01/06/2025
🟩 ইন্ডিয়া ঢুকার সময় মেডিকেল ভিসায় যে সকল ডকুমেন্টস সাথে রাখবেন :
১:লেন্ড বর্ডার হলে অবশ্যই ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স এর কপি রাখবেন।
২:- পাসপোর্ট
৩:-মেডিকেলের সমস্ত ডকুমেন্টস।
৪:- ডাক্তারের appointment লেটার অবশ্যই দেখাতে হবে।
৫:- চাকুরীজীবী হলে NOC রাখবেন।
৬:- পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট এর সিল,এবং তার কপি। ( এটা খুব বেশি কড়াকড়ি না)
# ভারতীয় রেল ও এয়ার টিকেট লাগলে যোগাযোগ করবেন।
এবং
ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসার সময় শুধু দেখবে আপনি ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করেছেন কিনা। ইন্ডিয়ান হাসপাতালের ডকুমেন্টস দেখতে পারে। আর কিছু দেখবে না।