BBC Holidays

BBC Holidays Travel Company

ভিজিট ভিসায় আসলে কি এয়ারপোর্ট থেকেও ফিরিয়ে দিতে পারে? ✈️🇨🇦 ভিজিটার ভিসায় ক্যানাডাতে বেড়াতে এলে এয়ারপোর্টে ইমিগ্রেশ...
22/06/2025

ভিজিট ভিসায় আসলে কি এয়ারপোর্ট থেকেও ফিরিয়ে দিতে পারে?
✈️🇨🇦 ভিজিটার ভিসায় ক্যানাডাতে বেড়াতে এলে এয়ারপোর্টে ইমিগ্রেশান অফিসার যে প্রশ্নগুলো করতে পারে:
1️⃣ What is the purpose of your visit to Canada?
👉 আপনি ক্যানাডায় কেন এসেছেন?

2️⃣ How long do you plan to stay in Canada?
👉 আপনি কতদিন ক্যানাডায় থাকবেন?

3️⃣ Where will you be staying during your visit?
👉 আপনার ভ্রমণের সময় আপনি কোথায় থাকবেন?

4️⃣ Do you have a return ticket?
👉 আপনার কি ফেরার টিকিট আছে?

5️⃣ Do you have enough funds to support yourself during your stay?
👉 আপনার কি এখানে থাকার সময় খরচ চালানোর মতো পর্যাপ্ত টাকা আছে?

6️⃣ Are you visiting family or friends?
👉 আপনি কি আত্মীয় বা বন্ধুদের কাছে এসেছেন?

7️⃣ Have you visited Canada before?
👉 আপনি কি এর আগে ক্যানাডায় এসেছেন?

8️⃣ What do you do for a living?
👉 আপনি কী কাজ করেন?

9️⃣ Do you have travel insurance?
👉 আপনার কি ভ্রমণ বীমা আছে?

🔟 When do you plan to leave Canada?
👉 আপনি কবে ক্যানাডা ছাড়বেন?

মনে রাখা জরুরী:
📌 কানাডার ইমিগ্রেশন আইন (Immigration and Refugee Protection Act - IRPA)

👉 Section 20(1)(b) of IRPA:
একজন ভিজিটরকে (temporary resident) প্রমাণ করতে হবে যে সে নির্দিষ্ট সময়ের জন্যই ক্যানাডায় থাকবে এবং সময়মতো দেশ ছেড়ে যাবে।

✈️ যেসব পরিস্থিতিতে অফিসার ভিজিট ভিসা থাকা সত্ত্বেও কাউকে ফেরত পাঠাতে পারেন

1️⃣ যদি অফিসার মনে করেন ভিজিটরের আসল উদ্দেশ্য অন্য কিছু (যেমন, কাজ, স্থায়ীভাবে থেকে যাওয়া বা আশ্রয় প্রার্থনা)

2️⃣ যদি ভিজিটর ঠিকমতো ব্যাখ্যা করতে না পারেন, কোথায় থাকবেন, কবে ফিরবেন ইত্যাদি।

3️⃣ যদি ভিজিটরের কাছে পর্যাপ্ত অর্থ না থাকে ভ্রমণের ব্যয় নির্বাহের জন্য।

4️⃣ যদি যাত্রীর পূর্বের কোনো অপরাধ বা নিরাপত্তা-সংক্রান্ত তথ্য পাওয়া যায় (যেমন, পুলিশ রিপোর্ট, ইন্টারপোল নোটিস)।

5️⃣ যদি ভিজিটর মিথ্যা তথ্য দেন বা নথি জালিয়াতি করেন।

💡 উপসংহার:
✈️ আপনার ভিজিট ভিসা থাকলেও ইমিগ্রেশন অফিসারের কাছে সব প্রশ্নের যৌক্তিক ও সত্য উত্তর দিতে না পারলে, বা যদি অফিসার মনে করেন আপনি আইনের শর্ত পূরণ করছেন না, তাহলে তিনি আপনাকে entry refusal দিতে পারেন।

বিস্তারিতঃ থাইল্যান্ড “ছয় দেশ, এক গন্তব্য” নামে একটি নতুন পর্যটন ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে, যার লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশ...
04/06/2025

বিস্তারিতঃ

থাইল্যান্ড “ছয় দেশ, এক গন্তব্য” নামে একটি নতুন পর্যটন ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে, যার লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশকে একত্রিত করে পর্যটকদের জন্য সহজ ও উপভোগ্য ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করা। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনাম ইতিমধ্যে এতে যুক্ত হয়েছে, যদিও ষষ্ঠ দেশের নাম এখনো প্রকাশ হয়নি। এই প্রকল্পে পর্যটকদের জন্য থাকবে বিলাসবহুল জাহাজ ভ্রমণ, ঐতিহ্যবাহী স্থানে সফর, বিভিন্ন দেশের খাবার উপভোগ, নিজে গাড়ি চালিয়ে ঘোরার সুযোগ এবং ঋতুভিত্তিক উৎসব ভ্রমণ। ইউরোপের শেনজেন ভিসার মতো একটি যৌথ ভিসা চালুর পরিকল্পনা করা হয়েছে, যা দিয়ে একবারে সব অংশগ্রহণকারী দেশে প্রবেশ করা যাবে। ইমিগ্রেশন চেকপয়েন্টে দ্রুত প্রবেশের বিশেষ সুবিধাও থাকবে। পর্যটকদের জন্য থাকছে হোটেল ও রেস্টুরেন্টের বিশেষ প্যাকেজ। এই উদ্যোগ কেবল পর্যটন নয়, বরং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সংস্কৃতি বিনিময়ও বাড়াবে। একটি যৌথ কমিটি এই প্রকল্পের বাস্তবায়ন তদারকি করবে। সফল হলে এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভ্রমণকে আরও সহজ, আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলবে।

বিশ্বের বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক-ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার w...
08/03/2025

বিশ্বের বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক-

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

আমেরিকার সবচেয়ে সহজ ভিসা হলো ভিজিট ভিসা !! এই ভিসা করতে জনপ্রতি খরচ হয় মাত্র ১৮৫ ডলার  যা বাংলা টাকায় 22-23 হাজার টাক...
15/12/2024

আমেরিকার সবচেয়ে সহজ ভিসা হলো ভিজিট ভিসা !!
এই ভিসা করতে জনপ্রতি খরচ হয় মাত্র ১৮৫ ডলার যা বাংলা টাকায় 22-23 হাজার টাকার মত । 🇺🇸✌️

প্রতিবছর আমাদের দেশ থেকে আমেরিকার এই ক্যাটাগরির ভিসা হয় প্রায় 20000 থেকে 35 হাজার জনের । প্রতি দিন গড়ে 100 জনের বেশি মানুষ ভিসা পায় । কমেন্টে লিঙ্ক দিচ্ছি দেখে নিতে পারেন । 🇺🇸😊

পাঁচ বছরের মাল্টিপল এই ক্যাটাগরিতে আবেদের জন্য কোন অ্যাকাডেমির যোগ্যতা লাগেনা, কোন IELTS এর প্রয়োজন নেই । পুরো পরিবারসহ আবেদন করা যায় ‌। 😊🥰

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি বাংলায় ইন্টারভিউ দিতে পারবেন ।

আপনি যে পেশায় থাকেন না কেন সাথে আবেদন করতে কোন বাধা নেই । প্রচুর মানুষ এই ক্যাটাগরিতে প্রতিনিয়ত ভিসা পাচ্ছে ।

অবৈধভাবে আমেরিকা যাওয়ার কোন প্রয়োজন নেই, মাত্র ২২ থেকে ২৩ হাজার টাকা খরচ করে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন ।

বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা রেশিও অনেক বেশি । সঠিকভাবে আবেদন করলে এবং ভালোভাবে ইন্টারভিউ দিলে অন্যান্য ক্যাটাগরির চেয়ে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি ।

আপনি যদি একটি আমেরিকার ভিজিট ভিসা পেতে চান, তাহলে প্রথমেই আপনার ডকুমেন্টস অনেক স্ট্রং হতে হবে, সুন্দরভাবে ডকুমেন্টস তৈরি করতে হবে, আপনার আয় ব্যয় এবং সেভিং প্রপার্টি, সঠিকভাবে তৈরি করতে পারলেই ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে! এবং আপনার টোর প্লান্ট আর্টনারী যেন ইন্টারভিউ কে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন!
Dream USA

আমেরিকার ভ্রমণ ভিসা আবেদন প্রক্রিয়াআমেরিকার ভ্রমণ ভিসা (B1/B2) পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ ক...
22/09/2024

আমেরিকার ভ্রমণ ভিসা আবেদন প্রক্রিয়া

আমেরিকার ভ্রমণ ভিসা (B1/B2) পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করে সম্পন্ন করতে হয়। নিচে এই প্রক্রিয়া বিস্তারিতভাবে দেওয়া হলো:

১. ভিসার ধরন নির্ধারণ:
আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসার ধরন নির্ধারণ করুন। B1 ভিসা ব্যবসায়িক উদ্দেশ্যে এবং B2 ভিসা পর্যটন, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন পরিদর্শন, চিকিৎসা ইত্যাদির জন্য দেওয়া হয়।

২. DS-160 ফর্ম পূরণ:
অনলাইনে DS-160 ফর্ম পূরণ করতে হবে। এটি আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার জন্য স্ট্যান্ডার্ড আবেদন ফর্ম।
- [DS-160 ফর্ম পূরণ
- ফর্ম পূরণের সময় আপনার ছবি আপলোড করতে হবে, যা নির্দিষ্ট ফরম্যাটে হতে হবে।

৩. আবেদন ফি পরিশোধ:
ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে, যা প্রায় ১৮৫ ডলার।

৪. ভিসা সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ:
ফি পরিশোধের পর আপনাকে ভিসা সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করতে হবে।

৫. প্রয়োজনীয় ডকুমেন্টস:
সাক্ষাৎকারের জন্য নীচের ডকুমেন্টসগুলো প্রস্তুত রাখুন:
- পাসপোর্ট (যা ভ্রমণের পর কমপক্ষে ৬ মাসের জন্য বৈধ থাকতে হবে)
- DS-160 কনফার্মেশন পৃষ্ঠা
- ভিসা আবেদন ফি প্রদানের রসিদ
- সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পৃষ্ঠা
- পাসপোর্ট সাইজ ছবি (যদি অনলাইনে আপলোড করা ছবি গ্রহণ না হয়)
- ভ্রমণের উদ্দেশ্যের বিবরণ
- অর্থনৈতিক স্থিতি এবং সম্পর্কের প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, চাকরির প্রমাণপত্র ইত্যাদি)
- ভ্রমণের সময়সূচী এবং পরিকল্পনার প্রমাণ

৬. সাক্ষাৎকারের দিন:
নির্ধারিত দিনে ইউএস দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হোন। সাক্ষাৎকারে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হবে:
- ভ্রমণের উদ্দেশ্য
- আর্থিক সামর্থ্য
- আমেরিকায় থাকার সময়ের পরিকল্পনা
- নিজ দেশে ফিরে আসার নিশ্চয়তা

৭. ভিসা অনুমোদন:
সাক্ষাৎকারে সফল হলে, আপনার পাসপোর্টে ভিসা সীলমোহর করা হবে এবং কয়েক দিনের মধ্যে এটি আপনাকে ফেরত দেওয়া হবে। সাক্ষাৎকারে অসফল হলে, আপনাকে পুনরায় আবেদন করতে হতে পারে।

এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে আপনি আমেরিকার ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারেন। সব ধাপ সঠিকভাবে এবং সতর্কতার সাথে সম্পন্ন করুন।

01911720729

SPAIN এর টুরিস্ট ভিসা আবেদনের জন্য আপনার অবশ্যই যা যা লাগবে। আসসলামু আলাইকুম। স্পেইন বা ইউরোপে টুরিস্ট ভিসায় আসতে চাইলে ...
16/07/2024

SPAIN এর টুরিস্ট ভিসা আবেদনের জন্য আপনার অবশ্যই যা যা লাগবে।
আসসলামু আলাইকুম।
স্পেইন বা ইউরোপে টুরিস্ট ভিসায় আসতে চাইলে জেনো খুব সহজেই ফাইলটি গুছাতে পারে।
সবার আগে এই লিংক থেকে সেনজেন ভিসা ফর্ম টা ডাউনলোড করে নিবেন।
https://www.schengenvisainfo.com/.../Schengen-Visa...
১/ পাসপোর্ট মিনিমাম ৬ মাস মেয়াদ।
>পাসপোর্টে মিনিমাম ২/৩ টা দেশের ভিসা রাখবেন, বেশী রাখা ভালো। না পারলে অন্তত দুইটা দেশে। তবে যত বেশী দেশ ঘুরবেন তত ভালো।
২ / জাতীয় পরিচয়পত্র।
৩/ 35mm x 45mm এর দুইটা সদ্য তোলা ছবি দিবেন, ছবি যেন ৩ মাসের পুরাণ না হয়। আর ছবিতে যেনো মুখের ৮০ ভাগ দেখা যায়।
৪/ ইনকাম সোর্স (Proof of funds )এবং ইনকাম ট্যাক্স
৫/ ব্যাংক স্ট্যাটমেন্ট।
>মিনিমাম ৮ থেকে ১০ লাখ রাখবেন, বেশী যত ইচ্ছা। এবং ৬ মাসের চলমান যেনো হয়।
৬/ স্পন্সরের লেটার। (যদি সম্ভব হয়)
৭/ ছুটির ছাড়পত্র। NOC
৮/ ট্রাভেল ইনস্যুরেন্স
৯/ হেলথ ইন্সুর‍্যান্স (যদি সম্ভব হয়)
১০/ অফিস আইডি কার্ড বা ব্যাবসায়ের ভিজিটিং কার্ড।
১১/ বিজনেস করলে ট্রেড লাইসেন্স
১২/ হোটেল বুকিং
১৩/ আপডাউন বিমান টিকেট
ছাত্র হলে কলেজ বা ইউনিভার্সিটির আইডি কার্ড এবং NOC
সর্বমোট খরচ।
ভিসা ফি 8092/-
সেন্টার ফি 1563/-
Total: 9655/-
কোথায় জমা দিবেন?
Spain Visa Application Centre (BLS International)
Saimon Centre, House No 4A, Road No 22,
Gulshan 1, Dhaka 1212, Bangladesh.

For more information cl - 01911720729

The list of documents required to apply for a Schengen Visa vary according to the visa type as well as the purpose of the travel.

আমেরিকা একটি বিশাল দেশ। নিউ ইয়র্ক' মানেই " USA" না। শুধুমাত্র "নিউইয়র্ক" দিয়ে USA কে বিচার করবেন না, নতুন যারা USA আসছেন...
26/05/2024

আমেরিকা একটি বিশাল দেশ। নিউ ইয়র্ক' মানেই " USA" না। শুধুমাত্র "নিউইয়র্ক" দিয়ে USA কে বিচার করবেন না, নতুন যারা USA আসছেন, দয়া করে New York এ স্হায়ী বসবাসের চিন্তা করবেন না। জীবনে অনেক পিছিয়ে যাবেন। সেজন্যই বলছি, সবকিছুর আগে Driving শিখুন, learn how to do parallel parking. সম্ভব বলে বাংলাদেশ থেকেই driving শিখে আসুন। driving শুধু ১ জনের শিখলে হবে না। ১৮ বৎসর বা তার উপরের পরিবারের প্রতিটি (each and everyone) সদস্যকেও গাড়ী চালানো শিখতে হবে।আমেরিকাতে যতটি মাথা, তার চেয়ে গাড়ীর সংখ্যা আরও বেশী। কারণ প্রতিটি লোকের অন্তত ১টি করে গাড়ী আছে, কারো কারো প্রতিজনের ৩/৪টি বা তারও বেশী গাড়ী রয়েছে। এখন আন্দাজ করুন গাড়ীর সংখ্যাটি কত হতে পারে। New York ছাড়া অন্য stateগুলোতে স্হায়ী বসবাসের চিন্তা করুন। আমেরিকাকে ভালভাবে চিনতে হলে New York থেকে বের হয়ে আসুন।

আরেকটি জিনিস মনে রাখবেন ঢাকা যেমন বাংলাদেশের সবচেয়ে বড় শহর এবং ঢাকাকে কেন্দ্র করেই বাংলাদেশের সবকিছু। কিন্তু আমেরিকাতে এরকম নয়। New York আমেরিকার সবচেয়ে বড় শহর, এটা সত্য কিন্তু আমেরিকার সবকিছু New York কেন্দ্রিক নয়। New York এ যেসব সুযোগ সুবিধা, আমেরিকার সব stateএই এগুলো রয়েছে (শুধুমাত্র পরিবহন ব্যবস্হা ছাড়া)। যেমন আমেরিকার ৫০টি stateএই বিশ্বমানের হাসপাতাল থেকে শুরু করে, বিশ্বমানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালযসহ সবকিছুই রয়েছে। তাই আমেরিকার যে কেন stateএ নির্ভয়ে থাকতে পারেন। সব state এর নিরাপত্তা ব্যবস্হা একই রকম। বাংলাদেশে যেমন ভাল চিকিৎসা এবং ভাল পড়াশুনাসহ সবকিছুর জন্য ঢাকা আসতে হয়, আমেরিকাতে এগুলোর জন্য New York আসতে হবে না।সুতরাং feel free to stay anywhere in USA.

সস্তা বাড়ীঘরের জন্যঃ Ohio, Indiana, Texas, Georgia, Buffalo (New York), Minnesota, Wisconsin

মোটামুটি সস্তা বাড়ীঘরের জন্যঃ Arizona, Oregon, Michigan, North Carolina, South Carolina, Florida, Tennessee.

দামী বাড়ীঘরের জন্যঃ New York City, New Jersey, California, Seattle (Washington), Maryland, Virginia, Massachusetts, Connecticut. Total eastern side of America are expensive.

Lot of Bangladeshi people lives: New York City, Michigan, Texas, Maryland, Virginia, Florida, California,

Asheville (North Carolina) is a beautiful city but you can rarely find any Bangladeshi there. It’s scenic beauty is wonderful.

The states where only few Bangladeshis but these states are beautiful and living costs could be low:
Utah, Iowa, Montana, Idaho, Kansas, Kentucky, Arkansas, Oklahoma, North Dakota and South Dakota.

গরম আবহাওয়ার জন্যঃ Florida, Arizona, Georgia, Tennessee, Alabama, Texas, Arkansas.

ঠান্ডা আবহাওয়ার জন্যঃ Buffalo( New York), Michigan, Minnesota, New York City, New Jersey and entire eastern side of America, Chicago, Ohio, Indiana, Pennsylvania, Wisconsin, Massachusetts.

For job: Almost all states have jobs available, I know Massachusetts have a lot of jobs available. But I don’t have any clear idea about the jobs in other states. But no states are bad about jobs.

আমেরিকা খুব একটি সুন্দর দেশ, মানবাধিকারের দেশ, আইনের শাসনের দেশ, সুচিকিৎসার দেশ, ভালোমানের পড়াশুনা পরিষ্কার পরিচ্ছন্নতার দেশ, সত্য কথা বলার দেশ, প্রচুর চাকুরী পাবার দেশএবং কঠোর পরিশ্রমের দেশ।আপনি যদি সৎ থাকেন, পুরো আমেরিকা আপনার জন্য। অসৎ, অলস এবং আরামপ্রিয়দের জন্য আমেরিকাতে না আসাই ভাল। আরামপ্রিয়দের জন্য সর্বোত্তম স্হান হলো বাংলাদেশ। তবে আমেরিকাতেও কিছু দুর্নীতি আছে কিন্তু কোন রকম দুর্নীতির জন্য যদি একবার ধরা পড়েন, তাহলে জীবন শেষ।

এসব তথ্য আপনাদের উপকারে আসলে আমার লেখাটি ধন্য হবে। ছোটখাট কিছু ভুল হতে পারে, সেজন্য ক্ষমাপ্রার্থী।

ধন্যবাদ।

I am living in Massachusetts for 15+ years.

©️

05/05/2024

কোনো রকম ডকুমেন্ট ছাড়াই আমেরিকার ৫ বছরের Multiple টুরিস্ট ভিসা।
সবার জন্য উন্মুক্ত।
পরামর্শের জন্য কল করুন।
01911720729

📣 সুখবর !!  📣 সুখবর !!  📣 সুখবর !!🇹🇩 রোমানিয়া 🇹🇩আজ থেকে সেনজেন 🇪🇺 এর অন্তরভুক্ত।যারা রোমানিয়ার ভি-সা পেয়েছেন বা প্রত্যাশ...
31/03/2024

📣 সুখবর !! 📣 সুখবর !! 📣 সুখবর !!

🇹🇩 রোমানিয়া 🇹🇩
আজ থেকে সেনজেন 🇪🇺 এর অন্তরভুক্ত।

যারা রোমানিয়ার ভি-সা পেয়েছেন বা প্রত্যাশী তাদের জন্য শুভ কামনা।

বিশ্বে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টই প্রথম, যে এয়ারপোর্টে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে চালু করতে যাচ্ছে পাসপোর্ট প্রদর্শ...
21/02/2024

বিশ্বে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টই প্রথম, যে এয়ারপোর্টে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে চালু করতে যাচ্ছে পাসপোর্ট প্রদর্শন ব্যতীত আপনি ইমিগ্রেশন অতিক্রম করতে পারবেন। সহজ করে বলতে গেলে এয়ারপোর্টে আপনাকে/আমাকে পাসপোর্ট দেখাতে হবে না। শুধুমাত্র স্বয়ংক্রিয় লেন দিয়ে ফেস স্ক্যান করলেই ইমিগ্রেশন পার হওয়া যাবে।❤️❤️❤️❤️

27/01/2024
01911-720729 / 01868-244847================================================UK, USA, CANADA, AUSTRALIA, EUROPE ==========...
27/01/2024

01911-720729 / 01868-244847
================================================
UK, USA, CANADA, AUSTRALIA, EUROPE
================================================
1) LONDON, UK 5 Nights - 159,900/-
2) LONDON + Scotland- 7 Nights - 210,000/-
3) LONDON + Dubai 7 Nights - 180,000/-
4) USA + Dubai 07 Nights - 280,000/-
5) USA 7 Nights - 230,000/-
6) CANADA+ USA + Dubai 10 Nights - 330,000/-
7) UK+ USA + CANADA + Dubai 12 Nights - 390,000/-
8) AUSTRALIA 7 Nights - 150,000/-
9) AUSTRALIA + New Zealand 8 Nights - 250,000/-
10) India Visa Process: 1000/-
11) Kolkata + Darjeeling 5 Nights- 19,900/-
12) Malaysia 3 Months: 6,000/-
13) Malaysia e-Visa: 4,000/-
14) Thailand 3 Months Visa: 5,000/-
15) Singapore Visa (with Invitation): 4,500/-
16) Singapore Visa (without Invitation): 4,000/-
17) Dubai Visa: 19,500/- (Family)
18) Dubai Visa: 16,500/- (Transit)
25) Hong Kong (2nd Time): 25,000/-
36) Russia Processing Charge: 4,000/-
37) Japan Processing Charge: 4,000/-
38) South Korea Processing Charge: 5,000/-
39) Brazil Processing Charge: 4,000/-
40) South Africa Processing Charge: 5,000/-
41) Morocco Processing Charge: 5,000/-
42) Australia Processing Charge: 5,000/-
43) New Zealand Processing Charge: 5,000/-
44) USA Processing Charge: 5,000/-
45) UK Processing Charge: 5,000/-
46) Canada Processing Charge: 5,000/-
47) Germany Processing Charge: 5,000/-
48) Austria Processing Charge: 5,000/-
50) France Processing Charge: 5,000/-
51) Italy Processing Charge: 5,000/-
52) Switzerland Processing Charge: 5,000/-
53) Netherlands Processing Charge:5,000/-
54) Spain Processing Charge: 5,000/-
55) Sweden Processing Charge: 5,000/-

75) Student Visa for UK, USA, CANADA, AUSTRALIA, EUROPE
================================================
For USA / UK / AUSTRALIA / CANADA / JAPAN / GERMAN - Minimum 3 Countries have to be visited.
================================================
আমাদের ঠিকানাঃ
BBC HOLiDAYS:
Islam Tower , 13th floor,
Near Subhanbagh Mosque, Dhanmondi, Dhaka.
================================================
Contact :
01911-720729
[email protected]
[email protected]
================================================

BBC HOLIDAY onlline booking nyr event pawna lake Click here CAMPING,VILLA & RESORT MORE DETAILS Looking for an extreme lakeside camping experience? Where you will be surrounded by serene nature and forts around the lake? We are offering you the convenience to explore Pawna lake. Pawna lake the most....

Address

Mohammadia Super Market, 2nd Floor, (near By Subhan Bagh Mosque) Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801911720729

Alerts

Be the first to know and let us send you an email when BBC Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BBC Holidays:

Share

Category