Cox's Tours & Travels

  • Home
  • Cox's Tours & Travels

Cox's Tours & Travels Cox's Tours & Travels brings you the best rates and routes! We provide premier ticketing, visa Processing, Hotel Booking & Hajj-Umrah services.

our Moto Service Fast Benefit Last. Cox's Tours & Travels is your premier destination for the best travel deals and services. Our services include- Air ticketing, Visa Processing, Hotel Reservation, and Hajj-Umrah packages. So whether you are traveling to explore or to perform Hajj, Cox's Tours & Travels will make your trips hassle-free and affordable. For booking and questions, give us a call at +88 01846465588

আলহামদুলিল্লাহ,গ্লোবাল মুসলিম অন্ট্রোপেনার্স  নেটওয়ার্কের উদ্যোগে গ্রু গ্লোবাল উইথ ফেইথ এন্ড পারপারস ভিলশনকে সামনে রেখে...
21/07/2025

আলহামদুলিল্লাহ,গ্লোবাল মুসলিম অন্ট্রোপেনার্স নেটওয়ার্কের উদ্যোগে গ্রু গ্লোবাল উইথ ফেইথ এন্ড পারপারস ভিলশনকে সামনে রেখে ফেইথ একস ফাউন্ডার্স ঢাকা কানেক্টে আমার প্রতিষ্ঠান স্পনসর করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Cox's Tours & Travels

আলহামদুলিল্লাহ, গত ১৭ জুন থেকে প্রতিদিন  উমরাহ  ভিসা করছি। আজকেও ভিসা করেছি।আপনাদের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।0184646...
25/06/2025

আলহামদুলিল্লাহ, গত ১৭ জুন থেকে প্রতিদিন উমরাহ ভিসা করছি। আজকেও ভিসা করেছি।
আপনাদের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
01846465588

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে আমার লেখা ' আল্লাহর মেহমান ' বইটি আমার একান্ত প্রিয় ব্যক্তিত্ব ও শ্রদ্ধাস্পদ মো...
25/06/2025

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে আমার লেখা ' আল্লাহর মেহমান ' বইটি আমার একান্ত প্রিয় ব্যক্তিত্ব ও শ্রদ্ধাস্পদ মোহাম্মদ আবদুল মান্নান স্যারকে উপহার হিসেবে তুলে দিলাম।
স্যার বর্তমানে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকারস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক সফল ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।

স্যারের সাথে দীর্ঘ ১৬ বছর পর দেখা। আগে প্রতি মাসে এক দুই বার দেখা হত।স্যার একজন গবেষক, ইতিহাসবিদ,লেখক, সাহিত্যিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যাংকার ও দেশের অভিভাবক। যাকে আমরা মূল্যায়ন করতে না পারলে এ জাতীর চরম মূল্য দিতে হবে বিশেষ করে ব্যাংকিং সেক্টরে। স্যার এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ব্যাংকার। একাধারে বহু গুনের অধিকারী। আমার কাছে বিস্ময় প্রতিভার অধিকারী মনে হয়। এখনও স্যার ৪ ঘন্টার বেশি ঘুমান না, পড়ালেখা করেন।

মহান আল্লাহ স্যারের হায়াতে বারাকাহ দান করুন।

04/06/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

04/06/2025

ঈদ মোবারক, দেশ ও প্রবাসের সকলের ঈদ আনন্দে ও ত্যাগে ভরে উঠুক...

15/05/2025

*হজজ পরবর্তী ওমরাহ গ্রুপ প্যাকেজ*
------------------***------------------
*ভ্রমণের তারিখ: ২ জুলাই, ২০২৫*
*রিটার্ন তারিখ: ১৫ জুলাই, ২০২৫*
*বুকিং শেষ তারিখ ২৫ মে, ২০২৫*
পবিত্র হজের পর আমরা নিয়ে এসেছি ১৪ দিনের উমরাহ গ্রুপ প্যাকেজ। আশাকরি আমাদের এই প্যাকেজ বর্তমান উচ্চ খরচের মাঝেও আপনার চাহিদার মধ্যে থাকবে। আমাদের এই উমরাহ প্যাকেজটি পরিচালনা করবেন ১৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন আলেম, যিনি একাধারে মাওলানা- মুফতি এবং হাফেজে কুরআন । আপনার প্রতিটি সময় যেন আমাল ও আখলাকের মাধ্যমে কাটে, আমরা এই প্রত্যাশা রাখি।

*ফ্লাইট শিডিউল*
ঢাকা- জেদ্দা- মদিনা- ঢাকা
ইকোনমি ক্লাস সিট।

*আমাদের প্যাকেজে যা কিছু অন্তর্ভুক্ত*
🔶 ১৪ দিনের হোটেল বুকিং।
🔶রিটার্ন এয়ার টিকেট। (কাতার/ এমিরেটস/ কুয়েত এয়ারলইন্স ও সমমানের ফ্লাইট)
🔶উমরাহ্ ভিসা।
🔶এয়ারপোর্ট এসিসটেন্স সার্ভিস।
🔶জেদ্দা এয়ারপোর্ট টু মক্কা, মক্কা টু মদিনা এবং মদিনা টু জেদ্দা এয়ারপোর্ট ট্রান্সফার।
🔶১ দিন মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন- জিয়ারা।
🔶১ দিন মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন- জিয়ারা।
🔶 অভিজ্ঞ আলেমের মাধ্যমে মুয়াল্লিম সেবা।

*আমাদের প্যাকেজে যা কিছু অন্তর্ভুক্ত নয়*
!) তায়েফ জিয়ারাহ, বদর পান্তর জিয়ারাহঝ, জেদ্দা শহর জিয়ারাহ,
!) এহরাম সামগ্রী,
!) সকল খাবার
!) সকল ব্যক্তিগত খরচ
*✅বি. দ্র:* আমাদের নির্ধারিত সিডিউল দর্শণীয় স্থানের বাহিরে মক্কা ও মদীনায় অন্য কোন স্থানে জিয়ারা করতে চাইলে নিজ খরচে করতে হবে। এ ক্ষেত্রে আমাদের মুয়াল্লিম/ গাইড সার্বিক সহযোগীতা করবেন, ইনশাআল্লাহ।

*প্যাকেজে আমাদের হোটেল*
ইকনোমি স্ট্যান্ডার্ড প্যাকেজঃ (৪/৫ জনের: ১ রুম)

*🚕 মক্কা জিয়ারার স্পটসমূহ:*
নবীজির বাড়ী # জাবালে সাওর # হেরা গুহা # আরাফার ময়দান # মিনা # মুজদালিফা # জান্নাতুল মোআল্লা # জিন মসজিদ
*🚌 মদিনা মুনাওয়ারা জিয়ারার স্পটগুলো:*
রিয়াজুল জান্নাহ # জান্নাতুল বাকী # খন্দকের কূপ # খন্দকের ময়দান # উহুদ পাহাড় # মাকবারায়ে শোহাদায়ে উহুদ # মসজিদে কিবলাতাইন # মসজিদে কুবা # মসজিদে বেলাল রাযি. # মসজিদে আবু বকর রাযি. # মসজিদে গামামাহ

*উমরাহ বুকিং করার জন্য যা যা লাগবে:*
!) পাসপোর্টের স্ক্যান কপি।
!) বায়োমেট্রিক।
!) বুকিং মানিঃ প্যাকেজ মূল্যের ৫০%।
!) ৩০% টাকা টিকেট কনফার্ম করার সময় বাকি ২০% টাকা সবকিছু বুঝে নেওয়ার সময় পরিশোধ করতে হবে।

*প্যাকেজের মূল্য*
!) খাবার ছাড়া: ১২০০০০ টাকা
!) খাবার সহ: ১৩০০০০ টাকা

আরো বিস্তারিত জানতে কথা বলুন আমাদের উমরাহ এক্সপার্টের সাথে অথবা সরাসরি চলে আসুন অফিসে:
৯৮ সি সেনপাড়া পর্বতা, মিরপুর ১০,(মেট্রো পিলার -২৫৪),ঢাকা।
01846-465588 01851678830,
www.coxstourstravels.com

সবাই আজকাল প্রতিযোগিতায় ব্যস্ত।কে কী করছে, কে কতদূর গেলো, কে কেমন চাকরি পেলো — এসব নিয়ে দৌড়।কিন্তু একবারও কি নিজেকে জিজ্...
06/05/2025

সবাই আজকাল প্রতিযোগিতায় ব্যস্ত।কে কী করছে, কে কতদূর গেলো, কে কেমন চাকরি পেলো — এসব নিয়ে দৌড়।কিন্তু একবারও কি নিজেকে জিজ্ঞেস করেছো —গতকাল তুমি কোথায় ছিলে, আর আজ কোথায়? তোমার আসল লড়াই অন্যদের সঙ্গে না। তোমার আসল লড়াই
সেই 'তুমি'র সঙ্গে, যে বারবার ভেঙে পড়ে, তবু আবার দাঁড়াতে চায়।

১. তুমি কীভাবে শুরু করো, সেটা গুরুত্বপূর্ণ নয় —
তুমি কোথায় শেষ করবে, সেটাই আসল! আজ হয়তো তুমি পিছিয়ে আছো, কিন্তু প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাও, তাহলেই একদিন তুমি তোমার সেরা হয়ে উঠবে।

২. গতকালকের তুমি আর আজকের তুমি— এটা তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে হতে পারে,
তবে তোমার সাথে যদি তুমি নিজেই থাকো, তাহলে তুমি কখনো হারবে না।

৩. গতকাল তুমি যেভাবে ভাবতে, আজ সেভাবে ভাবলে তুমি সফল হবে না।আজকের তুমি যদি গতকালের ভুল থেকে শিখে,
আজকে নতুন কিছু শেখো, তাহলে তুমি একদিন শুধু সফলই হবে না,
তুমি অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

৪. তুমি যেভাবে নিজের দিকে তাকাবে, তুমি ঠিক তেমনই হয়ে উঠবে।
যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে তোমার সামর্থ্য এবং সম্ভাবনা সীমাহীন।
শেষ কথা:
তোমার সবচেয়ে বড় শত্রু বা প্রতিপক্ষ কিন্তু অন্য কেউ নয়, এটা তোমার নিজস্ব ভয়, সন্দেহ, এবং অক্ষমতা! তুমি যদি নিজেকে জয় করতে পারো,
তাহলে তুমি পৃথিবী জয় করবে।

05/05/2025

ভিসা প্রসেসিংয়ের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান

01846465588

ভিসা প্রসেসিংয়ের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান           01846-465588
05/05/2025

ভিসা প্রসেসিংয়ের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান

01846-465588

05/05/2025

সবার আগে কাবার পথে.......

01846-465588

Address


Alerts

Be the first to know and let us send you an email when Cox's Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox's Tours & Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

CEO- Cox’s Tours & Travels

Services First Benefit Last