
28/05/2025
🇧🇩 বাংলাদেশে আসছে Google Pay? 🔥 বড় আপডেট!
The Business Standard-এর ২৮ মে ২০২৫ তারিখের প্রতিবেদন অনুযায়ী, Google বাংলাদেশে তাদের ডিজিটাল ওয়ালেট সেবা Google Wallet (সাধারণভাবে পরিচিত Google Pay) চালু করার প্রস্তুতি নিচ্ছে। ফিনটেক শিল্পের সূত্রমতে, এই সেবা চালুর জন্য প্রয়োজনীয় অনুমোদন পেতে Google ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছে।
🔍 কেন এটা গুরুত্বপূর্ণ?
🔹ফ্রিল্যান্সার ও ইউটিউবারদের জন্য সুসংবাদ: আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ সহজ হবে।
🔹অনলাইন ব্যবসা ও ই-কমার্সের জন্য সুবিধা: ডিজিটাল পেমেন্ট আরও সহজ ও নিরাপদ হবে।
🔹ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ: বিনিয়োগ ও সঞ্চয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।
🤔 কেন গুরুত্বপূর্ণ?
🔹 অনলাইন মার্কেটিং, Ads Payment
🔹 Freelance ইনকাম রিসিভ
🔹 Quick P2P ট্রান্সফার
🔹 একচেটিয়া Android ইউজার এক্সপেরিয়েন্স
💬 এতদিন যে জিনিসটা আমরা শুধু অন্য দেশে দেখে আফসোস করতাম—এবার সেটা আমাদের হাতের নাগালে!
চলুন দেখি, Google Pay কবে অফিসিয়ালি লাইভ হয় বাংলাদেশে! 😍