
12/06/2025
#বান্দরবানের_কির্সতং_রুংরাং_অভিযান
রওনাঃ ০৩ জুলাই, ২০২৫ বৃহস্পতিবার।
শেষঃ ০৭ জুলাই, সোমবার ভোর ৫/৬ টায় ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।
কির্সতং নামটি এসেছে মারমা ভাষা থেকে, যেখানে "কির্স" একটি বিলুপ্ত পাখির নাম এবং "তং" মানে পাহাড়। একসময় এই পাখিগুলো কির্সতংয়ের চূড়ায় দেখা যেত। চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কির্সতং, যার উচ্চতা প্রায় ২৯৮৯ ফুট। এখানকার প্রধান আকর্ষণ এর রহস্যময় ঘন জঙ্গল, যা একসময় শত শত মাদারগাছে ঘেরা সংরক্ষিত বন ছিল। এই বনে নানা বিলুপ্তপ্রায় প্রাণী ও পাখির বসবাস রয়েছে। জঙ্গলের গভীরে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে মেঘ আর রোদের লুকোচুরি চলে। প্রকৃতির অনন্য সৌন্দর্যে ঘেরা এক নিঃসঙ্গ, শান্ত জগত কির্সতং।
রুংরাং বাংলাদেশের বান্দরবান জেলার একটি পাহাড়ি এলাকা, যা প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ ও স্থানীয় আদিবাসী সংস্কৃতির জন্য পরিচিত। এটি মূলত ট্রেকার ও প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণীয় এক স্থান। রুংরাং পাহাড় থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। সবুজ পাহাড়, মেঘে ঢাকা আকাশ আর নিরিবিলি পরিবেশ একে করে তোলে এক স্বপ্নময় গন্তব্য। স্থানীয় বম বা ম্রো জনগোষ্ঠীর জীবনধারা এখানে ঘনিষ্ঠভাবে দেখা যায়। রুংরাং ভ্রমণ মানে প্রকৃতির কোলে এক নির্জন, নির্মল অভিজ্ঞতা।
#ইভেন্ট_ফিঃ
ঢাকা টু ঢাকা ৬,৫০০/- টাকা জনপ্রতি।
আলীকদম টু আলীকদম ৪,৫০০/- টাকা জনপ্রতি।
#টিম_সাইজঃ ১২/২৪ জন।
#ভ্রমণের_স্থানসমূহঃ
★কির্সতং।
★রুংরাং।
★শামুক ঝরনা।
★তৈনখাল।
★আলীর গুহা (সময় সাপেক্ষ)।
#সম্ভাব্য_ভ্রমণ_বিস্তারিতঃ
★দিন-০০-
ঢাকা থেকে রাতের বাসে আলীকদমের উদ্দেশ্যে রওনা।
★দিন-০১-
২১ কিলো দিয়ে খেমচং পাড়ায় যাবো, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরবো।
★দিন-০২-
খেমচং পাড়ায়, ব্যাগ রেখে সেখান থেকে কির্সতং সামিট করতে যাবো, সন্ধ্যার মধ্যে পাড়ায় ফিরে আসবো এবং সন্ধ্যার পর সবাইকে নিয়ে জমজমাট আড্ডা চলবে এবং রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরবো।
★দিন-০৩-
সকালে খেমচং পাড়া থেকে ট্রেকিং করে রুংরাং সামিট করে শামুক ঝিড়ি হয়ে মেনকিউ পাড়া হয়ে দুসরি বাজার চলে আসবো, সেখান থেকে আলীকদম চলে আসবো। রাতের খাবার শেষ করে বাসে করে রওনা দিবো ঢাকা। আশাকরি পরদিন ভোরে ঢাকা থাকবো।
#প্যাকেজে_যা_যা_থাকছেঃ
★ঢাকা-আলীকদম-ঢাকা হানিফ/শ্যামলী বাস ভাড়া।
★লোকাল ট্রান্সপোর্ট এবং জিপ ভাড়া।
★প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার। (নোট: খাবার যেখানে যেমন পাব তাই খাব। ট্রেইলে থাকাকালীন (দুপুরের খাবার) ড্রাই ফুড।
★গাইড খরচ।
★পাহাড়ি পাড়াতে থাকার খরচ।
#যা_যা_সাথে_নিতে_হবেঃ
★এন আই ডি/ জন্মনিবন্ধনের ৫ কপি ফটোকপি।
★ব্যাকপ্যাক - টিমের সকলকেই রেশন বহন করতে হবে তাই বড় সাইজের ব্যাকপ্যাক হলে ভালো হয় সাথে রেইন কভার।
★ট্রেকিং স্যান্ডেল।
★শুকনা খাবার (খেজুর, বাদাম, কিশমিশ ইত্যাদি)।
★টি শার্ট ২/৩টি।
★হাফ প্যান্ট, ট্রাউজার ২/৩টি।
★টর্চ লাইট, পাওয়ার ব্যাংক।
★টুথ ব্রাশ - পেস্ট - সাবান-গামছা।
★প্রাথমিক ওষুধ, স্যালাইন।
★মশার জন্য ওডোমস ক্রিম (বাধ্যতামূলক)।
#প্যাকেজে_যা_থাকছে_নাঃ
★ব্যাক্তিগত কোনো খরচ।
★প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো খরচ।
✅বুকিং মানি-৩০৫০/- টাকা
বিকাশঃ 01921-003593 পার্সোনাল নাম্বার।
নগদঃ 01511-151515 পার্সোনাল নাম্বার।
বুকিং ও তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
-------------------------------------------------------------------------
☎️ যুবায়েরঃ 01511_151515 (Whatsapp/Call)
--------------------------------------------------------------------------
গ্রুপ ট্যুর | কর্পোরেট ট্যুর | ফ্যামিলি ট্যুর | কাস্টমাইজড যে-কোন ট্যুর বুকিং করুন যখন তখন। বুকিং এর জন্য সরাসরি যোগাযোগঃ যুবায়ের 01813-115055