Globalzone Travel & Tourism

Globalzone Travel & Tourism We provide all
kind of visa, Airtickets, Doctor appointments, and other online services.

16/05/2024

অনেকের কাছেই আমরা শুনে থাকি, আমেরিকায় যাওয়া খুবই কঠিন, এমনকি সহজে ভিসা পাওয়া যায় না! 🤔

👉 আসলে বাস্তবতা হলো আমেরিকার ৫ (পাঁচ) বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা (B1-B2) বাংলাদেশ থেকে পাওয়া খুবই সহজ, যদি আপনি সঠিক পন্থায় এবং সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন! 🇺🇸🇺🇸🇺🇸

✨ আমরা অনেকেই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে ভয় পাই, কারণ আমরা মনে করে থাকি অন্য সব উন্নত দেশগুলোর মতো ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময় অনেক ডকুমেন্টস সাবমিট করতে হয়, পূর্বেই বায়োমেট্রিক্স নেয়া হয় এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে ভিসা ইস্যু অথবা রিফিউস করা হয়।

কিন্তু আমেরিকান ট্যুরিস্ট ভিসার (B1-B2) ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণই ভিন্ন এবং সহজ! 💖
এই ভিসা পাওয়ার জন্য অনেক বেশী কাগজপত্র দরকার নেই! এমনকি আপনার ব্যাংক স্টেটমেন্ট বা এসেট ভ্যালুয়েশনও চাইবে না! এছাড়াও আপনার যদি একাধিক দেশ ভিজিট করা থাকে তাহলে সেটা নিঃস্বন্দেহে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এর অর্থ এই নয় যে বিভিন্ন দেশ ভিজিট করা থাকলেই আপনি আমেরিকার ভিসা পেয়ে যাবেন। 🇺🇸 🗽

✅ আপনার যদি সঠিক কৌশল জানা থাকে তাহলে সাদা পাসপোর্টেও সহজেই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন!🇺🇸💖

🗽 আমেরিকান ট্যুরিস্ট ভিসার প্রথম দুইটি ধাপ হলোঃ
১। সিজিআই প্রোফাইল তৈরি করা।
২। ভিসা ফি এর রিসিপ্ট প্রিন্ট আউট করে ইস্টার্ন ব্যাংকের (EBL) যে কোনো ব্রাঞ্চে অফলাইনে জমা দেওয়া |আর আপনার যদি (EBL) ব্যাংকে একাউন্ট থাকে তাহলে (EBL) ব্যাংকের APP-এর মাধ্যমে অনলাইন-এ ভিসা ফি জমা দিতে পারবেন।

✨ বর্তমানে জনপ্রতি ভিসা ফি হচ্ছে $১৮৫ ডলার যা বর্তমান বাজারের ডলার মূল্য অনুযায়ী হচ্ছে ২১,০৯০ টাকা। 💵

✅ আমেরিকান মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে সাধারণত ৫ বছরের জন্য দেওয়া হয় এবং এই ভিসাটি মূলতো ২টি গুরুত্বপূর্ণ বিষয় এর উপর ভিত্তি করে হয়ে থাকে।
✨ প্রথমত : DS-160: Online Nonimmigrant এপ্লিকেশন ফর্ম এর উপর।
✨ দ্বিতীয়ত : ভিসা অফিসারের সাথে একটি শর্ট ইন্টারভিউ এর উপর।

✅ DS -160 ফর্ম কেন গুরুত্বপূর্ণ ?
- যেহেতু আমেরিকান ট্যুরিস্ট ভিসা ব্যক্তিগত তথ্য ও ইন্টারভিউ ভিত্তিক, তাই DS-160 ফর্মে সকল ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নির্ভুল ও সঠিকভাবে প্রদান করতে হয়। একটা বিষয় মনে রাখবেন, সঠিকভাবে DS-160 এপ্লিকেশন ফর্মটি পূরণ করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ৭০% নিশ্চিত হয়ে যাবে।

✅ ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ কেমন হবে?
- ভিসা অফিসারদের বেশিরভাগ প্রশ্ন আপনাদের দেওয়া DS-160 ফর্ম এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। ইন্টারভিউয়ের উপর মূলত বাকী ৩০% সম্ভবনা নির্ভর করে। এছাড়া সাক্ষাৎকারের সময়কাল মূলত ২-৩ মিনিটের হয়ে থাকে (কারো কারো ক্ষেত্রে ৫-১০ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়)। এই অল্প সময়ে ভিসা অফিসারগণ মূলত আপনাদের সাইকোলজিকালি পরীক্ষা করে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বাচনভঙ্গি, ড্রেস আপ থেকে শুরু করে আপনি কিভাবে কনসুলার অফিসারদের প্রতিটি প্রশ্নের সু-ব্যাখ্যা সংক্ষেপে দিতে পারছেন সবকিছুর উপর বিবেচনা করে তারা তাৎক্ষণিকভাবে একটি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আপনি কেন আমেরিকা যাবেন তার সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। ইন্টারভিউ এর সময় ভিসা অফিসারদের বুঝাতে হবে যে, আপনার আমেরিকা যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এবং আপনি আমেরিকায় যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবেন, তাহলেই আপনার ভিসা হবে।

✅ তাই, আপনি যখন আমেরিকার ট্যুরিস্ট ভিসার (B1+B2) জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার DS-160 ফর্মটি কোন দক্ষ এবং অভিজ্ঞ হাতে পূরণ করতে হবে। কেননা, DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করতে না পারলে এটি শুধুমাত্র আপনার রিফিউজ এর কারণই হবেনা, বরং পরবর্তীতে আবেদন করার সময়েও জটিলতা সৃষ্টি করবে।

Collected post

“১ ভিসাতেই ভ্রমন হবে ২৭টি দেশ”ভিসা করুন “ট্রাভেল টাচ” এর মাধ্যমে এবং ঘুরে আসুন ‘ইউরোপ’ এর ২৭টি দেশ থেকে ।নির্ভুল এবং ঝাম...
27/04/2024

“১ ভিসাতেই ভ্রমন হবে ২৭টি দেশ”

ভিসা করুন “ট্রাভেল টাচ” এর মাধ্যমে এবং ঘুরে আসুন ‘ইউরোপ’ এর ২৭টি দেশ থেকে ।

নির্ভুল এবং ঝামেলা বিহীন ভিসা সার্ভিস পেতে চলে আসুন ট্রাভেল টাচ’ এ, মনগড়া চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ভুল জায়গায় ভিসা এপ্লাই করছেন না তো ? কম খরচে বাজারের সেরা সার্ভিস টি পেতে ট্রাভেল টাচ এর সাথে থাকুন এবং আপনার কাঙ্ক্ষিত ভিসার সার্ভিস টি বুঝে নিন।

1. Austria
2. Belgium
3. Croatia
4. Czechia
5. Denmark
6. Estonia
7. Finland
8. France
9. Germany
10. Greece
11. Hungary
12. Iceland
13. Italy
14. Latvia
15. Licehtenstein
16. Lithuania
17. Luxembourg
18. Malta
19. Netherlands
20. Norway
21. Poland
22. Portugal
23. Slovakia
24. Slovenia
25. Spain
26. Sweden
27. Switzerland

********************************************
বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ
• 01637-417116
************************************************
ভিসা প্রসেসিং, এয়ার টিকেট, হলিডে প্যাকেজ, হোটেল বুকিং, উমরা সার্ভিস সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স, হটলাইন কিংবা হোয়াটসঅ্যাপ:
01637-417116
+88 01637-417117
+88 01710-327462
কিংবা,
আমাদের ইমেইলঃ [email protected]
এর মাধ্যমে.
************************************************
আমাদের অফিসঃ Globalzone Travel & Tourism
Shop No 2C, 43B Level 2, Jamuna Future Park
Dhaka-1229

 #ইন্ডিয়া ভিসা নিয়ে কনফিউজড?  তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্ডিয়ান ভিসা প্রসেস করে থাকি।ইন...
26/04/2024

#ইন্ডিয়া ভিসা নিয়ে কনফিউজড? তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্ডিয়ান ভিসা প্রসেস করে থাকি।
ইন্ডিয়া ভিসা প্রসেসিং সম্পর্কিত যেকোন সহায়তায় এখনই কল অথবা WhatsApp করুন নিম্নোক্ত নম্বরেঃ 01637-417116(WhatsApp)

আমাদের সেবাসমূহ :
ভ্রমন ভিসা, মেডিকেল ভিসা,এম্বাসী ফেসের জন্য ডাবল এন্ট্রি ভিসা,বিজনেস ভিসা ,এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা সহ সকল ক্যাটাগরির ভিসা প্রসেসিং এবং ভিসা সংক্রান্ত পরামর্শ ও সহযোগিতা করে থাকি। ভারতে প্রবেশের যেকোন ভিসা জন্য যােগাযােগ করুন।

ইন্ডিয়ান ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
1- পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।
2-ছবি ১কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা)।
3- বিদ্যুৎ অথবা যেকোনো একটি Utility বিলের কপি।
4- ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ কপি।
5- ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী) / NOC (চাকুরীজীবী)।
6-আগে ইন্ডিয়া যাওয়া থাকলে, সে ভিসার কপি।
7- ব্যাংক ষ্টেটম্যান্ট অথবা ডলার এন্ড্রোস রশিদ।
8- স্টুডেন্ট দের জন্য স্টুডেন্ট আইডি কার্ড।
9-সাথে স্পাউস অথবা বাচ্চা থাকলে, তাদের পাসপোর্ট, ছবি, আইডি কার্ড/ জন্ম সনদ ও স্কুল আইডি কার্ডের কপি।
10- আগের ডাক্তারের প্রেসক্রিপশন/ মেডিকেল রিপোর্ট (মেডিকেল ভিসার জন্য) |

যোগাযোগের ঠিকানাঃ
Call Now ☎️ +88710327462
01637417117
(What's app available)- 01637-417116

OFFICE:
Shop No 2C, 43B Level 2, Jamuna Future Park Dhaka-1229

🇩🇰🇳🇱🇫🇷🇵🇱🇪🇺🇨🇭🇱🇮🇱🇺 সেনজেন ভুক্ত দেশে ভিসা পেতে করণীয়🔹✈️সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য হলেও সুবিধাও কম নয়। ইউরোপ ভ্রমণের ইচ্ছা...
24/04/2024

🇩🇰🇳🇱🇫🇷🇵🇱🇪🇺🇨🇭🇱🇮🇱🇺 সেনজেন ভুক্ত দেশে ভিসা পেতে করণীয়🔹✈️
সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য হলেও সুবিধাও কম নয়। ইউরোপ ভ্রমণের ইচ্ছা অনেকেরই আছে। কিন্তু সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য কিছুটা জটিল প্রক্রিয় বলেই ভিসার আবেদন করতে অনেকে গড়িমসি করে থাকেন। তবে একটিু সচেতন হয়ে ভিসার জন্য আবেদন করলে মিলে যেতে পারে সেনজেন ভিসা। তাই এই ভিসার সম্পর্ক কিছু জেনে নিন।

সেনজেন ভিসা কিঃ
অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, লাতভিয়া, লিথুয়ানিয়া, স্পেন,
স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি -

এই দেশগুলো সেনজেন দেশ। এসব দেশে সেনজেন ভিসা ব্যবহার করে যাওয়া যায়। ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে এই ইউরোপীয় দেশগুলো। এটি মূলত ছিলো দেশগুলোকে একীভূত করে নানা উন্নয়ন কার্য সম্পাদন করার উদ্দেশে। এই চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় ‘সেনজেন ভিসা’। সেনজেন ভিসার মেয়াদ ৯০ দিনের। অর্থাৎ এ কয়দিনের মধ্যে বেড়ানো বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে ইউরোপ ঘুরে আসা যায়।
সেনজেন ভিসা পাওয়ার উপায়ঃ
সেনজেন ভিসা প্রাপ্তির জন্য অনেক কাগজপত্রের পাশাপাশি প্রয়োজন ধৈর্য ও সচেতনতার।

দূতাবাসে যোগাযোগঃ
ইউরোপের যে সকল দেশের দূতাবাস আমাদের দেশে আছে, সেখানে যোগাযোগ করতে হয়। ফ্রান্সের ওভারসীজ টেরিটরি মনাকো এবং এন্ডোরা এবং বুরকিনা ফাসো, মধ্য আফ্রিকা, ডি জিবুতি, গ্যাবন, আইভরি কোস্ট, মৌরিতানিয়া, সেনেগাল, টগো এসব দেশে যেতে চাইলে ফ্রান্স দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে।
চেক রিপাবলিকের ভিসার জন্য দিল্লীতে চেক রিপাবলিকের হাই কমিশনে যোগাযোগ করতে হবে। জার্মানি ভ্রমণের জন্য জার্মান দূতাবাসে যোগাযোগ করতে হবে।
ইতালি, গ্রিস ও মাল্টা ভ্রমণের জন্য ইতালি দূতাবাসে যোগাযোগ করতে হবে।
সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, লুক্সেমবার্গ, পোল্যান্ড, লাটাভিয়া, নেদারল্যান্ড এবং স্লোভেনিয়া ভ্রমণের জন্য সুইডেন দূতাবাসে যোগাযোগ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
সাম্প্রতিক তোলা দুই কপি ছবি। ভ্রমণ শেষ হওয়ার পরও অন্তত ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট জমা দিতে হবে।
জমা দেয়া প্রতিটি কাগজের মূলকপির সাথে একটি করে ফটোকপি দিতে হবে। কোন কাগজ বাংলায় থাকলে সেটার সাথে ইংরেজি বা জার্মান অনুবাদ যুক্ত করতে হবে। ভ্রমণ ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং কনফার্মেশনের প্রমাণ দেখাতে হয়।
ভ্রমণকারী কোন কোন জায়গায় ভ্রমণ করতে চলেছেন তার বিস্তারিত জানাতে হয়। ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং সন্তান সন্ততির তথ্য প্রদান করতে হয়। ব্যক্তিগত হিসাব বিবরণী দেখাতে হয়। শিশুদের ক্ষেত্রে বাবা-মা বা বৈধ অভিভাবকের অনুমতিপত্র জমা দিতে হবে। এছাড়া শিশুদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকে অবশ্যই দূতাবাসে উপস্থিত থাকতে হবে। বিজনেস ভিসার জন্য অতিরক্তি হিসেবে জমা দিতে হবে কোম্পানির আমন্ত্রণ পত্র, হিসাব বিবরণী, ট্রেড লাইসেন্স ইত্যাদি।
ভিসা প্রাপ্তির সময়ঃ
সাধারণত ৭-১০ কার্যদিবস, কিন্তু কিছু ক্ষেত্রে এক মাস (বা তারও বেশি) পর্যন্ত সময় লাগতে পারে।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ঃ
তবে আবেদন করার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেনজেন দেশগুলোর দূতাবাসগুলো প্রতিটি ভিসা অ্যাপ্লিকেশন
পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে এবং আবেদনকারীর সাথে সংশ্লিষ্ট নানা ধরনের অসংখ্য ডকুমেন্টস জমা দিতে হয়। আবেদনকারীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থানকে সুস্পষ্ট করা এবং তার ভিসা আবেদনের যৌক্তিকতা তুলে ধরার জন্য তাই সেনজেন দেশগুলোর দূতাবাসগুলো আবেদনকারীর সাথে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারের ব্যবস্থা করে। এম্বাসিতে এই ইন্টারভিউটা আত্মবিশ্বাসের সাথে সম্পন্ন করা জরুরি। ইংরেজি সহ অন্য কোন ভাষায় দক্ষতা থাকলে ভিসা পাওয়া সুবিধাজনক।
শেষ কথাঃ
আজকে সেনজন ভুক্ত দেশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, আশা করি পোস্ট টা আপনার উপকারে এসেছে। প্রতিদিন নতুন নতুন সব আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ
🏠অফিস: Shop No 2C, 43B Level 2, Jamuna Future Park Dhaka-1229
যোগাযোগঃ
01637-417117 (WhatsApp)
01637417116 (WhatsApp)
01710327462

31/03/2024

Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/.../05/online-visa-60.html...
২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions...
৩। -কুয়েত http://www.moi.gov.kw
৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/
৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/
৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae
৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/
৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd
৯।- সাইপ্রাস http://moi.gov.cy/
১০। -নেপাল http://www.moic.gov.np/
১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/
১৩। -জর্দান http://www.moi.gov.jo/
১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। -কেনিয়া http://www.labour.go.ke/
১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/
১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en
১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/
২১। -ইরান http://www.irimlsa.ir/en
২২। -ঘানা http://www.ghana.gov.gh/
২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th
২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।
২৫। -ভূটান http://www.molhr.gov.bt/
২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz
২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/
২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/
২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english
৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/
৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/
৩২। -ভিয়েতনাম http://www.english.molisa.gov.vn/
৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/
৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/
৩৫। -মালদ্বীপ http://www.mhrys.gov.mv/
৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/
৩৭। -লেবানন http://www.labor.gov.lb/
৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en
৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk
৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
৪২। -স্পেন http://www.mtin.e

All kinds of air Tickets are available
24/03/2024

All kinds of air Tickets are available

Globalzone Travel & Tourism পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক।
11/03/2024

Globalzone Travel & Tourism পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক।

Ramadan Mubarak "Happy Ramzan 2024"
11/03/2024

Ramadan Mubarak
"Happy Ramzan 2024"

সকল প্রশংসা ,মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার❤️গত ২৮/০২/২০২৪ ইং তারিখে আমার স্বপ্নের সেঙ্গেন/ সেনজেন ট্যুরিস্ট ভিসা এপ্র...
09/03/2024

সকল প্রশংসা ,
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার❤️
গত ২৮/০২/২০২৪ ইং তারিখে আমার স্বপ্নের সেঙ্গেন/ সেনজেন ট্যুরিস্ট ভিসা এপ্রুভ হয়েছে।
ইউরোপের উন্নত ২৭ টি দেশ ভ্রমণের এই ভিসা পেতে আমার কি কি ডকুমেন্টস লেগেছে তা আমি নিম্নে উল্লেখ করছি। আশাকরি অনেকেই উপকৃত হবেন।

১। মুল পাসপোর্ট (পুরাতন পাসপোর্ট গুলো সহ)
২। ভিসা আবেদন ফর্ম ও ছবি ৩৫/৪৫ ( ম্যাট পেপার)
৩। জাতীয় পরিচয় পত্র (ইংরেজি অনুবাদ কপি)
৪।আমার+আব্বু+আম্মু+আমার স্ত্রীর পাসপোর্ট স্ক্যান কপি।
৫। ট্রেড লাইসেন্স (ইংরেজি অনুবাদ)+ সিভিল অ্যাভিয়েশন।
৬। সেভিংস একাউন্ট স্টেটমেন্ট+ সলভেন্সি, ( ব্যালেন্স ছিলো ১০ লাখ ৫৭ হাজার ২১৫ টাকা মাত্র) গরিব মানুষ তাই টাকা কম😭
৭। কারেন্ট একাউন্ট স্টেটমেন্ট+ সলভেন্সি,( ব্যালেন্স ছিলো ৭ লাখ ৪৪ হাজার ৯৭৬ টাকা মাত্র)
৮। FDR ( 345K) & সঞ্চয়পত্র ১ লাখ টাকা এবং ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ৩ মাসের।
৯।কাভার লেটার এবং ১৪ দিনের ৩ দেশের ডে বাই ডে ট্যুর প্লান। (নেদারল্যান্ডস+ বেলজিয়াম+ ফ্রান্স)
১০। হোটেল বুকিং ৩ দেশের।
১১। রিটার্ন এয়ার টিকেট বুকিং কপি।
১২। লাস্ট ২ বছরের ট্যাক্স রিটার্ন স্লিপ এবং সার্টিফিকেট। ( ট্যাক্স দিয়েছি মাত্র ১৫ হাজার টাকা)☹️
১৩। এসেটভ্যালুয়েশন বা সম্পদের বর্তমান দাম সহ বিস্তারিত।
১৪। ম্যারিজ সার্টিফিকেট।
১৫। ৩০ দিনের ট্রাভেল ইন্সুইরেন্স। (মাত্র ২৫০০ টাকা)
১৬। ভিজিটিং কার্ড।

ভিএফএস গ্লোবালে আবেদন জমা করেছি ১৫ এপ্রিল এবং ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি পেয়েছি ২৮ এপ্রিল। এখন ভালো ই ভিসা দিচ্ছে। আপনিও চাইলে আবেদন করতে পারেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ এপ্রিল ১৪ দিনের জন্য স্বপ্নের সুইজারল্যান্ড সহ আরো কয়েকটি দেশে ভ্রমণে
যাব ইনশাআল্লাহ।🤲
মা আস সালাম।

Collected post

08/03/2024

Double Entry Visa
Poland, Romania

Address

Shop No 2C, 43B Level 2, Jamuna Future Park Dhaka-1229
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Globalzone Travel & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Globalzone Travel & Tourism:

Share

Category