
22/06/2025
ভিজিট ভিসায় আসলে কি এয়ারপোর্ট থেকেও ফিরিয়ে দিতে পারে?
✈️🇨🇦 ভিজিটার ভিসায় ক্যানাডাতে বেড়াতে এলে এয়ারপোর্টে ইমিগ্রেশান অফিসার যে প্রশ্নগুলো করতে পারে:
1️⃣ What is the purpose of your visit to Canada?
👉 আপনি ক্যানাডায় কেন এসেছেন?
2️⃣ How long do you plan to stay in Canada?
👉 আপনি কতদিন ক্যানাডায় থাকবেন?
3️⃣ Where will you be staying during your visit?
👉 আপনার ভ্রমণের সময় আপনি কোথায় থাকবেন?
4️⃣ Do you have a return ticket?
👉 আপনার কি ফেরার টিকিট আছে?
5️⃣ Do you have enough funds to support yourself during your stay?
👉 আপনার কি এখানে থাকার সময় খরচ চালানোর মতো পর্যাপ্ত টাকা আছে?
6️⃣ Are you visiting family or friends?
👉 আপনি কি আত্মীয় বা বন্ধুদের কাছে এসেছেন?
7️⃣ Have you visited Canada before?
👉 আপনি কি এর আগে ক্যানাডায় এসেছেন?
8️⃣ What do you do for a living?
👉 আপনি কী কাজ করেন?
9️⃣ Do you have travel insurance?
👉 আপনার কি ভ্রমণ বীমা আছে?
🔟 When do you plan to leave Canada?
👉 আপনি কবে ক্যানাডা ছাড়বেন?
মনে রাখা জরুরী:
📌 কানাডার ইমিগ্রেশন আইন (Immigration and Refugee Protection Act - IRPA)
👉 Section 20(1)(b) of IRPA:
একজন ভিজিটরকে (temporary resident) প্রমাণ করতে হবে যে সে নির্দিষ্ট সময়ের জন্যই ক্যানাডায় থাকবে এবং সময়মতো দেশ ছেড়ে যাবে।
✈️ যেসব পরিস্থিতিতে অফিসার ভিজিট ভিসা থাকা সত্ত্বেও কাউকে ফেরত পাঠাতে পারেন
1️⃣ যদি অফিসার মনে করেন ভিজিটরের আসল উদ্দেশ্য অন্য কিছু (যেমন, কাজ, স্থায়ীভাবে থেকে যাওয়া বা আশ্রয় প্রার্থনা)
2️⃣ যদি ভিজিটর ঠিকমতো ব্যাখ্যা করতে না পারেন, কোথায় থাকবেন, কবে ফিরবেন ইত্যাদি।
3️⃣ যদি ভিজিটরের কাছে পর্যাপ্ত অর্থ না থাকে ভ্রমণের ব্যয় নির্বাহের জন্য।
4️⃣ যদি যাত্রীর পূর্বের কোনো অপরাধ বা নিরাপত্তা-সংক্রান্ত তথ্য পাওয়া যায় (যেমন, পুলিশ রিপোর্ট, ইন্টারপোল নোটিস)।
5️⃣ যদি ভিজিটর মিথ্যা তথ্য দেন বা নথি জালিয়াতি করেন।
💡 উপসংহার:
✈️ আপনার ভিজিট ভিসা থাকলেও ইমিগ্রেশন অফিসারের কাছে সব প্রশ্নের যৌক্তিক ও সত্য উত্তর দিতে না পারলে, বা যদি অফিসার মনে করেন আপনি আইনের শর্ত পূরণ করছেন না, তাহলে তিনি আপনাকে entry refusal দিতে পারেন।