Budget Trip BD - বাজেট ট্রিপ বিডি

Budget Trip BD - বাজেট ট্রিপ বিডি বাজেট ট্রিপ বিডিতে আপনাকে স্বাগতম!

আসসালামু আলাইকুম। আমাদের ঘুরবো-দুনিয়া পেইজে আপনাকে স্বাগতম, এই পেইজের মাধ্যমে আপনি আপনার পরিবার পরিজন আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে সল্প খরচে দেশ এবং দেশের বাহিরে ভ্রমণ করতে পারবেন। আমরা অফিসিয়াল ট্যুর, কর্পোরেট ট্যুর, স্টুডেন্ট ট্যুর, বনভোজন আয়োজন সল্প বাজেটে করে থাকি। ঘুরবো-দুনিয়া গত ৩ বছর ধরে ভ্রমন পিপাসুদের আস্থা ও বিশ্বাসের সাথে ট্যুর অপারেট করে আসছে। আপনি ও চাইলে আমাদের সাথে দ্বিধাহীন ভাবে ভ্রমন করতে পারেন। আমাদের সকল ট্যুরে মহিলা ও শিশুদের শতভাগ নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা হয়।

15/05/2025

আগামী ২২ তারিখ ২দিনের জন্য ট্রেনে সিলেট যাবেন? বাংলাদেশের সবচেয়ে সুন্দর ছড়া উতমাছড়া যাচ্ছি এই টুরে। আসা-যাওয়া ট্রেনে। বেস্ট একটা টুর হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ঢাকা থেকে সব খরচ সহ ৪০০০ টাকা। বুকিং - 01633195428

ট্রেনে সিলেট ভ্রমণ মাত্র ৪০০০ টাকায়! (২দিন) 😍 ২২মে (বৃহস্পতিবার) রাত ১০টায় যাত্রা কমলাপুর রেলস্টেশন থেকে। বুকিং- 0163319...
14/05/2025

ট্রেনে সিলেট ভ্রমণ মাত্র ৪০০০ টাকায়! (২দিন) 😍 ২২মে (বৃহস্পতিবার) রাত ১০টায় যাত্রা কমলাপুর রেলস্টেশন থেকে। বুকিং- 01633195428 (bKash)

এই অভিযানে আমরা কিছু আনকমন যায়গা ঘুরবো ইনশাআল্লাহ। পুরো সিলেট চষে বেড়াব।

রওনা : ২২মে (বৃহস্পতিবার) রাতে ঢাকা কমলাপুর থেকে রাত ১০টায়।
ফেরা : ২৪মে (শনিবার) সিলেট থেকে রাতে রওনা ইনশাআল্লাহ।

বাজেট:
৪০০০ টাকা (১রুমে ৪ জন)
৮৫০০ টাকা ২ জন (কাপল রুম)

➡️ ভ্রমণের স্থান:
🔹উতমাছড়া
🔹সাদা পাথর
🔹মায়াবী ঝর্ণা
🔹জাফলং
🔹তামাবিল বর্ডার
🔹মঙ্গোলিয়া টি গার্ডেন
🔹মালনীছড়া চা বাগান
🔹শাহজালালের মাজার শরীফ
🔹শাহ পরানের মাজার শরীফ

➡️আমাদের ফেসবুক গ্রুপ লিংক -
https://www.facebook.com/groups/shopnobilashtourism/?ref=share_group_link

➡️ বুকিং এর নিয়মাবলী: আমাদের এই ট্যুরে যেতে হলে ১৫০০ টাকা অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন। আসন পূর্ণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো। বিকাশে পেমেন্ট দিলে বিকাশ খরচ সহ দিতে হবে।

➡️যেকোন প্রয়োজনে আমাদের কে ফোন করুন।
☎️ প্রিন্স 01633195428 (বিকাশ)
☎️ শরিফুল 01406832827 (বিকাশ)

➡️ ভ্রমণ পরিকল্পনাঃ-
➡️ রাতে কমলাপুর স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবো ইনশাআল্লাহ ।

➡️ প্রথম দিন:
খুব সকালে সিলেট পৌঁছে সরাসরি আমরা হোটেলে চলে যাব। হোটেলে পৌঁছে চেক ইন করে ফ্রেশ হয়ে সিলেটের বিখ্যাত পাঁচ ভাই/পানসী রেস্টুরেন্টে নাস্তা শেষে সবাই মিলে রিজার্ভ লেগুনা করে বেরিয়ে পড়বো। প্রথম দিন আমরা যেখানে যেখানে ঘুরে দেখবো।
🔹 চা বাগান।
🔹 উৎমাছড়া
🔹 সাদা পাথর
🔹 শাহজালাল মাজ।
দুপুরে আমরা ভোলাগঞ্জ লাঞ্চ সেরে নিব সন্ধ্যায় হোটেলে ব্যাক করব এবং রাতে খাওয়া-দাওয়া করে দ্রুত ঘুমিয়ে পড়বো।

➡️ দ্বিতীয় দিন:
খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে পাঁচ ভাই/পানসী রেস্টুরেন্টে নাস্তা করে রিজার্ভ লেগুনা নিয়ে আবারো আমরা বেরিয়ে পড়বো। এদিন যেখান যেখানে ঘুরবো:
🔹 জাফলং ।
🔹 শাহ জালাল মাজার।
🔹 শাহপরান মাজার।
🔹 মায়াবী ঝর্ণা
🔹 চা বাগান
দুপুরে আমরা জাফলং লাঞ্চ সেরে নিব। সন্ধ্যায় শাহপরান/শাহজালাল মাজার পৌঁছে মাজার জিয়ারত করে সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে পানসি রেস্টুরেন্টে রাতের খাবার শেষ করে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ।

➡️ ৩য় দিন:
সকাল ৬ টায় আমরা ঢাকায় পৌঁছাব ইনশাআল্লাহ।

➡️ এই প্যাকেজে যা যা থাকছেঃ-
🔹ঢাকা-সিলেট-ঢাকা নন এসি ট্রেন/বাস করে যাওয়া-আসার টিকেট।
🔹সিলেটে এক রাত হোটেলে থাকার খরচ
🔹২ দিনের জন্য রিজার্ভ লেগুনা
🔹সাদা পাথর বোট ভাড়া।
🔹উৎমাছড়া লোকাল ট্রান্সপোর্ট
🔹২ দিনে মোট ৫ বেলা খাবার।

➡️ এই প্যাকেজে যা যা নেইঃ
🔹কোন প্রকার ব্যক্তিগত খরচ
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🔹ঔষধ খরচ
🔹ফেরারদিন রাতের খাবার।
🔹ইভেন্টে উল্লেখ নেই এমন কোনো খরচ।

➡️ খাবার মেনু : প্রথম দিন
🔹সকাল- খিচুড়ি (পানশী)
🔹দুপুরে- ভাত,ভর্তা, মাছ/মূরগী,সবজি,ডাল,সালাত।
🔹রাতে- চিকেন বিরিয়ানি

➡️ খাবার মেনু: দ্বিতীয় দিন
🔹সকাল- খিচুড়ি (পাঁচ ভাই)
🔹দুপুরে- ভাত,ভর্তা,মাছ/মুরগি,সবজি,ডাল ,সালাত।
🔹রাত- যে যার মতো করে খেয়ে নিব।

➡️ সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়
🔹ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল।
🔹সানগ্লাস, ক্যাপ।
🔹ক্যামেরা।
🔹প্রয়োজনীয় কাপড়,লুঙ্গী/গামছা।
🔹পানির বোতল।
🔹প্রয়োজনীয় ঔষধপত্র।
🔹ওডোমস ক্রিম।
🔹পাওয়ার ব্যাংক।
🔹মনে রাখবেন(ব্যাগ/প্যাক)যত হালকা হবে আপনার ভ্রমণ ততটাই সহজ হবে।

➡️শর্ত সমুহঃ-
এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীনতা অথবা কোন প্রকার অকারেন্স করার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালীণতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব। স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে। কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে। অনাকাঙ্ক্ষিত কারণে খরচ বেশি হলে তা সবাইকে মিলেই বহন করতে হবে।

➡️বিশেষ দ্রষ্টব্যঃ কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষন করে।

➡️বাংলাদেশের যে কোন প্রান্তে কম টাকায় টুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ।

সোনাদিয়া দ্বীপের সমুদ্র সৈকতের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে লাল কাকড়ার বিচরণ। সকালে রোদ উঠার পর পরই কাকড়াগুলো গর্ত থেক...
21/10/2024

সোনাদিয়া দ্বীপের সমুদ্র সৈকতের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে লাল কাকড়ার বিচরণ। সকালে রোদ উঠার পর পরই কাকড়াগুলো গর্ত থেকে বেরিয়ে পড়ে। এছাড়া দ্বীপের সমুদ্র সৈকত এবং বালিয়াড়ি বিপন্ন সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার উপযোগী স্থান। শীতকালে তাদের ডিম পাড়ার উপযুক্ত সময়। এখানে সামুদ্রিক সবুজ কাছিম সমুদ্র সৈকতের বেলাভূমিতে পানির কিনারা ঘেষে বিচরন করে, রেডি টু গো।

❑ ভ্রমণ স্থান/যা যা দেখবো।
> মহেশখালী ব্রিজ। (ঘাট)
> মহেশখালী।
> সোনাদিয়া দ্বীপ।
> সোনাদিয়া বোট ট্রিপ
> তাঁবুতে রাত্রি যাবন।
> মহেশখালী চ্যানেল।
> কক্সবাজার সমুদ্র সৈকত।

📌 ইভেন্ট ফি
চট্টগ্রাম টু চট্টগ্রাম = ৩০০০৳ টাকা
ঢাকা টু ঢাকা = ৪৫০০৳ টাকা

❑ আসন সংখ্যা - ২০ জন (ছেলে - মেয়ে উভয়)

❑ ট্যুর ইনফরমেশন :
• যাত্রা শুরু : ৭ ই নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ইং ]
[রাত ১১:০০ টায় ঢাকা এবং চট্টগ্রাম ভোর ৫ টায়]

• যাত্রা শেষ : [ ১০ ই নভেম্বর, রবিবার, ২০২৪ইং ]
[ঢাকায় ভোর ৬ টায় এবং শনিবার - চট্টগ্রাম রাত ১০ টায়]

📌 বুকিং করার শেষ সময় ৫ তারিখ রাত ১২ টা পর্যন্ত। (আসন ফাঁকা থাকা সাপেক্ষে)
📌এই ট্যুর পুরো রিলাক্স, সো নিরদ্বিধায় বুকিং করুন।

❑ যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করুন। আর যারা সিউর যাবেন Going এ ক্লিক করুন এবং আমাদের ইভেন্টটি শেয়ার করুন।

# বাস এর সিট কনফার্মেশন এর উপর ভিত্তি করে দেওয়া হবে। আগে কনফার্ম করলে আগে পাবেন।

❑ বুকিং দেওয়ার সিস্টেমঃ
নাম্বারে ২০৪০টাকা বিকাশ করলেই করে আপনার ট্যুর বুকিং কনফার্ম করে ফেলুন! [ অফেরতযোগ্য ]

Advance payment Details :
বিকাশ এবং নগদ নাম্বার :
Shariful ☎️ : 01406832827 (Bkash পারসোনাল)
Arif ☎️ : 0 1633-195428 (Bkash/Nogod)

বিকাশ/রকেট/নগদ করেই সাথে সাথে উপরের নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction ID দিয়ে এডমিন অথবা মডারেটরের ইনবক্সে নক করবেন।

*** বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব না।

জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী!

❑ যা যা থাকছে এর মধ্যেঃ
>ঢাকা/চট্টগ্রাম টু কক্সবাজার আপ-ডাউন বাস ভাড়া
> রিজার্ভ ট্রলার
> গাইড সেবা
> ৩ বেলা খাবার
> ৩ বেলা নাস্তা
> বারবিকিউ
> ভালো মানের তাবু
> অভিজ্ঞ হোস্ট
> ক্যাম্প সাইড লোকাল সিকিউরিটি।

❑ যা যা থাকছেনা :
> যাত্রা বিরতিতে খাবার খরচ
> ব্যাক্তিগত খরচ
> ইভেন্টে উল্লেখ নেই এমন কোন খরচ
> মেডিসিন খরচ।।

📌 ট্যুর প্ল্যান এবং ইনফরমেশন

❑ যাত্রা দিনঃ ৭ নভেম্বর, বৃহস্পতিবার রাত ১০ টায় সায়দাবাদ রওনা
এবং ৮ তারিখ রাত ২টায় চট্টগ্রাম থেকে রওনা দিবো আমরা।

১ম দিনঃ
শুক্রবার ভোর ৬/৭ টায় থেকে যাত্রা শুরু মহেশখালীর উদ্দেশ্যে।। পথের মধ্যেই নাস্তা সেরে নিবো, ১১ টার মধ্যে যাবো আদিনাথ মন্দির,ওটা দেখে জুমার‍ নামাজ পড়েই লাঞ্চ, এরপর চলে যাবো ঘটিভাঙা ব্রীজে,রিজার্ভ ট্রলারে করে যাবো সোনাদিয়ায়।। বিকেলে পৌছিয়ে তাবু সেট করবো। এরপর শুরু হবে আড্ডা, গান।। রাতে হবে বারবিকিউ।।

❑ ২য় দিনঃ
পরদিন ভোরে উঠেই বীচে দেখবো লাল কাকড়া সাজানো, কি সুন্দর পরিবেশ, ফুটবল খেলব।। ১০ টার পর সব গুছিয়ে সকালের নাস্তা করে রওনা দিব কক্সবাজারের উদ্দেশে ইনশাআল্লাহ!

❑ যাত্রাশেষ দিন আমরা ঠিক সন্ধ্যা অথবা রাতের বাসে ঢাকায় ফিরবো ইনশাআল্লাহ! ১০ তারিখ ভোরে ঢাকায় থাকবো আমরা আর ৯ তারিখ রাতে চট্টগ্রাম ❤️

❑ শর্তসমূহঃ

> প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকা জরুরি!

> যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়োজন হলে আবর্জনা ফেলার জন্য আলাদা পলিথিনের ব্যাগ রাখতে পারেন। আমাদের কারণে যেন প্রকৃতির কোনো প্রকার ক্ষতি নাহয় সেদিকে খেয়াল রাখতে হবে।

> ইভেন্ট যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য একে অপরকে সাহায্য করার মানসিকতা রাখতে হবে।

> স্থানীয়দের সাথে কোনো প্রকার বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলতে চাইলে প্রয়োজনে ট্যুর হোস্টের সাহায্য নিতে হবে।

> বাসের সীট বন্টন করা হবে এডভান্স পেমেন্টের ভিত্তিতে তাই যে আগে পেমেন্ট করবে সে অগ্রাধিকার পাবেন

> দলছুট হওয়া যাবে না। জরূরী প্রয়োজনে কোথাও যেতে হলে ট্যুর হোস্টের অনুমতি নিয়ে যেতে হবে।

> বি:দ্র:
-যদিও সর্বোচ্চ সতর্কতা নেয়া হবে।তবু ট্যুর চলাকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দায়ী থাকবো না।যেকোনো সময় যেকোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে যার উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই তাই যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থেকে নিজ দায়িত্বে ট্যুরে কনফার্ম করার অনুরোধ করা হলো।
- আবহাওয়া ও পরিবেশ কিংবা যেকোন প্রয়োজনে ট্যুর প্ল্যান চেঞ্জ হতে পারে।
-যেকোনো ব্যাপারে ট্যুর হোস্টের সিদ্ধান্তই চূড়ান্ত। সবাই হোস্টের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে।

> ট্যুরটি সকলের জন্যই উন্মুক্ত।নারীপুরুষ ধর্ম বয়স বিবাহিত অবিবাহিত নির্বিশেষে যেকেউ আমাদের সাথে জয়েন করতে পারেন।

> ভবিষ্যতে আমাদের কর্মসূচী সম্পর্কে জানতে গ্রুপে চোখ রাখুন এবং আপনার পরিচিতজনদের যুক্ত করুন।আপনার জন্য শুভকামনা রইলো।আপনার ট্যুর যাত্রা শুরু হোক Budget Trip BD - বাজেট ট্রিপ বিডি এর সাথে। আমরা ট্রাভেলার্সদের বাজেটের মধ্যে সব চেয়ে সেরা গুনগতমানের সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

♣ কির্সতং তং হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। যার উচ্চতা প্রায় ২৯০০+- ফিট। এটিকে আমাদের দেশের মোস্ট প্রমিনেন্স পিক ও...
13/09/2024

♣ কির্সতং তং হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। যার উচ্চতা প্রায় ২৯০০+- ফিট। এটিকে আমাদের দেশের মোস্ট প্রমিনেন্স পিক ও বলা হয় এর গঠন এর কারনে। এই পাহাড়ের নামকরন হয়েছে কিরসা পাখি থেকে। এই পাহাড়ে এখনো রয়েছে শতবর্ষী বিশাল বিশাল গাছ এবং রয়েছে ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো পৌছাতে ও বেগ পেতে হয়।

♣রুংরাং এর নামকরন হয়েছে ধনেশ পাখি থেকে।একসময় এইখানে অনেক ধনেশ পাখি দেখা গেলে ও কালের পরিক্রমায় তা এখন বিলুপ্ত প্রায়চ। এই পাখির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বড় বড় ঠোট। রুংরাং তং এর উচ্চতা প্রায় ২৭০০+- ফিট

আমাদের গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/shopnobilashtourism/?ref=share

⏱️ ভ্রমণের ব্যাপ্তিকালঃ ৩ দিন ৪ রাত
যাত্রার তারিখঃ ২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে।
ফেরার তারিখঃ ৩০ শে সেপ্টেম্বর সোমবার সকাল ৬ টায় ঢাকা থাকব (ইনশাআল্লাহ) ।

⚡যা যা দেখবঃ
========
** খেমচং পাড়া
** কির্সতং
** রুংরাং
** মেনিয়াং পাড়া
** সাইংপ্রা ঝর্ণা (সম্ভব হলে)
** শামুক ঝর্ণা
** শামুক ঝিরি।
** মেনকিউ পাড়া
** তৈনখাল
** অসংখ্য জুম
এবং অসংখ্য পাহাড়ঁ ও মনোমুগ্ধকর পাহাড়ি ভিউ।

✨ট্যুর প্ল্যান :
----------------
▶ ১ম ‌দিন: আলিকদম নেমে নাস্তা করে বাইকে/চান্দের গাড়ি করে( ২১ কিলো) থেকে ট্রেকিং করে খেমচং পাড়া। নিজেরা রান্না বান্না করে খেয়ে দেয়ে ঘুমায় যাব।

▶ ২য় দিন : এদিন ভোর সকালে ঘুম থেকে উঠেই ক্রিসতং সামিটে যাব আমরা। ফিরে এসে ব্যাগ ট্যাগ নিয়ে দুপুরের খাবার খেয়ে রওনা দিন রুংরাংয়ের উদ্দেশ্যে। রুংরাং সামিট করব। রংরাংয়ের চূড়ায় কিছুক্ষন আড্ডা দিব তারপর চলে যাব মেনিয়াং পাড়ায়।

▶ ৩য় দিন : এদিন খুব ভোরে নাস্তা করে ব্যাগ নিয়ে আবার রওনা দিব শামুক ঝর্ণা দেখার জন্য।
ঝর্ণাবিলাস করে চলে যাব মেনকিউ পাড়ায়। সেখানে কিছু সময় কাটিয়ে আবার রওনা দিব দুসরি বাজার। দুসরি থেকে ট্রলারে করে চলে যাব আলিকদম।
আলিকদম থেকে বাসে করে সোজা ঢাকা।

৪র্থ দিন : এদিন ভোর ৬ টায় ইনশাআল্লাহ আমরা ঢাকা পৌঁছে যাব।

⚠ বিঃদ্রঃ এইটা কোন আরাম আয়েশের ট্রিপ হবে না, সারাদিন রোদের মধ্যে ট্রেকিং করে রান্না বান্না নিজেদের করেই খেতে হবে,যে কোন পরিস্থিতিতে সবার মতামত নিয়ে প্লানের পরিবর্তন হতে পারে।

♣️ ইভেন্ট ফি : ৫৫০০ টাকা।

#টিম_সাইজ : ১২ জন।

#যেকোন প্রয়োজনে আমাদের কে ফোন করুন।

☎️ শরিফুল 01406832827 (বিকাশ)
☎️ প্রিন্স 01633195428 (বিকাশ/নগদ)

✅স্পেশাল ডিস্কাউন্টঃ
এই ট্যুরে আপনার জন্য রয়েছে একটি স্পেশাল অফার। গ্রুপে ২০০ জন মেম্বার ইনভাইট করে আপনি জিতে নিতে পারেন ১০০ টাকা ডিসকাউন্ট। সেক্ষেত্রে ইনভাইটেশনের স্ক্রিনশট আমাদের পেজে ইনবক্স করতে হবে।

#টাকা_জমা_দেবার_নিয়মঃ
-------------------------------
আমাদের সাথে যাবার জন্য ২০৪০ টাকা bKash/Rocket/Nogod করতে হবে।

*** বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব না।

✨ইভেন্ট ফী তে যা যা পাচ্ছেন :
১.সকল ধরনের যাতায়াত (বাস-জিপ-বাইক/ চান্দের গাড়ি-বোট) খরচ
২.প্রফেশনাল গাইড সার্ভিস
৩.থাকার সব খরচ
৪.খাবারের সব খরচ(আসার দিন এর লাঞ্চ পর্যন্ত)
৫.প্রত্যেক রাতে পাহাড় সম্পর্কে একটি বেসিক ব্রিফিং ও কন্সাল্টেন্সি।

✨ট্রেকিং যা যা অবশ্যই সাথে নিতে হবে :
----------------------------------------
*** এন আই ডি / স্টুডেন্ট আই ডি কার্ডের ফটোকপি ৫ টা
১। ব্যাকপ্যাক - অবশ্যই ভালো মানের ট্রেকিং ব্যাগ যা দীর্ঘক্ষণ ট্রেকিংয়েও পিঠ ঘামাবে না এবং কোমড়ের উপরে চাপ সৃষ্টি করবে না । সাথে রেইন কভার,পলিথিন
২। ট্রেকিং প্যান্ট
৩। ট্রেকিং স্যান্ডেল
৪।শুকনা খাবার(যদি ও আমরা প্রোভাইড করবো)
৫। হ্যান্ড গ্লাভস (ঐচ্ছিক)
৬। হেড ল্যাম্প
৭। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৮। হাফ প্যান্ট, ট্রাউজার
৯। ট্রেকিং পোল (ঐচ্ছিক)
১০। মোজা ১/২ জোড়া
১১। টুথ ব্রাশ - পেস্ট - সাবান
১২। গামছা
১৩। খাবার চামচ - প্লেট - মগ(যদি প্রয়োজন মনে করেন)
১৪। পানির বোতল (১ লিটারের ১ টা)
১৫। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকোজ
১৬। মশার জন্য ওডোমস ক্রিম
১৭।মাস্ক, স্যানিটাইজার
১৮।পাওয়ার ব্যাংক

✨ বিঃ দ্রঃ
---------
# এটি কোন ধরনের অভিলাষী / আরাম - আয়েশের ভ্রমন হবেনা
# প্রতিদিন সূর্যের অথবা বৃষ্টির নিচে ব্যাকপ্যাক কাঁধে ৮/১০ ঘণ্টা করে কঠিন ট্রেক করতে হবে
# ট্রেকিং এর সময় দুপুরে ভারি খাবার পাওয়া যাবে না
# রাতে ট্রেকিং করতে হতে পারে
# রান্নাতে সাহায্য করতে হবে
# পথে পানির স্বল্পতা থাকতে পারে
# যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে
# দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...
• দলনেতার কথা না মানা
• দলের হয়ে কাজ না করা
• পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা

জাদিপাই, ডাবল ফলস, তারপি, তারতে 💚
10/09/2024

জাদিপাই, ডাবল ফলস, তারপি, তারতে 💚

05/09/2024

লাস্ট কল ফর ধূপপানি।
আর মাত্র ৩ টা আসন ফাঁকা আছে।
যেতে চাইলে দ্রুত যোগাযোগ করুন।
বাজেট: ৩৭৯৯ টাকা মাত্র।
সময়কাল : ৩ রাত ২ দিন।

চলুন বান্দরবানের লামা থেকে রিলাক্স ট্যুর দিয়ে আসি। এই বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রওনা দিব ইনশাআল্লাহ। বাজেট ও অনেক কম।  ...
02/09/2024

চলুন বান্দরবানের লামা থেকে রিলাক্স ট্যুর দিয়ে আসি। এই বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রওনা দিব ইনশাআল্লাহ। বাজেট ও অনেক কম।

#মিরিঞ্জা_ভ্যালীঃ বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ ফিট উঁচুতে অবস্থিত। এখানে প্রতিনিয়ত মেঘের উড়াউড়ি দেখা যায়। বিশেষ করে ঘুম ভেঙ্গে সকালে দেখবেন মেঘের সমুদ্র। এই মিরিঞ্জা ভ্যালীর সবচাইতে আকর্ষণীয় সময় হল সূর্যোদয় এবং সূর্যাস্ত। এই দুইটাই দারুণভাবে উপভোগ্য এখানে। পাহাড়ে এত সুন্দর পরিবিশে রাত কাটানোর জন্য এর চাইতে সুন্দর স্থান কম আছে। তাছাড়া গাড়ি থেকে নেমে মাত্র ১০ মিনিট সোজা পথে হেঁটেই এখানে পৌছানো যায়। আমরা আগামী ২৯ তারিখ শুক্রবার রাত্রিযাপনে যাচ্ছি #মিরিঞ্জা ভ্যালীতে। ছেলে/মেয়ে বা পরিবার নিয়ে আমাদের সাথে জয়েন হতে পারেন। বিস্তারিত পড়ে বুকিং এর জন্য সরাসরি কল করতে পারেন।

☎️হোস্টঃ 01633195428 (Prince)

🏂যাত্রাঃ ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে ১০ টায় সায়দাবাদ থেকে।

🏃‍♂️ফিরতিঃ ৮ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৫ টায় ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।

💰খরচাপাতিঃ
চকরিয়া থেকে - ২২০০৳
ঢাকা থেকে ৪০০০৳
(কাপল আলাদা তাবুতে থাকতে পারেন)

যা যা দেখবো -
• মারাইংছা হিল
• মিরিঞ্জা ভ্যালি
• বেস কেম্প
• ডেঞ্জার হিল
• অনেক সুন্দর সুন্দর জুম ঘর যা বান্দরবানের অত্যন্ত গহীনে মনে হবে। এমন কিছু জায়গা ঘুরবো। মোটামুটি রিল্যাক্স ট্র্যাকিং।
• আরো অসংখ্য পাহাড় নদীর ঝরনা।

♦️এই টাকায় যা যা পাবেন...
👉 ঢাকা থেকে ঢাকা স্পট পর্যন্ত যাওয়া আসার সকল বাস+জিপ খরচ।
👉 রাত্রে শেয়ারবেসিসে কটেজ (জুমঘর) থাকা এবং সাথে কম্বল বালিশ থাকবে।
👉 মোট ৫ বেলা খাবার।
👉 থাকবে সার্বক্ষণিক গাইড
👉 ওয়াশরুম এবং সব সময় পানির ব্যাবস্থা।
👉 আগুন জ্বেলে ক্যাম্পফায়ার ব্যাবস্থা।
👉 ব্যক্তিগত খরচ ছাড়া সবই প্যাকেজের অন্তর্ভুক্ত।

খাবার মেনু -
👉 সকালের নাস্তা - পরটা+ডাল+সবজি+চা
👉দুপুরের লাঞ্চ - ভাত+মাছ/মুরগী+ডাল+সবজি+ পানি)
👉রাত্রে বারবিকিউ - (৩ পিছ পরটা+ ১/৪ মুরগী পিস+ সালাদ+কোক),
👉পরদিন ভোরে (ডিম খিচুড়ি/পরটা+ডিমভাজি সবজি+চা)
👉 দুপুরে - ভাত+মুরগী+ডাল+সবজি

👉 থাকবে সার্বক্ষণিক গাইড
👉 ওয়াশরুম এবং সব সময় পানির ব্যাবস্থা।
👉 আগুন জ্বেলে ক্যাম্পফায়ার ব্যাবস্থা।

👨‍👨‍👦‍👦আসন সংখ্যাঃ ২০ জন সর্বোচ্চ

ইনশাআল্লাহ রিল্যাক্স ট্রিপে যাচ্ছি মারাইঞ্চা হিল।৩ রাত ২ দিন। বাজেট মাত্র ৩১০০ টাকা। আর মাত্র অল্প কিছু আসন ফাঁকা আছে। য...
12/08/2024

ইনশাআল্লাহ রিল্যাক্স ট্রিপে যাচ্ছি মারাইঞ্চা হিল।
৩ রাত ২ দিন। বাজেট মাত্র ৩১০০ টাকা।
আর মাত্র অল্প কিছু আসন ফাঁকা আছে।
যেতে চাইলে দ্রুত যোগাযোগ করুন।
যোগাযোগ: 01406832827

শান্তি ফিরে আসুক পাহাড়েঁ।নিশ্চিত হোক নিরাপত্তা ও মৌলিক অধিকার।আদিবাসী দিবসের শুভেচ্ছা।
09/08/2024

শান্তি ফিরে আসুক পাহাড়েঁ।
নিশ্চিত হোক নিরাপত্তা ও মৌলিক অধিকার।
আদিবাসী দিবসের শুভেচ্ছা।

মাত্র ৩০০০ টাকার ২ দিনের ধুপপানি ট্যুরে ৩৬ সিটের শ্যামলী বাসে আসা যাওয়া, স্পেশাল বোট, ৫ বেলা মানসম্মত খাবার ভালো হোটেলে ...
12/07/2024

মাত্র ৩০০০ টাকার ২ দিনের ধুপপানি ট্যুরে ৩৬ সিটের শ্যামলী বাসে আসা যাওয়া, স্পেশাল বোট, ৫ বেলা মানসম্মত খাবার ভালো হোটেলে থাকা এবং সকল খরচসহ এই বাজেটের মধ্যেই। একদম লো বাজেটে প্রিমিয়াম সার্ভিস। কি অবাক হচ্ছেন? আমাদের ট্যুর গুলো এমনই হয়। একদম লো বাজেটে প্রিমিয়াম সার্ভিস দেওয়াই আমাদের লক্ষ্য প্রফিট করা মূল উদ্দেশ্য নয়। আমাদের সাথেই থাকুন ❤️ Budget Trip BD - বাজেট ট্রিপ বিডি

১১ জুলাই রাতে রওনা দিব ইনশাআল্লাহ।পরদিন সকালে আমরা সুনামগঞ্জে নেমে নাস্তা সেরেই ট্রেডিশনাল বোটে উঠে রওনা দিব হাওরের উদ্দ...
08/07/2024

১১ জুলাই রাতে রওনা দিব ইনশাআল্লাহ।
পরদিন সকালে আমরা সুনামগঞ্জে নেমে নাস্তা সেরেই ট্রেডিশনাল বোটে উঠে রওনা দিব হাওরের উদ্দেশ্যে।
১ রাত ২ দিন আমরা এই বোটে করেই সকল স্পট সমূহ ঘুরে বেড়াব।
রাতে ঘুমাব হাওরের বুকে।
স্নিগ্ধ রাত, চাদের আলো আর হাওরের ফ্রেশ ঠান্ডা বাতাস।
আহহ।
জীবন যেনো এখানেই বৈচিত্র্যময়।

যা যা দেখব এই ভ্রমণে:

*টাঙ্গুয়ার হাওর
*পদ্মবিল
*সোয়াম্প ফরেস্ট
*ওয়াচটাওয়ার
*নীলাদ্রি লেক
*বারিক্কা টিলা
*যাদুকাটা নদী
*লাকমা ছড়া
*শিমুল বাগান
এবং অসাধারণ মেঘালয়ের ভিউ ও সূর্যাস্ত-সূযদয়।

বাজেট: মাত্র ৩৬৯৮ টাকা। 😍

Address

Dhaka

Telephone

+8801633195428

Website

Alerts

Be the first to know and let us send you an email when Budget Trip BD - বাজেট ট্রিপ বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category