Redwan Air International

Redwan Air International Air Ticket
Tour Package
Umrah and Visa process
Hotel Booking
IATA Approved Travel Agent Your adventure begins here!

Welcome to Redwan Air International, your passport to unparalleled travel experiences! As a premier travel agency, we specialize in curating extraordinary journeys that transcend boundaries. Our commitment is to transform your wanderlust into seamless and unforgettable adventures. At Redwan Air International, we pride ourselves on meticulous planning, personalized service, and a passion for explor

ation. Whether you dream of savoring the vibrant cultures of distant lands, relaxing on sun-kissed beaches, or embarking on thrilling adventures, we tailor each itinerary to match your desires. Our dedicated team of travel experts ensures every detail is considered, from luxurious accommodations to exclusive local experiences. Redwan Air International is your gateway to a world of discovery, where every destination becomes a chapter in your unique travel story. With an array of travel options, including flights, accommodations, and curated packages, we strive to make your journey as smooth as the skies we navigate. Trust Redwan Air International to turn your travel dreams into reality – embark on a voyage with us and let the world unfold before your eyes.

✨থাইল্যান্ড ভিসা সাকসেস ✨✅ থাইল্যান্ড ভিসা অফার✅ মাত্র ৫,৯৯৯/- টাকায় থাইল্যান্ড ই-ভিসা💥মাত্র 15-20 কর্ম দিবসে ই-ভিসা (সম...
31/05/2025

✨থাইল্যান্ড ভিসা সাকসেস ✨
✅ থাইল্যান্ড ভিসা অফার
✅ মাত্র ৫,৯৯৯/- টাকায় থাইল্যান্ড ই-ভিসা
💥মাত্র 15-20 কর্ম দিবসে ই-ভিসা (সময় বেশি লাগতে পারে)
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01717966682, 01912474214,01619883381

**********************************
𝐓𝐇𝐀𝐈𝐋𝐀𝐍𝐃 ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১. পাসপোর্ট কপি (কমপক্ষে ৮ মাস মেয়াদসহ,
২. দুই (১) কপি ছবি = 3.5 X 4.5 CM,
৩. বিগত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট (১ লাখ+) + ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট = বাবা মার নাম পাসপোর্ট অনুযায়ী হতে হবে,
৪. চাকুরজীবীর ক্ষেত্রে NOC (সিলসহ) ও বিজনেস কার্ড,
৫. ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স (ইংরেজি অনুবাদসহ), বিজনেস কার্ড ও প্রতিষ্ঠানের লেটারপ্যাড, ইংরেজি অনুবাদসহ,
৭. ট্রাভেলের সম্ভাব্য তারিখ,
৮. বার্থ সনদ ( চাইল্ড হলে )/ স্কুল আইডি কার্ড।

বিঃদ্রঃ সকল অরিজিনাল ডকুমেন্ট হার্ড কপি অথবা স্ক্যান কপি আমাদের দিতে হবে।

For more information, feel free to contact:
Redwan Air International

🏢 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞: Coxmic 𝐭𝐨𝐰𝐞𝐫 (𝟏o-𝐅),𝐁𝐨𝐱 𝐂𝐮𝐥𝐯𝐞𝐫𝐭 𝐑𝐨𝐚𝐝,𝐏𝐮𝐫𝐚𝐧𝐚 𝐏𝐚𝐥𝐭𝐚𝐧,𝐃𝐡𝐚𝐤𝐚-𝟏𝟎𝟎𝟎.

✨🌏 𝐓𝐡𝐚𝐢𝐥𝐚𝐧𝐝- 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚- 𝐒𝐢𝐧𝐠𝐚𝐩𝐨𝐫𝐞 𝐄- 𝐕𝐢𝐬𝐚✨✨✨🏝️ থাইল্যান্ড - মালয়েশিয়া - সিংগাপুর ই- ভিসা প্রসেসিং 🏝️✨✨📳 01717966682,01912...
11/05/2025

✨🌏 𝐓𝐡𝐚𝐢𝐥𝐚𝐧𝐝- 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚- 𝐒𝐢𝐧𝐠𝐚𝐩𝐨𝐫𝐞 𝐄- 𝐕𝐢𝐬𝐚✨✨
✨🏝️ থাইল্যান্ড - মালয়েশিয়া - সিংগাপুর ই- ভিসা প্রসেসিং 🏝️✨✨
📳 01717966682,01912474214
✅ ভিসা প্রসেসিং ফি:
থাইল্যান্ড- ৫৯৯৯/-
মালয়েশিয়া- ৪৯৯৯/-
সিংগাপুর - ৫৯৯৯/-
✨প্রয়োজনীয় ডকুমেন্টস :
✅ পাসপোর্ট।
✅ ছবি,সাদা ব্যাক গ্রাউন্ড।(৩৫X৪৫),ম্যাট পেপার।
✅ ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের।মিনিমাম ১ লক্ষ্য টাকা থাকতে হবে।
✅ ব্যাংক সলভেন্সি।
✅ ট্রেড লাইসেন্স ইংলিশ নোটারাইজড( ব্যাবসায়ীদের জন্য)
✅ জব আইডি,এনওসি ( চাকরিজীবীদের জন্য)
✅ অফিস প্যাড,ভিজিটিং কার্ড

ফিলিপাইন ভ্রমণকারীদের জন্য একটা আকর্ষণীয় দেশগুলোর একটি ।  আপনার যদি ফিলিপাইন ভ্রমণের ইচ্ছে থাকে তবে খুবই সহজে নিজে নিজেই...
06/05/2025

ফিলিপাইন ভ্রমণকারীদের জন্য একটা আকর্ষণীয় দেশগুলোর একটি । আপনার যদি ফিলিপাইন ভ্রমণের ইচ্ছে থাকে তবে খুবই সহজে নিজে নিজেই ভিসা আবেদন করে ভিসা করে নিতে পারেন ।

# বাংলাদেশ থেকে ফিলিপাইন ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া
ধাপ ১: প্রথমে Philippine Embassy, Dhaka-তে একটি ইমেইল করতে হবে —
ইমেইল ঠিকানা: **[email protected]**
এই ইমেইলে ভিসার জন্য আগ্রহ প্রকাশ করলে, দূতাবাস থেকে একটি রিপ্লাই ইমেইল পাঠানো হবে যেখানে থাকবে:
Application Form (PDF)
ডকুমেন্টের তালিকা
এবং Google Form-এর লিংক
ধাপ ২: Application Form পূরণ করে স্বাক্ষর করে scan করে PDF করে নিতে হবে।
গুগল ফরমের লিঙ্কে গিয়ে Filled-up করা Application Form and Passport কপি আপলোড করে Submit করতে হবে।
ধাপ ৩: Google Form এ Submit করা ই-মেইলে দূতাবাস থেকে একটি ই-মেইল আসবে যেখানে উল্লেখ থাকবে:
অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময়। নির্দিষ্ট তারিখে দূতাবাসে উপস্থিত হতে হবে।
ধাপ ৪:অ্যাপয়েন্টমেন্ট তারিখ অনুযায়ী Philippine Embassy, Dhaka-তে গিয়ে সব ডকুমেন্টের হার্ড কপি জমা দিতে হবে।
**প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ:**
▶️ Passport Bio page photocopy**
▶️ Cover later**
▶️ Bank Statement **
▶️Travel Itinerary (৫-৭ দিবস দেওয়া উত্তম)**
▶️ Hotel Booking Copy**
▶️ AIR Ticket Booking Copy**
▶️ NOC/Business Tread License (English Notarized) **

ভিসা ফি ক্যাশে প্রদান করতে হবে:
Normal processing fee: ৫,৫০০ টাকা (৩-৭ কার্যদিবস)
Emergency processing fee: ৬,৭০০ টাকা (১-৩ কার্যদিবস)

ধাপ ৫: ভিসা প্রসেস শেষ হলে দূতাবাস থেকে ফোন কল করে আপনাকে পাসপোর্ট সংগ্রহের তারিখ জানিয়ে দেওয়া হবে।
দ্রষ্টব্য:
সব ডকুমেন্ট সঠিক ও সত্য হতে হবে।
ভিসা অফিসার প্রয়োজনে ইন্টারভিউর জন্য ডাকতে পারেন।
সাধারণত ভিসা প্রসেসিং টাইম: ৫–১০ কর্মদিবস।
এতো ঝামেলা না চাইলে ট্রাভেল এজেন্সির মাধ্যমেও ভিসা করে নিতে পারেন ।
Redwan Air International
Helpline +8801717966682
゚ Air International

নেপাল ভ্রমণ নোটিশ
06/05/2025

নেপাল ভ্রমণ নোটিশ

05/05/2025

আগামীকাল সকাল ৮ টা থেকে ২ টা পর্যন্ত যাদের আন্তর্জাতিক অথবা অবন্তরীণ বিমান এর টিকিট তারা যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হবেন..!

04/05/2025

নেপাল এম্বাসী এপ্রুভ ETA করুন মাত্র ৭০০ টাকায়।
যোগাযোগ : ০১৭১৭৯৬৬৬৮২

✈️ বিদেশ ভ্রমণের আগে ইমিগ্রেশন প্রসেস সম্পর্কে যা জানা জরুরি!অনেকেই ভাবেন, ভিসা হাতে পেলে সব কাজ শেষ—এখন শুধু ফ্লাইটে উঠ...
02/05/2025

✈️ বিদেশ ভ্রমণের আগে ইমিগ্রেশন প্রসেস সম্পর্কে যা জানা জরুরি!
অনেকেই ভাবেন, ভিসা হাতে পেলে সব কাজ শেষ—এখন শুধু ফ্লাইটে উঠলেই গন্তব্যে পৌঁছে যাবেন! কিন্তু বাস্তবতা হলো, ইমিগ্রেশন পার না হলে আপনার যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ অনেক দেশের ইমিগ্রেশন নিয়ম-কানুন অনেক বেশি কঠোর হয়েছে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসাধারীদের জন্য। তাই আগে থেকেই প্রস্তুতি থাকা জরুরি।
📌 প্রথম ধাপ:
বোর্ডিং পাস নেওয়ার সময় কড়াকড়ি যাচাই-বাছাই
✅ সাধারণত বোর্ডিং পাস নিতে কয়েক মিনিট সময় লাগে। ১০-১৫ মিনিট ধরে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়।
কি ধরণের প্রশ্ন করা হয়?
🔹 এর আগে কোন কোন দেশে গিয়েছেন?
🔹 কবে গিয়েছিলেন, কতদিন ছিলেন, কখন ফিরেছেন?
🔹 এই ভ্রমণের উদ্দেশ্য কী?
➡️ সঠিক ও পরিষ্কার উত্তর দিলে বোর্ডিং পাস হাতে পাবেন।
➡️ এত প্রশ্নের কারণ কী?
🔹 কারণ "উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এখন প্রতিটি যাত্রীর তথ্য বিশেষভাবে যাচাই করা হচ্ছে।"
📌 দ্বিতীয় ধাপ: ইমিগ্রেশন কাউন্টারে আরও কঠিন যাচাই-বাছাই
✅ বোর্ডিং পাস পাওয়ার পর ইমিগ্রেশন কাউন্টারে গেলে তারা আরও বিস্তারিত যাচাইয়ের জন্য অন্য এক কর্মকর্তার কাছে পাঠান।
✅ সেখানে আরও বিস্তারিত প্রশ্ন করা হয়:
কী ধরণের প্রশ্ন করা হয়?
🔹 ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে?
🔹 কোন দেশে যাচ্ছেন এবং কেন যাচ্ছেন?
🔹 সম্পূর্ণ ট্যুর প্ল্যান কী? (হোটেল বুকিং, রিটার্ন টিকিট, পরিকল্পনার ডকুমেন্ট)
🔹 ব্যাংকের লেনদেনের ইতিহাস কেমন? (স্টেটমেন্ট দেখতে চাইতে পারেন)
➡️ পুরো প্রক্রিয়ায় প্রায় ৩০-৪০ মিনিট সময় লাগে।
➡️ সব তথ্য যাচাই শেষে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেওয়া হয়।
📌 বিদেশ ভ্রমণের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন?
✅ ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন:
✅ এশিয়ান ও মিডল ইস্ট কান্ট্রির জন্য: ১-৩ লাখ টাকা
✅ ইউরোপীয় দেশের জন্য: ৩-৫ লাখ টাকা
✅ আমেরিকা ও কানাডার জন্য: ৫-৭ লাখ টাকা
✅ আপডেটেড ব্যাংক স্টেটমেন্ট রাখুন — যেন প্রয়োজনমতো প্রদর্শন করতে পারেন।
✅ ফ্লাইট টিকিট ও হোটেল বুকিং প্রস্তুত রাখুন।
✅ ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে জানুন — কোনো দ্বিধা থাকলে সমস্যা হতে পারে।
✅ সাপোর্টিং ডকুমেন্টস সঙ্গে রাখুন:
-চাকরির প্রমাণপত্র
-ব্যবসার কাগজপত্র
-ইনকাম ট্যাক্স রিপোর্ট ইত্যাদি
📌 কেন ইমিগ্রেশন এখন এত কঠোর?
🔹 অনেক যাত্রী ট্যুরিস্ট ভিসায় গিয়ে অবৈধভাবে অবস্থান করছেন।
🔹 মানব পাচার ও ভিসার অপব্যবহার বেড়ে গেছে।
🔹 অবৈধ অভিবাসন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
🛫 শেষ কথা
ভিসা পেলেই সব শেষ নয়, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স না পেলে আপনার ভ্রমণ শুরুই হবে না!
✅ সঠিক তথ্য ও প্রস্তুতি নিয়ে আসুন।
✅ অপ্রাসঙ্গিক বা ভুল তথ্য এড়িয়ে চলুন।
✅ ভ্রমণের আগে অভিজ্ঞ ট্রাভেলার বা ইমিগ্রেশন কনসালটেন্টের পরামর্শ নিন।
সঠিক প্রস্তুতি নিয়ে যাত্রা করুন, নিশ্চিন্তে নতুন গন্তব্যে পৌঁছান! 🌍💼

Thailand e-visa procesingCall: 01717966682
01/05/2025

Thailand e-visa procesing
Call: 01717966682

শ্রমই সম্মান, শ্রমিকই গর্ব। শুভ শ্রমিক দিবস।❤️
30/04/2025

শ্রমই সম্মান, শ্রমিকই গর্ব। শুভ শ্রমিক দিবস।❤️

Hajj Notice 2025.
30/04/2025

Hajj Notice 2025.

আগামী ১লা মে ২০২৫ইং তারিখ থেকে থাইল্যান্ড প্রবেশ করতে  এরাইভাল কার্ড রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক । লিংক https://tdac.im...
28/04/2025

আগামী ১লা মে ২০২৫ইং তারিখ থেকে থাইল্যান্ড প্রবেশ করতে এরাইভাল কার্ড রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক ।
লিংক https://tdac.immigration.go.th

28/04/2025

মালয়েশিয়া মাল্টিপল এন্ট্রি ই-ভিসা করুন সাশ্রয়ী মুল্যে
ভিসা হওয়ার রেশিও ৯৯.৯৯‰
Call: 01717966682

Address

106Ka, Cosmic Tower, Naya Paltan Box Culvert Road, Level#10
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801886763198

Alerts

Be the first to know and let us send you an email when Redwan Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Redwan Air International:

Share

Category