26/03/2025
উচ্চশিক্ষায় বিদেশে যাবেন নাকি?
(বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন, কিন্তু এখনো শুরু করতে পারেননি? আপনার জন্যই এই লিখা! এই লিখার শেষে রয়েছে ৫০টি বিশ্বসেরা স্কলারশিপের সরাসরি লিঙ্ক, যা আপনাকে স্বপ্নপূরণের পথ দেখাবে)
আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলতে চাই—বিদেশে উচ্চশিক্ষা নেওয়া কোনো অসম্ভব স্বপ্ন নয়! আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা রেজাল্ট যাই হোক না কেন, শুধুমাত্র দৃঢ় ইচ্ছা, একটু ধৈর্য আর সঠিক গাইডলাইন থাকলে স্কলারশিপ বা ফান্ডিং নিয়েই বিদেশে পড়ার সুযোগ তৈরি করা সম্ভব।
আজকাল ইন্টারনেটে কত ভুল তথ্য ভাসছে, তা নিয়ে কতই না বিভ্রান্তি! এই বিশৃঙ্খলার মাঝে বাংলাদেশের তরুণদের জন্য সঠিক গাইডলাইন দেওয়ার লক্ষ্যে আমি হাতে নিয়েছি বড় একটি মিশন—আগামী ৯ মাসে লক্ষাধিক শিক্ষার্থীকে গাইডলাইন দেওয়া এবং হাজারেরও বেশি শিক্ষার্থীকে সরাসরি 1-to-1 সাপোর্ট দেওয়া।
শুরু করছি নির্ভুল তথ্য নিয়ে লেখালেখি আর ইউটিউব ভিডিওর মাধ্যমে, যা নিয়মিত আমার পেজে শেয়ার করব ইনশাআল্লাহ্। আজকের লেখার শেষে পাবেন ৫০টি বিশ্ববিখ্যাত স্কলারশিপের লিঙ্ক – তাই শেষ পর্যন্ত পড়তে থাকুন!
অনেক বাংলাদেশি শিক্ষার্থীরই স্বপ্ন থাকে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার। কিন্তু এই পথে চ্যালেঞ্জও কম নয়! তবে সঠিক দিকনির্দেশনা, পরিকল্পনা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে এই স্বপ্নকে বাস্তবায়ন করা কোনো ব্যাপারই না। স্কলারশিপ বা ফান্ডিং নিয়েই বিদেশে পড়া সম্ভব—আপনার রেজাল্ট যতই খারাপ হোক না কেন!
ভাষার বাধা, দেশ-বিশ্ববিদ্যালয় বাছাই, টাকাপয়সার জোগাড়, ভিসার ঝক্কি—এসব যেন এক বিশাল যুদ্ধের মতো। কিন্তু যুদ্ধ জেতার মূলমন্ত্রই হলো প্রস্তুতি! সান জু তাঁর "The Art of War" বইয়ে যেমন বলেছেন, "যুদ্ধ জেতা হয় যুদ্ধ শুরুর আগেই!"
এই গাইডলাইনে আমি ধাপে ধাপে বলব—কীভাবে আপনি প্রস্তুতি নেবেন, কোন স্কলারশিপের জন্য আবেদন করবেন, কীভাবে সফল হবেন। আজকের লেখাটি মূলত তাদের জন্য, যারা এখনো শুরুই করেননি, কিন্তু স্বপ্ন দেখেন বিদেশে পড়ার।
________________________________________
১. লক্ষ্য ঠিক করুন – স্বপ্নকে গুছিয়ে নিন
প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করুন—
• আমি কি পড়তে চাই? (বিষয় বাছাই)
• কোন দেশে যেতে চাই? (যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া?)
• আমার ক্যারিয়ারের লক্ষ্য কী?
লক্ষ্য স্পষ্ট না হলে পথ হারাবেন, পরের ধাপগুলোতে হোঁচট খাবেন। তাই একটা কাগজে লিখে ফেলুন আপনার স্বপ্নের রোডম্যাপ।
২. বিষয়, বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ বাছাই করুন
• আপনার পছন্দের বিষয়ে কোন বিশ্ববিদ্যালয়গুলো ভালো, তা খুঁজুন।
• স্কলারশিপের অপশনগুলো দেখুন—DAAD, Erasmus, Chevening, Fulbright, MEXT, CSC ইত্যাদি।
• একটি শর্টলিস্ট বানান—বিশ্ববিদ্যালয়ের নাম, আবেদনের ডেডলাইন, আবেদনের শর্ত, ডকুমেন্টের চেকলিস্ট – সব লিখে রাখুন।
৩. ভাষার দক্ষতা বাড়ান – IELTS/TOEFL/GRE
মাথায় রাখুন - সেরা যুদ্ধ হলো যেটা আপনাকে লড়তেই হয়নি! অযথা ইংরেজি ভাষার দক্ষতা অর্জন না করে শুধু শুধু পিছিয়ে থাকবেন কেন?
• IELTS/TOEFL ছাড়া অনেক দেশে ভিসাই মিলবে না, স্কলারশিপ তো দূরের কথা!
• ইংরেজিতে দখল বাড়ান—রাইটিং, স্পিকিং, লিসেনিং সবদিকেই।
• GRE লাগতে পারে যদি USA/Canada-র কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে PhD করতে চান।
IELTS না করেও উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া যায়, তবে এক্ষেত্রে স্কলারশিপ বা ফান্ডিং পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ!
সান জু তার বইয়ে বলেছেন, "সেরা জেনারেল সেই, যে যুদ্ধ ছাড়াই জিতে যায়।" বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা বাড়ানোর চেয়ে সমস্যা এড়ানোই বুদ্ধিমানের কাজ! যেমন, IELTS স্কোর না থাকলে একদিকে যেমন স্কলারশিপ কিংবা ফান্ডিং পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, অন্যদিকে এম্বাসি’তে ভিসা আবেদনের জন্যও অনেক দেশই IELTS স্কোর চেয়ে থাকে। তাই একটা ভালো স্কোর এক ডিলে দুইটা সমস্যার সমাধান!
৪. টাকাপয়সার ব্যবস্থা – স্কলারশিপই শেষ ভরসা!
বিদেশে পড়াশোনা ব্যয়বহুল, তাই স্কলারশিপ বা ফান্ডিংয়ের দিকে নজর দিন। অনেক দেশে পার্টটাইম কাজের সুযোগও আছে, যা খরচ চালাতে সাহায্য করবে। তবে স্কলারশিপ বা ফান্ডিং ছাড়া গেলে ঝুঁকি বেশি।
• ফুল ফান্ডেড স্কলারশিপ খুঁজুন (যেমন: DAAD, Erasmus Mundus)।
• পার্টটাইম জব করার সুযোগ আছে কিনা দেখুন (জার্মানি, কানাডায় পার্টটাইম জবের অনুমতি আছে)।
• বাংলাদেশ সরকারের স্কলারশিপ চেক করুন।
হতাশ হবেন না! প্রথমবার স্কলারশিপ না পেলে আবার চেষ্টা করুন। সান জু যেমন বলেছেন, "পানির মতো হও – বাধা এলে ঘুরে যাও, কিন্তু থেমো না!"
৫. আবেদনের ডকুমেন্ট গুছিয়ে নিন
প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন:
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট
• সিভি/রিজিউমে (আপডেটেড)
• স্টেটমেন্ট অব পারপাস (SOP) – খুবই গুরুত্বপূর্ণ!
• লেটার অব রিকমেন্ডেশন (LOR) – ২টি
• পাসপোর্ট (মেয়াদ থাকতে হবে কমপক্ষে ১ বছর)
৬. ভিসার প্রস্তুতি – শেষ ধাপ!
ভিসা পেতে গেলে:
• অফার লেটার (বিশ্ববিদ্যালয় থেকে)
• স্কলারশিপ/ফান্ডিং প্রমাণ
• হেলথ ইনস্যুরেন্স (কিছু দেশে বাধ্যতামূলক)
• ভিসা ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি নিন। ভিসা ইন্টারভিউতে আত্মবিশ্বাসী হোন, সত্য বলুন।
________________________________________
মনে রাখবেনঃ
"পানির মতো হও—যেখানে বাধা পাবে, সেখান দিয়ে বয়ে যাও!"– সান জু
হয়তো প্রথমবার স্কলারশিপ পাবেন না, হয়তো ভর্তিতে সমস্যা হবে। হতাশ হবেন না! আবার চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন।
________________________________________
বিদেশে পড়াশোনা শুধু ডিগ্রির জন্য নয়—এটা জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা। এই পথে হাঁটতে গেলে চ্যালেঞ্জ আসবেই, "লক্ষ্য ঠিক করুন, পরিশ্রম করুন, আর এগিয়ে যান – আপনার স্বপ্নই আপনাকে জয় করাবে!" সান জু বলেছেন, "ভয় বা হতাশা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে!" তাই ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করুন, বারবার চেষ্টা করুন।
শুরু করুন আজই।
লক্ষ্য ঠিক করুন।
এগিয়ে যান অটুট আত্মবিশ্বাসে।
"ইচ্ছে থাকলেই উপায় হয়—আর যদি না হয়, তাহলে উপায় বানিয়ে নিন!"
আজকের জন্য এতটুকুই।
পরের পর্বে আলোচনা করব—কীভাবে SOP লিখতে হয়, কীভাবে স্কলারশিপ পেতে হয়।
শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ! ইনশাআল্লাহ, সামনে আরও অনেক গাইডলাইন আসছে! লাইক, শেয়ার করে অন্য তরুণদেরও জানার সুযোগ দিন।
Global Embassy
আজকের বোনাস:
🔗 ৫০টি বিশ্ববিখ্যাত স্কলারশিপের লিঙ্ক নিচে দেওয়া হলঃ
1. ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
🌍 https://foreign.fulbrightonline.org/
2. চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য)
🇬🇧 https://www.chevening.org/
3. DAAD স্কলারশিপ (জার্মানি)
🇩🇪 https://www.daad.de/en/
4. ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ (ইউরোপ)
🇪🇺 https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue
5. MEXT স্কলারশিপ (জাপান)
🇯🇵 https://www.studyinjapan.go.jp/en/
6. CSC স্কলারশিপ (চীন)
🇨🇳 https://www.csc.edu.cn/
7. কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)
🌐 https://cscuk.fcdo.gov.uk/
8. গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)
🎓 https://www.gatescambridge.org/
9. রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)
🏛️ https://www.rhodeshouse.ox.ac.uk/
10. সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড)
🇨🇭 https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html
11. নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড)
🇳🇱 https://www.studyinnl.org/finances/scholarships
12. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ
🇦🇺 https://www.dfat.gov.au/people-to-people/australia-awards
13. নিউজিল্যান্ড স্কলারশিপ
🇳🇿 https://www.studywithnewzealand.govt.nz/scholarships
14. অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ
🇬🇧 https://www.ox.ac.uk/clarendon
15. সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (SGUS)
🇸🇬 https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships
16. কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ
🇨🇦 https://vanier.gc.ca/
17. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্কলারশিপ
💡 https://www.gatesfoundation.org/
18. এডা লাভলেস স্কলারশিপ (মহিলা শিক্ষার্থীদের জন্য)
👩🎓 https://www.adalovelaceinstitute.org/
19. গুগল অ্যানা ইউনিভার্সিটি স্কলারশিপ
🔍 https://buildyourfuture.withgoogle.com/scholarships
20. মাইক্রোসফট রিসার্চ স্কলারশিপ
💻 https://www.microsoft.com/en-us/research/academic-programs/
21. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ
🇸🇪 https://si.se/en/apply/scholarships/
22. ডেনমার্ক সরকারী স্কলারশিপ
🇩🇰 https://ufm.dk/en/education/admission-and-guidance
23. ফিনল্যান্ড সরকারী স্কলারশিপ
🇫🇮 https://www.studyinfinland.fi/scholarships
24. নরওয়ে আর্কটিক স্কলারশিপ
🇳🇴 https://www.studyinnorway.no/scholarships
25. অস্ট্রিয়ান সরকারী স্কলারশিপ
🇦🇹 https://grants.at/en/
26. কোরিয়া গ্লোবাল স্কলারশিপ (KGSP)
🇰🇷 https://www.studyinkorea.go.kr/
27. তাইওয়ান স্কলারশিপ
🇹🇼 https://www.taiwanembassy.org/
28. হংকং PhD ফেলোশিপ
🇭🇰 https://www.polyu.edu.hk/hkpf/
29. মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ
🇲🇾 https://educationmalaysia.gov.my/scholarships/
30. Schwarzman Scholars Program (China)
🇨🇳 https://www.schwarzmanscholars.org/
30. স্ট্যানফোর্ড নাইট-হেনেসি স্কলারশিপ
🇺🇸 https://knight-hennessy.stanford.edu/
31. ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) স্কলারশিপ
🎓 https://mitadmissions.org/
32. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🏛️ https://college.harvard.edu/financial-aid
33. কানাডা ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ
🇨🇦 https://www.trudeaufoundation.ca/
34. কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপ
🇬🇧 https://www.cambridgetrust.org/
36. মোনাশ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🇦🇺 https://www.monash.edu/study/fees-scholarships/scholarships
37. সিডনি বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🏫 https://www.sydney.edu.au/scholarships
38. ইয়েল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🏛️ https://finaid.yale.edu/
39. কলম্বিয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🇺🇸 https://undergrad.admissions.columbia.edu/cost-aid
40. প্রিন্সটন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
🎓 https://admission.princeton.edu/cost-aid
41. রোটারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
🔄 https://www.rotary.org/en/our-programs/scholarships
42. NASA ইন্টার্নশিপ ও স্কলারশিপ
🚀 https://intern.nasa.gov/
43. ইউনেস্কো স্কলারশিপ
📚 https://en.unesco.org/fellowships
44. গুগল ল্যান্স স্কলারশিপ (প্রযুক্তি)
💻 https://buildyourfuture.withgoogle.com/scholarships
45. মেটা (ফেসবুক) রিসার্চ স্কলারশিপ
📱 https://research.fb.com/programs/fellowship/
46. টেসলা STEM স্কলারশিপ
⚡ https://www.tesla.com/careers/university
47. ETH Zurich Excellence Scholarship (Switzerland)
🇨🇭 https://ethz.ch/en.html
48. আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্কলারশিপ
🏅 https://www.olympic.org/scholarships
49. ব্রিটিশ কাউন্সিল উইমেন ইন STEM স্কলারশিপ
👩🔬 https://www.britishcouncil.org/education/women-in-stem
50. University of Toronto Lester B. Pearson Scholarship (Canada)
🇨🇦 https://future.utoronto.ca/pearson/