🇸🇦আসসালামু আলাইকুম, সম্মানিত উমরাহ এজেন্সির মালিক এবং অপারেটরদের অবগতির জন্য এসটি ফাইভ ট্রাভেলার্স এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, কোটা পদ্ধতি চালু হওয়ায় মোফার রেট বৃদ্ধি এবং নুসুক সিস্টেমে মোফা প্রসেস সংক্রান্ত জটিলতার কারণে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত আমাদের মোফা প্রসেস বন্ধ থাকবে, ইন শা আল্লাহ মোফার রেট এবং আমাদের প্রসেস পদ্ধতি অতি দ্রুত আপনাদের জানিয়ে দেয়া হবে।
12/01/2025
🇸🇦🕋ওমরাহ কাফেলা-২০২৫।
🕋❇️মক্কা ও মদিনা জিয়ারা!
জাবালে শুর, আরাফাত এর মাঠ, মসজিদ নোমির, মিনা, জাবালে নূর ও জাবালে রহমত জিয়ারা! মশাল্লাহ, আলহামদুলিল্লাহ🤲
01/12/2024
🚫কক্সবাজার ঘুরতে যাবে অবশ্যই যে বিষয় গুলা জেনে যাবেন
বর্তমান সময়ে যারা কক্সবাজারে ঘুরতে যাবেন তাদের নিরাপত্তার জন্য এই সতর্কতাগুলো মাথায় রাখবেনঃ
১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. বিচে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ। তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।
১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।
১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে
যোগাযোগ করুন:
ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭।
এএসপি ০১৩২০১৫৯২০৯।
বর্ডার থাকতে হবে: ডাউকি
পাকেজ মাত্র: ১০,৫০০/- টাকা
(সিলেট থেকে সিলেট)
প্যাকেজ মূল্য :১১,৫০০/-টাকা
(ঢাকা থেকে ঢাকা নন এসি বাসে)
প্যাকেজ মূল্য :১২,৯০০/-টাকা
(ঢাকা থেকে ঢাকা এসি বাসে)
*বিঃদ্রঃ *এই প্যাকেজে যাওয়ার জন্য অবশ্যই আপনার ডাউকি বর্ডার দিয়ে ভিসা নেওয়া থাকতে হবে।
এছাড়াও বাংলাদেশের যে কোন জেলা থেকে আমাদের সাথে ভ্রমণে যেতে পারবেন বর্ডার ডাউকি থাকতে হবে।
বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন।
বুকিং মানি: *৩,০০০* টাকা মাত্র
বিকাশে বুক করতে পারবেন এই নাম্বারে: *01710881414*.
🔸 *কোভিড ভ্যাকসিনের কমপক্ষে ২ ডোজ নেওয়া থাকতে হবে।*
🔸 *যাদের ভিসা নেই অতি সত্তর যোগাযোগ করুন।*
🔸 *এছাড়া মাসের যেকোনো দিন আপনি চাইলেই ভ্রমন করতে পারেন।*
🔸 *চাহিদা অনুযায়ী গ্রুপ, কর্পোরেট, স্কুল ও কলেজের শিক্ষা সফরের এর জন্য যোগাযোগ করুন। ফামিলি নিয়ে ভ্রমনের জন্য উপযুক্ত। ঘুরে আসুন মেঘালয় এর রানী শিলং,চেরাপুঞ্জি ও ডাউকি ।*
ভ্রমণের বিবরণঃ-
_________
১ম দিনঃ- ডাউকি বর্ডার - মেঘালয়
ডাউকি বর্ডারে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে, সকালের নাস্তা শেষে কার/সুমো জিপ/বাস/Swift Diser করে আমরা ডাউকি বর্ডার থেকে মাউলিনং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বেলা *১.৩০* টার দিকে সিলেটের বিছানাকান্দি ভ্রমণের সময় যে ঝরনাটি আমরা দূর থেকে দেখি এবং পান্থুমাই নামে যেটিকে চিনি সেই বুরহিল ঝরনা ভ্রমণ । এরপর দুপুরের খাবার গ্রহণ শেষে বেলা* ৩.৩০* টার দিকে মাউলিনং ভিলেজ (এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম) ও লিভিং রুট ব্রিজ ভ্রমণ করব। ভ্রমণ শেষে শিলং এর উদ্দেশ্যে যাত্রা শুরু, সন্ধ্যা নাগাদ শিলংয়ের পুলিশ বাজারে হোটেলে পৌঁছানো ও রাত্রি যাপন।
২য় দিনঃ- শিলং
সকালের নাস্তা শেষ করে আমরা , এলিফেন্ট ফলস, মদিনা মসজিদ, ক্যাথিড্রালচার্চ, লেডি হায়দারী পার্ক, গলফ কোর্স, ওয়ার্ডস লেক দেখব। বিকালে শপিং টাইম, (আপনারা চাইলে নিজের মতো করে সময় কাটাতে পারেন।
রাতে শিলং হোটেলে অবস্থান করবো।
৩য় দিনঃ- শিলং-চেরাপুঞ্জি
সকালের নাস্তা শেষে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা করব। এই দিন আমরা মুয়েসমাই গুহা, নুকায়কালী ফলস, মাউকডক ভ্যালি, ইকো পার্ক, সেভেন সিস্টার ফলস, রামকৃষ্ণ মিশন এবং ওয়াকাবা ফলস ঘুরে দেখব। ডাউকি বর্ডারে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে সন্ধ্যা *৬* টার মধ্যে সিলেট পৌছাবো।
✔️ প্যাকেজে যা যা অন্তভুক্তঃ-
- সম্পুর্ন যাতায়াত খরচ (সিলেট রোজ ভিউ হোটেলের সামনে থেকে শুরু করে ভ্রমণ শেষে সিলেট পর্যন্ত)
❌ প্যাকেজের অন্তর্ভূক্ত নয়ঃ-
- ভিসা ফি *৮৫০* টাকা
- কোভিড টেস্ট ফি (যদি লাগে)
- যেকোনো ধরনের ব্যক্তিগত খরচ
- দুপুর এবং রাতের খাবার
শিশু পলিসিঃ- *০* থেকে *৩* বছর পর্যন্ত শিশুদের কোন খরচ লাগবেনা (বাবা মার সাথে থাকবে ও বসবে,প্যাকেজ থেকে আলাদা কোন খাবার পাবেনা) ট্রাভেল ট্যাক্স *৫০০*/- জমা দিলেই হবে।
📢 বিশেষ দ্রষ্টব্যঃ- প্রাকৃতিক দুর্যোগ কিংবা অপ্রীতিকর যেকোনো পরিস্থিতি এড়াতে _St5 Travellers_. এই প্যাকেজটি পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।
[মূল্য পরিবর্তনশীল]
Be the first to know and let us send you an email when St5 Consourtium posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Good things happen once individuals will move, whether or not across city or towards their dreams. Opportunities seem, open up, become reality. What started as how to faucet a button to induce a ride has junction rectifier to billions of moments of human association as individuals around the world go every kind of places all told types of ways that with the assistance of our technology.
Rides and on the far
side In addition to serving to you get from purpose A to purpose B, we're operating to bring the long run nearer with self-driving technology and concrete air transportation, serving to individuals order food quickly and affordably, removing barriers to health care, making new freight-booking solutions, and serving to corporations offer a seamless worker travel expertise.
Vision becomes reality: The Berlin startup will present its ridepooling concept after only twelve months of development
Rapid Growth
Now a days it can be more easier to use apps system to get services,make decisions and get a good opportunity.
St5 Consourtium Facts
❖ headquarter take place in United Kingdom,
❖ have a team with 650 people globally,
❖ large developer team, self service center based on India(new delhi)
❖ operating with approximately 9 countries across the five continents.
❖ active in 81 cities all around the world,
❖ having partnership with more than 10 Global taxi company, Health Organization world-wide.