Ahamed Ashike

Ahamed Ashike General Secretary at Uddokta Unnayan Foundation. Director at GDCL Group-Galaxy Digital Company Ltd. Reporter at National Daily 71 ar Bangladesh.

Managing Director at GDCL Bonik Kafela Ltd. & Rajbari Express Ltd. আমাদের দৃষ্টিভঙ্গি কে বদলাতে হবে, চাকুরীকে প্রধান্য না দিয়ে উদ্যোক্তা হবার স্বপ্নকে প্রধান্য দিতে হবে।

ঔপনিবেশিক ইংরেজ শাসনামল থেকে আমাদের পেশা সংক্রান্ত ধ্যানধারণা, পরিবর্তিত হতে শুরু করল। ইংরেজরা আমাদের ব্রেইন ওয়াশ করে, আমাদের মানুসিকতাই চেঞ্জ করে দিল। আমাদের মধ্যে ধারণা সৃষ্টি হলো যে, বুদ্ধিবৃত্তিক এবং সৃজনশীল কাজগুলো করার কোনো

ক্ষমতাই আমাদের নেই। আমাদের অবস্থা দাঁড়ালো, খাঁচায় আবদ্ধ পাখির মতো। এন্টারপ্রেনিউয়ার বা উদ্যোক্তা হবার স্পিরিট হারিয়ে, আমরা নিজেদেরকে শুধুমাত্র চাকরিজীবী অর্থাৎ চাকর ভাবতেই স্বাছন্দ্যবোধ করতে শুরু করলাম। সেই ঔপনিবেশিক ধ্যান ধারণা আমরা এখনো ধারন করি। এখনো চাকরগিরি বা চাকরি করা আমাদের প্রথম পছন্দ। যেখানে আমাদের পূর্বপুরুষ সওদাগরেরা সাত সমুদ্র তেরো নদী অনায়াসে পাড়ি দিতো, সেখানে সৃষ্টি হলো কালাপানির ধারণা, অর্থাৎ কেউ সমুদ্র যাত্রা যদি করে, তো তার জাত চলে যাবে, জাতচ্যুত হবে। ফলে কালক্রমে আমরা পরিচিত হলাম দুর্ভিক্ষপীড়িত, বন্যা কবলিত, জরা-ব্যাধি জর্জরিত একটি জনপদ হিসেবে। দেশ ভাগের পরেও আমাদের কোন উন্নতি হয়নি, তাইত পাকিস্তান থেকে স্বাধীন হবার পর, কিসিঞ্জার আমাদেরকে তলা বিহীন ঝুড়ি হিসেবে বলতে সাহস পেয়েছিল।

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথ...
25/06/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।

18/06/2025

আলহামদুলিল্লাহ প্রোজেক্টের সৌন্দর্য্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

16/06/2025

বৃষ্টিতে গাছের গোড়া নরম হয়ে গেছে, সেখানে খুঁটি দেওয়া হচ্ছে।

15/06/2025

নতুন করে আবার মাছ ছাড়া হয়েছে, আজকে

14/06/2025

অলরেডি এখানে ২০ মন মাছ ছাড়া হয়েছে, আরো ৩০ মন মাছ ও ৩০ হাজার পিস গলদা চিংড়ি ছাড়া হবে আমাদের এই ১০ বিঘা মাছের ঘেরে।

14/06/2025

বৃষ্টিতে গাছের গোড়া টাইট হয়ে গেছে, এখন আবার ছাড়ানো হচ্ছে।

13/06/2025

আলহামদুলিল্লাহ
করলার চারা রোপনের জন্য চারা আনা হয়েছে।

12/06/2025

আলহামদুলিল্লাহ
মাছের খাবার প্রস্তুত করা হচ্ছে।

11/06/2025

আলহামদুলিল্লাহ
আমাদের মৎস্য ঘেরের পার দিয়ে শশার চারা রোপন করা হচ্ছে।

11/06/2025

আলহামদুলিল্লাহ

10/06/2025

রাতের নদী ভয়ংকর সুন্দর

Address

Mirpur 10 Circle
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801849399990

Alerts

Be the first to know and let us send you an email when Ahamed Ashike posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahamed Ashike:

Share

📢 মাত্র ৪০,০০০/- টাকায় ১টি শেয়ার ক্রয়ে পাচ্ছেন TATA AceEx2 পিকআপের লাইফটাইম পার্টনারশিপ + ১০% মালিকানা।

📢 #মাত্র ৪০,০০০/- টাকায় ১টি শেয়ার ক্রয়ে পাচ্ছেন TATA AceEx2 পিকআপের #লাইফটাইম_পার্টনারশিপ + ১০% #মালিকানা। ১ম মাস থেকেই আয়ের সুযোগ। ১ জন একাধিক শেয়ার ক্রয় করতে পারবেন।

🎯 ১টি রিকন্ডিশন কিন্ত ভালো মানের পিকআপের মূল্যকে ১০ টি শেয়ারে বিভক্ত করে ৮ টি শেয়ার অর্থাৎ ৮০% মালিকানা বিক্রয় করা হচ্ছে। প্রতিটি শেয়ারের মূল্য ৪০,০০০/- টাকা যার বিনিময়ে আপনি পাবেন ঐ Pickup এর আজীবন ১০% মালিকানা।

✅ #মাত্র ৪০,০০০/- টাকায় ১০% #মালিকানা কিভাবে সম্ভব? ২-৩ বছরের ব্যবহৃত TATA AceEx2 মডেলের Pickup সম্পূর্ণ নগদ টাকায় আড়াই থেকে তিন লক্ষ টাকায় কেনা হয়। এর পরে গাড়িটি রিপেয়ারিং করে ও জরুরী প্রয়োজনীয় পার্টস সমূহ নতুন করে লাগানো হয় এতে করে গাড়ি নতুনের মতোই সার্ভিস দিতে থাকে প্রায় ১ বছর। গাড়ি চালাতে ৬ মাস/ বছরে ১ বার রিপেয়ারিং তো লাগবেই।

➗ #১০_টি_শেয়ার অথচ মূল্য ৮ টি ভাগে বিভক্ত কেন? ১০ টি শেয়ারে মধ্যে ২ টি শেয়ার GDCL Transports এর জন্য নির্ধারিত থাকবে। কিন্তু কোম্পানি এই ২ টি শেয়ারের নগদ মূল্য পরিশোধ করবে না। লজিস্টিক সাপোর্ট সহ যাবতীয় অফিসিয়াল সেবা যেমনঃ ভাড়া নির্ধারন ও পণ্য/ পার্সেল বুকিং, মার্কেটিং, গাড়ী সার্ভিসিং তদারকি, গাড়ী গ্যারেজ/ পার্কিং নিরাপত্তা নিশ্চিত, GPS ট্র্যাকার নিয়ন্ত্রণ এর ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে কোম্পানি, যতদিন গাড়ি রাস্তায় চলবে।