
31/12/2024
৩১শে ডিসেম্বর রাতটা একটুখানি নিজের মতো উদযাপন করতেই ভালো লাগে, তাই না? কিন্তু একটু ভেবে দেখুন—আতশবাজির ঝলকানি আর পটকার বিকট শব্দে আপনার কানে যতটা আনন্দ লাগে, ঠিক ততটাই ভয় পায় আকাশের পাখি। ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হয় প্রকৃতির। গাছপালা, মাটি—সব যেন বোবা হয়ে তাকিয়ে থাকে আমাদের "উৎসব" দেখার জন্য।
আনন্দ করুন, অবশ্যই করুন! কিন্তু প্রকৃতিকে শত্রু বানিয়ে নয়। আলো দিয়ে বাড়ি সাজান, হাসি দিয়ে চারপাশ আলোকিত করুন। পটকার বিকল্প অনেক আছে, শুধু ইচ্ছাটুকু দরকার। নতুন বছর শুরু হোক প্রকৃতিকে আগলে রেখে, সবার সঙ্গে প্রকৃতিরও একটা সুন্দর সকাল যেন হয়।