Aztec Manpower Employment And Training Limited

Aztec Manpower Employment And Training Limited Travel Agency । Import । Export । Supply । Indent । Consultancy । Business Service

কাতার  🇶🇦🇶🇦🇶🇦🇶🇦 গার্ডেনার / কন্সট্রাকশন কাজে নিয়োগের জন্য পাসপোর্ট সহ আবেদন গ্রহন করা হচ্ছে। (ভিসা হবে 💯%) ✅✅✅চাকুরির বি...
24/08/2024

কাতার 🇶🇦🇶🇦🇶🇦🇶🇦 গার্ডেনার / কন্সট্রাকশন কাজে নিয়োগের জন্য পাসপোর্ট সহ আবেদন গ্রহন করা হচ্ছে। (ভিসা হবে 💯%)

✅✅✅চাকুরির বিস্তারিত:

২মাসের ভিতর ফ্লাইট✈️✈️✈️✈️✈️

For more Information Please Contact with Us.
Contact Number:
01324718725

মধ্যপ্রাচ্য কেন মধ্যপ্রাচ্য? এটার কারণ বলতে গেলে অনেকগুলো কারণ বলতে হবে!প্রথমত মধ্যপ্রাচ্য ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার মধ্যে...
24/08/2024

মধ্যপ্রাচ্য কেন মধ্যপ্রাচ্য? এটার কারণ বলতে গেলে অনেকগুলো কারণ বলতে হবে!

প্রথমত মধ্যপ্রাচ্য ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার মধ্যে অবস্থিত৷ আবার এটি ইউরেশিয়া, ভূমধ্যসাগর ও ভারত সাগরের সঙ্গমস্থলে অবস্থিত৷ অবস্থানের দিক দিয়েও এটি মাঝে তাই এটিকে মধ্যপ্রাচ্য বলা হতো৷ এটিই হয়ত প্রধান কারণ!

এছাড়া পৃথিবীর সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করেছিল মধ্যপ্রাচ্যের মানুষ৷ তাই স্বাভাবিকভাবেই তাদেরকে মাঝে রেখে আকা হয়েছিল৷ আর এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যকে মাঝেই রাখা হয়েছে৷

আবার মধ্যপ্রাচ্য হচ্ছে প্রাচীন সব সভ্যতার আদি নিবাস৷ মধ্যপ্রাচ্য সৃষ্টির আদিকাল থেকেই সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে৷ তাদের ইতিহাস ঐতিহ্য ও সভ্যতার বিকাশের জন্য৷

এই মধ্যপ্রাচ্য সবার কাছে আবার খুব সম্মানীয়ও বটে! প্রায় ৪০০ কোটির উপরে মানুষ মধ্যপ্রাচ্যকে তাদের ধর্মীয় দিক থেকে সম্মান করে৷ কারণ পৃথিবীর বড় বড় ধর্ম যেমন ইসলাম খৃষ্ট ও ইহুদি ধর্মের জন্ম মধ্যপ্রাচ্যে৷ যদিও এখন ওই জায়গায় সবাই প্রায় ইসলামধর্মালম্বী!

তাই সব দিক থেকেই যেহেতু কেন্দ্রবিন্দুতে তাই এটি মধ্যপ্রাচ্য! ।

আর তাছাড়াও পৃথিবীর মেরু বিবেচনায় উত্তর - দক্ষিণ ও পূর্ব পশ্চিমের মাঝেই এর অবস্থান৷ এটিও একটি কারণ হতে পারে৷

সৌ^দি আর^বে  লোডার/ আনলোডার , কার ওয়াশ, বাইক রাইডার, মার্কেট অফিস/ হসপিটাল ক্লিনার, কন্সট্রাকশন ওয়ার্কার, ৫* তারকা হোটেল...
14/08/2024

সৌ^দি আর^বে লোডার/ আনলোডার , কার ওয়াশ, বাইক রাইডার, মার্কেট অফিস/ হসপিটাল ক্লিনার, কন্সট্রাকশন ওয়ার্কার, ৫* তারকা হোটেলে স্টাফ হিসেবে নিয়োগের জন্য জরুরি ভিত্তিতে পাসপোর্ট সহ আবেদন গ্রহন করা হচ্ছে। (ভি^সা হবে 💯%)

✅✅✅চাকরির বিস্তারিত:

✔️ লোডার/ আনলোডার:
কাজ: লোডিং/ আনলোডিং কাজের ওয়ার্কার
ডিউটি: ১০ঘণ্টা+ ওভারটাইম
বেতন: ১২০০রিয়াল+ওভারটাইম💰💰

✔️ কার ওয়াশ:
কাজ: গ্যারেজ স্টাফ ( কারওয়াশ )
ডিউটি: ০৮ ঘণ্টা + ওভারটাইম
বেতন: ১৮০০+ওভারটাইম💰💰

✔️ মার্কেট অফিস/ হসপিটাল ক্লিনার:
কাজ: মার্কেট অফিস এবং হসপিটাল ক্লিনার
ডিউটি: ০৮+ওভারটাইম
বেতন: ১১০০রিয়াল+ ওভারটাইম💰💰

✔️ বাইক-রাইডার:
কাজ: বাইক রাইডার ফুড ডেলিভারি
ডিউটি: ০৮ঘণ্টা+ওভারটাইম
বেতন: ২০০০রিয়াল+টিপস💰💰

✔️ কন্সট্রাকশন ওয়ার্কার:
কাজ: কন্সট্রাকশন ওয়ার্কার
ডিউটি: ০৮ঘণ্টা+ওভারটাইম
বেতন: ১১০০রিয়াল+ওভারটাইম💰💰

✔️ ৫*তারকা হোটেলে স্টাফ:
কাজ: ফাইভ ষ্টার হোটেলে নিয়োগ
ডিউটি: ০৮ঘণ্টা+ ওভারটাইম
বেতন: ১২০০রিয়াল+ওভারটাইম💰💰

পাসপোর্ট এর সাথে মেডিকেল ফিট কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে।

❇❇❇ভি^সা আসার ৩দিনের মধ্যে বাকি টাকা দিতে হবে। এরপর বিএমইটি, ম্যানপাওয়ার এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করিয়ে ফ্লাইট টিকেট দেয়া হবে।

১ -১.৫মাসের ভিতর ফ্লাইট ✈️✈️✈️✈️

ঠিকানা: অ্যাজটেক ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং লিমিটেড, আরএল ২১৪৫, ৪র্থ তলা, হাউস ৬, রোড ৮, নিকুঞ্জ-১, খিলক্ষেত, ঢাকা।

মোবাইল: ০১৩২৪৭১৮৭২৫ (সকাল ১০টা থেকে রাত ০৮টা)

 #সার্বিয়া_আলবেনিয়াবর্তমানে দেশের এই কঠিন সময়ে নিজেকে টিকিয়ে রাখা বা দেশের মধ্যে কিছু করা খুব কঠিন, অন্যদিকে মধ্য প্রাচ্...
12/08/2024

#সার্বিয়া_আলবেনিয়া

বর্তমানে দেশের এই কঠিন সময়ে নিজেকে টিকিয়ে রাখা বা দেশের মধ্যে কিছু করা খুব কঠিন, অন্যদিকে মধ্য প্রাচ্যের দেশগুলোও ভিসা বন্ধ করে দিয়েছে অথবা কঠিন করে ফেলেছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে দরকার একটা সঠিক সিদ্ধান্ত! কারণ এই অস্থিতিশীল সময় কত দিন দীর্ঘ হয়, তারও কোন নিশ্চয়তা নেই, এদিকে সেঞ্জেন কান্ট্রি গুলো বেশির ভাগই রিফিউজ দিচ্ছে, ইতালির কথা তো আর নাই বললাম! কোন মতে পাসপোর্ট জমা দিলে কবে ফেরত পাবেন, তার কোন ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই।

আর এই সকল দূর্যোগের মাঝে, সবদিক বিবেচনায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কান্ট্রি বিশেষ করে সার্বিয়া বা আলবেনিয়া যেতে পারেন খুব সহজে। কারণ এই দেশ গুলোতে কোন ধরনের এম্বাসী ফেইস বা দিল্লি যাওয়া লাগেনা, এজেন্সির মাধ্যমেই ভিসা হয়ে আসে। এছাড়াও এদেশ সমূহে ভিসা রেশিও ৯৯%, বিশেষ কোন কারণ ছাড়া সবারই ভিসা হয়।

তাই আপনিও চাইলে আবেদন করতে পারেন এই সব দেশের ভিসার জন্য।ইউরোপীয় ইউনিয়ন এর লেবার "ল" অনুযায়ী সর্বনিম্ন বেতন ৫০০ ইউরো এছাড়াও আপনার কাজের দক্ষতা অনুযায়ী সেটা ২ থেকে ৩ গুণ হতে পারে, এসব দেশের ভিসা প্রক্রিয়া অনলাইন ভিত্তিক হওয়ায় প্রসেসিং এ কমবেশি ২-৩ মাস সময় লাগে।বর্তমানে এসব দেশে বেশকিছু সেক্টরে বিভিন্ন ক্যাটাগরির জব রয়েছে।

বিশেষ করে---- কনস্ট্রাকশন- ⁠এগ্রিকালচারাল- ⁠ফ্যাক্টরি- ⁠ডেলিভারি সহ ইত্যাদিযে কোনো তথ্য ও পরামর্শের জন্য আপনার কন্টাক্ট নাম্বার নিচের BOOK NOW বাটনে ক্লিক করে জমা দিনবিঃদ্রঃ : অফিস ভিজিট এর আগে অবশ্যই এপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এবং আপনার পাসপোর্ট কপি সাথে নিয়ে আসবেন।

যোগাযোগ: অ্যাজটেক ম্যানপাওয়ার লিমিটেড, সরকারি রিক্রুটিং লাইসেন্স নাম্বার ২১৪৫, ৪র্থ তলা, হাউস ৬, রোড ৮, নিকুঞ্জ-১, ঢাকা। মোবাইল: ০১৩২৪৭১৮৭২৫ (ক্লায়েন্টদের জন্য)০১৮৯৪৪১১১৭৬ (এজেন্ট ভাই দের জন্য)

 ইউরোপীয় ইউনিয়ন এর লেবার "ল" অনুযায়ী সর্বনিম্ন বেতন ৫০০ ইউরো এছাড়াও আপনার কাজের দক্ষতা অনুযায়ী সেটা ২ থেকে ৩ গুণ হতে পার...
12/08/2024



ইউরোপীয় ইউনিয়ন এর লেবার "ল" অনুযায়ী সর্বনিম্ন বেতন ৫০০ ইউরো এছাড়াও আপনার কাজের দক্ষতা অনুযায়ী সেটা ২ থেকে ৩ গুণ হতে পারে, এসব দেশের ভিসা প্রক্রিয়া অনলাইন ভিত্তিক হওয়ায় প্রসেসিং এ কমবেশি ২-৩ মাস সময় লাগে।

বর্তমানে এসব দেশে বেশকিছু সেক্টরে বিভিন্ন ক্যাটাগরির জব রয়েছে। বিশেষ করে---
- কনস্ট্রাকশন
- ⁠এগ্রিকালচারাল
- ⁠ফ্যাক্টরি
- ⁠ডেলিভারি সহ ইত্যাদি

যে কোনো তথ্য ও পরামর্শের জন্য আপনার কন্টাক্ট নাম্বার নিচের BOOK NOW বাটনে ক্লিক করে জমা দিন
বিঃদ্রঃ : অফিস ভিজিট এর আগে অবশ্যই এপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এবং আপনার পাসপোর্ট কপি সাথে নিয়ে আসবেন।
যোগাযোগ: অ্যাজটেক ম্যানপাওয়ার লিমিটেড, সরকারি রিক্রুটিং লাইসেন্স নাম্বার ২১৪৫, ৪র্থ তলা, হাউস ৬, রোড ৮, নিকুঞ্জ-১, ঢাকা।
মোবাইল:
০১৩২৪৭১৮৭২৫ (ক্লায়েন্টদের জন্য)

 #আলবেনিয়া   বর্তমানে দেশের এই কঠিন সময়ে নিজেকে টিকিয়ে রাখা বা দেশের মধ্যে কিছু করা খুব কঠিন, অন্যদিকে মধ্য প্রাচ্যের দে...
11/08/2024

#আলবেনিয়া

বর্তমানে দেশের এই কঠিন সময়ে নিজেকে টিকিয়ে রাখা বা দেশের মধ্যে কিছু করা খুব কঠিন, অন্যদিকে মধ্য প্রাচ্যের দেশগুলোও ভিসা বন্ধ করে দিয়েছে অথবা কঠিন করে ফেলেছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে দরকার একটা সঠিক সিদ্ধান্ত! কারণ এই অস্থিতিশীল সময় কত দিন দীর্ঘ হয়, তারও কোন নিশ্চয়তা নেই, এদিকে সেঞ্জেন কান্ট্রি গুলো বেশির ভাগই রিফিউজ দিচ্ছে, ইতালির কথা তো আর নাই বললাম! কোন মতে পাসপোর্ট জমা দিলে কবে ফেরত পাবেন, তার কোন ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই।
আর এই সকল দূর্যোগের মাঝে, সবদিক বিবেচনায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কান্ট্রি বিশেষ করে আলবেনিয়া যেতে পারেন খুব সহজে। কারণ এই দেশ গুলোতে কোন ধরনের এম্বাসী ফেইস বা দিল্লি যাওয়া লাগেনা, এজেন্সির মাধ্যমেই ভিসা হয়ে আসে। এছাড়াও এদেশ সমূহে ভিসা রেশিও ৯৯%, বিশেষ কোন কারণ ছাড়া সবারই ভিসা হয়। তাই আপনিও চাইলে আবেদন করতে পারেন এই সব দেশের ভিসার জন্য।
ইউরোপীয় ইউনিয়ন এর লেবার "ল" অনুযায়ী সর্বনিম্ন বেতন ৫০০ ইউরো এছাড়াও আপনার কাজের দক্ষতা অনুযায়ী সেটা ২ থেকে ৩ গুণ হতে পারে, এসব দেশের ভিসা প্রক্রিয়া অনলাইন ভিত্তিক হওয়ায় প্রসেসিং এ কমবেশি ২-৩ মাস সময় লাগে।
বর্তমানে এসব দেশে বেশকিছু সেক্টরে বিভিন্ন ক্যাটাগরির জব রয়েছে। বিশেষ করে---
- কনস্ট্রাকশন
- ⁠এগ্রিকালচারাল
- ⁠ফ্যাক্টরি
- ⁠ডেলিভারি সহ ইত্যাদি
যে কোনো তথ্য ও পরামর্শের জন্য আপনার কন্টাক্ট নাম্বার নিচের BOOK NOW বাটনে ক্লিক করে জমা দিন
বিঃদ্রঃ : অফিস ভিজিট এর আগে অবশ্যই এপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এবং আপনার পাসপোর্ট কপি সাথে নিয়ে আসবেন।
যোগাযোগ: অ্যাজটেক ম্যানপাওয়ার লিমিটেড, সরকারি রিক্রুটিং লাইসেন্স নাম্বার ২১৪৫, ৪র্থ তলা, হাউস ৬, রোড ৮, নিকুঞ্জ-১, ঢাকা।
মোবাইল:
০১৩২৪৭১৮৭২৫ (ক্লায়েন্টদের জন্য)

আলহামদুলিল্লাহ❤️❤️❤️স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে ❤️Aztec Manpower Employment and training Limit...
05/08/2024

আলহামদুলিল্লাহ❤️❤️❤️

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে ❤️
Aztec Manpower Employment and training Limited
এর পক্ষ থেকে🥰

সবাইকে এই উপলক্ষ্যে ৫% ডিসকাউন্ট দেওয়া হল🥳

দু-বা-ই ও মা-ল-দ্বী-পে কন্সট্রা*কশন ওয়া*র্কার, প্যাকিং ফ্যাক্টরি ওয়া*র্কার, রিসোর্ট স্টাফ, গ্রিন হাউজ ওয়া^র্কার, ওয়েল্ডা...
01/08/2024

দু-বা-ই ও মা-ল-দ্বী-পে কন্সট্রা*কশন ওয়া*র্কার, প্যাকিং ফ্যাক্টরি ওয়া*র্কার, রিসোর্ট স্টাফ, গ্রিন হাউজ ওয়া^র্কার, ওয়েল্ডার, মেসন, প্লাম্বার এসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগের জন্যে পাস~পোর্ট সহ আবেদন গ্রহণ করা হচ্ছে।

যারা বলেন যে ভিসা বন্ধ তারা শুধু আমাদের পেইজে দেখলেই বুঝবেন আমরা যে ভিসা বের করতে পারছি। আরো ভালোভাবে বুঝার জন্য অফিসে আসেন।

বেতন, সুযোগ সুবিধাসহ কাজের বিস্তারিত এবং খরচের হিসাব পাস^পোর্ট জমা দেয়ার সময় অফিসে এসে কথা বলে চুক্তি করে নিবেন। বয়স: ২১-৪২ বছরপাস*পোর্ট এ শুধুমাত্র একটি নাম থাকলে গ্রহনযোগ্য হবে না।চশমা পড়া ছবি গ্রহনযোগ্য হবে না।

যোগাযোগ: অ্যাজটেক ম্যানপাওয়ার লিমিটেড, সরকারি রিক্রুটিং লাইসেন্স নাম্বার ২১৪৫, ৪র্থ তলা, হাউস ৬, রোড ৮, নিকুঞ্জ-১, ঢাকা। মোবাইল: ০১৭৬৮১৯৪৩১১।

আলহামদুল্লাহ ❤️আরোএকটি ভিসা চলে আসছে ❤️❤️তরিকুল ভাইয়ার ভাইয়ার ভিসা চলে আসছে।আপনারা যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তারা জলদ...
31/07/2024

আলহামদুল্লাহ ❤️
আরোএকটি ভিসা চলে আসছে ❤️❤️তরিকুল ভাইয়ার ভাইয়ার ভিসা চলে আসছে।আপনারা যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তারা জলদি অফিসে চলে আসুন

।আমাদের কাউন্সিলর দের কাছ থেকে ফ্রি কাউন্সিলিং পেতে চাইলে আমাদের ঠিকানায় চলে আসুন অথবা নিচে দেওয়া নাম্বার এ যোগাযোগ করুণ।

ঠিকানাঃ অ্যাজটেক ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং লিমিটেড, হাউস ৬ চতুর্থ তলা, রোড ৮, নিকুঞ্জ-১, ঢাকা ১২১৩।নাম্বার:০১৩২৪৭১৮৭৩০

আপনারা যারা ভাবছেন দুবা*ইয়ের ভি*সা বন্ধ আছে?আপনারা আপনাদের ডেসটিনেশন এ পৌঁছাতে পারছেন না?তারা আর দেরি না করে আমাদের সাথ...
31/07/2024

আপনারা যারা ভাবছেন দুবা*ইয়ের ভি*সা বন্ধ আছে?

আপনারা আপনাদের ডেসটিনেশন এ পৌঁছাতে পারছেন না?
তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন।নিজেদের স্বপ্নের দেশ পাড়ি দিতে আমরা আপনাদের সাহায্য করবো।

আলহামদুল্লাহ ❤️আবু জোবায়ের ফাহিম ভাইয়ার ভিসা চলে আসছে।আপনারা যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তারা জলদি অফিসে চলে আসুন।

আমাদের কাউন্সিলর দের কাছ থেকে ফ্রি কাউন্সিলিং পেতে চাইলে আমাদের ঠিকানায় চলে আসুন অথবা নিচে দেওয়া নাম্বার এ যোগাযোগ করুণ।

ঠিকানাঃ অ্যাজটেক ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং লিমিটেড, হাউস ৬ চতুর্থ তলা, রোড ৮, নিকুঞ্জ-১, ঢাকা ১২১৩।নাম্বার:০১৩২৪৭১৮৭৩০

দু^বাইতে খুব সহজেই চাকরির ভিসা হচ্ছে। যদি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকে এবং ল্যাপটপ/কম্পিউটারে ইংরেজি টাইপিং স্পিড মিনি...
31/07/2024

দু^বাইতে খুব সহজেই চাকরির ভিসা হচ্ছে। যদি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকে এবং ল্যাপটপ/কম্পিউটারে ইংরেজি টাইপিং স্পিড মিনিটে ৩০ ওয়ার্ড থাকে তাহলে দেরি না করে দ্রুত প্রসেসিং শুরু করুন। আমাদের পেইজে অনেক গুলো ভিসার পোস্ট করা হয়েছে।এই ভিসা দিয়ে দুবাই গিয়ে পরবর্তীতে খুব সহজেই ইউরোপ, কানাডা সহ উন্নত দেশের জন্য প্রসেসিং করতে পারবেন এবং ভিসা সাক্সেস পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।বিদেশ যাওয়ার সিদ্ধান্ত দূরে থেকে নিতে পারবেন না কখনোই। যতই ব্যস্ত থাকুন না কেন সময় বের করে অফিসে এসে, সব জেনে শুনে, বুঝে এবং দেখে সিদ্ধান্ত নিন।অফিসে এসে সরাসরি আমাদের ভিসা কাউন্সেলরদের সাথে কথা বলতে এপয়ন্টমেন্ট নিন আমাদেরকে কল করে অথবা পেইজে মেসেজ দিন।ঠিকানাঃ অ্যাজটেক ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং লিমিটেড, হাউস ৬ চতুর্থ তলা, রোড ৮, নিকুঞ্জ-১, ঢাকা ১২১৩।বাংলাদেশের যে প্রান্ত থেকেই আসুন না কেন, অফিস চিনতে কোন সমস্যা হলে সরাসরি কল দিন ম্যানেজার রুবেল ০১৭৬৮১৯৪৩১১।

Address

Dhaka
1229

Telephone

+8801896173036

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aztec Manpower Employment And Training Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aztec Manpower Employment And Training Limited:

Share