথক যা আছে সবই পুড়ে গেছে।
এক আল্লাহই পারেন এখন বাদ বাকিটুকু ক্ষমা করে দিতে।
আপাতত আমাদের কারো হাতে আর ক্ষমতা নেই আগুনকে নিয়ন্ত্রণ করার।

বিস্তারিত কমেন্ট বক্সে
29/01/2025

বিস্তারিত কমেন্ট বক্সে

08/12/2024

"হারামের বিলাসিতা দেখে আফসোস করবেন না"
বরং শুকরিয়া আদায় করুন আল্লাহ
আপনাকে হারাম থেকে বাঁচিয়েছেন।
"আলহামদুলিল্লাহ"

বর্তমান সময়ে যারা কক্সবাজারে ঘুরতে যাবেন তাদের নিরাপত্তার জন্য এই সতর্কতাগুলো মাথায় রাখবেনঃ -১. বাস থেকে নামার পর নিজেদ...
21/11/2024

বর্তমান সময়ে যারা কক্সবাজারে ঘুরতে যাবেন তাদের নিরাপত্তার জন্য এই সতর্কতাগুলো মাথায় রাখবেনঃ -

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।

৫. বিচে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে।এটা অবশ্যই বলে নিবেন, শুধুমাত্র আপনার পছন্দের ছবিগুলো নিবেন বেছে বেছে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।

১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।

১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।

১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ। তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।

১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।

১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার-(এ,এসপি) ০১৩২০১৫৯০৮৭,০১৩২০১৫৯২০৯

নভেম্বর মাসে পর্যটকরা রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা রাতে থাকতে পারবেন।তবে এই দুই মা...
22/10/2024

নভেম্বর মাসে পর্যটকরা রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা রাতে থাকতে পারবেন।

তবে এই দুই মাস সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেখানে যেতে পারবেন।
এ ছাড়া ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং এ সময় পর্যটকদের যাওয়া পুরোপুরি বন্ধ থাকবে।

শেরপুর জেলার বন্যা পরিস্থিতি কুমিল্লা ও ফেনী জেলা অপেক্ষা ভয়াবহ। কুমিল্লা ও ফেনি জেলার মানুষ ১ থেকে ২ দিন সময় পেয়েছিল। শ...
04/10/2024

শেরপুর জেলার বন্যা পরিস্থিতি কুমিল্লা ও ফেনী জেলা অপেক্ষা ভয়াবহ।

কুমিল্লা ও ফেনি জেলার মানুষ ১ থেকে ২ দিন সময় পেয়েছিল। শেরপুর জেলার মানুষ ১ দিন তো দূরের কথা ১২ ঘন্টাও সময় পায় নি এই দ্রুত পাহাড়ি ঢল নেমে এসেছে মেঘালয় পর্বত থেকে।

03/10/2024

অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

Address

Ka-14, Rasulbagh, Mohakhali
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonar Bangla Travel Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonar Bangla Travel Group:

Share

Category